TunTun Family / তুনতুন ফ্যামিলি

TunTun Family / তুনতুন ফ্যামিলি My Lovely Pets. TunTun Family / তুনতুন ফ্যামিলি
TunTun The Queen.🕊️
Gunda.🕊️ (Missing 25 April 24)
Simbappe The Great.🐱
(6)

ভাবচি একতা ছিহ্ নেমা ভানাবোনাম লাকবো--"এই চীত এই গলম" #সিম্বাপ্পেদ্যাগ্রেট
15/01/2025

ভাবচি একতা ছিহ্ নেমা ভানাবো
নাম লাকবো--
"এই চীত এই গলম"

#সিম্বাপ্পেদ্যাগ্রেট

14/01/2025

কাঠকাব্য পেইজের নতুন মডেল ম্যাগী

ডিসেম্বর ২০২৪ এম্যাগি & ওরিও ওরিও অলরেডি এডাপটেশনে আছে।  আল্লাহর রহমতে সে ভালো একটা পরিবার পেয়েছে।  ম্যাগি আছে আমাদের কা...
14/01/2025

ডিসেম্বর ২০২৪ এ

ম্যাগি & ওরিও
ওরিও অলরেডি এডাপটেশনে আছে। আল্লাহর রহমতে সে ভালো একটা পরিবার পেয়েছে। ম্যাগি আছে আমাদের কাছেই। ওর মা হাবিবি আবারও বেবি দিবে।

#সিম্বাপ্পেদ্যাগ্রেট

সিম্বাপ্পে  vs হাবিবি⭐সিম্বাপ্পে কখনও রান্নার র্যাকে উঠত না হাবিবি শুধু রান্নার র্যাক না, আলমারি,  ওয়ারড্রব, তাক সবকিছুর...
12/01/2025

সিম্বাপ্পে vs হাবিবি

⭐সিম্বাপ্পে কখনও রান্নার র্যাকে উঠত না
হাবিবি শুধু রান্নার র্যাক না, আলমারি, ওয়ারড্রব, তাক সবকিছুর উপরে উঠে বসে থাকে।

⭐সিম্বাপ্পে লিটার ছাড়াও বাথরুমে পি পটি করতো।
হাবিবি - লিটার না দিলে নাই আমি লিটার ছাড়া অন্য কোথাও পি পটি করবো না।

⭐সিম্বাপ্পে আমাদের আশেপাশে সবসময় গা ঘেঁষে শুয়ে থাকতো।
হাবিবি বিছানার ঐ মাথায় বসে থাকবে বা সিসিটিভির মতন আলমারির উপরে থাকবে কাছে আসবে না।

⭐সিম্বাপ্পে গেস্ট আসলে দূরত্ব বজায় রেখে বসতো।
হাবিবি গেস্টের সাথে খুব ভাব করবে।

⭐সিম্বাপ্পের সামনে মাছ মাংস কা টলে সে স্বাভাবিক থাকতো কখনো লোভ করতো না।
হাবিবি নিজের চাইতেও বড় ইলিশ নিয়ে দৌড় দেয়, আইস মাছ মাংসের প্যাকেট নিয়েও এমন করে।

আরও অনেক আছে

#সিম্বাপ্পেদ্যাগ্রেট

তাপমাত্রা ঝথই চেষ্টা করুক আমাল পলিচিথ কিচু হুম্যানেল চেয়ে বেচি নিচে লামতে পালে না!উম্ম্ #সিম্বাপ্পেদ্যাগ্রেট
11/01/2025

তাপমাত্রা ঝথই চেষ্টা করুক
আমাল পলিচিথ কিচু হুম্যানেল চেয়ে
বেচি নিচে লামতে পালে না!
উম্ম্

#সিম্বাপ্পেদ্যাগ্রেট

সিম্বাপ্পে আম্মার বাসা থেকে প্রতিদিন বন্ধু বান্ধবীদের আড্ডা দিতে যায়। মাঝে মধ্যে তার মেয়ের সাথেও নাকি দেখা করতে দেখা গেছ...
11/01/2025

সিম্বাপ্পে আম্মার বাসা থেকে প্রতিদিন বন্ধু বান্ধবীদের আড্ডা দিতে যায়। মাঝে মধ্যে তার মেয়ের সাথেও নাকি দেখা করতে দেখা গেছে তাকে।

দুদিন অসুস্থ ছিল বলে তাকে বের হতে দেয়া হয় নি। তার মেয়ে নিজেই চলে এসেছে বাবার খোঁজে। ভাবা যায় সিম্বাপ্পের বেবি আছে!

যাই হোক,
সিম্বাপ্পে নিজেকে সারাক্ষণ পরিষ্কার করে। তারপরও বাসায় ফিরলে নিশা তাকে রুমাল দিয়ে আবার মুছে দেয়। (পুচুখানকে এসব কিছু করতে হয় না।) নিট & ক্লিন হয়েই চিৎকার চেচামেচি শুরু করে সে।
ব্যাপারটা লাইক--- আমি ফ্রেশ হয়েছি আমাকে এখন মাছ / ক্যাটফুড দাও।
উমম্

#সিম্বাপ্পেদ্যাগ্রেট

ছবিটা দেখে আপনার মন্তব্য কি? #সিম্বাপ্পেদ্যাগ্রেট
10/01/2025

ছবিটা দেখে আপনার মন্তব্য কি?

#সিম্বাপ্পেদ্যাগ্রেট

মিটিং না ছাই #সিম্বাপ্পেদ্যাগ্রেট
09/01/2025

মিটিং না ছাই

#সিম্বাপ্পেদ্যাগ্রেট

পান্ডা মারা গেছে! পান্ডার প্যারেন্টিং ফ্যামিলির ধারণা যে বাসায় সে রাতে ছিল সম্ভবত তারা তাকে আঘাত করেছে..। সর্ব শক্তিমান ...
09/01/2025

পান্ডা মারা গেছে!

পান্ডার প্যারেন্টিং ফ্যামিলির ধারণা যে বাসায় সে রাতে ছিল সম্ভবত তারা তাকে আঘাত করেছে..। সর্ব শক্তিমান আল্লাহ ভালো জানেন। তবে একটা ঘটনা শেয়ার করছি ---

▫️সিম্বাপ্পে তখন নতুন নতুন বাইরে বের হয়।
৬ তলা থেকে ৭ তলা বা ৪/৫ তলা পর্যন্তই তার দৌড়। কোন একদিন একজনের ফ্ল্যাটে হঠাৎ ঢুকে পড়ে।

আমি হিজাব নিয়ে যেতে যেতে সে তাদের খাটের নীচে। হাই হ্যালো ছাড়া তাদের সাথে আমার কথা হয় নি তেমন।
আমি ফ্ল্যাটে ঢুকে দেখি কারও হাতে ঝাড়ু কার হাতে লাঠি
এসব ওভারলুক করে আমি সিম্বাপ্পেকে কোলে নিলে তারা বেশ অবাক হয়।

এরপর প্রায় সপ্তাহখানেক সিম্বাপ্পে আর বাসার বাইরে যায় নি। আমি নিজের চোখে দেখিনি তবে আমার ধারণা সিম্বাপ্পেকে আঘা*ত করা হয়েছে। সে ভয়ে বাসার বাইরে যায় নি।

▫️একদিন হাবিবি আমার সামনে এক ফ্ল্যাটে ঢুকে যায়।
আমি তাকে ডেকে নিয়ে আসতে আসতে বাসার একজন ভাজা কাঠি নিয়ে আসে।
আশ্চর্য!!!

★আচ্ছা আপনি একবার ভেবে দেখুন খুব আতংকিত হয়ে আপনি কি করেন?

★আপনার বাচ্চাটা অপরিচিত জায়গায় অপরিচিত লোকদের সামনে কেমন কুঁকড়ে থাকে!

★আল্লাহ এদের সৃষ্টির সেরা জীব করেনি, আমাকে আপনাকে করেছে, একটু বিবেক খাটান।

★আচ্ছা আপনি কখন খেয়াল করে দেখেছেন কি, একটা কুকুর তখনই খাবারের দোকানের সামনে ঘুরঘুর করে যখন সে ক্ষুধার্ত থাকে। বাকি সময় কিন্তু আসে না।

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

#সিম্বাপ্পেদ্যাগ্রেট লিও দ্যা গাধা

আজকে সিম্বাপ্পে অনেক খুশি।খুশিতে সে আপ্লূত। তার পছন্দের ক্যাটফুড পাঠিয়েছি বাসায়। আম্মা বলল - সে বাসার বাইরেই যাচ্ছে না, ...
09/01/2025

আজকে সিম্বাপ্পে অনেক খুশি।
খুশিতে সে আপ্লূত।
তার পছন্দের ক্যাটফুড পাঠিয়েছি বাসায়।
আম্মা বলল - সে বাসার বাইরেই যাচ্ছে না, নতুন ক্যাটফুড পেয়ে সে বাসায় আছে সারাটাদিন।

অন্য সময় তার লুজিনা/ ঝান প্রাণ কলিজার সাথে দেখা করতে যায়। আজ যায় নাই।

বাসায় এখন সিম্বাপ্পে ছাড়াও আরও কিছু স্ট্রে ক্যাট আসে খাবার খেতে। আগে এসব ব্যাপারে বাসার মানুষ উদাসীন ছিল। আমি তাদেরকে বুঝিয়ে বলাতে তারা এখন আলাদা করে খাবার দেয়।

দৃষ্টি ভঙ্গি না বদলালে কিছুই বদলাবে না।
ভালো থাকুক পৃথিবীর সকল প্রাণী।

#সিম্বাপ্পেদ্যাগ্রেট

সবার সুবিধার জন্যে কমেন্টে ছবি শেয়ার করার অনুরোধ রইলো
09/01/2025

সবার সুবিধার জন্যে কমেন্টে ছবি শেয়ার করার অনুরোধ রইলো

একতা খনটেস্ট দিচ্চি বন্দুলা - ঝানেলা - প্লানেলা - চুন্দ্রিগল?লুলস্:১. তুমাল মিয়াঁও এর চবি পোস্ট করতে হপে এই পোস্টের কমেন...
09/01/2025

একতা খনটেস্ট দিচ্চি
বন্দুলা - ঝানেলা - প্লানেলা - চুন্দ্রিগল?

লুলস্:

১. তুমাল মিয়াঁও এর চবি পোস্ট করতে হপে এই পোস্টের কমেন্তে
২. সাথে নাম
৩. আল সবচেয়ে বেশি রিয়েক্ট আসবে যার মিয়াঁও এর সে হপে উইনাল।
৪. ২০ তালিখ পলযন্ত চলবে..
৫. ফেক আইডি / মিয়াঁও এলাউ হপে না
৬. এই পোস্টটি শেয়ার করতে হবে..⭐

তালাতালি আসো খনটেস্ট খেলি..

#সিম্বাপ্পেদ্যাগ্রেট



fans

আমার সিম্বাপ্পে ❤️ #সিম্বাপ্পেদ্যাগ্রেট
09/01/2025

আমার সিম্বাপ্পে ❤️

#সিম্বাপ্পেদ্যাগ্রেট

মাম্মা য়ামি কি তুমাল পেটেল চন্তান না!!! #সিম্বাপ্পেদ্যাগ্রেট
08/01/2025

মাম্মা য়ামি কি তুমাল পেটেল চন্তান না!!!

#সিম্বাপ্পেদ্যাগ্রেট

ম্যাগি অনেক দুস্ত  #সিম্বাপ্পেদ্যাগ্রেট
08/01/2025

ম্যাগি অনেক দুস্ত

#সিম্বাপ্পেদ্যাগ্রেট

এই যে দেকো য়ামি মাম্মামেল পেটেল চন্তান #সিম্বাপ্পেদ্যাগ্রেট
08/01/2025

এই যে দেকো য়ামি মাম্মামেল পেটেল চন্তান

#সিম্বাপ্পেদ্যাগ্রেট

ওরিও ওরফে বিএমডব্লিউ  #সিম্বাপ্পেদ্যাগ্রেট
08/01/2025

ওরিও ওরফে বিএমডব্লিউ

#সিম্বাপ্পেদ্যাগ্রেট

চা মূলত অনেক প্রকার...দুধ চা, লিকার চা, আদা চা, লেবু চা, বিচার চা, মাফ চা, এদিক চা, ওদিক চা, এটা চা, ওটা চা....আর সব থেক...
07/01/2025

চা মূলত অনেক প্রকার...
দুধ চা, লিকার চা, আদা চা, লেবু চা, বিচার চা, মাফ চা, এদিক চা, ওদিক চা, এটা চা, ওটা চা....
আর সব থেকে বড় কথা চাম-চা😵‍💫

#সিম্বাপ্পেদ্যাগ্রেট

Address

Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801764245885

Website

Alerts

Be the first to know and let us send you an email when TunTun Family / তুনতুন ফ্যামিলি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share