Robin Raj Vlog's

Robin Raj Vlog's welcome to Robin raj vlog Welcome to "Luxury Mini". As all we know Fashion
(2)

29/12/2024
Wating list boring
12/12/2024

Wating list boring

07/12/2024

তোমার বিপদের সময় কেউ পাশে এসে না দাড়ালে, সাহায্য না করলে রাগ করো না। কারণ, কেউ-ই তোমার সাহায্যের জন্য দায়িত্ব নিয়ে রাখে নাই।

তোমার কঠিন পরিস্থিতির সময় যখন কেউ বুঝেও না বুঝার ভান করে থাকে, তাদের দোষ দিও না। কারণ, কেউ-ই তোমাকে বুঝার জন্য মানুষ হয়ে জন্মায়নি!

তুমি আলাদা, বন্ধুত্ব করা যায় না বলে হিংসা করো না। তোমার জীবনের পথে "ভাল পরিবার, ভাল বন্ধু, সহকর্মী" থাকতেও পারে আর নাও থাকতে পারে। মাঝপথে ছেড়ে যেতেও পারে, মূল বিষয় হচ্ছে নিজের গন্তব্য পর্যন্ত নিজেকে পৌঁছানো।

যত্ন নেয়ার মানুষ পেলে তাদের যত্ন গ্রহণ করো। কেউ-ই কি নেই? তাহলে নিজেকে নিজে যত্ন নাও। ভালবাসার মানুষ থাকলে তার ভালবাসা গ্রহণ করো। ভালবাসে না? তাহলে ক্ষমা করে দাও।

একজনের হৃদয়ের অন্দরমহলে কখন জায়গা করে নেবে সেটা তুমিও বলতে পারবে না। একপক্ষ যতটুকু থাকতে দেবে ততটুকু তোমাকে থাকতে হবে। সন্তুষ্ট অসন্তুষ্ট হওয়া তোমার বিষয়/কাজ! কেউ-ই তোমার অনুভূতিকে জিজ্ঞেস করতে আসবে না!

এসব স্বাভাবিকভাবে ঘটা ঘটনা, অস্বাভাবিকভাবে ক্লিষ্ট মনে থেকো না। নিজেকে নিজে মানসিক প্রশান্তি দিয়ে না রাখলে কেউ-ই তোমাকে মানসিক শান্তি দিতে পারবে না!

23/10/2024
Model 12Reg 17Cc 1500Octane driveRooftop full moon roofPaper all update Cont:01787851678Price:16.80lk
30/09/2024

Model 12
Reg 17
Cc 1500
Octane drive
Rooftop full moon roof
Paper all update
Cont:01787851678
Price:16.80lk

Model 2012 Registration 2013 Facelift 2022TXL 7 seater Tesla monitor Ready Cont:01787851678
27/09/2024

Model 2012
Registration 2013
Facelift 2022
TXL
7 seater
Tesla monitor Ready

Cont:01787851678

21/03/2024

প্রাচীন গৌরবময় ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের লীলাভূমি বাংলাদেশ। এর বিস্তৃতি অঞ্চল বৈচিত্র্যে পরিপূর্ণ। সোনারগাঁও বাংলার ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ। প্রায় তিনশত বছর সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী ছিল। সুলতানী আমলের পটভুমিতে আমাদের সোনালি ঐতিহ্যের দিকে পিছন ফিরে তাকিয়ে দেখতে বেছে নেয়া হয়েছিল সোনারগাঁকে। মুঘল সুবেদার ইসলাম খানের সময়ে ১৬০৮ সালে ঢাকায় রাজধানী স্থানান্তরিত হওয়ার পর সোনারগাঁয়ের গুরুত্ব ম্লান হয়ে যায়। তথাপি সোনারগাঁও আমাদেরকে নিয়ে যায় সোনালি অতীতের কাছে। ঐতিহাসিক সোনারগাঁয়ে অতীত স্মৃতিকে সামনে রেখেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শ এবং আর্থিক সাহায্যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় গৌরবদীপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যা সোনারগাঁও জাদুঘর নামেও পরিচিত। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্পের সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও পুনরুজ্জীবন করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ১৯৭৫ সালের ১২ মার্চ সরকার এক প্রজ্ঞাপন বলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে।

09/03/2024

পানাম নগর, #প্রায় ৪৫০ বছর আগে এ নগরী কতটা সমৃদ্ধ ছিলো, তা বারবার ভাবতে বাধ্য করে রাস্তার দু’পাশের দু’তল-ত্রিতল ভবনগুলো। পানাম নগরের পথে হাঁটতে হাঁটতে মনে হতেই পারে, #ঈশা খাঁর আমলে চলে গেছেন। কেমন যেন একটা রহস্য জড়িয়ে আছে জায়গাটিতে। প্রতিটি ধ্বংসস্তুপে যেন জড়িয়ে আছে একেকটা #কাহিনী। যদিও #ধ্বংসস্তুপ বলছি, তবুও এর #আকর্ষণের নেই কমতি। ভবনগুলোর নির্মাণশৈলী দেখে #মুগ্ধ না হয়ে পারা যায় না।

07/03/2024

মাওয়া ঘাটের ইলিশ..মাওয়া কেন যায় লোকজন সেটা খুলে বলার কিছু নেই। যেটা বলার, পদ্মা সেতু উদ্বোধনের পর মাওয়া ঘাটে এখন কোলাহল কম। ফলে সরিষার তেলে ভাজা ইলিশের সুবাস এখন আরও গাঢ়। দোকানগুলোর সামনে থেকে ডাক শুনবেন, ‘স্যার, পদ্মার ইলিশ আছে। আসেন আসেন।’ পদ্মার নাকি রূপসার, ইলিশবিলাসী মানুষের সে চিন্তা খুব একটা থাকে না বটে। কিন্তু পরখের অভিজাত স্বাদগ্রন্থি যাদের জিভে, তাঁরা পদ্মার ইলিশ খাওয়ার চ্যালেঞ্জটা নিতে চাইবেন। কখনো জিতবেন, কখনো হারবেন। কিন্তু এখানে ইলিশ খাওয়ার যে আনন্দ, হারলেও তা ভাটা পড়ে না। মাওয়া মানেই ইলিশের উৎসব।

Address

Road-6, Block-D, House 18, Banasree
Dhaka
1219

Telephone

+8801787851678

Website

Alerts

Be the first to know and let us send you an email when Robin Raj Vlog's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Robin Raj Vlog's:

Videos

Share