Khobor32.com - খবর৩২

Khobor32.com - খবর৩২ খবর৩২.কম হচ্ছে ঢাকার দক্ষিণে দোহার-নব?

27/02/2022

দোহার-নবাবগঞ্জর সাংসদ সালমান এফ রহমান এমপি মহোদয়ের প্রস্তাবের ভিত্তিতে 'জয় বাংলা' কে জাতীয় স্লোগান করায় ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ, দোহার উপজেলা, দোহার পৌরসভা, জয়পাড়া কলেজ ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল।

র‌্যাব-১০ঃ শ্রীনগরে ৩৩ কেজি গাঁজা; গ্রেপ্তার ১মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ৩৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেট সহ একজনকে আটক করেছ...
20/02/2022

র‌্যাব-১০ঃ শ্রীনগরে ৩৩ কেজি গাঁজা; গ্রেপ্তার ১

মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ৩৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেট সহ একজনকে আটক করেছে র‌্যাব। শনিবার গভীর রাতে র‌্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি থেকে প্রাইভেটকারটি আটক করে। এসময় প্রাইভেটকারের চালক মোঃ আমিনুল হক রানা (২৫) কে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, অভিনব কায়দায় বিপলু পরিমাণ গাঁজার চালান নিয়ে সীমান্তবর্তী জেলা হতে মাদকদ্রব্য নিয়ে একটি পুরাতন প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ- ১৩-৮৬৪৪) মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ী চক্রটিকে গ্রেপ্তারের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার নিমতলায় অবস্থান নেঙ্ক
এসময় মাদকবাহী প্রাইভেটকারটিকে থামার সিগন্যাল দিলে তা অমান্য করে দ্রত মাওয়ার দিকে ছুটতে থাকে। র‌্যাব পিছু নিয়ে ২দিক থেকে প্রাইভেটকারটিকে ধাওয়া করে ছানবাড়ী চৌরাস্তার সামনে এসে ধরে ফেলে।
এসময় প্রাইভেটকারের পেছনে অভিনব কায়দায় রক্ষিত নীল রংয়ের পলিথিনে খাকি রংয়ের স্কচটেপ দিয়ে পেঁচানো ১১ টি প্যাকেটে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব মাদক বহনের দায়ে প্রাইভেটকারটির চালক মোঃ আমিনুল হক রানা (২৫) কে গ্রেপ্তার করে। রানা নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার কুমারপাড়া গ্রামের নজরুল হকের ছেলে।
তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

বায়ার্ণ আওয়ামীলীগের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রীর সম্বর্ধনা গত ১৮ই ফেব্রুয়ারি মিউনিখের মতিমহল রেস্টুরেন্টে পররাষ্ট্র মন্ত্...
20/02/2022

বায়ার্ণ আওয়ামীলীগের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রীর সম্বর্ধনা

গত ১৮ই ফেব্রুয়ারি মিউনিখের মতিমহল রেস্টুরেন্টে পররাষ্ট্র মন্ত্রী ড: এ কে আব্দুল মোমেন ও রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভূইয়া কে গণসম্বর্ধনা দেওয়া হয়।
গণসম্বর্ধনার আয়োজন করে বায়ার্ণ মিউনিখ আওয়ামীলীগ। বায়ার্ণ মিউনিখ আওয়ামীলীগের সভাপতি রোমান মিয়ার সভাপতিত্বে ও মাহফুজ ফারুকের সণ্চালনায় সম্বর্ধনায় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ল্যাফটেনেন্ট জেনারেল ওয়াসিক উজ্ জামান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জার্মান আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব মাছুম মিয়া ও বিশেষ বক্তা ছিলেন জনাব আব্দুল মান্নান।

উপস্থিত ছিলেন বায়ার্ণ মিউনিখ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির তথ্য ও গবেষণা মমতাজুল ফেরদৌস জোয়ার্দার, আনিসুর রহমান, মফিজুর রহমান, রাশেদ আহেমদ, নিজাম উদ্দিন, অলি আহমেদ, সোহাগ বেপারী, আব্দুল বাতেন, মো: সোহাগ মিয়া, মিলি মিয়া, রুমা মান্নান, বদরুন নাহার পিয়া, মাছুমা রাহমান সহ আরো অনেকে।

শ্রীনগরে র‍্যাবের হাতে হেরোইন সহ গ্রেপ্তার ২শ্রীনগরে হেরোইন সহ ২জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাত ১২ টার দিকে বা...
20/02/2022

শ্রীনগরে র‍্যাবের হাতে হেরোইন সহ গ্রেপ্তার ২

শ্রীনগরে হেরোইন সহ ২জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাত ১২ টার দিকে বালাসুর বৌ বাজার এলাকার শাহজালাল হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করে শ্রীনগর থানা পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ভাগ্যকূল ক্যাম্পের ১টি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় রুবেল (৩৮) ও কবির হোসেন(৪২)কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাব। রুবেল পূর্ব বাঘড়া এলাকার মুল্লুক চাঁনের পুত্র ও কবির হোসেন মধ্য কামারগাও এলাকার দেলোয়ার হোসেনের পুত্র।

তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে শ্রীনগর থানায় মামলা হয়েছে।

দোহারে  বেকারী কে জরিমানাঢাকার দোহারে বিএসটিআই লাইসেন্স না থাকায় নোভেরা বিনতে নুর,  পরিদর্শক,  বিএসটিআইয়ের দায়ের কৃত প্র...
20/02/2022

দোহারে বেকারী কে জরিমানা

ঢাকার দোহারে বিএসটিআই লাইসেন্স না থাকায় নোভেরা বিনতে নুর, পরিদর্শক, বিএসটিআইয়ের দায়ের কৃত প্রসিকিউশনের ভিত্তিতে মোবাইল কোট পরিচালনা করা হয়েছে।
২০ ফেব্রয়ারী (রবিবার) দুপুরে উপজেলার জয়পাড়ায় অবস্থিত আল্লাহ দান বেকারি, জনতা বেকারি এবং সুলতান বেকারিতে অভিযান চালানে হয়।

এসময় দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি বেকারির অ- স্বাস্থকর পরিবেশ এবং খাদ্যের মান খারাপ এবং বিএসটিআই লাইসেন্স না থাকার অপরাধে ৩ টি বেকারি কারখানা কে বি এস টি আই আইন ২০১৮ এর ৩১ ধারায় ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন।
মোবাইল কোট পরিচালনায় সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স।

দোহারে  দুই নির্বাচনী ক্যাম্পে আগুননিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার নারিশা ও বিলাসপুর ইউনিয়নে নৌকার প্রার্থীর দুই ন...
29/01/2022

দোহারে দুই নির্বাচনী ক্যাম্পে আগুন

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার নারিশা ও বিলাসপুর ইউনিয়নে নৌকার প্রার্থীর দুই নির্বাচনী ক্যাম্প ও একটি মটরসাইকেলে আগুন দিয়েছে দুবৃত্তরা। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ইউনিয়নের নৌকার সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ। এসময় বিলাসপুর থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

নারিশা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মো.আলমগীর হোসেন ও বিলাসপুর ইউনিয়নের নৌকার প্রার্থী রাশেদ চোকদার জানান, তাদের জনপ্রিয়তা ও আগামী ৩১ জানুয়ারি নির্বাচনে নৌকার বিজয় শুনিশ্চিত জেনে প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই দুই প্রার্থী। এদিকে ঘটনার বিষরে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা।

পরিদর্শনে গিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেন, স্বাধীনতার বিপক্ষের শক্তিরা এমন ঘটনা ঘটিয়েছে। এটি কোন ভাবেই কাম্য নয়। এসময় তিনি নেতা কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শীঘ্রই অপরাধীদের। আইনের আওতায় নিয়ে আসা হব

দোহারে নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য স্বতন্ত্র  চেয়ারম্যান  প্রার্থী শামিম আহমেদ হান্নানের গাড়িতে হামলা বিস্তারিত আসছে...
15/01/2022

দোহারে নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামিম আহমেদ হান্নানের গাড়িতে হামলা বিস্তারিত আসছে......

13/01/2022
05/01/2022

খেলায় অংশগ্রহণ করে নবাবগঞ্জের হরিশকুল ফ্রেন্ডস ক্লাব বনাম উত্তর জয়পাড়া ক্রীড়াচক্র। নির্ধারিত ৯০ মিনিট সময়ের মধ...

ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার  নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।
06/12/2021

ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার
নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

দোহারের কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কাদের মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক...
24/11/2021

দোহারের কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কাদের মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক...

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্.....

দোহারে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত...
23/11/2021

দোহারে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত...

নিজস্ব প্রতিবেদক : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠ....

দোহারের সুতারপাড়ায় মহিলা মেম্বার প্রার্থী রিনা আক্তারের নির্বাচনী উঠান বৈঠকস্টাফ রিপোর্টারঃ ঢাকার দোহারের সুতারপাড়ায় আসন...
23/11/2021

দোহারের সুতারপাড়ায় মহিলা মেম্বার প্রার্থী রিনা আক্তারের নির্বাচনী উঠান বৈঠক

স্টাফ রিপোর্টারঃ ঢাকার দোহারের সুতারপাড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। এরই ধারাবাহিকতায় দোহারের ৫নং সুতারপাড়া ইউনিয়নের ৭, ৮, ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী রিনা আক্তারের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রিনা আক্তার সুতারপাড়ার ডাইয়া-গজারিয়া গ্রামের মৃত লুৎফর মাদবর এর সহধর্মিণী।

সোমবার ( ২২ নভেম্বর ) সন্ধায় সুতারপাড়া ইউনিয়নের ডাইয়া-গজারিয়া গ্রামে রিনা আক্তারের নিজ বাসভবনে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মহিলা মেম্বার পদপ্রার্থী রিনা আক্তার বলেন, আমি পরিবর্তন ও উন্নয়নের প্রত্যয় নিয়ে আপনাদের পাশে থেকে সমাজের উন্নয়ন করার লক্ষে মহিলা মেম্বার প্রার্থী হয়েছি। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই। এছাড়াও নির্বাচিত হলে সার্বক্ষণিক জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন রিনা আক্তার।

এ সময় সুতারপাড়া ইউনিয়নের ৭, ৮, ৯নং ওয়ার্ডের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোহারের কুসুমহাটির চেয়ারম্যান প্রার্থী কাদের মন্ডলের উঠান বৈঠক অনুষ্ঠিতস্টাফ রিপোর্টারঃ ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউ...
21/11/2021

দোহারের কুসুমহাটির চেয়ারম্যান প্রার্থী কাদের মন্ডলের উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চর কোসাই গ্রামের অাসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাদের মন্ডলের উঠান বৈঠক করা হয়েছে। ২০ নভেম্বর ওহাব শিকদারের উদ্যোগে চর কোসাই নতুন ব্রীজের সামনে উঠান বৈঠকের অায়োজন করা হয়।

উঠান বৈঠক আলোচনা সভায় নারী পুরুষের যৌথ উপস্থিতিতে উঠান বৈঠক ও নির্বাচনী আলোচনা সভাটি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সায়েদ মুন্সী, অাইবালী, নুরা মন্ডল, ওহাব মুন্সী, প্রিন্স মন্ডল, মুসলেম শিকদার প্রমুখ।

রাইপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেনের উঠান বৈঠকস্টাফ রিপোর্টারঃ ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ৫ ওয়ার্ড...
21/11/2021

রাইপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেনের উঠান বৈঠক

স্টাফ রিপোর্টারঃ ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ৫ ওয়ার্ডের নাগের কান্দা গ্রামের অাসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেনের উঠান বৈঠক করা হয়েছে। ২০ নভেম্বর শামছুউদ্দিন মোল্লার বাড়ির সামনে উঠান বৈঠকের অায়োজন করা হয়। উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নারী পুরুষের যৌথ উপস্থিতিতে উঠান বৈঠক ও নির্বাচনী আলোচনা সভাটি জনসভায় রুপ নেয়।

এসময় উপস্থিত ছিলেন শামছুউদ্দীন মোল্লা, রজ্জব আলী তালুকদার, হাসান আলী, মোঃ মুকছেদ আলী, সালাম মোল্লা, শাহদাদ শিকদার, শেখ আসলাম,কামাল হোসেন পিন্টু, আঃ আউয়াল,শেখ মুসলেম রাজু দেওয়ান, আব্দুল সালাম ৫ ওয়ার্ড সাধারণ সম্পাদক। সঞ্চালনায় ছিলেন মোঃ বাবু প্রমুখ।

নারিশায় পদ্মা ভাঙ্গনের শ্বিকার অসহায়ের বসতঘর পুরে ছাই; ৫ লক্ষ টাকার ক্ষতি স্টাফ রিপোর্টারঃ ঢাকার দোহারের নারিশা ইউনিয়নের...
21/11/2021

নারিশায় পদ্মা ভাঙ্গনের শ্বিকার অসহায়ের বসতঘর পুরে ছাই; ৫ লক্ষ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টারঃ ঢাকার দোহারের নারিশা ইউনিয়নের চৈতাবাতর এলাকায় রাতের অন্ধকারে বসতঘরে অাগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে নুর ইসলাম নুরুর বাড়িতে এই অাগুন লাগে বলে জানা যায় , অাগুনে প্রায় পাঁচ লক্ষ টাকার মালামালের পুরে গেছে বলে দাবী পরিবারের।

নুর ইসলাম নুরু জানান, গত কয়েকবছর পূর্বে নারিশা পশ্চিম চর এলাকায় বসতঘর ভিটেমাটি সহ পদ্মার ভাঙ্গনের স্বিকার হয়। অনেক কস্ট করে সেই শোক কাটিয়ে উঠার অাগে গত তিন বছর ধরে শশুর বাড়িতে একটা ঘর তুলে অাস্রয় নেই। সংসার বাড়ি ঘর এখন ঠিক মত গুছাতে পারিনি। এরই মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় অামার জীবনের অনেক বড় ক্ষতি হয়ে গেল।

এলাকাবাসী একেকজন একেক রকম কথা বলেন, কেউ কেউ বলেন পূর্ব শত্রুতা, অাবার কেউ বলেন মাদক কান্ড থাকতে পারে।

জানা যায়, পদ্মার কবলে পরে ঘর ভেঙ্গে যাওয়ায় সরকারের পক্ষ থেকে নুরু মিয়াকে নারিশা পশ্চিম চর এলাকায় একটি ঘর দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ২ টায় চৈতাবাতর বাড়ি থেকে পশ্চিম চর বাড়িতে যায়। ঐ দিনই কয়েক ঘন্টার ব্যবধানে রাত ১২ টার দিকে নুরুর শালা রফিকের বউ সাবিনা প্রথম অঙ্গিকান্ডর ঘটনা দেখতে পায়, পরে ভাসতি রিমু ফোন করে নুরু মিয়াকে জানান ঘরে অাগুন লেগে গেছে। পশ্চিম চর থেকে অাসতে অাসতে দেখে ঘর সহ টিভি ফ্রিজ অালমারি সুকেস খাট সাইকেল কয়েকটি ফল গাছ সহ সব কিছু পুরে ছায় হয়ে যায়। বিষয় টি রহস্যময় বলছে এলাকাবাসী।

গোপন তথ্যে জানা যায়, তিন বছর ধরে ঘর উঠানোর পর থেকে এলাকার একটি মাদক সেবী চক্র বিভিন্ন ভাবে হুমকি দিত। এবং টাকা পয়শা চায়তো। ঘটনার দিন রাতেও কয়েকজনকে ঐঘরের অাশেপাশে ঘুরা ফেরা করতেও দেখা যায়। এবং মাঝে মধ্যে পরিবারটিকে ভয়ভীতি দেখিয়ে গভীর রাতে মাদক সেবন করতো ঐ ঘরে। কয়েকবার বাঁধা দিলেও তার কোন প্রতিকার পাইনি পরিবারটি। নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে অত্যাচার করা হতো। এখন সেই ঘরে অাগুন দিয়ে নিঃশ্ব করা হয়েছে পরিবারটিকে বলে জানান নাম না প্রকাশ করার শর্তে বলেন অনেকে।

দোহারের মৈনটঘাটকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলবো; সালমান এফ রহমানবিশেষ প্রতিণিধিঃ ঢাকার দোহার উপজেলার মৈনটঘাটকে অর্থনৈ...
18/11/2021

দোহারের মৈনটঘাটকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলবো; সালমান এফ রহমান

বিশেষ প্রতিণিধিঃ ঢাকার দোহার উপজেলার মৈনটঘাটকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলবো বলে জানিয়েছেন দোহার নবাবগঞ্জর সাংসদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ১৭ নভেম্বর বুধবার তীরবর্তী ফরিদপুরের সদরপুর উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের আমিরাবাদ চরে সালমান এফ রহমানের উদ্যোগে পাওয়ার প্লান্ট নির্মাণের পরিকল্পনার পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। দশ হাজার একর জায়গা জুড়ে পাওয়ার প্লান্ট নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান দোহার নবাবগঞ্জর সাংসদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

অামিরাবাদ চরে পাওয়ার প্লান্ট নির্মিত হলে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় পাওয়ার গ্রিডে সংযুক্ত করা হবে। বুধবার দুপুরে ঢাকার দোহারে পদ্মা নদীর বাম তীরের ২শত ১৭ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৬ কিলোমিটার সংরক্ষণ বাঁধ পরিদর্শনে এসে উপজেলা ডাক বাংলো ঘাটে উপস্থিত সাংবাদিকদের ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনের সাংসদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এসব কথা বলেন।

তিনি অারও বলেন, আমরা আমরা নদী ভাঙ্গনের জন্য সেখানে কাজ করতে পারতেছি না। তবে নদী ভাঙ্গানরোধের কাজ শেষ হলেই আমরা সেখানে অর্থনৈতিক অঞ্চলের কাজ ধরবো। যেটা মূলত পর্যটকদের আকৃষ্ট করার জন্যই তৈরি করা হবে।

এ সময় প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দোহারে সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙ্গন। গত সংসদ নির্বাচনের আগে আমি কথা দিয়েছিলাম দোহারের নদী ভাঙ্গন সমস্যা সমাধান করার। এজন্য প্রধানমন্ত্রীর কাছে প্রকল্প চাইলে প্রধানমন্ত্রী এ প্রকল্পটি অনুমোদন দেন। তিনি বলেন, শুরুতে যে প্রকল্পটি নিয়েছিলাম সেটি বাস্তবায়ন করতে গিয়ে দেখা যায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। ফলে আবার নতুন করে গবেষণা করতে হয়। সে জন্য আমরা আবার পুনরায় স্টাডি করি তখন আমরা আইডাব্লিউ মাধ্যমে ঠিক করি কোথা থেকে ড্রেজিং করা হবে এবং কোথায় প্রটেকশন দেওয়া হবে। শুধু বাঁধ নয় প্রকল্পের সাথে ড্রেজিং ও সংযুক্ত করতে হয়েছে। এর ফলে পুরো দোহারের নদী সীমানা বাঁধের আওতায় আসবে। এতে দোহারের প্রতিটি এলাকা নিরাপদ হবে। এ জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

সালমান এফ রহমান এর আগে সকাল ৯টায় ডাকবাংলো ঘাট থেকে সী-বোট যোগে দোহারের ২২ কিলোমিটার পদ্মার তীর পরিদর্শন করেন। আগে পদ্মার তীর রক্ষা বাদ পরিদর্শনে এসে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত সী-বোটে দোহারের পদ্মানদীর মাঝিরচর থেকে মৈনটঘাট, বাহ্রা হয়ে ফরিদপুরের সদরপুরের পদ্মানদীর নিকটবর্তী কয়েকটি ইউনিয়ন ও পরির্দশন করেন।

এসময় উপস্থিত ছিলেন- প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর হক, পানি উন্নয়ন বোর্ডেও অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন সরকার, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বি, দোহার সার্কেল এএসপি জহিরুল ইসলাম, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, দোহার উপজেলা অাইন শৃঙ্খলা রক্ষা কমিটির সাংসদ প্রতিণিধি মুসফিকুর রহমান লিমন, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, সহ দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ

দোহারে ৬ মামলার আসামি নিরব গ্রেপ্তারস্টাফ রিপোর্টারঃ ঢাকার দোহার উপজেলার নাগেরকান্দা এলাকা থেকে ২১.২৩ গ্রাম হেরোইনসহ জাহ...
17/11/2021

দোহারে ৬ মামলার আসামি নিরব গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ ঢাকার দোহার উপজেলার নাগেরকান্দা এলাকা থেকে ২১.২৩ গ্রাম হেরোইনসহ জাহিদুল ইসলাম (নিরব) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। মঙ্গলবার সকালে দোহার থানার এএসআই নান্টু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নিরবের বিরুদ্ধে দোহার থানায় মাদক, অস্ত্রসহ ৬টি মামলা ছাড়াও একাধিক অভিযোগ এবং জিডি রয়েছে বলে জানায় দোহার থানা পুলিশ।

পুলিশ অারো জানায়, নিরব পুলিশের ভয়ে বিভিন্ন ঝোপ, জঙ্গলে রাত্রীযাপন করতো। তাই তাকে সহজে গ্রেপ্তার করা যেত না। মঙ্গলবার অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দোহার থানার এসআই তারিকুল ইসলাম বাদি হয়ে দোহার থানায় আরেকটি মাদক মামলা করেছে।

নিরব দোহার উপজেলার জামালচর এলাকার নাছির উদ্দিনের ছেলে।

নবাবগঞ্জ বৃদ্ধার ঘরে মাদক সেবনে বাধা; বৃদ্ধাকে পিটিয়ে আহত করে বখাটে হারুনস্টাফ রিপোর্টারঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদক সে...
13/11/2021

নবাবগঞ্জ বৃদ্ধার ঘরে মাদক সেবনে বাধা; বৃদ্ধাকে পিটিয়ে আহত করে বখাটে হারুন

স্টাফ রিপোর্টারঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় রেহানা বেগম(৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করেছে বখাটে হারুন। শুক্রবার দুপুরে সংবাদকর্মীদের কাছে রেহানা বেগম অভিযোগ করে বলেন। অামি মাদক সেবনে বাধা দেওয়ার কারণে মাদকসেবী বখাটে হারুন(৩২) তাকে পিটিয়ে আহত করে। আহত রেহানা বেগম উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামের বাচ্চু মাঝির স্ত্রী।

রেহানা বেগম জানান, তিনি এবং তার স্বামী দু'জনে মিলে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত বুধবার দুপুর ১টার দিকে প্রতিবেশী ফালু মিয়ার নেশাগ্রস্ত ছেলে হারুন তাদের বসত ঘরে ঢুকে মাদক সেবন করতে চায়। হারুনকে মাদক সেবনে বাধা দিলে এবং বিষয়টি তাৎক্ষণিক তার বাবা-মাকে জানালে হারুন ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথারি পিটিয়ে আহত করে। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।

এ ঘটনায় রেহানা বেগমের স্বামী বাচ্চু মাঝি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় একটি সূত্র জানায়, মাদকাসক্ত হারুন গত তিন মাস আগে ওই গ্রামের মন্টু ফকিরের বাড়ির ওরসের খাসি না দেওয়ায় তাকে মারধর করে আহত করে। কিন্তু নিরীহ মন্টু ফকির ফের হেনস্থা হওয়ার ভয়ে কোনো প্রতিবাদ করেননি।

নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ বলেন, শুধু হারুন না দোহার নবাবগঞ্জ উপজেলার অানাচে কানাচে এরকম এক শ্রেনী নেশাগ্রস্ত বখাটেদের কাছে প্রতিনিয়ত কোন নারী পুরুষ হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। পুলিশ ও এলাকাবাসী কে অারো শতর্ক থাকতে হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নবাবগঞ্জ থানার পাড়াগ্রাম পুলিশ ফাঁড়ির এএসআই মো. সোহাগ জানান, ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেছি। আহত নারীকেও হাসপাতালে দেখে এসেছি।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ জানান, এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসারকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

দোহারের বটিয়ায় মারামারিঃ পাল্টা-পাল্টি অাহত; পাল্টা-পাল্টি অভিযোগ?স্টাফ রিপোর্টার; ঢাকার দোহারের গত শুক্রবার বটিয়া এলাকা...
12/11/2021

দোহারের বটিয়ায় মারামারিঃ পাল্টা-পাল্টি অাহত; পাল্টা-পাল্টি অভিযোগ?

স্টাফ রিপোর্টার; ঢাকার দোহারের গত শুক্রবার বটিয়া এলাকার একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। এবং মারামারির ঘটনায় দুই পক্ষের অাহত হয়েছেন চার জন।

এক পক্ষের অাহত হয়েছেন অানোয়ার ও হানিফ। এই দুইজনকে বাস কাঠ দিয়ে পিটিয়ে অাহত করে বলে জানা যায়, হনিফ জানান, তাকে ফোন দিয়ে বাসা থেকে বের করে ফাহিম। পূর্ব শত্রুতা ও ব্রীজ নিয়ে ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় অারিফ ইব্রাহিম,রাকিব ও অমি অামাকে ও অামার বাবাকে পিটিয়ে অাহত করে।

অপরদিকে অারেক পক্ষের অাহত হয়েছেন অমি ও বোরহান নামে একজন। অমির পরিবারের দাবী, পূর্ব শত্রুতা ও না, ব্রীজ নিয়ে ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ও না। ঘটনা একটি মেয়ে কে নিয়ে। অানোয়ারের ভায়রার মেয়ে হানিফের খালাতো বোনকে নিয়ে, গত বৃহস্পতিবার দুপুরে জয়পাড়া মাহমুদিয়া মাদরাসা সংলগ্ন রাস্তায় মারামারি হয়। সেই মারামারি অাবার তার পরের দিন শুক্রবার দুপুরে হানিফ কে একা পেয়ে বটিয়া এলাকার মারপিট বেধে যায়। সেই মারামারি দেখতে যায় অমি পরে ফিরাতে গেলে অমি ও বোরহানকে পিটিয়ে অাহত করে তারা। পরে তাদের অাহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যপারে দোহার থানায় পাল্টা পাল্টি দুটি অভিযোগ করা হয়েছে।

দোহারে জনপ্রিয়তার প্রতিহিংসার স্বিকার মেম্বার পদপ্রার্থী মনির হোসেনস্টাফ রিপোর্টারঃ ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়ন...
11/11/2021

দোহারে জনপ্রিয়তার প্রতিহিংসার স্বিকার মেম্বার পদপ্রার্থী মনির হোসেন

স্টাফ রিপোর্টারঃ ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও অত্র ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. মনির হোসেনের জনপ্রিয়তা দেখে অত্র এলাকার দুঃস্কৃতিকারীরা রাতের অাধারে মনির হোসেনের নির্বাচনী ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। এতে করে সাধারণ অামজনতার মাঝে খোবের সৃষ্টি হয়েছে। তারা বলছেন ভাল মানুষ নির্বাচনে অাসলে তাকে স্বাগত জানানো। কিন্তু তা না করে করা হচ্ছে উল্টোটা। এতে করে মো. মনির হোসেনের জনপ্রিয়তা অারো বাড়বে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

সরজমিন ঘুরে খোঁজ নিয়ে জানা যায়, অাসন্ন ইউনিয়ন নির্বাচনে ৯ নং ওয়ার্ডের সমাজসেবক, দানশীল, নম্র ভদ্র মো. মনির হোসেন মেম্বার পদপ্রার্থী হয়েছেন। মনির হোসেন সাধারণ অামজনতার যে কোন মানুষের যে কোন বিপদে সব সময় পাশে দাড়ায়। ইতি পূর্বে ৯ নং ওয়ার্ডে তার নিজ খরচে কয়েকটি রাস্তা মেরামত করে দিয়েছেন এলাকাবাসীর সার্থে। ভাল মানুষকে জনপ্রতিণিধি হিসেবে সবাই চায়। অামরাও চায় মনির মো মনির হোসেন ৯ নং ওয়ার্ডের মেম্বার হোক। কিন্তু কিছু দুঃস্কৃতিকারী মনিরের জনপ্রিয়তা দেখে প্রতিহিংসা বসত হয়ে এই জগন্য কাজটা করেছে। অনেকে বলেছেন মনির মেম্বার না হয়েও যে ভাবে সাধারণ মানুষের বিপদে অাপদে পাশে থাকে, মানুষের জন্য কাজ করে। উপজেলার অনেক ইউনিয়নের ওয়ার্ড মেম্বার হয়েও পাশে থাকে না কাজ করে না। মনির হোসেন সাধারণ মানুষ হয়ে যে ভাবে গরীব দুঃখী মানুষের পাশে থাকে। মনিরের ব্যনার ফেস্টুন ছিড়ে ফেলায় এতে মনিরের প্রতি সাধারণ মানুষের অাস্থা অারো বাড়বে বলে বিস্বাস এলাকাবাসীর।

এবিষয়ে মো. মনির হোসেন বলেন, অামি বরাবরের মতই কোন মারপিট হাংঙ্গমা পছন্দ করি না। অামি সব সময় মানুষের কল্যানে কাজ করে গেছি। বাকি জীবনটা নিজেকে বিলিয়ে দিতে চায় মানুষের সেবায় । এলাকাবাসীর জোর দাবীতে মেম্বার প্রার্থী হয়েছি। অামি মেম্বার হলে হয়তো অনেকের অনেক ধরনের অসামাজিক কাজ কাম বন্ধ হয়ে যাবে। অামার জনপ্রিয়তা সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে দুর্বত্তরা অামার ব্যনার ফেস্টুন ছিড়ে ফেলেছে। অামি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

23/08/2021

তারা ভেবেছিল যে নারীরা কিছুই করতে পারে না এবং এ কারণেই তারা বঙ্গবন্ধুর দুই মেয়েকে বাঁচিয়ে রেখেছিল এবং আরও ষড়য.....

23/08/2021

সোমবার (২৩ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে ৮৪তম কমিশন বৈঠক শেষে তিনি এ কথা জানান।সচিব জানান, সাড়ে চার হাজার ইউনিয়ন...

23/08/2021

ভোলা সদরের কবির হোসেন (৩৮), নারায়নগঞ্জের বন্দর থানার দেউলি চৌরাপাড়া গ্রামের নান্টু (২৫), ফেনী সদরের মধ্যম কাছাড় ....

22/08/2021

শনিবার(২১ আগস্ট) দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, গত বুধবার(১৮আগস্ট) ....

22/08/2021

আমি বিশ্বাস করি আজকে তোমাদের এই ছাত্রলীগের মধ্যে থেকে কেউ না কেউ আগামীতে আওয়ামিলীগের নেতৃত্ব দিবে বলে আমার বিশ্...

07/08/2021

৭ আগস্ট শনিবার সকালে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ, এম,সালাউদ্দীন মনজুর সভাপতিতে প্রধান অতিথি থেকে উদ্....

07/08/2021

ঢাকার দোহার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা জেলা বিএনপি'র যুগ্ম সা.....

মঞ্জু মুন্সিগঞ্জের শ্রীনগর থানা বালাশুর খালপার গ্রামএর হারুন হাওলাদারের ছেলে।
06/08/2021

মঞ্জু মুন্সিগঞ্জের শ্রীনগর থানা বালাশুর খালপার গ্রামএর হারুন হাওলাদারের ছেলে।

06/08/2021

৬ আগস্ট শুক্রবার বীর মুক্তিযোদ্ধার মৃত্যতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক পত্তনদার...

লায়ন আব্দুস সালাম চৌধুরী বলেন, আমি একজন সমাজ কর্মী হিসেবে দেখেছি ব্যাবসা বানিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে, মহামারী ক...
06/08/2021

লায়ন আব্দুস সালাম চৌধুরী বলেন, আমি একজন সমাজ কর্মী হিসেবে দেখেছি ব্যাবসা বানিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে, মহামারী করোনাতো কোনোভাবেই কমছে না, বরং দেশ ও জাতির অপূরনীয় ক্ষতি হচ্ছে।

লায়ন আব্দুস সালাম চৌধুরী বলেন, আমি একজন সমাজ কর্মী হিসেবে দেখেছি ব্যাবসা বানিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে, মহ....

06/08/2021

বৃহস্পতিবার(৫ আগস্ট) রাত ১১:৩০ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল ক....

06/08/2021

ঢাকা-১, দোহার-নবাবগঞ্জর সাংসদ, আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে তার...

05/08/2021

শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে চাড়া বিতরণ করা হয়েছে। ৫ আগস্ট বৃহস্পতিবার সকালে অনুষ্ঠ....

Address

2nd Floor, Begum Ayesha Shopping Complex, Joypara, Dohar
Dhaka
1330

Alerts

Be the first to know and let us send you an email when Khobor32.com - খবর৩২ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khobor32.com - খবর৩২:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Dhaka

Show All