Astha Prokashon

Astha Prokashon Astha Prokashon is a qualified publications company in Bangladesh.

Happy New Year!মুক্তির আলোয় ভরে উঠুক আপনার নতুন বছর   prokashon
31/12/2024

Happy New Year!
মুক্তির আলোয় ভরে উঠুক আপনার নতুন বছর


prokashon

২৯ ডিসেম্বর (রবিবার), শুরু হয়েছে ৪৭তম বিসিএস-এর অনলাইন আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্...
29/12/2024

২৯ ডিসেম্বর (রবিবার), শুরু হয়েছে ৪৭তম বিসিএস-এর অনলাইন আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন করতে ভিজিট করুন: http://bpsc.teletalk.com.bd/bcs47/home.php

বিসিএসসহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিলিমিনারি ধাপে এগিয়ে থাকতে সংগ্রহ করুন আস্থা প্রিলিমিনারি সিরিজ’।

29/12/2024

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির নতুন নম্বর বন্টন, মূল্যায়ন পদ্ধতি ও বিষয় বন্টন প্রকাশিত!

(বিস্তারিত কমেন্টে)

28/12/2024

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশিত।
PDF লিঙ্ক কমেন্টে

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত (সংশোধিত )...পদ সংখ্যাঃ ৩,৪৮৭ + ২০১ টি (ক্যাডার + নন-ক্যাডার) আবেদন ফীঃ ২০০/- টাকাআবেদন...
26/12/2024

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত (সংশোধিত )...
পদ সংখ্যাঃ ৩,৪৮৭ + ২০১ টি (ক্যাডার + নন-ক্যাডার)
আবেদন ফীঃ ২০০/- টাকা
আবেদন শুরুঃ ২৯ ডিসেম্বর ২০২৪
আবেদনের লিংকঃ http://bpsc.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখঃ ৩০ জানুয়ারি ২০২৫

26/12/2024

💥ব্রেকিং...........
৩,৬৮৮ পদে ৪৭তম বিসিএসের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত।
ক্যাডার-৩৪৮৭ টি ও নন-ক্যাডার-২০১ টি পদ
আবেদন শুরু: ২৯ ডিসে.,২০২৪

Merry Christmas everyone  আজ খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে প্রিয় উৎসব বড়দিন। যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবেই পালন করা হয় ...
25/12/2024

Merry Christmas everyone
আজ খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে প্রিয় উৎসব বড়দিন। যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবেই পালন করা হয় দিনটি।

ক্রিসমাস ট্রির আলোকময় সাজ, মজার মজার খাবার আর সান্তা ক্লজের উপহার সব মিলিয়েই মেরি ক্রিসমাস মানেই বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাস।

এমন উৎসবমুখর দিনে মানবতার বার্তা ছড়িয়ে পড়ুক সর্বত্র। সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা ও ভালোবাসা।
Prokashan

25/12/2024

Merry Christmas everyone

Prokashon

24/12/2024

আলহামদুলিল্লাহ প্রাইমারি চাকুরি প্রত্যাশীদের জন্য বিশাল সুখবর! প্রাইমারি শিক্ষক নিয়োগ -২০২৫
মোট পদ সম্ভাব্য : প্রাক-প্রাথমিক + প্রাথমিক সহকারী শিক্ষক পদ: ১ লক্ষ ( সূত্র: মানব জমিন)

ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে জনবল নিয়োগে পুনঃ সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই প্রতিষ্ঠানে এক...
24/12/2024

ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে জনবল নিয়োগে পুনঃ সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই প্রতিষ্ঠানে একটি পদে মোট ২৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সার্ভেয়ার

পদসংখ্যা: ২৩৮

আবেদনের যোগ্যতা: স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাস।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

23/12/2024

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রকাশ করেছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১০৬

23/12/2024

২০২৫ সালের মধ্যেই প্রাইমারিতে ১লাখ শিক্ষক নিয়োগের লক্ষ্য পূরণে সার্কুলার!!
নিউজ লিংক ১ম কমেন্টে।

22/12/2024

২৫ সালে প্রাথমিকে এক লাখ শিক্ষক নিয়োগের উদ্যোগ

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা মার্চ/২০২৫ এ অনুষ্ঠিত হতে পারে। শুধু প্রিলিমিনারি ...
22/12/2024

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা মার্চ/২০২৫ এ অনুষ্ঠিত হতে পারে। শুধু প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, কোনো লিখিত পরীক্ষা হবে না।

20/12/2024

আস্থা প্রকাশন থেকে প্রকাশিত সকল বইগুলো আস্থা প্রকাশন facebook পেইজে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন

20/12/2024
বহুল প্রচলিত ASTHA সিরিজের নতুন সংস্করণ বই গুলো প্রকাশ হয়েছে আপনার কপিটি আজই সংগ্রহ করুন.... ✔️ফেইসবুক এ সরাসরি অর্ডার ...
20/12/2024

বহুল প্রচলিত ASTHA সিরিজের নতুন সংস্করণ বই গুলো প্রকাশ হয়েছে আপনার কপিটি আজই সংগ্রহ করুন....
✔️ফেইসবুক এ সরাসরি অর্ডার করতে আপনার নাম, বইয়ের নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা ইনবক্স করুন অথবা কমেন্ট করুন।অনলাইন সার্জ ঢাকার ভিতর ৬০/- টাকা ঢাকার বাইরে ৮০/- টাকা
✔️ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি ২৪ ঘন্টায়।
✔️ঢাকা সিটির বাহিরে আপনার নিকটস্থ এস.এ পরিবহন, সুন্দরবন কুরিয়ার, জননী পার্সেল অথবা করতোয়া কুরিয়ার এর অফিস থেকে পন্য সংগ্রহ করতে হবে। বই গুলো পাওয়া যাচ্ছে ঢাকাতে।
অনলাইনে যারা অর্ডার করতে চান বইটি অর্ডার করতে আজই যোগাযোগ করুন......
☎ WhatsApp number 01324245087 ☎ 01609697788 এছাড়া ও বাংলাবাজার, নীলক্ষেত, ফার্মগেট, প্রত্যেকবিভাগীয় শহর, জেলা শহরের নিকটস্থ অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। অনলাইনে বই ক্রয় ডট কম, বই ফেরি, নীলক্ষেত বুক শপ, অনলাইন বই বাজারে পাওয়া যাচ্ছে।
এছাড়াও আমাদের অনলাইন পার্টনার rokomari.com অর্ডার করতে পারেনhttps://www.rokomari.com/book/publisher/11444/astha-prokashon
ধন্যবাদ।

20/12/2024

👉 সফল যারা কেমন তাঁরা...

বিসিএস পররাষ্ট্র ক্যাডার হওয়ার পেছনের সংগ্রামের গল্প…!

@ তাসনিমা ইফফাত (তরী)
পররাষ্ট্র ক্যাডার
মেধাক্রমঃ ১১
পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাবি

আমি সফল কেউ নই। অন্তত এখনো নই। তাই সফলতার গাঁথা আমাকে মানায় না। কিন্তু একটু নিজের মনটা হালকা করি?

আমি গত ৩ বছর ফেইসবুকে ছিলাম না। কারণ হীনমন্যতা। আমার চারপাশে সবাই কোথাও না কোথাও জয়েন করেছে কিন্তু আমি বসে আছি। সারাদিন Depressed, Frustrated থেকে কাটিয়েছি।

সকালে উঠে পড়তে বসতাম। পড়ার টেবিলে চোখের জল টপটপ করে পড়তো। BCS ছাড়া কোথাও এপ্লাই করিনি। এই BCS টা না হলে কী হবে আমার? আমার ৩টা বছর যে হারিয়ে যাচ্ছে!

বিশ্বাস করেন, এমন একটা রাত নেই যে কাঁদিনি। আল্লাহ কে বলতাম “আল্লাহ আমার কপালে এতো কষ্ট কেন? আল্লাহ আমার একটা গতি করো”। আবার দিনের বেলা দরজা জানালা বন্ধ করে পড়তাম।

শেষদিকে Frustration এর চরম সীমায় পৌঁছে যাই। কারো সাথে কথা বলতাম না। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম। খালি পড়তাম আর কিছু মনে নেই। মা আড়ালে দাঁড়িয়ে কাঁদতো।

Result দেয়ার দিন ভাবলাম, আমিতো ফেল করবো, কোথায় পালাই? তারপর Result দিলো, আমি তখন কুরআন শরীফ পড়ছিলাম। বাকীটা সবাই জানেন। আলহামদুলিল্লাহ।

এক আত্মীয় আমাকে বলেছিলেন “না না ওর Foreign ক্যাডার হবে না। ওর দ্বারা সম্ভব না” আরো কত কী! কত মানুষের খোঁটা শুনেছি! কত কাছের মানুষের চেহারা পাল্টাতে দেখেছি!

মা সবসময় বলতো “তরী তুমি মুখে জবাব দিবা না, কর্মে জবাব দিবা। তোমার দিন আসবে ইনশাল্লাহ।”

এই কথাগুলো শেয়ার করলাম কারণ শুধু এটুকু বলার জন্য যে, মহান আল্লাহ তার বান্দাদের অনেক কষ্ট দিয়ে পরীক্ষা নেন। ধৈর্য খুব খুব সুন্দর একটা জিনিস।

আরেকটি কথা। আমার বাবা মায়ের কোনো ছেলে নেই দেখে অনেকেই অনেক কথা বলেছে। আমার মা তাদেরকে শুনিয়ে দিয়েছে “মেয়েদের কম ভাববেন না। মেয়েরাও মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে।”

এবার কিছু কাজের কথায় বলা যাক; কীভাবে পড়েছিঃ

১) বিগত বছরের প্রশ্নগুলো প্রচুর analysis করতাম।

২) Written এর সময় খুব নোট করে গুছিয়ে পড়তাম। এতে Revise করতে খুব সুবিধা হতো।

৩) Data, Table, Diagram এর জন্য আলাদা খাতা ছিলো। Source সহ নোট করে ফেলতাম। এজন্য বেশি বেশি নেট সার্ফিং করতাম।

Address

37, North Brook Hall Road, Banglabazar
Dhaka
1100

Telephone

+8801324245087

Website

Alerts

Be the first to know and let us send you an email when Astha Prokashon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Astha Prokashon:

Videos

Share

Category