04/11/2023
স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, মাদ্রাসা) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সারা দেশের ওয়েবসাইট তৈরি ও তথ্য হালনাগাদের নির্দেশ দিয়েছেন শিক্ষা বোর্ড । ১৫ ই সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখের মধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজ এর ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক করেছিল সরকার । তারি ধারাবাহিকতার প্রেক্ষিতে-
আপনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সাশ্রয়ী মূল্যে সম্পূর্ণ সফটওয়্যার ও ডায়নামিক ওয়েবসাইট যা প্রতিষ্ঠান পরিচালনা সহজতর করার জন্য ‘ ExoticTech ’ আছে আপনার পাশে।
সফটওয়্যার ও ওয়েবসাইট পরিচালনার জন্য কোনো ধরনের প্রযুক্তি জ্ঞান ছাড়াই অপারেট করা যাবে।
প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যের সাথে আমাদের ওয়েবসাইটে আরো যা থাকছে:
বিঃ দ্রঃ আমাদের এই ওয়েব সাইট ও সফ্টয়ার পরিচালনা করার জন্য অতিরিক্ত লোকবলের প্রয়োজন নেই ।
১। স্বয়ংক্রিয় উপায়ে ছাত্রছাত্রীর উপস্থিতি পদ্ধতি, ফিঙ্গারপ্রিন্ট, কার্ড অথবা ফেস এটেন্ডেন্স ।
২। প্রতিষ্ঠান পরিচিতি
৩। প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি
৪। শিক্ষার্থীর তথ্য
৫। স্বয়ংক্রিয় আইডি কার্ড
৬। শিক্ষার্থী স্কুলে আসার সাথে সাথে অবিভাবকের কাছে স্বয়ংক্রিয় মেসেজ প্রেরণ
৭। স্বয়ংক্রিয় রেজাল্ট, ডাইরি, সিটপ্লান সোহ আরো অনেক কিছু।
৮। শ্রেণী ভিত্তিক অনুমোদিত শাখার তথ্য
৯। পাঠদান সংক্রান্ত তথ্য (রুটিন, পাঠ্যসূচী, বিবিধ নোটিশ ইত্যাদি)
১০। এম পি ও ও জাতীয়করণ তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে)
১১। প্রতিষ্ঠানের ফোন/মোবাইল নম্বর সহ যোগাযোগের ঠিকানা
১২। প্রতিষ্ঠান প্রধান সহ সকল শিক্ষক-কর্মচারীর তথ্য
১৩। ব্যবস্থাপনা কমিঠির তথ্য
১৪। সাথে থাকছে আপনার প্রতিষ্টানের জন্য প্রতিষ্ঠানের নামের সাথে মিল রেখে ডোমেইন ।
১৫। ওয়েব সাইট পরিচালনার করার জন্য থাকবে ফ্রি টেনিং সুবিধা ও ভিডিও টিউটরিয়াল ।
১৬। সফটওয়্যার ফ্রি আপডেট সুবিধা (যাতে করে আমাদের নতুন ফিচার যুক্ত করতে পারবেন)
১৭। বিজনেস ফেসবুক পেজ ।
উপরোক্ত সেবা সহ পাচ্ছে আরো নানা রকম সুযোগ সুবিধা ।
এছাড়াও আমাদের কাছে আপনি আরো যা যা পাবেন :-
✅ই-পেপার ওয়েবসাইট
✅টিভি ওয়েবসাইট
✅ই-কমার্স ওয়েবসাইট
✅ব্লগ ওয়েবসাইট
✅বিজনেস ওয়েবসাইট
✅ইনভেন্টরি সফটওয়্যার
✅কাষ্টম সফটওয়্যার
✅ক্লিনিক ওয়েবসাইট
✅হসপিটাল ওয়েবসাইট
✅কাষ্টম ওয়েবসাইট (আপনার চাহিদা অনুযায়ী যেকোন ধরণের ওয়েবসাইট তৈরি)
✅যেকোন ধরণের এ্যাপ তৈরি
🚮🚮অর্ডার করতে-
আমাদের মেসেজ অথবা ফোন করতে ভুলবেন না !
👉👉 ডেমো দেখতে কিংবা বিস্তারিত জানতে 👝 ইনবক্স করতে ভুলবেন না।
যোগাযোগ:
📞 01922555246 (WhatsApp)
☎ +880 1571773410 (Call)