22/10/2024
তারিখ: ০৫.০৮.২৪
প্রিয় বাংলাদেশ,
আমার প্রিয় জনগণ,
বিষয়: পদত্যাগপত্র—ভারতে পালি_য়ে যাওয়ার সিদ্ধান্ত
প্রিয় দেশবাসী,
আমি, শেখ হাসিনা, আপনার অতি পরিচিত নেতা, যার নাম শুনলেই অনেকে ভয়ে কাঁপেন এবং অনেকেই পালাবার পথ খোঁজেন। তবে এবার আমি নিজেই পালানোর সিদ্ধান্ত নিয়েছি—দেশের বাইরে, জনতার চোখের আড়ালে, এবং আমার শাসনের ভার আমার কাঁধ থেকে সরিয়ে নিয়ে, নিজেকে "পালি_য়ে যাওয়া নেত্রী" হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
আমি বুঝতে পেরেছি যে গণতন্ত্র, জনগণের অধিকার, এবং সুষ্ঠু নির্বাচন—এই সব কিছুর প্রতি আপনাদের আগ্রহ অনেক বেশি, আর আমার সেগুলোর প্রতি আগ্রহ তুলনামূলকভাবে কম। তাই আমি মনে করছি, জনগণের দাবির সম্মুখীন না হয়ে পালি_য়ে বাঁচার মধ্যেই শান্তি আছে। ২০২৪ সালের গণ_হত্যাকারী, ভোট চো_র, গু_ম-খুনের সৃষ্টিকর্তা হিসেবে আমি যেসব ‘কীর্তি’ গড়েছি, সেগুলোর ভার আর বহন করতে পারছি না। জনগণ আমাকে গণভবন থেকে বের হয়ে যাওয়ার জন্য মাত্র ৪৫ মিনিট সময় দিয়েছে। আমার সাথে বেঈমানি করে এমন জনগণের সামনে দাঁড়িয়ে থাকার সাহস আমার আর নেই। তাই আমি আনুষ্ঠানিকভাবে পদ_ত্যাগ করছি।
আমার শাসনামলে অনেক কিছুই ‘দুর্দান্ত’ হয়েছে—গণ_হত্যা, হেফা_জত কর্মী হ_ত্যা, অসংখ্য আলেম-উলামার ফাঁ_সি, নির্দোষ মানুষের ওপর জেল-জুলুম নির্যাতন, সাধারণ মানুষকে জা_মায়াত-শিবির ট্যাগ দেওয়া, এবং যাকে-তাকে রাজাকারের বাচ্চা বানিয়ে দেওয়া। অথচ, সেই ‘রাজাকার’-এর বাচ্চারাই আজ আমার পতন ঘটিয়েছে! হায় রে ভাগ্য!
নাস্তি_কদের সাপোর্ট করে, তাদের কাছে ঠাঁই দিয়ে, ভা_রতের প্রতি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করে, ধ_র্মপ্রাণ মানুষদের প্রতি ঘৃণা করে অত্যাচার করতে গিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে যে উন্নয়ন করেছি, তা সত্যিই নজিরবিহীন। কিন্তু এত কিছুর পরেও জনগণ আমাকে ভালোবাসে না। তারা মনে করে আমি সৈরা_চার, এবং তাদের মতে আমি প্রতিশোধ নিতে চাই পুরো দেশের মানুষের ওপর!
টাকা পাচার, দুর্নীতি, দেশ বিক্রি করে দেওয়া ভা_রতের কাছে, এবং ক্ষমতা ধরে রাখতে যত কিছু করা সম্ভব, আমি সবই করেছি। এখন আমি ভারতে পালিয়ে যাচ্ছি, যেখানে কোনো রা_জাকার নেই, কোনো মিছিল নেই—শুধু আমার জন্য একটু শান্তি। জনগণের মুখোমুখি না হয়ে, আর কোনো শিবিরের সমালোচনা না শুনে আরাম করে বেঁচে থাকাটাই এখন আমার লক্ষ্য। আমি রাজাকারদের সাথে আর থাকতে চাই না!
আমি উপলব্ধি করেছি, আর কিছু করার সামর্থ্য নেই। তাই, আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি এবং ভা_রতে বসে ভাবছি কীভাবে ‘বাংলাদেশে’ অশান্তি সৃষ্টি করা যায়।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পদ_ত্যাগপত্র জমা দিচ্ছি।
আপনাদের কর্মীদের রেখে পালি_য়ে যাওয়া নেত্রী।
বিনীত,
শেখ হাসিনা
(পালি_য়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী)
Follow My ID: রেজাউল করিম আদীব