Political News BD

Political News BD বাংলাদেশের রাজনৈতিক খবর প্রচারের পেইজ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী

২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর সর্বাত্মক  #অবরোধ
24/11/2023

২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর সর্বাত্মক #অবরোধ

24/11/2023

আদম তমিজী হক কোথায়? গু*ম করা হয়েছে?

#আদমতমিজীহক #শেখহাসিনা #হকগ্রুপ
#নির্বাচন #আন্দোলন #বিএনপি #জামায়াত
#আওয়ামীলীগ

22/11/2023

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা এরপর কাদের ওপর আসছে?

USA Visa Policy | Latest News

#নির্বাচন #আন্দোলন #বিএনপি #জামায়াত
#আওয়ামীলীগ

19/11/2023

#শেখহাসিনার গো'প'ন বৈঠক ফাঁ'স ৭ তারিখ নিয়ে! নির্বাচন হচ্ছেনা!
Sheikh Hasina | Bangla Latest News
#নির্বাচন #আন্দোলন #বিএনপি #জামায়াত
#আওয়ামীলীগ

18/11/2023

রবিবার ও সোমবার
সারাদেশে সর্বাত্মক হরতাল
-----
নির্দলীয় নিরপেক্ষ সরকার

সব জল্পনা কল্পনা পেরিয়ে মামু এখন বাংলাদেশে! #জয়বাংলা #সজীবওয়াজেদজয়
18/11/2023

সব জল্পনা কল্পনা পেরিয়ে মামু এখন বাংলাদেশে!

#জয়বাংলা
#সজীবওয়াজেদজয়

10/11/2023

১২ ও ১৩ নভেম্বর
রবিবার ও সোমবার বিএনপি ও সমমনা দলের
'হরতাল'
কর্মসূচী ঘোষণা।

উত্তরবঙ্গের মফিজ! লিপস্টিক বাণিজ্যমন্ত্রী! দালালনিজের এলাকার নারীদের প তি তা হিসেবে আখ্যা দিলো! দুঃখজনক...খদ্দেরের মনোরঞ...
10/11/2023

উত্তরবঙ্গের মফিজ! লিপস্টিক বাণিজ্যমন্ত্রী! দালাল

নিজের এলাকার নারীদের প তি তা হিসেবে আখ্যা দিলো! দুঃখজনক...
খদ্দেরের মনোরঞ্জনের জন্য কারা বহুবার লিপস্টিক দেয়, জানেন তো? পতি*তার দালাল 😂
নারীদের প্রতিবাদ চাই এই নোংরা তকমা দেয়ায়।

#লিপিস্টিক
#বাণিজ্যমন্ত্রী
#দালাল


কো*পা শামসু!মা*ফিয়া সরকার আর কখনো না!
06/11/2023

কো*পা শামসু!

মা*ফিয়া সরকার আর কখনো না!

 #উপনির্বাচন #আওমীলীগ 😂😂😂😂
06/11/2023

#উপনির্বাচন
#আওমীলীগ
😂😂😂😂

29/10/2023

একজন পুলিশ ম*রেছে তাই এতো মায়াকান্না, পুলিশ যে হাজার হাজার মানুষ মে*রেছে, সেটার কী হবে?
পি*টিয়ে মানুষ মা*রার সংস্কৃতি তো আওয়ামী গুণ্ডালীগ শুরু করেছে ২০০৬ সালের ২৮ অক্টোবর।

28/10/2023
২৯ অক্টোবর, রবিবার সকাল-সন্ধ্যা হরতাল
28/10/2023

২৯ অক্টোবর, রবিবার সকাল-সন্ধ্যা হরতাল

28/10/2023

কাকরাইল রণ*ক্ষেত্র, দুই পক্ষই অনড়, বিএনপি-পুলিশ সং ঘ র্ষ, সন্ত্রাসী লীগের হা ম লা

28/10/2023

জামায়াতের সমাবেশ রাজপথ দখল করে নিয়েছে

28/10/2023
নির্দলীয় নিরপেক্ষ সরকার এর একদফা দাবিতে বিএনপি ও জামায়াতের সমাবেশ
28/10/2023

নির্দলীয় নিরপেক্ষ সরকার এর একদফা দাবিতে বিএনপি ও জামায়াতের সমাবেশ

আওয়ামী লীগের শান্তি সমাবেশে উপচে পড়া ভীড় 😂😂
28/10/2023

আওয়ামী লীগের শান্তি সমাবেশে উপচে পড়া ভীড় 😂😂

বোকা*দাচো পেনশন লোভীরা এবার বুঝুক কেন সর্বজনীন পেনশন তহবিল গঠন করেছে...লে হালুয়া,  #পেনশনলীগ #সর্বজনীনপেনশন😂😂
25/10/2023

বোকা*দাচো পেনশন লোভীরা এবার বুঝুক কেন সর্বজনীন পেনশন তহবিল গঠন করেছে...
লে হালুয়া, #পেনশনলীগ
#সর্বজনীনপেনশন
😂😂

এই প্রজ্ঞাপন তো ভূয়া মনে হচ্ছে! 🤔শনিবার তো সরকারি অফিস বন্ধ শোক কেমনে পালন করবে? 😂😂
19/10/2023

এই প্রজ্ঞাপন তো ভূয়া মনে হচ্ছে! 🤔
শনিবার তো সরকারি অফিস বন্ধ শোক কেমনে পালন করবে? 😂😂

আমি থাকবো ইনশাআল্লাহ। আপনি আসছেন তো?আগামীকাল ১৩ অক্টোবর, শাহবাগে সাংস্কৃতিক সমাবেশে গান করবেন- #অরূপ রাহী  #সায়ান  #সমগী...
12/10/2023

আমি থাকবো ইনশাআল্লাহ।
আপনি আসছেন তো?

আগামীকাল ১৩ অক্টোবর, শাহবাগে সাংস্কৃতিক সমাবেশে গান করবেন-
#অরূপ রাহী #সায়ান #সমগীত # রাজু (সহজিয়া) #উদীচী, ঢাকা মহানগর #মূয়ীয মাহফুজ #প্যারাফিন # আনা নাসরিন # রাহাত শান্তনু

পথনাটক--
#বটতলা #তীরন্দাজ #রূপনগর #থিয়েটার ৫২ #এই বাংলায়
মাইম ---
শ্রুতি সাংস্কৃতিক একাডেমি
পারফরমেন্স আর্ট--
মোহাম্মদ জাকির (ইমন), অমল আকাশ, সুমনা আক্তার

কবিতা পাঠ করবেন--
সাখাওয়াত টিপু, আহমেদ স্বপন মাহমুদ, রহমান মফিজ, মাহবুব মোর্শেদ, অর্বাক আদিত্য, কায়েস মাহমুদ, মীর মাকসুদ, ফেরদৌস আরা রুমী, জায়েদ সানি, জাহিদ জগত, তাহমীদ চৌধুরী, রহমান মফিজ, সৈকত আমীন, কালপুরুষ, সোয়েব মাহমুদ, শওকত হোসেন, বীথি সপ্তর্ষিসহ আরো অনেকেই।
এছাড়া থাকছে মুক্ত ক্যানভাসে চিত্রশিল্পীদের প্রতিবাদী চিত্রকর্ম অঙ্কন।

আগামীকাল ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার, বিকাল ৩:৩০টায়, শাহবাগে লেখক-শিল্পী-শিক্ষক-সাংবাদিক সমাজের পক্ষ থেকে লেখক-শিল্পী-শিক্ষক-সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানাই।

ধ্বজভাঙা কাদেরের প্রতি নারীদের আস্থা নেই 😂😂
10/10/2023

ধ্বজভাঙা কাদেরের প্রতি নারীদের আস্থা নেই 😂😂

08/10/2023

'Awareness is Power'

বর্তমানে দেশে প্রায় সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। কিন্তু এর প্রায় অর্ধেকই ব্যবহারবিধি সম্পর্কে অনভিজ্ঞ বা জ্ঞান সীমিত। ফলে না জেনে বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে আপনার জীবনে একটা বড় কালো অধ্যায় নিয়ে আসতে পারেন। যা আপনার জন্য ক্ষতিকর। আসুন আমরা জেনে নিই কীভাবে অনলাইন প্লাটফর্মে নিজেদের সেফ রাখব। কীভাবে 'সচেতনতা শক্তি হিসেবে ধরা দেবে'।

* সামাজিক মাধ্যম ব্যবহারে কিছু প্রশ্ন বিবেচনা করা জরুরি। যেমন:
~নিজেকেও সুরক্ষা রেখে কিভাবে এসব সাইট ব্যবহার করা যায়?
~নিজের পরিচয়, ববন্ধুতালিকা বা সম্পৃক্ততায় কী কী তথ্য গোপন রাখতে চাই, কার কাছ থেকে গোপন রাখতে চাই।

পারিপার্শ্বিক বিবেচনায় কখনো আপনাকে সামাজিক মাধ্যম থেকে সুরক্ষিত থাকতে হবে,কখনো এর ব্যবহারহারকারীদের কাছ থেকে।আবার কখনো দুটো থেকেই।

করণীয়;
১) প্রাইভেসি বদলে ফেলুন।
২) পোস্ট করার ক্ষেত্রে বা শেয়ার, কমেন্ট, বা রিয়েক্টের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করুন।
৩) যেকোনো লিংকে ক্লিক করার আগে বা শেয়ার করার আগে যাচাই করে নিন সেটা কোনো ফিশিং লিংক কিনা।
৪) ২ ধাপের যাচাইকরণ চালু করুন।
৫) অপরিচিত বা ফেক আইডি ফ্রেন্ডলিস্টে যোগ করার ক্ষেত্রে সতর্ক হোন।

৬) Authenticator App ব্যবহার করুন: (এটা একটা দারুন জিনিস। এই পয়েন্টটা অবশ্যই পড়ুন।)
যেসব এপ্সে টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি নেই সেই সব এপ্সে আমরা "অথেনটিকেটর" এপ্স ব্যবহার করতে পারি (এই এপ্সটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন) এই এপ্স আপনাকে আপনার মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকলেও আপনাকে ভেরিফফিকেশন কোড প্রোভাইড করবে। এই সুবিধাটি খুবই কাজের। আপনি যখন প্রত্যন্ত অঞ্চলে বেড়াতে যান/দেশের বাইরে যান তখন খুব সহজেই আপনাকে এই এপ্সটি কোড সেন্ড করবে। গুগল অথেটিকেটর বা হাইড ওটিপি (hide one time Password) আপনার একাউন্টের সাথে যুক্ত কিউবার কোড স্ক্যান করে সংরক্ষণ করে রাখে। আপনার লগইন করার প্রয়োজন হলে এপ্সটি চালু করতেই আপনি ৬ ডিজিটের কোড পেয়ে যাবেন আপনার মোবাইলের মেসেজের মাধ্যমে। এটা দিয়েই আপনি নিরাপত্তা প্রাচীর ভেদ করতে পারবেন। এসব বাড়তি নিরাপত্তা ব্যবস্থা আপ্নার একাউন্টযে আরো বেশি শক্তিশালী করে তুলবে।

৭) নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন এতে আপনার একাউন্টটি কেউ লুটে নিতে পারবে না।

৮) ধর্মে আঘাত বা রাজনৈতিক আঘাত, বা আক্রমণ করে কোনো পোস্ট বা কমেন্ট করা বন্ধ করুন।

বারবার বলছি অনলাইন প্লাটফর্ম ব্যবহারে অত্যাধিক সচেতন হোন। এখন আমি সাইবার অপরাধসমূহ এবং ডিজিটাল আইনে জামিনের বিষয় ও দণ্ডসমূহ নিয়ে আলোচনা করবো।

১) ধারা ১৭- গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বে-আইনি প্রবেশসংক্রান্ত। বে-আইনি প্রবেশে তার ক্ষতিসাধন বা বিনষ্ট বা অকার্যকর করেন অথবা করবার চেষ্টা করেন (দণ্ড- অজামিনযোগ্য অপরাধ)

২) ধারা -২৪ প্রতারণা করার বা ঠকানোর উদ্দেশ্যে অপর কোনো ব্যক্তির পরিচয় ধারণ বা অন্যের ব্যক্তিগত তথ্য ব্যবহার করা (অজামিনযোগ্য অপরাধ)।

৩) ধারা ২১- ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো প্রচার (কমেন্ট/পোস্ট) করা (অজামিনযোগ্য অপরাধ) প্রস্তাবিত ৭ বছর কারাদণ্ড।

৪) ধারা ২৫- ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শক, তথ্য উপাত্ত প্রেরণ, প্রকাশ (অনধিক ৫ বছরের কারাদণ্ড বা ১০ লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড)

৫) ডিজিটাল মাধ্যমে মানহানিকর তথ্য প্রকাশ (প্রস্তাবিত ৩ বছর কারাদণ্ড, অনধিক ২৫ লক্ষ টাকা অর্থদন্ড)

আবারো বলছি অনলাইন মাধ্যম ব্যবহারে সতর্ক হোন
----
আপনি হয়তো ভাবছেন আপনি অতি নগন্য নাগরিক আপনার একটা কমেন্টে বা পোস্টে দেশের বা মানুষের কি যায় আসে? এখনো ভুলের স্বর্গে বাস করছেন। ধরুন, আপনার বন্ধুর আপনার লেখাটা চোখে লাগলো এবং সে আপনার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিলো। তাহলে আপনার অবস্থা তখন কি হবে? উপরে আমি ৫টি কারণ এবং দণ্ড তুলে ধরেছি এর বাইরেও অনেক আছে। যা আপনাকে ভোগাবে। এজন্যই সচেতন হোন। নিজের সুরক্ষিত থাকুন এবং অন্যদের সুরক্ষিত করতে সাহায্য করুন। সাইবার সিকিউরিটি এক্ট সম্পর্কে জানুন, বুঝুন এবং অনলাইন প্লাটফর্ম নিশ্চিন্তে সাচ্ছন্দ্যে ব্যবহার করুন।

সচেতনতাই শক্তি।

07/10/2023

😡😡

05/10/2023

নোবেল জয়ী ড. ইউনুসের সাথে কথা বলার জন্য সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়েছে...



ওরে স্বাধীন সাংবাদিকতা !বাংলাদেশের গণমাধ্যমের ওপরও যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগ হতে পারে বলে সম্প্রতি ঢাকায় নিযুক্ত ম...
03/10/2023

ওরে স্বাধীন সাংবাদিকতা !

বাংলাদেশের গণমাধ্যমের ওপরও যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগ হতে পারে বলে সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যে মন্তব্য করেছেন, তাকে "স্বাধীন সাংবাদিকতার" ওপর চাপ বলে মনে করেন সাংবাদিকনেতারা। তাঁরা বলছেন, পিটার হাসের এই বক্তব্য গণমাধ্যমের ওপর "অযাচিত হস্তক্ষেপের শামিল"। এই বক্তব্য যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর বরখেলাপ।

ছবি: শুভ্র কান্তি দাশ

03/10/2023

মুখে কথা আটকে যাচ্ছেরে... 😂

জয় মামা (Sajeeb Wazed), এটা কী ছবি দিলেন? মানুষ এটা দেখে এতো হাসে কেন? 😂 ছবিটা ২০১৮ সালের হলে কী হয়েছে? জন্মদিনের শুভেচ্...
30/09/2023

জয় মামা (Sajeeb Wazed), এটা কী ছবি দিলেন? মানুষ এটা দেখে এতো হাসে কেন? 😂
ছবিটা ২০১৮ সালের হলে কী হয়েছে? জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য নতুন ছবি দেয়া কি বাঞ্ছনীয়?
শুভ জন্মদিন আফা। 🌹

আরে ভালশুন! এ ডিজিটাল ও স্মার্ট যুগে একজন প্রভাববিস্তারকারী প্রধানমন্ত্রী এবং একজন আইটি বিশেষঅজ্ঞ উপদেষ্টা যদি এমন বা*লমার্কা অস্পষ্ট ও এডিটেড ছবি আপলোড করে, তাহলে কেমনে মানুষ মানবে?

জয় মামা যে জয় বাংলা হয়ে আছে, এটা তার প্রমাণ!

ওহ! আরেকটা বিষয়, পুতুল আন্টি তো আম্রেকাতে আছে, কিন্তু কই এ ছবিতে? ভাইয়ে-বইনে কি ঝগড়া হইছে? মায়ের জন্মদিনের ডিনারে মেয়ে নাইক্কা, এটা কোনো কথা হইলো?😂😂

ধরা খাইছে ছবির প্রতারণা করে...

কারা খেলতে চান...😂😂 খাড়ান... যুবমহিলালীগ তৈরি!
30/09/2023

কারা খেলতে চান...😂😂 খাড়ান... যুবমহিলালীগ তৈরি!

বাহ! মুক্তি*যোদ্ধা
30/09/2023

বাহ! মুক্তি*যোদ্ধা

মার্কিন ভিসানীতির নিষেধাজ্ঞায় গণমাধ্যম নামক মিডিয়ালীগও আছে!
25/09/2023

মার্কিন ভিসানীতির নিষেধাজ্ঞায় গণমাধ্যম নামক মিডিয়ালীগও আছে!

ঠিক আছে তো?
25/09/2023

ঠিক আছে তো?

রাষ্ট্র বধির
25/09/2023

রাষ্ট্র বধির

23/09/2023

আমেরিকা যাবো আমি কাকা...



অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু: এই নীতির আওতায় ভিসা নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের নাম আমরা প্রকাশ করব না। যুক্তরা...
23/09/2023

অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু: এই নীতির আওতায় ভিসা নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের নাম আমরা প্রকাশ করব না। যুক্তরাষ্ট্রের আইনে কোন ব্যক্তির ভিসা প্রত্যাখ্যানসহ ভিসার রেকর্ড গোপনীয়। সতর্কভাবে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে, আমরা আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন ও রাজনৈতিক বিরোধী দলের সদস্যদের উপর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করেছি। এই নীতিমালার মাধ্যমে সহিংসতা কমানো এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করে, আমরা বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে চাই যে, আমরা তাদের গঠনমূলক অংশীদার।

আরো পড়ুন: https://bangla.thedailystar.net/news/bangladesh/news-516896

𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭 𝐒𝐞𝐜𝐫𝐞𝐭𝐚𝐫𝐲 𝐃𝐨𝐧𝐚𝐥𝐝 𝐋𝐮: We will not share the names of individuals who have received visa restrictions under this policy. Visa records, including individual visa denials, are confidential under US law. After a careful review of the evidence, we have imposed visa restrictions on members of law enforcement, the ruling party, and the political opposition. The purpose of this policy is to show that we are a constructive partner for the people of Bangladesh by working to reduce violence and deter actions that undermine a free and fair election.

Read more: https://www.thedailystar.net/news/bangladesh/diplomacy/news/us-visa-curbs-we-will-not-share-the-names-3425436

আমগো প্রধানমন্ত্রীকে চুম্বন করে বিদায় নিলো ফ্রান্সের প্রেসিডেন্ট!যার যা আছে তা এগিয়ে দাও...😂😂
15/09/2023

আমগো প্রধানমন্ত্রীকে চুম্বন করে
বিদায় নিলো ফ্রান্সের প্রেসিডেন্ট!

যার যা আছে তা এগিয়ে দাও...😂😂

আহারে পীরসাপ! 🤔ডা. দীপু মনির হাতে হাত মিলিয়ে সোহবত নিচ্ছেন বা দিচ্ছেন মাইজভান্ডারি পীর সৈয়দ এমদাদুল হক!
15/09/2023

আহারে পীরসাপ! 🤔
ডা. দীপু মনির হাতে হাত মিলিয়ে সোহবত নিচ্ছেন বা দিচ্ছেন মাইজভান্ডারি পীর সৈয়দ এমদাদুল হক!

বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে হিরো আলম বলেন, ভবিষ্যতে আর স্বতন্ত্র থেকে নির্বাচন করবো না। 😂😂তাহলে অবশেষে ডিবি হারুনের মধ্য...
15/09/2023

বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে হিরো আলম বলেন, ভবিষ্যতে আর স্বতন্ত্র থেকে নির্বাচন করবো না। 😂😂

তাহলে অবশেষে ডিবি হারুনের মধ্যস্থতায় হিরো আলম আওয়ামীলীগের প্রার্থী হতে যাচ্ছে... 😁😁

Address

Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Political News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Dhaka media companies

Show All

You may also like