Himu Bhai

Himu Bhai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Himu Bhai, Video Creator, 10 warri , dhaka 1100, Dhaka.
(3)

love to eat&travel...
if you like my post
share to your friends
thank you ❤️❤️❤️



অন্যের দোষ খোঁজার আগে,আয়নায় নিজের টা খুঁজবেন, বুঝবেন এবং শুধরে নিবেন।সময় নষ্ট করতে হলে নিজেকে নিয়ে করুন।
www.petfoodopia.com

 #বাড়ি আর জমি কখনো ১০০ বছরের বেশি এক মালিক সহ্য করে না...ওরা নিজেরাই মালিক বদল করে।অথবা বলুন,আপনি বাড়ি বদলান না, বরং বাড়...
18/12/2024

#বাড়ি আর জমি কখনো ১০০ বছরের বেশি এক মালিক সহ্য করে না...
ওরা নিজেরাই মালিক বদল করে।
অথবা বলুন,
আপনি বাড়ি বদলান না, বরং বাড়ি নিজেই বদলায় মালিক।

এই বাড়িটা দেখুন...
যখন এটা তৈরি হচ্ছিল, তখন এর মালিক আর তার পরিবার কত পরিকল্পনা করেছিল।
"রান্নাঘর এখানে হবে,"
"বাথরুমের আকার এমন হওয়া উচিত,"
"ড্রয়িং রুমে এই সোফাটা দারুণ মানাবে।"
এমন কত পরামর্শ, কত স্বপ্ন আঁকা হয়েছিল এই বাড়ি ঘিরে।

যখন তারা এই বাড়িতে থাকতে এসেছিল, তাদের মুখে আনন্দের দীপ্তি ছিল।
গর্ব করে অতিথিদের দেখিয়েছিল।
অতিথিরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছিল।
কিন্তু ক’দিন পরেই হয়তো সেই মালিক বদলে গেল।
অন্য কেউ এসে উঠল।
তারপর আবার কেউ নতুন মালিক হয়ে এল।
এখন এই বাড়িটা পরিত্যক্ত, ভগ্নদশায়,
কাউকে নতুন মালিক বানানোর অপেক্ষায়।

শোনা যায়,
কোনো জমি বা বাড়ি ১০০ বছরের বেশি এক মালিকের হাতে থাকে না।
ওরা নিজেরাই বদলায় মালিক।

তাই ভ্রমে থেকো না যে, তুমি জমি-বাড়ির মালিক।
বাস্তবটা হলো,
জমি আর বাড়ি নিজেরাই বদলায় তাদের মালিক।

 #জমি_কেনার আগে অবশ্যই যে বিষয়গুলো যাচাই-বাছাই করবেন:1. প্রথমেই , জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর ...
18/12/2024

#জমি_কেনার আগে অবশ্যই যে বিষয়গুলো যাচাই-বাছাই করবেন:

1. প্রথমেই , জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং উক্ত দাগে জমির মোট পরিমাণ সম্পর্কে জানতে হবে।

2. যার কাছ থেকে জমি কিনবেন তার কাছ থেকে ঐ জমি সংক্রান্ত সকল কাগজপত্রের ফটোকপি চেয়ে নিন, যেমন- সি.এস খতিয়ান, এস.এ খতিয়ান , আর.এস খতিয়ান, বি.এস/ঢাকা সিটি জরীপের খতিয়ানসহ সর্বশেষ পর্যন্ত যে সকল বেচাকেনা হয়েছে সেগুলোর বায়া দলিল(chain of title), নামজরী খতিয়ান এবং হাল সনের খাজনার দাখিলাসহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র।

3. যার কাছ থেকে জমি কিনবেন সে যদি ক্রয়সূত্রে ভূমির মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা বায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত করতে হবে এবং সে যদি উত্তরাধিকার সূত্রে ভুমির মালিক হয়ে থাকে সেক্ষেত্রে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তাঁর নামে অস্তিত্ব (যোগসূত্র) মিলিয়ে দেখতে হবে।

4. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রেতার শরিকদের সঙ্গে বিক্রেতার সম্পত্তি ভাগাভাগির বণ্টননামা (ফরায়েজ) দেখে নিতে হবে। বিক্রেতা যদি বলেন যে আপোষমুলে বণ্টন হয়েছে, কিন্তু রেজিস্ট্রি হয়নি, তবে ফারায়েজ অনুযায়ী বিক্রেতা যেটুকু অংশের দাবিদার শুধু সেটুকু কিনাই নিরাপদ হবে।

5. উক্ত জমিটি নিয়ে কোন মামলা বিচারাধীন আছে কিনা কিংবা কোন প্রকার মামলা নিস্পত্তি হয়েছে কিনা এবং ব্যাংক কিংবা অন্য কোন প্রতিষ্ঠানে জমিটি বন্ধক/ দায়বদ্ধতা আছে কিনা।

6. যাচাই করতে হবে জমিটি খাস, পরিত্যক্ত, শত্রু স¤পত্তি কিনা বা সরকার কোন কারনে অধিগ্রহণ করেছে কিনা সে বিষয়ে উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখা থেকে জেনে নিতে হবে।

7.. জমির মালিক নাবালক বা অপ্রকৃতিস্থ কিনা লক্ষ্য রাখতে হবে। নাবালক হলে আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত করে বিক্রয়ের অনুমতি নিতে হবে।

8. সর্বশেষ নামজারি পরচা ডিসিআর খাজনা দাখিল (রসিদ) যাচাই করে দেখতে হবে।

9. জমির মালিকানা স্বত্ব সঠিক পাওয়ার পর আপনাকে সি.এস/আর.এস/বি.এস/ঢাকা সিটি জরীপের নকশা নিয়ে সরেজমিনে গিয়ে দেখতে হবে নকশা অনুযায়ী ঐ জমিটি সেই দাগের কিনা এবং সাব–রেজিস্ট্রারের অফিসে তল্লাশি দিয়ে জমির সর্বশেষ বেচাকেনার তথ্য জেনে নেওয়া যেতে পারে।

10. এরপর বিক্রয়ের জন্য নির্দিষ্ট জমিটি বর্তমানে কে দখলে আছে, কিনতে গেলে কোন কারনে ভোগ দখলে বাধাগ্রস্থ হবে কিনা কিংবা রাস্তা বা পথাধিকারের কোন বাধা নিষেধ আছে কিনা তাও সরেজমিনে যাচাই করে নিতে হবে।
,©️

16/12/2024
নিজেই রাশিয়ার ট্রাভেল ভিসা প্রসেস করুন: ধাপে ধাপে গাইড 🇷🇺রাশিয়ার ভ্রমণ ভিসা পেতে অনেকেই ভাবেন এটি জটিল। তবে সঠিক পদ্ধত...
16/12/2024

নিজেই রাশিয়ার ট্রাভেল ভিসা প্রসেস করুন: ধাপে ধাপে গাইড 🇷🇺

রাশিয়ার ভ্রমণ ভিসা পেতে অনেকেই ভাবেন এটি জটিল। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করলে সহজেই ভিসা করতে পারবেন। নিচে ধাপে ধাপে প্রক্রিয়া এবং আনুমানিক খরচ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

ধাপ ১: প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করুন

আপনার ট্রাভেল ভিসার জন্য নিম্নলিখিত ডকুমেন্ট প্রস্তুত করুন:

পাসপোর্ট: ন্যূনতম ৬ মাসের মেয়াদ।

পাসপোর্ট সাইজ ছবি: সাদা ব্যাকগ্রাউন্ড সহ ২ কপি।

ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম: অনলাইনে পূরণ করে প্রিন্ট করতে হবে।

ইনভাইটেশন লেটার: রাশিয়ার অনুমোদিত ট্যুরিস্ট এজেন্সি বা হোটেল থেকে সংগ্রহ করতে হবে।

ট্রাভেল ইনস্যুরেন্স: পুরো ভ্রমণের সময়কাল কভার করতে হবে।

ফ্লাইট এবং হোটেল বুকিং: রিজার্ভেশনের প্রমাণপত্র।

ধাপ ২: ইনভাইটেশন লেটার সংগ্রহ করুন

রাশিয়ার ট্রাভেল ভিসার ক্ষেত্রে ইনভাইটেশন লেটার অপরিহার্য।

এটি রাশিয়ার অনুমোদিত ট্যুরিস্ট এজেন্সি বা হোটেল থেকে সংগ্রহ করুন।

খরচ: ২০–৫০ ডলার (প্রায় ২,২০০–৫,৫০০ টাকা)।

লেটারে আপনার ভ্রমণের সময়কাল ও উদ্দেশ্য উল্লেখ থাকতে হবে।

ধাপ ৩: ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন

1. রাশিয়ার ভিসা পোর্টালে যান: visa.kdmid.ru।

2. আপনার ব্যক্তিগত তথ্য, ভ্রমণের পরিকল্পনা এবং পাসপোর্টের তথ্য সঠিকভাবে পূরণ করুন।

3. ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করুন।

ধাপ ৪: আবেদন জমা দিন

ঢাকায় অবস্থিত রাশিয়ান দূতাবাসে আবেদন জমা দিন।
ঠিকানা:
বাড়ি # NE(N) 6, রোড # 79, গুলশান-২, ঢাকা-১২১২।

প্রয়োজনীয় ফি (প্রায় ৫,৫০০ টাকা) পরিশোধ করুন।

আবেদন জমা দেওয়ার সময় আপনার বায়োমেট্রিক ডেটা (আঙুলের ছাপ) প্রদান করতে হবে।

ধাপ ৫: ভিসা প্রসেসিংয়ের জন্য অপেক্ষা করুন

সাধারণ প্রসেসিং সময়: ৭-১০ কার্যদিবস।

জরুরি ভিসার ক্ষেত্রে অতিরিক্ত ফি প্রদান করলে দ্রুত প্রসেস করা যাবে।

ধাপ ৬: ভিসা সংগ্রহ করুন

ভিসা অনুমোদিত হলে এটি দূতাবাস থেকে সংগ্রহ করুন।

ভিসার তথ্য সঠিক কিনা তা যাচাই করুন।

ধাপ ৭: ভ্রমণের জন্য প্রস্তুতি নিন

ভিসা পাওয়ার পর নিচের প্রস্তুতি নিন:

ফ্লাইট টিকিট চূড়ান্ত করুন।

জরুরি প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে রাখুন।

রাশিয়ার আবহাওয়া অনুযায়ী পোশাক এবং আনুষঙ্গিক সামগ্রী গুছিয়ে নিন।

রাশিয়ার ট্রাভেল ভিসার আনুমানিক খরচ:

প্রয়োজনীয় লিংক ও তথ্যসূত্র

ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম: visa.kdmid.ru

রাশিয়ান দূতাবাস ঢাকার ঠিকানা:
বাড়ি # NE(N) 6, রোড # 79, গুলশান-২, ঢাকা-১২১২।

রাশিয়ার ট্রাভেল ইনফরমেশন: Russia Travel Guide https://www.visitrussia.org/

টিপস:

ভিসার জন্য আবেদন জমা দেওয়ার কমপক্ষে ১ মাস আগে প্রক্রিয়া শুরু করুন।

সকল ডকুমেন্টের অতিরিক্ত ফটোকপি তৈরি রাখুন।

ভ্রমণের সময় গুরুত্বপূর্ণ কাগজপত্র সবসময় সঙ্গে রাখুন।

আপনি যদি রাশিয়া ভ্রমণের আরও তথ্য চান, আমাদের পেজটি ফলো করুন এবং এই পোস্টটি শেয়ার করুন। আপনার যেকোনো প্রশ্নের উত্তর দিতে আমরা প্রস্তুত!


07/12/2024
06/12/2024
 #ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ!পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল "গাজওয়ায়ে হিন্দ" তথা হিন্দুস্থান ভারতের বিরুদ...
06/12/2024

#ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ!

পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল "গাজওয়ায়ে হিন্দ" তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন। সুবহানআল্লাহ.!

কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরন করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন। সুবহানাল্লআহ.!

যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরন করবেন উনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.! এবং যেসব মুসলমানগন এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন উনারা ঈমান নিয়ে মৃত্যুবরন করে জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.!

আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেইমান হয়ে মৃত্যুবরন করবে। নাউজুবিল্লাহ!

পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জি"হ|দ/যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ
জি"হ|দ চালিয়ে যাবে।

মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতোটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য।

অন্য বর্ণনায় আছে,
গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের (চুড়ান্ত) যুদ্ধ। রাসুল (ﷺ) একদিন পুর্ব দিকে তাকিয়ে বড় বড় নিশ্বাস নিচ্ছিলেন, এমন সময় এক সাহাবি রাসুল (ﷺ) কে জিজ্ঞেস করলেন, "ইয়া রাসুলুল্লাহ (ﷺ) আপনি এমন করছেন কেন!"
রাসুল (ﷺ) বললেন, "আমি পুর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি।" সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু তাআ'লা আনহুম উনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ(ﷺ) আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসুল (ﷺ) বললেন, পুর্ব দিকে মুসলিম ও মুশরিকদের (যারা মুর্তিপুজা করেন) সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবিহিনী থাকবে সংখ্যায় অধিক।

ঐ যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকুনি পর্যন্ত ডুবে যাবে। ঐ যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে; এক ভাগ বিশাল মুশরিক বাহিনি দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী! আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন।

রসুলুল্লাহ (ﷺ) বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য!(সুবহান আল্লাহ)

সমাজ এবং সংস্কৃতি পরিবর্তনশীল। ফলো করুন Himu Bhai
23/11/2024

সমাজ এবং সংস্কৃতি পরিবর্তনশীল।
ফলো করুন Himu Bhai

 #ঘুমের_মধ্যে_শরীরের ঝাঁকি বা মনে হওয়া যে শরীর উঠছে বা পড়ছে, এ ধরনের অভিজ্ঞতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার আগে কিছু গুরুত্বপূ...
22/11/2024

#ঘুমের_মধ্যে_শরীরের ঝাঁকি বা মনে হওয়া যে শরীর উঠছে বা পড়ছে, এ ধরনের অভিজ্ঞতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ দিক বুঝে নেওয়া প্রয়োজন। ইসলামি শিক্ষার আলোকে এবং আধুনিক জ্ঞানের ভিত্তিতে নিচে বিস্তারিত পরামর্শ দেওয়া হলো:

ঘুমের সময় এমন ঘটনা কেন ঘটে?

১. মেডিক্যাল ব্যাখ্যা:
• এই ধরনের অনুভূতিগুলো অনেক সময় ঘুমের মধ্যবর্তী পর্যায়ে ঘটে, যাকে বিজ্ঞানী ভাষায় হাইপনাগগিক জার্কস বা স্লিপ প্যারালাইসিস বলা হয়। এটি একেবারে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া এবং চিকিৎসকের পরামর্শ নিলে বিষয়টি পরিষ্কার হবে।

২. আধ্যাত্মিক দৃষ্টিকোণ:
• কিছু সময় এটি জিন বা শয়তানের প্রভাব বলে মনে হতে পারে, বিশেষ করে যদি অন্যান্য অস্বাভাবিক ঘটনা ঘটে। তবে ইসলামে প্রতিটি বিষয়কে অতি-প্রাকৃতিক মনে করতে নিষেধ করা হয়েছে। এটি হতে পারে শারীরিক বা মানসিক ক্লান্তি থেকেও।

ইসলামি করণীয় এবং সুরক্ষার উপায়

আপনার যদি মনে হয় আধ্যাত্মিক কারণে এমন কিছু হচ্ছে, তবে নীচের পরামর্শগুলো মেনে চলুন:

১. তাওহীদ (আল্লাহর উপর নির্ভরতা) মজবুত করুন:

• দৃঢ় বিশ্বাস রাখুন যে একমাত্র আল্লাহই আমাদের রক্ষা করতে পারেন।
• কুরআনের আয়াত:
“وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيْطَـٰنِ نَزْغٌ فَٱسْتَعِذْ بِٱللَّهِ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ”
“আর যদি শয়তান তোমার মধ্যে কোনো কুমন্ত্রণা সৃষ্টি করে, তবে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।” (সূরা আল-আ‘রাফ ৭:২০০)

২. নিয়মিত যিকির (স্মরণ) করুন:

• ঘুমানোর আগে বিশেষ আমল করুন:
• আয়াতুল কুরসি পড়ুন:
“ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ…” (সূরা আল-বাকারা ২:২৫৫)
• সূরা আল-ইখলাস, সূরা আল-ফালাক, এবং সূরা আন-নাস তিনবার করে পড়ুন।
• দু’আ পড়ুন:
“اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ”
(অর্থ: হে আল্লাহ, আমি সব ধরনের অশুভ ও মন্দ থেকে আশ্রয় চাই)।

৩. রুকইয়াহ (আধ্যাত্মিক নিরাময়):

• রুকইয়াহ হিসেবে নীচের কুরআনের আয়াতগুলো পড়ুন বা শুনুন:
• সূরা আল-ফাতিহা।
• আয়াতুল কুরসি।
• সূরা আল-বাকারা-এর শেষ দুই আয়াত।
• সূরা আল-ইখলাস, সূরা আল-ফালাক, সূরা আন-নাস।

৪. ঘর পরিস্কার রাখুন:

• ঘরে কোনো হারাম জিনিস (যেমন: ছবি, মিউজিক) রাখা থেকে বিরত থাকুন।
• নিয়মিত ঘরে কুরআন তিলাওয়াত চালু রাখুন।

৫. বিশ্বাস রাখুন এবং প্রফেশনাল পরামর্শ নিন:

• সমস্যাগুলো যদি ঘন ঘন ঘটে এবং অস্বস্তি বাড়ে, তাহলে একজন অভিজ্ঞ রুকইয়াহ বিশেষজ্ঞের পরামর্শ নিন। তবে নিশ্চিত হয়ে নিন যে তারা কুরআন ও সুন্নাহ অনুযায়ী কাজ করেন।

৬. মেডিক্যাল পরামর্শ নিন:

• শারীরিক কোনো সমস্যা থাকলে সেটি সনাক্ত করতে চিকিৎসকের পরামর্শ নিন।

সর্বশেষ উপদেশ

ভয় পাবেন না এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। নিয়মিত যিকির করুন এবং আপনার ইবাদত চালিয়ে যান। আল্লাহর রহমতে আপনি নিরাপদ থাকবেন।
যদি আরও বিস্তারিত জানতে চান বা বিশেষ কোনো দোয়ার প্রয়োজন হয়, আমাকে জানাতে পারেন।
©️

 #গোয়েন্দা মুভি দেখতে পছন্দ করেন? এগুলো দেখতে পারেন। Movies from 2015 to 2024 with IMDb ratings of 7.0 and above:1. Brid...
21/11/2024

#গোয়েন্দা মুভি দেখতে পছন্দ করেন? এগুলো দেখতে পারেন।

Movies from 2015 to 2024 with IMDb ratings of 7.0 and above:

1. Bridge of Spies (2015) - 7.6
2. Mission: Impossible – Rogue Nation (2015) - 7.4
3. Sicario (2015) - 7.6
4. Spectre (2015) - 7.0
5. Eye in the Sky (2015) - 7.3
6. Spy (2015) - 7.0
7. The Man from U.N.C.L.E. (2015) - 7.3
8. Jason Bourne (2016) - 7.2
9. Mission: Impossible – Fallout (2018) - 7.7
10. The Night Manager (2016) - 8.0
11. Snowden (2016) - 7.3
12. Jack Ryan: Shadow Recruit (2014) - 7.0
13. American Made (2017) - 7.1
14. Atomic Blonde (2017) - 7.0
15. The Spy Who Dumped Me (2018) - 7.0
16. Sicario: Day of the Soldado (2018) - 7.1
17. Red Sparrow (2018) - 7.0
18. Beirut (2018) - 7.1
19. The Report (2019) - 7.2
20. Tinker Tailor Soldier Spy (2011) - 7.1
21. Three Days of the Condor (2015) - 7.7
22. The Spy Gone North (2018) - 7.2
23. The Informer (2019) - 7.2
24. The Spy (2020) - 7.1
25. The Old Guard (2020) - 7.1
26. Tenet (2020) - 7.4
27. The Courier (2020) - 7.2
28. Extraction (2020) - 7.2
29. Spies in Disguise (2019) - 7.0
30. 21 Bridges (2019) - 7.0
31. The Good Liar (2019) - 7.1
32. The Traitor (2019) - 7.1
33. Hunter Killer (2018) - 7.1
34. Triple Frontier (2019) - 7.0
35. Bodyguard (2018) - 8.1
36. Without Remorse (2021) - 7.0
37. The King’s Man (2021) - 7.0
38. Wrath of Man (2021) - 7.1
39. The Spy (2019) - 7.0
40. Outside the Wire (2021) - 7.1
41. No Time to Die (2021) - 7.3
42. Infinite (2021) - 7.0
43. Beckett (2021) - 7.1
44. No Sudden Move (2021) - 7.0
45. The Contractor (2022) - 7.0
46. The Gray Man (2022) - 7.0
47. The 355 (2022) - 7.0
48. Blacklight (2022) - 7.1
49. The Man from Toronto (2022) - 7.0
50. The Terminal List (2022) - 7.1
51. 6 Underground (2019) - 7.0
52. Secret Headquarters (2022) - 7.0
53. The Diplomat (2023) - 7.2
54. Citadel (2023) - 7.2
55. Mission: Impossible – Dead Reckoning Part One (2023) - 7.7
56. Heart of Stone (2023) - 7.1
57. Ghosted (2023) - 7.1
58. Hypnotic (2023) - 7.0
59. Extraction 2 (2023) - 7.3
60. Tyler Rake (2023) - 7.2
61. Narcos: Mexico

কানাডার ভিসা দালাল ছারা কিভাবে নিজে নিজে আবেদন করবেন 🇨🇦🇨🇦আপনি যদি নিজে নিজে কানাডার ভিসা আবেদন করতে চান তবে এই গাইডটি আপ...
20/11/2024

কানাডার ভিসা দালাল ছারা কিভাবে নিজে নিজে আবেদন করবেন 🇨🇦🇨🇦
আপনি যদি নিজে নিজে কানাডার ভিসা আবেদন করতে চান তবে এই গাইডটি আপনার জন্য। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
১. প্রাথমিক প্রস্তুতি
প্রথমে, আপনার ব্রাউজার (Chrome, Firefox, Safari) ওপেন করুন এবং সার্চ বারে "IRCC" লিখে সার্চ করুন। IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে যান এবং GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলুন। একাউন্ট খোলার সময় আপনাকে ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন সেভ করে রাখতে হবে। একাউন্ট ক্রিয়েট করার পর এই তথ্যগুলো দিয়ে আপনি লগইন করবেন।
২. অ্যাপ্লিকেশন শুরু
আপনার GCKey একাউন্টে লগইন করুন এবং "Start an application" বাটনে ক্লিক করুন। তারপর "Apply to come to Canada" ক্লিক করুন। ভিসা ক্যাটাগরি থেকে "Visitor Visa, Study and Work Permit" সিলেক্ট করুন। তারপর যে প্রশ্ন আসবে তার উত্তর দিন, যেমন "What is your current country/territory of residence?" এখানে "Bangladesh" সিলেক্ট করুন।
৩. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড
সব প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনাকে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। নিচের তিনটি PDF ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে:
1. Application Form (IMM5257)
2. Family Information (IMM5245)
3. Schedule 1 (IMM5227)
আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট:
1. অ্যাপ্লিকেশন ফর্ম
2. ট্রাভেল হিস্ট্রি (ভিসা ও ইমিগ্রেশন এন্ট্রি এক্সিট সিল)
3. পাসপোর্ট কপি
4. ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি
5. সাম্প্রতিক ছবি
6. ট্রাভেল ইটিনারি, হোটেল রিজার্ভেশন, ইনভাইটেশন বা স্পন্সরশিপ
7. ফ্যামিলি ইনফরমেশন
8. শিডিউল ১ ফর্ম
9. ক্লায়েন্ট ইনফরমেশন বা কাভার লেটার
10. কর্মচারী সার্টিফিকেট বা অফিস আইডি কার্ড বা NOC
সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
৪. পেমেন্ট
ডকুমেন্ট আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করুন।
অ্যাপ্লিকেশন ফি: 100 CAD
বায়োমেট্রিক্স ফি: 85 CAD
মোট: 185 CAD
৫. বায়োমেট্রিক্স
পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট ইমেইল আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য VFS গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন। অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি নেবে। বায়োমেট্রিক সম্পন্ন হলে আপনাকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে।
৬. রেজাল্টের জন্য অপেক্ষা
আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC পোর্টালে GCKey একাউন্ট চেক করুন। ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় VFS অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন। ভিসা অনুমোদন হলে ২ সপ্তাহের মধ্যে পাসপোর্ট ভিসাসহ ফেরত পাবেন।
৭. রিজেকশন ও পুনরায় আবেদন
যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয়, তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে। বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। পুনরায় আবেদন করার সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না, শুধু 100 CAD ভিসা ফি দিয়ে আবেদন করতে পারবেন।
লেখাটি পড়ে ভালো লাগলে শেয়ার করে দিবেন,ধন্যবাদ

✔️ফ্ল্যাট কেনার সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা প্রয়োজন, যাতে আপনি ভবিষ্যতে কোনো ঝামেলায় না পড়েন। নিম্নলিখিত বিষয়...
18/11/2024

✔️ফ্ল্যাট কেনার সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা প্রয়োজন, যাতে আপনি ভবিষ্যতে কোনো ঝামেলায় না পড়েন। নিম্নলিখিত বিষয়গুলো নজরে রাখা খুবই জরুরি:

◼️ ১. আইনি বৈধতা ও কাগজপত্র

- ফ্ল্যাটের মালিকানার কাগজপত্র: ফ্ল্যাটের ডেভেলপারের কাছে প্রয়োজনীয় জমির দলিল, প্রকল্পের অনুমোদনপত্র, এবং অন্যান্য কাগজপত্র চেক করা অত্যন্ত জরুরি।

- খতিয়ান ও পর্চা: জমির বৈধতা নিশ্চিত করতে জমির খতিয়ান ও পর্চা যাচাই করতে হবে। এটি ভূমির প্রকৃত মালিকের প্রমাণ দেয়।

- সিটি কর্পোরেশন বা RAJUK অনুমোদন: ফ্ল্যাটের নকশা এবং নির্মাণের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন থাকা আবশ্যক।

- BNBC (বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড): ফ্ল্যাটের নির্মাণ BNBC-এর নিয়ম মেনে হয়েছে কিনা তা নিশ্চিত করুন। এটি ফ্ল্যাটের স্থায়িত্ব এবং নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

◼️ ২. প্রকল্পের অবস্থান ও পরিবেশ

- অবস্থান: ফ্ল্যাটের লোকেশন খুবই গুরুত্বপূর্ণ। নিকটবর্তী স্কুল, কলেজ, হাসপাতাল, মার্কেট, এবং অফিস থেকে দূরত্ব লক্ষ্য করুন। এছাড়াও পরিবহন সুবিধা, রাস্তা, এবং নিকটবর্তী যানজটের অবস্থা বিবেচনা করুন।

- ভবিষ্যৎ উন্নয়ন: এলাকার উন্নয়ন সম্ভাবনা আছে কিনা তা বিবেচনায় রাখুন, যেমন রেলওয়ে, মেট্রোরেল, বা অন্য অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প।

◼️ ৩. বিল্ডিংয়ের মান ও নির্মাণের গুণগত মান**

- নির্মাণ সামগ্রী: ফ্ল্যাট নির্মাণে ব্যবহার করা সামগ্রী (সিমেন্ট, ইট, রড ইত্যাদি) ভালো মানের কিনা তা নিশ্চিত করুন। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহৃত হলে ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে।

- প্লাম্বিং এবং বৈদ্যুতিক কাজ: ভবনের ভিতরে যে প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল কাজ করা হয়েছে, তা ভালোভাবে চেক করুন। পানির প্রবাহ, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, এবং ফিটিং সঠিক মানের কিনা তা নিশ্চিত করতে হবে।

◼️ ৪. জমির মালিকানার স্ট্যাটাস ও প্রকল্পের আইনি অবস্থান

- জমির মালিকানার স্ট্যাটাস: জমির উপরে কোনো আইনি সমস্যা (মামলা, বিরোধ) আছে কিনা তা নিশ্চিত করুন। প্রয়োজনে আপনার আইনজীবীর মাধ্যমে জমির মালিকানার খোঁজ নিতে পারেন।

- ডেভেলপারের রেপুটেশন: ডেভেলপারের পূর্ববর্তী প্রকল্প এবং তাদের রেপুটেশন যাচাই করুন। ডেভেলপার নির্দিষ্ট সময়ে ফ্ল্যাট ডেলিভারি দিতে সক্ষম হয়েছে কিনা তা দেখুন।

◼️ ৫. ফ্ল্যাটের ডিজাইন ও ফ্যাসিলিটিজ


©️🇧🇩

🗣️ #প্রায়_সাড়ে ৭ কোটি বছরের পুরনো এই ৩টি বৃহদাকৃতির পাথরকে উপর থেকে দেখলে মনে হয় যেন তিনটি তিমি সাগর ছেড়ে বনের ভেতর ভুল ...
07/11/2024

🗣️ #প্রায়_সাড়ে ৭ কোটি বছরের পুরনো এই ৩টি বৃহদাকৃতির পাথরকে উপর থেকে দেখলে মনে হয় যেন তিনটি তিমি সাগর ছেড়ে বনের ভেতর ভুল করে চলে এসেছে। এগুলোকে তাই ডাকা হয় 'Rock of the Three Whales' বা 'তিন তিমির পাথর' নামে। থাইল্যান্ডের বুয়েং কান প্রদেশের এক পাহাড় থেকে বেরিয়ে আসা এই পাথরগুলোর মাঝে দুটোতে পায়ে হেঁটে ওঠা গেলেও আরেকটিতে সেই সুযোগ নেই। থাই ভাষায় এগুলো পরিচিত 'হিন সাম ওয়ান' নামে। ভূ-পৃষ্ঠ থেকে এগুলোর উচ্চতা প্রায় ৯৮০ ফুট।

ফলো: Altimate Be 5.0

05/11/2024
 #বিনোদনী_পোস্ট কি এক বাইক নিয়ে এতো লাফালাফি। ঐ বাইক দিয়ে ভারতে নাকি গোয়ালারা দুধ বিক্রি করে। হুছুকে বাঙালি।সংগৃহীত
29/10/2024

#বিনোদনী_পোস্ট
কি এক বাইক নিয়ে এতো লাফালাফি। ঐ বাইক দিয়ে ভারতে নাকি গোয়ালারা দুধ বিক্রি করে।
হুছুকে বাঙালি।

সংগৃহীত

ভাগ্য না থাকা প্রতিটা জিনিসের প্রতি মানুষের এক অদ্ভুত টান থাকে! 😑
25/10/2024

ভাগ্য না থাকা প্রতিটা জিনিসের প্রতি
মানুষের এক অদ্ভুত টান থাকে! 😑

 #দুনিয়া_বদলে_দেয়া_১০০_বইয়ের_মধ্যে_আপনি_কতগুলো_পড়েছেন?⏭️⏭️বিবিসির জরিপে পৃথিবী ‘বদলে দেওয়া’ ১০০ সাহিত্যকর্ম২০১৮ সালের এপ...
22/10/2024

#দুনিয়া_বদলে_দেয়া_১০০_বইয়ের_মধ্যে_আপনি_কতগুলো_পড়েছেন?

⏭️⏭️বিবিসির জরিপে পৃথিবী ‘বদলে দেওয়া’ ১০০ সাহিত্যকর্ম
২০১৮ সালের এপ্রিলে বিবিসি কালচার পাঁচটি ফিকশনাল সাহিত্যকর্ম মনোনীত করার জন্য বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের মাঝে এক জরিপ পরিচালনা করেছিল। মানুষের মানসিকতা বা ইতিহাসকে প্রভাবিত করেছে এমন সাহিত্যকর্ম বেছে নেওয়ার জন্য বলা হয়েছিল।

জরিপে ৩৫টি দেশের ১০৮ জন লেখক, শিক্ষাবিদ, সাংবাদিক, সমালোচক এবং অনুবাদকের কাছ থেকে উত্তর পাওয়া যায়। তাদের পছন্দের মধ্যে ছিল ৩৩টি ভাষার উপন্যাস, কবিতা, লোককাহিনী ও নাটক।

সে জরিপ থেকে করা শীর্ষ ১০০টি সাহিত্যকর্মের এ তালিকায় সর্বাধিক জনপ্রিয় লেখক হিসেবে স্থান দখল করে নিয়েছেন শেক্সপিয়ার, ভার্জিনিয়া উলফ এবং ফ্রাঞ্জ কাফকা, যাদের ৩টি করে সৃষ্টি রয়েছে তালিকায়।
বিবিসি বলেছে, এটি কোনো সুনির্দিষ্ট তালিকা নয়। এটি স্রেফ একটা সূচনাবিন্দু। দেখে নিন ওই ১০০টি সাহিত্যকর্মের তালিকা।

১. দ্য ওডিসি (হোমার, খ্রিস্টপূর্ব ৮ম শতক)
২. আঙ্কল টম'স কেবিন (হ্যারিয়েট বিচার স্টো, ১৮৫২)
৩. ফ্রাঙ্কেনস্টাইন (মেরি শেলি, ১৮১৮)
৪. নাইটিন এইটি-ফোর (জর্জ অরওয়েল, ১৯৪৯)
৫. থিংস ফল অ্যাপার্ট (চিনুয়া আচেবে, ১৯৫৮)
৬. ওয়ান থাউজ্যান্ড অ্যান্ড ওয়ান নাইটস (বিভিন্ন লেখক, ৮ম–১৮শ শতক)
৭. ডন কিহোতে (মিগুয়েল দে সারভান্তেস, ১৬০৫–১৬১৫)
৮. হ্যামলেট (উইলিয়াম শেক্সপিয়ার, ১৬০৩)
৯. ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড (গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, ১৯৬৭)
১০. দ্য ইলিয়াড (হোমার, খ্রিস্টপূর্ব ৮ম শতক)
১১. বিলভড (টনি মরিসন, ১৯৮৭)
১২. দ্য ডিভাইন কমেডি (দান্তে আলিগিয়ারি, ১৩০৮–১৩২০)
১৩. রোমিও অ্যান্ড জুলিয়েট (উইলিয়াম শেক্সপিয়ার, ১৫৯৭)
১৪. দ্য এপিক অফ গিলগামেশ (লেখক অজানা, আনুমানিক খ্রিস্টপূর্ব ২২শ–১০শ শতক)
১৫. হ্যারি পটার সিরিজ (জে কে রাওলিং, ১৯৯৭–২০০৭)
১৬. দ্য হ্যান্ডমেইড'স টেল (মার্গারেট অ্যাটউড, ১৯৮৫)
১৭. ইউলিসিস (জেমস জয়েস, ১৯২২)
১৮. অ্যানিমেল ফার্ম (জর্জ অরওয়েল, ১৯৪৫)
১৯. জেন আয়ার (শার্লট ব্রন্টি, ১৮৪৭)
২০. ম্যাডাম বোভারি (গুস্তাভ ফ্লবেয়ার, ১৮৫৬)
২১. রোমান্স অব দ্য থ্রি কিংডমস (লুয়ো গুয়ানঝং, ১৩২১–১৩২৩)
২২. জার্নি টু দ্য ওয়েস্ট (উ চেং'এন, আনুমানিক ১৫৯২)
২৩. ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট (ফিয়দোর দস্তয়েভস্কি, ১৮৬৬)
২৪. প্রাইড অ্যান্ড প্রেজুডিস (জেন অস্টেন, ১৮১৩)
২৫. ওয়াটার মার্জিন (শি নাই'আন, ১৫৮৯)
২৬. ওয়ার অ্যান্ড পিস (লিও টলস্টয়, ১৮৬৫–১৮৬৭)
২৭. টু কিল আ মকিংবার্ড (হার্পার লি, ১৯৬০)
২৮. ওয়াইড সারগাসো সি (জিন রাইস, ১৯৬৬)
২৯. ঈশপ'স ফেবলস (ঈশপ, আনুমানিক খ্রিস্টপূর্ব ৬২০–৫৬০)
৩০. ক্যান্ডিড (ভলতেয়ার, ১৭৫৯)
৩১. মেডিয়া (ইউরিপিডিস, খ্রিস্টপূর্ব ৪৩১)
৩২. মহাভারত (বেদব্যাস, খ্রিস্টপূর্ব ৪র্থ শতক)
৩৩. কিং লিয়ার (উইলিয়াম শেক্সপিয়ার, ১৬০৮)
৩৪. দ্য টেল অফ গেনজি (মুরাসাকি শিকিবু, ১০২১-এর পূর্বে)
৩৫. দ্য সরোস অফ ইয়ং ওয়ের্থার (জোহান উলফগ্যাং ভন গোথে, ১৭৭৪)
৩৬. দ্য ট্রায়াল (ফ্রাঞ্জ কাফকা, ১৯২৫)
৩৭. রিমেমব্রেন্স অফ থিংস পাস্ট (মার্সেল প্রুস্ট, ১৯১৩–১৯২৭)
৩৮. উইদারিং হাইটস (এমিলি ব্রন্টি, ১৮৪৭)
৩৯. ইনভিজিবল ম্যান (রালফ এলিসন, ১৯৫২)
৪০. মবি-ডিক (হারম্যান মেলভিল, ১৮৫১)
৪১. দেয়ার আইজেস ওয়্যার ওয়াচিং গড (জোরা নীল হার্স্টন, ১৯৩৭)
৪২. টু দ্য লাইটহাউস (ভার্জিনিয়া উলফ, ১৯২৭)
৪৩. দ্য ট্রু স্টোরি অব আহ কিউ (লু সুন, ১৯২১–১৯২২)
৪৪. অ্যালিস'স অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ড (লুইস ক্যারল, ১৮৬৫)
৪৫ আন্না ক্যারেনিনা (লিও টলস্টয়, ১৮৭৩–১৮৭৭)
৪৬. হার্ট অব ডার্কনেস (জোসেফ কনরাড, ১৮৯৯)
৪৭. মাঙ্কি গ্রিপ (হেলেন গার্নার, ১৯৭৭)
৪৮. মিসেস ড্যালোয়ে (ভার্জিনিয়া উলফ, ১৯২৫)
৪৯. ইডিপাস দ্য কিং (সফোক্লিস, খ্রিস্টপূর্ব ৪২৯)
৫০. দ্য মেটামরফোসিস (ফ্রাঞ্জ কাফকা, ১৯১৫)
৫১. দ্য ওরেস্টেইয়া (এস্কাইলাস, খ্রিস্টপূর্ব ৫ম শতক)
৫২. সিন্ডারেলা (লেখক অজানা, তারিখ অজানা)
৫৩. হাউল (অ্যালেন গিন্সবার্গ, ১৯৫৬)
৫৪. লে মিজারেবল (ভিক্টর হুগো, ১৮৬২)
৫৫. মিডলমার্চ (জর্জ এলিয়ট, ১৮৭১-১৮৭২)
৫৬. পেদ্রো পারামো (হুয়ান রুলফো, ১৯৫৫)
৫৭. দ্য বাটারফ্লাই লাভারস (লোককাহিনী, বিভিন্ন সংস্করণ)
৫৮. দ্য ক্যানটারবরি টেলস (জিওফ্রে চসার, ১৩৮৭)
৫৯. পঞ্চতন্ত্র (বিষ্ণু শর্মা, আনুমানিক খ্রিস্টপূর্ব ৩০০)
৬০. দ্য পোস্টহিউমাস মেমোয়ার্স অফ ব্রাস কিউবাস (হোয়াকিম মারিয়া মাচাদো দে আসিস, ১৮৮১)
৬১. দ্য প্রাইম অব মিস জিন ব্রডি (মুরিয়েল স্পার্ক, ১৯৬১)
৬২. দ্য র‍্যাগেড-ট্রাউজারড ফিলানথ্রপিস্টস (রবার্ট ট্রেসেল, ১৯১৪)
৬৩. সং অফ লাউইনো (ওকোট পি'বিটেক, ১৯৬৬)
৬৪. দ্য গোল্ডেন নোটবুক (ডোরিস লেসিং, ১৯৬২)
৬৫. মিডনাইট'স চিলড্রেন (সালমান রুশদি, ১৯৮১)
৬৬. নার্ভাস কন্ডিশনস (টসিতসি ডাংগারেমবগা, ১৯৮৮)
৬৭. দ্য লিটল প্রিন্স (অঁতোয়া দ্য সেন্ট-একজুপেরি, ১৯৪৩)
৬৮. দ্য মাস্টার অ্যান্ড মার্গারিটা (মিখাইল বুলগাকভ, ১৯৬৭)
৬৯. রামায়ন (বাল্মিকি, খ্রিস্টপূর্ব ১১শ শতক)
৭০. অ্যান্টিগোন (সফোক্লিস, আনুমানিক খ্রিস্টপূর্ব ৪৪১)
৭১. ড্রাকুলা (ব্রাম স্টোকার, ১৮৯৭)
৭২. দ্য লেফট হ্যান্ড অফ ডার্কনেস (উরসুলা কে. লে গুয়িন, ১৯৬৯)
৭৩. আ ক্রিসমাস ক্যারল (চার্লস ডিকেন্স, ১৮৪৩)
৭৪. আমেরিকা (রাউল ওতেরো রাইখ, ১৯৮০)
৭৫. বিফোর দ্য ল (ফ্রাঞ্জ কাফকা, ১৯১৫)
৭৬ চিলড্রেন অফ গেবেলাওয়ি (নাগিব মাহফুজ, ১৯৬৭)
৭৭. ইল কানজনিয়েরে (পেত্রার্ক, ১৩৭৪)
৭৮. কেবরা নাগাস্ট (বিভিন্ন লেখক, ১৩২২)
৭৯. লিটল ওমেন (লুইসা মে অ্যালকট, ১৮৬৮–১৮৬৯)
৮০. মেটামরফোসেস (ওভিড, ৮)
৮১. ওমেরোস (ডেরেক ওয়ালকট, ১৯৯০)
৮২. ওয়ান ডে ইন দ্য লাইফ অফ ইভান ডেনিসোভিচ (আলেক্সান্ডার সলঝেনিৎসিন, ১৯৬২)
৮৩. অরল্যান্ডো (ভার্জিনিয়া উলফ, ১৯২৮)
৮৪. রেইনবো সার্পেন্ট (আদিবাসী অস্ট্রেলীয় গল্পচক্র, সাল অজানা)
৮৫. রেভল্যুশনারি রোড (রিচার্ড ইয়েটস, ১৯৬১)
৮৬. রবিনসন ক্রুসো (ড্যানিয়েল ডিফো, ১৭১৯)
৮৭. সং অফ মাইসেলফ (ওয়াল্ট হুইটম্যান, ১৮৫৫)
৮৮. দ্য অ্যাডভেঞ্চারস অফ হাকলবেরি ফিন (মার্ক টোয়েন, ১৮৮৪)
৮৯. দ্য অ্যাডভেঞ্চারস অফ টম সয়ার (মার্ক টোয়েন, ১৮৭৬)
৯০. দ্য আলেফ (হোর্হে লুইস বোর্হেস, ১৯৪৫)
৯১. দ্য ইলোকোয়েন্ট পিয়াজেন্ট (প্রাচীন মিশরীয় লোকগল্প, আনুমানিক খ্রিস্টপূর্ব ২০০০)
৯২. দ্য এম্পেরর'স নিউ ক্লোদস (হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন, ১৮৩৭)
৯৩. দ্য জঙ্গল (আপটন সিনক্লেয়ার, ১৯০৬)
৯৪. দ্য খামরিয়াত (আবু নুওয়াস, ৮ম শতকের শেষ–৯ম শতকের শুরু)
৯৫. দ্য রাডেটজকি মার্চ (জোসেফ রথ, ১৯৩২)
৯৬. দ্য রেভেন (এডগার অ্যালান পো, ১৮৪৫)
৯৭. দ্য স্যাটানিক ভার্সেস (সালমান রুশদি, ১৯৮৮)
৯৮. দ্য সিক্রেট হিস্টরি (ডোনা টার্ট, ১৯৯২)
৯৯. দ্য স্নোই ডে (এজরা জ্যাক কেটস, ১৯৬২)
১০০. টোবা টেক সিং (সাদাত হাসান মান্টো)

👉 মূল লেখাটি বিবিসি কালচারে প্রকাশিত হয়েছে।
এই লেখাটি দ্যা টিবিএস ডেস্ক থেকে নেয়া হয়েছে।
©️✔️

✔️✔️⏭️  #মানুষের_জীবনে_মুভি দারুণ প্রভাব ফেলে। মুভি আপনাকে হাসাবে, কাদাবে, আ ত্ম হ ত্যা থেকে ফিরিয়ে আনবে, নতুন করে স্বপ্...
17/10/2024

✔️✔️⏭️ #মানুষের_জীবনে_মুভি দারুণ প্রভাব ফেলে। মুভি আপনাকে হাসাবে, কাদাবে,
আ ত্ম হ ত্যা থেকে ফিরিয়ে আনবে, নতুন করে স্বপ্ন দেখাবে..

✅ আত্মহত্যা করতে ইচ্ছে করছে? আপনার জন্য..
Its a wonderful life
Shawshank Redemption
Life is Beautiful

✅ জীবনসঙ্গী খুজতে চান? আপনি দেখুন..
Midnight in Paris
Mucise
Vivah

✅ মনকে আবিস্কার করতে চান? দেখুন
তিতলী
বাড়িওয়ালী
অপরিচিত
Raincoat

✅ জীবনে হারতে হারতে ক্লান্ত? দেখুন...
Revenant
Fall
Survival Family

✅ ভাংচুর প্রেমে পড়তে ইচ্ছে করছে? দেখুন-
Dilwale Dulhaniya Le jayenge
Mohabbatein
Before Sunrise
The Notebook

✅ স্কুল/কলেজ/ভার্সিটি লাইফ মিস করছেন? দেখুন...
96
Three Idiots
Chichoree

✅ তুমুল প্রতিশোধপরায়ন মুভি দেখতে চান? দেখুন...
No Mercy
City of God
Orphan (সাইকো থ্রিলার)

✅ ব্যক্তিত্ব কাকে বলে জানতে চান? দেখুন...
অগ্নীশ্বর

✅ আপনি মেডিকেল প্রফেশনাল হলে দেখুন-
সাগরিকা
সপ্তপদী
অগ্নীশ্বর

✅ শিক্ষকতা ভাল লাগলে দেখুন...
Dead Poet Society
Madam Gita Rani
Tare Zamin par

✅ মুভির কল্পনায় হারিয়ে যেতে ইচ্ছে করছে? দেখুন..
Apocalypto
Perfume

✅ আপনার বিদ্রোহ মন যুদ্ধ সংঘাত পছন্দ করে? দেখুন...
Braveheart
Troy

✅ টাইম ট্রাভেলে (ব্যাকওয়ার্ড) হারিয়ে যেতে চান? দেখুন...
Casablanca
Lagaan

✅ আপনি চেইন অব কমান্ড পছন্দ করেন? দেখুন...
Down*fall

✅ পোষাপ্রাণী পছন্দ করেন? আপনার জন্য..
Hachi
Charlie 777

✅ রাতে ঝড় বৃষ্টি হচ্ছে, ভয়ের ফিল নিতে চান? দেখুন...
Woh Kaun Thi

✅ এনিমেশন ভাল লাগে? দেখুন...
Coco
Finding Nimo
Up

✅ মুসলিম কালচার মুভি দেখতে চাইলে...
Children of Heaven
The messege
Baren

✅ ২য় বি*শ্ব*যু*দ্ধ নিয়ে মুভি দেখতে চাইলে..
The Pianist
Parl Harbour
Down*fall

✅ বাংলা ভাল সিনেমা নাই মনে হলে, দেখুন...
সীমানা পেরিয়ে
সূর্যকন্যা
মেঘের অনেক রঙ
আয়নাবাজি

আপাতত আর মনে পড়ছে না। এরপর মনে পড়লে..
আরও ক্যাটাগরি ও চলচ্চিত্রের নাম যুক্ত করবো।
মুভি লাভার হলে পোস্টটি শেয়ার করে রাখুন 🙂
©️

Address

10 Warri , Dhaka 1100
Dhaka
1010

Alerts

Be the first to know and let us send you an email when Himu Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Himu Bhai:

Videos

Share

Category