Political News BD

Political News BD বাংলাদেশের রাজনৈতিক খবর প্রচারের পেইজ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
16/12/2024

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

কথা ঠিক
16/12/2024

কথা ঠিক

03/12/2024

আজাদী না গোলামী? আজাদী আজাদী
দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা

নিন্দা ও প্রতিবাদ
24/11/2024

নিন্দা ও প্রতিবাদ

24/11/2024

এ কেমন উল্লাস?
অভিভাবকদের শক্ত হাতে এদের নিয়ন্ত্রণ করা দরকার

সরকারের উচ্চ পর্যায়ের সরাসরি বরাত দিয়ে একজন সম্মানিত সিনিয়র সাংবাদিক আমাকে নিচের টেক্সটটা পাঠিয়েছেন। উনি নিজে এটা বলতে প...
19/11/2024

সরকারের উচ্চ পর্যায়ের সরাসরি বরাত দিয়ে একজন সম্মানিত সিনিয়র সাংবাদিক আমাকে নিচের টেক্সটটা পাঠিয়েছেন। উনি নিজে এটা বলতে পারছেন নানাবিধ চাপের কারণে। আমি নিজে তার দাবীর কোন ভ্যারিফিকেশন ছাড়াই সরাসরি তার ম্যাসেজটা তুলে ধরছি-

"একটা বিশেষ রাজনৈতিক দল এখন পর্যন্ত প্রশাসনের ৫০% দখল নিয়েছে। পুলিশ দখল নিয়েছে ফুল। বাকিটা ছাত্র উপদেষ্টারা নিজেরা গুছিয়েছে প্রশাসন। অধিকাংশ মন্ত্রনালয়ের সচিবরা ৮২ এর ব্যাচের কিংবা ৮১, ৮৩, ৮৪ এর যাদের চাকরি শেষ আরো দশ বছর আগে। এদেরে দিয়ে মূলত খেলাটা খেলছে সিরাজউদ্দিন সাথী এবং জনপ্রশাসন সচিব। সিরাজ উদ্দিন সাথী হচ্ছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব। সরকারের স্থবিরতার মূল কারিগর। প্রধান উপদেষ্টার কার্যলয়ে পরীক্ষা-নীরিক্ষার নামে দিনের পর দিন বিভিন্ন ফাইল আটকে রাখে, ফলে সরকারে স্থবিরতা বিরাজমান।

এরা চায় না ছাত্ররা ক্ষমতা পাক। জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। জনপ্রশাসনের দায়িত্বে প্রধান উপদেষ্টা থাকায় এবং তিনি যথাযথ সময় দিতে না পারায় সবকিছুর নিয়ন্ত্রণ মোখলেসুর রহমানের হাতে।

সিরাজ উদ্দিন সাথী ও মোখলেসুর রহমান আমলাদের রানিং, এক্টিভ, বঞ্চিত, সৎ, যোগ্য অফিসারদের বাদ দিয়ে তাদের ব্যাচমেট, বন্ধু, ১০-১৫ বছর আগে অবসরে যাওয়াদের বিভিন্ন মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব হিসেবে পদায়ন করছে।

বয়সের ভারে এরা ঠিকমতো দায়িত্ব পালন না করায় সরকারে স্থবিরতা, চুক্তিভিত্তিক নিয়োগের ফলে বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের ফলে কর্যক্রম আগাচ্ছে না। এসব নিয়ে অধিকাংশ উপদেষ্টারাই বিরক্ত অবস্থায় আছেন।

একটা উদাহরণ থেকে সহজে ব্যাপারটা বোঝা সম্ভব। আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে এমন একজনকে সচিব করা উচিৎ ছিলো যে সক্রিয়তার সাথে কাজ করবে। অথচ সাথী-পান্না-মোখলেসরা তাদের পুরাতন বন্ধু অবসরে থাকা আকমলকে স্বাস্থ্য সচিব করলেন।

আকমল দায়িত্ব গ্রহণের ২ মাসে সে ২ বার ট্রেইনিংয়ের নামে বিদেশ সফরে গিয়েছে এবং এখনো দেশের বাইরে। আহতদের আন্দোলনের পর দায়িত্বে অবহেলার কারণে উপদেষ্টাগণ তাকে সরাতে চাইলেও সাথী-পান্না-মোখলেসরা তাদের বন্ধুকে সরাতে দিচ্ছে না। স্বাস্থ্য উপদেষ্টা, প্রতিমন্ত্রী ড. সায়েদুর রহমান সহ অন্যান্য চাইলেও সরানো যাচ্ছে না এই অথর্ব সচিবকে।

আমলাদের এই দখলদারিত্ব এবং স্বজনপ্রীতি জনপ্রশাসন অকেজো করে রেখেছে। ব্যক্তিগত পরিচিতি ও সখ্যতার কারণে ফ্যাসিবাদের সময়ের সচিবদের অনেককেই সরাতে নারাজ এই গোষ্ঠী। কোন উপদেষ্টা এদের বিরুদ্ধে আওয়াজ তুললেই ইউনুসের কানভারী করে সেই উপদেষ্টার উপর খড়গহস্ত হয়।

আসিফের মন্ত্রণালয়ে অযাচিত হস্তক্ষেপের কথাও শোনা গেছে। আসিফের নিয়োগকৃত কর্মকর্তাদের ওএসডি/বদলি করা হয়, দূর্নীতিবাজ কর্মকর্তাদের সেখানে পোস্টিং দিচ্ছে জনপ্রশাসন। উদ্দেশ্য এসব দূর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের দায়ে আসিফকে ফাঁসানো। এর আগেও একজন কেরানির অভিযোগের ভিত্তিতে তথ্য মন্ত্রনালয়ের একটা দপ্তরের ডেপুটি ডিরেক্টরকে তলব করা হয়। তাদের মূল টার্গেট হইলো এখন ছাত্র উপদেষ্টাদের গায়ে দুর্নীতির ট্যাগ দেওয়া।

একটা বিশেষ রাজনৈতিক দল কর্তৃক ৫ তারিখে দখলকৃত মিডিয়ারা এখন এই প্রোপাগান্ডা চালাবে। একে একে আসিফ, নাহিদ আর মাহফুজকে ধরবে৷

এর সবকিছুর শুরু হইলো স্বরাষ্ট্র আর জনপ্রশাসনে আসিফ নাহিদের প্রো-এক্টিভ ভূমিকা রাখতে চাওয়া। ডিপ স্টেট এই দুইজনকে কোনো লীগারকে ওএসডি করতে দেয় না৷ উলটা হাসান মাহমুদের কাছে বেলজিয়াম ঘুরে আসা তথ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নজরুলকে তারা আসিফের মন্ত্রনালয়ে পাঠিয়েছে আসিফকে ফাঁসাইতে। তাকেও ওএসডি করতে দেয়নাই।

মূলত পুলিশে গুরুত্বপূর্ণ একটা পোস্টে নিয়োগ নিয়েই ঝামেলা বাঁধে। এইটা নিয়েই দ্বন্দের শুরু।

ডিপস্টেট এবং একটা বিশেষ রাজনৈতিক দলের নেতৃত্বে কিছু পুরাতন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে ছাত্রজনতার বিরুদ্ধে। তারা ছাত্র উপদেষ্টাদের শেষ করবে কারণ এরাই একমাত্র বাঁধা।

ইউনুসের ওপর ছাত্রদের প্রভাব এখন খুব সীমিত হয়ে গেছে। ডিপ স্টেট এবং একটা বিশেষ রাজনৈতিক দলের কথামতই সবকিছু হচ্ছে।"

Mohammad Ishrak

আওয়ামী ফ্যাসিবাদের বি-টিম হিসেবে  #ছায়ানট বিজয়ের মাস উদযাপনের নামে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের এজেন্ডা বাস্তবায়নে মাঠে ...
18/11/2024

আওয়ামী ফ্যাসিবাদের বি-টিম হিসেবে #ছায়ানট বিজয়ের মাস উদযাপনের নামে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নামছে...

08/11/2024

শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস!

ফোনের অপরপ্রান্তে যার সঙ্গে আলাপ হচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এফএম শরিফুল ইসলাম!

08/11/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে শারিরীক ভাবে আক্রমণের চেষ্টা চালিয়েছে পতিত স্বৈরাচারের পলাতক দোসররা।

গণহত্যাকারী এই খুনিরা দেশের ছাত্রজনতার ওপর নির্বিচারে গণহত্যা চালিয়ে, হাজারো কোটি টাকা লুটপাট করে বিদেশে পালিয়ে গিয়েও দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে।

23/10/2024

কাকরাইল রণ*ক্ষেত্র, দুই পক্ষই অনড়, বিএনপি-পুলিশ সং ঘ র্ষ

>>>ব্রেকিং
23/10/2024

>>>ব্রেকিং

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন...
23/10/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন...

21/10/2024

রাষ্ট্রপতির পদ নিয়ে সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ


বাতিল হচ্ছে আওয়ামী জাতীয় ৮ দিবস
16/10/2024

বাতিল হচ্ছে আওয়ামী জাতীয় ৮ দিবস

16/10/2024

সৎ সেনাসদস্যদের সহায়তায় বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করা জরুরি।

14/10/2024

এনএসআই (NSI) কে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে। কারণ গত ১৫বছর এখানকার নিয়োগ ও নিয়ন্ত্রণ করতো 'র'!

Address

Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Political News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share