RAW Sports

RAW Sports Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RAW Sports, Media/News Company, Movie Housing socity, Agargaon Taltola, Sher E Bangla Nagor, Dhaka.

ঢাকা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪ এর দলবদল ১১ এবং ১২ জানুয়ারী  , লীগ শুরু ২০ জানুয়ারী।
11/01/2024

ঢাকা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪ এর দলবদল
১১ এবং ১২ জানুয়ারী , লীগ শুরু ২০ জানুয়ারী।

22/11/2023

Dibu was fighting for them.
Forever in our heart
©Tyc sports

19/11/2023
২০১১ বিশ্বকাপ ফাইনালের সেই দৃশ্যদুটি মনে পড়ে? ওয়াংখেড়েতে ফাইনাল। শাচিন টেন্ডুলকার আউট। ঠিক তখনই ক্রিজে প্রবেশ কোহলির। ...
19/11/2023

২০১১ বিশ্বকাপ ফাইনালের সেই দৃশ্যদুটি মনে পড়ে? ওয়াংখেড়েতে ফাইনাল। শাচিন টেন্ডুলকার আউট। ঠিক তখনই ক্রিজে প্রবেশ কোহলির। ফাইনালে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস 'প্রথম বিশ্বকাপ খেলা তরুণ' বিরাটের। আরও একটা দৃশ্য। চ্যাম্পিয়ন হওয়ার পর শাচিনকে কাঁধে তুলেছিলেন কোহলি।

আজ আহমেদাবাদে হয়তো সেটারই পুনরাবৃত্তি হতে পারত। বিরাটকেও কাঁধে তুলে নিতেন কেউ একজন। কিন্ত সেটা হয়নি কারন ক্রিকেট স্রষ্টা নিজেও হয়তো চাননি বলেই। এবারের বিশ্বকাপে ব্যাট হাতে বিরাট যে রোমাঞ্চ ছড়িয়েছেন সেটা স্বপ্নকেও হার মানাবে। একটা মানুষের পক্ষে কি এভাবেও ক্রিকেট খেলা সম্ভব! কিন্ত নামটা যখন কিং কোহলি, তখন অসম্ভব বলে কিছু নয়।

এই বিশ্বকাপে ১১ ম্যাচে যথাক্রমে বিরাটের ক্যামিও থেকে এসেছে- ৫৪, ১১৭, ৫১, ১০১*, ৮৮, ০, ৯৫, ১০৩*, ১৬, ৫৫*, ৮৫। এভাবে খেলার পরেও যখন তাকে আরেকবার থাকতে হলো ২য় ট্রফি ছোয়া থেকে খানিকটা দূরেই। সেটা নিশ্চয়ই বিরাট সহ ক্রিকেট ভক্তদের জন্য বিশাল বেদনারও বটে। বিরাট তার ক্রিকেটগুণে যেভাবে মন্ত্রমুগ্ধ করেছে গোটা দুনিয়াকে। পরবর্তী প্রজন্মকে বলার জন্য বিরাটের চেয়ে বড় উদাহরণ আর কেইবা হতে পারে।

যিনি কিনা ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় টানা চারটি টেস্ট সিরিজে চারটি ডাবল সেঞ্চুরি করেছেন। টি-টোয়েন্টিতেও সবচেয়ে দ্রুততম সময়ে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এই মানুষটি। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানও বিরাটের দখলেই (১১ ম্যাচে ৭৭৫)। ক্রিকেটের একদিনের ফরম্যাটেও সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তাও আবার বিশ্ব শ্রেষ্ঠত্বের মঞ্চে নিজেরই দেশে। অথচ মানুষ বলে সাধারণত অবসরের পর নাকি লোকে কিংবদন্তি হয়। কিন্তু কিং কোহলি তো ইতিমধ্যেই কিংবদন্তি হয়ে গিয়েছেন।

পরবর্তী প্রজন্মকে গল্প শোনাবো আমাদের সময়ে একজন মেসি ছিলেন এবং একজন কিং কোহলি ছিলেন ক্রিকেটের ওই সবুজ গালিচায়................

* India has won 11 out of 19 ODIs played at Narendra Modi Stadium in Ahmedabad.* Out of the 30 ODIs held at Ahmedabad's ...
19/11/2023

* India has won 11 out of 19 ODIs played at Narendra Modi Stadium in Ahmedabad.

* Out of the 30 ODIs held at Ahmedabad's Narendra Modi Stadium. won bat first- 15 ODIs & won bat 2nd- 15 ODIs.

* Highest run in this field- 365 & Lowest run in this field- 85.

ভারতীয় ক্রিকেট ইতিহাসে প্রথমের সাক্ষী হয়ে থাকবেন সামি।সামিই প্রথম বোলার যেকিনা ভারতের জার্সি গায়ে বিশ্বকাপে সবচেয়ে দ্রু...
15/11/2023

ভারতীয় ক্রিকেট ইতিহাসে প্রথমের সাক্ষী হয়ে থাকবেন সামি।

সামিই প্রথম বোলার যেকিনা ভারতের জার্সি গায়ে বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম ৫০ উইকেট শিকার করেন, মাত্র ১৭ ইনিংসে। বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ মিচেল স্টার্ক ১৯ ইনিংসে করেছিলেন উইকেটের হাফ সেঞ্চুরি। এই বিশ্বকাপে সামি ৫ উইকেট পেয়েছেন ৩ বার।

অথচ পান্ডিয়ার ইঞ্জুরিতে সামি ডাক পায় এই দলে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ৬ ম্যাচে সামি তুলে নিয়েছেন ২৩ উইকেট।

The Prince of Cricket and the prince of British are in one frame......
15/11/2023

The Prince of Cricket and the prince of British are in one frame......

চার বছরের পুরোনো ক্ষত ভুলে রোহিতের হোম গ্রাউন্ডে কিউয়ি বধ করতে প্রস্তুত মেন ইন ব্লুরা....* বিশ্বকাপ ট্রফি ভারতীয় দল থেক...
15/11/2023

চার বছরের পুরোনো ক্ষত ভুলে রোহিতের হোম গ্রাউন্ডে কিউয়ি বধ করতে প্রস্তুত মেন ইন ব্লুরা....

* বিশ্বকাপ ট্রফি ভারতীয় দল থেকে মাত্র ২ জয় দূরে। সেমিফাইনালে কিউয়ি দলের বিপক্ষে ভারতকে সতর্ক থাকতে হবে। এই ব্ল্যাক ক্যাপ্স দল ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জয়ের স্বপ্ন শেষ করে দেয়। এবার তাই রোহিতের হোম গ্রাউন্ড মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বদলা নেওয়ার মুডে থাকবেন রোহিত-বিরাটরা।

* এই ম্যাচে মাঠে নামার আগে এই দুই দল মোট ১১৭ বার একে অপরের লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। এর মধ্যে ৫৯ টি ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে ৫০ টি জয় পেয়েছে নিউজিল্যান্ড। ৭ ম্যাচের কোন ফলাফল পাওয়া যায়নি। ১টি ম্যাচ টাই হয়। কিউইদের বিপক্ষে সর্বশেষ ৪ ওডিআইয়ের সবটিতেই জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারত।

* এই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি (৫৯৪)। ৪ নম্বরে থাকা রোহিত শর্মা করেছেন ৫০৩ রান। এবং ৩ নম্বরে থাকা কিউই ব্যাটার রাচিন রাবিন্দ্র করেছেন ৫৬৫ রান। হিটম্যান রোহিতই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি বিশ্বকাপে টানা ৯টি ম্যাচ জিতেছেন।

শ্রীনিবাসন তার ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন।
09/11/2023

শ্রীনিবাসন তার ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Address

Movie Housing Socity, Agargaon Taltola, Sher E Bangla Nagor
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAW Sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RAW Sports:

Videos

Share