অামি সাংবাদিক বান্ধন একজন কর্মকর্তা, শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হয়তো না; কিন্তু শ্রেষ্ঠ উপজেলা যেন হয় দোহার, এই প্রত্যাশা করি : নবনিযুক্ত ইউএনও এ.এফ. এম. ফিরোজ মাহমুদ।
ঢাকার দোহারে “মৌলিক স্বাক্ষরতা প্রকল্পে”র মাধ্যমে শিক্ষিত হলেন বয়স্করা। দোহার থানার মাহমুদপুর ইউনিয়নে ৪০ টি কেন্দ্রে মোট ৮০ জন শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে বয়স্ক পুরুষ মহিলাদের শিক্ষা দান করা হয়েছে। দীর্ঘ ৬ মাস ব্যাপি টি, সি, এম, বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে এই শিক্ষা দান সম্পন্ন করা হয়েছে। এবং প্রত্যেক শিক্ষার্থী সরকারি ভাবে সার্টিফিকেট দেওয়া হয়। এই প্রকল্প কে সাধুবাদ জানিয়েছে শিক্ষক শিক্ষিকা সহ বয়স্ক পুরুষ-মহিলা শিক্ষার্থীরা।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে ঢাকার নবাবগঞ্জের পরিবহন ব্যবসার সাথে জরিতো মালিক-শ্রমিক ও যাত্রীরা কেমন আছে, কেমন যাচ্ছে।
মাকসুমুল মুকিমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মিনু রহমান।
পাকনা বুড়িদের ভিন্ন এক ঈদ উদযাপন
করোনায় আক্রান্ত রোগীর ফলাফল যখন পজিটিভ থেকে নেগেটিভ হয়!
দেখুন সেই সময়ের মুহূর্ত গুলো
করোনা ভাইরাস একটি অদৃশ্য শত্রু; এর মোকাবেলা করতে হলে সবাইকে ঘরে থাকতে হবে: লাবণ্য ভূইয়া
ঢাকার দোহারের বাংলাবাজারে সচেতনতা ও জনসমাগম রোধ করার লক্ষে বাজারে হ্যান্ড মাইকিং;
ঢাকার দোহার থানার ১৬ পুলিশ সদস্য ও ১ চিকিৎসক সহ মোট ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা বাংলাবাজারে ব্যবসায়ী সমিতির উদ্যোগে সচেতনতা ও জনসমাগম রোধ করার লক্ষে বাজারে হ্যান্ড মাইকিং করে প্রচার চালানো হয়েছে। ১৮ মে সোমবার দুপুর ১১ টায় মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ করার লক্ষ্যে তারা এ হ্যান্ড মাইকিং করে প্রচার করেন। হ্যান্ড মাইকিং প্রচার করতে নেতৃত্ব দেন বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মোঃ ওয়াসিম খান, কোষাধ্যক্ষ্ বাহারুল ইসলাম, অাওয়ামীলীগ নেতা শেখ অা. সালাম, নুরু, আকাশ, শাখাওয়ান প্রমুখ।