NatunNews Monitor - Bangla

NatunNews Monitor - Bangla বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ বাংলা নিউজ পড়তে ভিজিট করুন.

লাগে উরা ধুরা❤️
28/05/2024

লাগে উরা ধুরা❤️

19/04/2024

রাজধানীর ওয়ারীতে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রন
01/03/2024

রাজধানীর ওয়ারীতে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রন

29/02/2024

মসজিদে ছোটখাট ভাবে বিয়ে না করে জমজমাট করে কেন বিয়ে করেছেন লাইভে এসে জানালেন -ফারাজ করিম চৌধুরী

29/02/2024

সম্প্রীতি ঢাকার একটি শপিংমলে তাহসান এবং তাসনিয়া ফারিণ একসঙ্গে

28/02/2024

#মাহিয়া_মাহি

27/11/2023

নায়িকা #মাহিয়া_মাহি

বিয়ে অস্বীকার করে আরশি বললেন, নেশা করিয়ে ছবি তুলেছে নোবেলবিতর্ক ও গায়ক মইনুল আহসান নোবেল যেন একই সুতোয় গাঁথা। মাঝে মাঝেই...
22/11/2023

বিয়ে অস্বীকার করে আরশি বললেন, নেশা করিয়ে ছবি তুলেছে নোবেল

বিতর্ক ও গায়ক মইনুল আহসান নোবেল যেন একই সুতোয় গাঁথা। মাঝে মাঝেই অস্বাভাবিক সব কাণ্ড ঘটিয়ে আলোচনায় আসেন তিনি। দুদিন আগে ফেসবুকে নোবেল তার রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে ফের আলোচনায় আসেন। সেখানে তিনি জানিয়েছেন ফারজান আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ বিষয়ে এতোদিন ফারজান আরশি বক্তব্য না দিলেও আজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিয়ের বিষয়টি আস্বীকার করেছেন।

ফেসবুককে দীর্ঘ এক স্ট্যাটাসে নোবেলের বিরুদ্ধে তাকে জোর করে মাদক সেবন করানোর অভিযোগ এনে ফারজান বলেন, নোবেল জোর করে নেশা করিয়ে ভাইরাল হওয়া ছবিগুলা তুলে। নোবেলের সাথে তার কোনপ্রকার বিয়ে হয়নি এবং কোন সম্পর্কও নেই। এ বিষয়ে ডেমরা থানায় জিডিও করেছেন তিনি।

বুধবার বিকেলে ফেসবুকে ফারজান আরশি জানান, ‘আমি এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে আমার সবকিছু স্বাভাবিক নেই। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি তারপরও আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি সবকিছু ক্লিয়ার করার জন্য। আমি খুলনায় বিভিন্ন ব্লগ করে থাকি, সেজন্য একটি ভিডিও কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে নোবেলের বাড়ি গোপালগঞ্জ যাই। আমার সঙ্গে আমার এক বান্ধবী ও ছিলো। ওখানে যাওয়ার পর পরিস্থিতি অনঅন্যরকম হয়ে যায়। নোবেল তার মায়ের সামনেই আমার গলায় ছুরি ধরে এবং আমার ফোনটি কেড়ে নেয় এবং জোর করে আমাকে ঢাকায় তার বাসায় নিয়ে যায়। আমাকে বিভিন্ন ড্রাগ জোড় ধরে সেবন করায় এবং মারধর করে। আমি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে ডেমরা থানায় আমাকে দিয়ে ভয় দেখিয়ে একটা জিডি করায়। পরে পুলিশের সহযোগিতায় আমাকে আমার বাবা এবং কাজিন উদ্ধার করতে গেলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি নোবেলের কথা মত ভয়ে পুলিশকেও মিথ্যে বলি তখন আমার শরীরে ড্রাগ পুশ করাছিলো। পরে গোপালগঞ্জ থেকে আমার পরিবার আমাকে উদ্ধার করে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি প্রসঙ্গে ফারজান বলেন, ‘নোবেল জোর করে নেশা করিয়ে আমাকে দিয়ে উক্ত ছবিগুলা তুলেছে। নোবেলের সাথে আমার কোনপ্রকার বিয়ে হয়নি এবং কোন সম্পর্ক ও নেই। আমি পরিবেশ এবং পরিস্থিতির স্বীকার।’

সব শেষে তিনি বলেন, ‘আমি এবং আমার পরিবার খুব ভয়ভীতির মধ্যে আছি। আমি কর্তৃপক্ষের সাথে সহযোগিতা চাচ্ছি। আমি একটি মেয়ে আমি আমার পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চাই।’

জিডির বিষয়ে ঢাকা মহানগর ডেমরা জোনের সহকারী কমিশনার মধুসূদন দাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বেশ ক’দিন আগে ফারজান আরশির বাবা থানায় এসে মৌখিভাবে জানান তার মেয়েকে গায়ক নোবেল জোর করে তুলে এনেছেন। তবে তিনি লিখিত কোনো অভিযোগ করেননি। পরে ফারজানা আরশি এসে জানান, তার বয়স ২২ বছর তাকে নোবেল জোর করে তুলে আনেনি। তিনি স্বেচ্ছায় নোবেলের সঙ্গে এসেছে। কিন্তু উভয় পক্ষের কেউ আমাদের কাছে লিখিত কিছু জানাননি।

পরে ফারজান আরশির আজকের স্ট্যাটাসে নোবেলের বিরুদ্ধে অভিযোগের সূত্র ধরে কোনো ব্যবস্থা পুলিশ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করলে অবশ্যই আমরা আইনি ব্যবস্থা নেব।

মা বিদেশে, মেয়েকে ধর্ষণের পর ৯৯৯-এ ফোন করলেন বাবারনিজের ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুর রহমান খাঁন (৩৩) না...
20/02/2023

মা বিদেশে, মেয়েকে ধর্ষণের পর ৯৯৯-এ ফোন করলেন বাবার

নিজের ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুর রহমান খাঁন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুর রহমান নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ধর্ষণের কথা পুলিশকে জানান।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি মোহাম্মদ মোহসীন বলেন, ভুক্তভোগী মেয়ের নানির অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। সেই মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী মেয়ের বয়স ১৩ বছর। তার মা সৌদি আরব থাকেন। মেয়েটির বাবা এবং তার ছোট ভাইসহ মিরপুর থানার পাইকপাড়া এলাকায় থাকেন।

তিনি বলেন, গত ২৭ ও ২৮ জানুয়ারি রাতে মেয়েকে ধর্ষণ করেন আব্দুর রহমান। ঘটনা জানাজানি হলে আব্দুর রহমান নিজেই ৯৯৯-এ ফোন করে ফরিদপুর বোয়ালমারী থানায় আত্মসমর্পণ করেন। বোয়ালমারী থানা থেকে আজ তাকে মিরপুর থানায় পাঠানো হয়। এরপর ভুক্তভোগী মেয়েটির নানি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়।

আসামিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Happy Hug Day
12/02/2023

Happy Hug Day

 #উনিশ_২০  #মিজানুর_রহমান_আরিয়ান  #আরিফিন_শুভ
01/02/2023

#উনিশ_২০ #মিজানুর_রহমান_আরিয়ান #আরিফিন_শুভ

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগদান ব্রাজিল সমর্থকেরএবার কাতার বিশ্বকাপে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি হট ফেভারিট...
18/12/2022

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগদান ব্রাজিল সমর্থকের

এবার কাতার বিশ্বকাপে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি হট ফেভারিট দল ব্রাজিল। তাদের কোয়াটার ফাইনালে বিদায়ে আশাহত হয়েছেন কোটি কোটি সমর্থক।

এতে করে ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনায় যোগদান করেছেন আতু মিয়া (৫৫) নামে এক ব্রাজিল সমর্থক।

মলিনার গোলে ডাচদের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনানেদারল্যান্ডসের বিপক্ষে গোল করছেন নায়ুয়েল।  মলিনানায়ুয়েল মলিনার ৩৫ মিনিটের গ...
09/12/2022

মলিনার গোলে ডাচদের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা

নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করছেন নায়ুয়েল। মলিনানায়ুয়েল মলিনার ৩৫ মিনিটের গোলে লিড নেয় আলবিসেলেস্তেরা। গোলের উৎস ছিলেন লিওনেল মেসি।

07/12/2022

'মিশন এক্সট্রিম ২ঃ ব্ল্যাক ওয়ার' সিনেমার অফিসিয়াল টিজার প্রকাশিত হয়েছে✨
ফয়সাল আহমেদ এবং সানি সানোয়ারের পরিচালনায় এই সিনেমার আছেন আরিফিন শুভ, ঐশি, তাসকিন রহমান, নাবিলা, সুমিত সেনগুপ্ত'সহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পাবে আসছে ৬ই জানুয়ারি, ২০২৩ এ।

BLACK WAR - Mission Extreme 2
COP Creation

এক ফ্রেমে শাকিব খান ও ডিরেক্টর রায়হান রাফি,  আসছে নতুন প্রজেক্ট। #শাকিব_খান   #রায়হান_রাফি
07/12/2022

এক ফ্রেমে শাকিব খান ও ডিরেক্টর রায়হান রাফি, আসছে নতুন প্রজেক্ট।

#শাকিব_খান #রায়হান_রাফি

পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দ শাহরুখ খানের ভূমিকার ধারণা প্রকাশ করেছেন; বলেছেন, "এসআরকেকে আলফা ম্যাকিসমোর প্রতীক বানাতে ...
06/12/2022

পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দ শাহরুখ খানের ভূমিকার ধারণা প্রকাশ করেছেন; বলেছেন, "এসআরকেকে আলফা ম্যাকিসমোর প্রতীক বানাতে চেয়েছিলেন"

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when NatunNews Monitor - Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Dhaka

Show All