Ajker Live bd 24.com

Ajker Live  bd 24.com Uttara, Dhaka, Bangladesh

26/09/2022
নেটে ইনকাম করতে গিয়ে কেন এরেস্ট হচ্ছেন ? বর্তমানে ইন্টারনেট ব্যবসা নামে বাংলাদেশে এক ধরনের ব্যবসা চালু আছে যা দেশের অল্প...
26/09/2022

নেটে ইনকাম করতে গিয়ে
কেন এরেস্ট হচ্ছেন ?

বর্তমানে ইন্টারনেট ব্যবসা নামে বাংলাদেশে এক ধরনের ব্যবসা চালু আছে যা দেশের অল্প বয়সের প্রায় সকল যুবকরা ঝোঁকে পড়ছে। ব্যবসার মূলধন একটা ল্যাপটপ ও নেট সংযোগ ।
ব্যবসা যেমনি হোক যদি সেখান থেকে নিশ্চিত মুনাফা অর্জন হয় তবে বৈধ অবৈধ কোন প্রশ্ন আসে না। প্রায় আমরা সবাই নিজেকে সততার উচ্চ পর্যায়ের ব্যক্তি বলে দাবি করে থাকি কিন্তু প্রশ্ন তখন আর্থিক তখন---------।

আসুন জেনে নেই ব্যাবসর ধরন:
এখানে ফেইসবুক আইডির মত একটি ফেক আইডি থেকে যা দ্বারা বুঝানো হয় সে কলগার্ল (পতিতা)। এটি বাংলাদেশ থেকে পরিচালনা করা হলেও যা ইউএস এ তার নিজ দেশের আইডি হিসেবে প্রকাশ পায়। অতঃপর তাদের দেহ দানের কথা বলে আইডির মাধ্যমে ডলার আনা হয়।

পতিতাদের একটা ধর্ম আছে টাকার বিনিময়ে দেহ বিক্রি করে কিন্তু নেট ব্যবসায়িরা এখানেও করে প্রতারনা। বলা চলে এরা পতিতা থেকেও নিকৃষ্টতম।

প্রিয় অভিভাবক, আপনারা জানেন আপনার আদরের সন্তান লেখাপড়া ছেড়ে কি করছে। সারাদিন চিল্লান সন্তান মানুষ করতে পারলাম না অথচ টাকার জন্য সন্তানকে এমন ঘৃণ্য কাজে উৎসাহ দিচ্ছেন। কোন কোন ক্ষেত্রে বাবা ছেলে একসাথে এ ব্যবসা করেন। মনে রাখবেন, যা শিক্ষা দিচ্ছেন ভালো দাম পেলে বউ, বোন বা আপনাকেও বিক্রি করতে পারে।

প্রিয় নেট ব্যবসায়ি বন্ধু, আপনারা যে আইডি ব্যবহার করছেন তা ইউএস এর কোন মেয়ের আইডি । হতে পারে সে মেয়ে কোন ভদ্র পরিবারের মেয়ে। তার নামে কোন মিথ্যা অপবাদ আরোপ করা আপনার কোন ভাবেই উচিত নয়। ইসলামে মিথ্যা দোষারোপের সুযোগ নেই। এটা ঘৃণিত ও শাস্তিযোগ্য অপরাধ। আল্লাহ তায়ালা বলেন, তোমরা মিথ্যা কথন থেকে দূরে থাক, (সূরা হাজ্জ, ২৩)।

হতে পারে মিলে যাওয়া আইডি আপনার মত কারো বোন। তার মান-ইজ্জত একজন মুসলমান ভাইয়ের রক্ষা করা দায়িত্ব।
কেউ অন্যায়ভাবে তার মুসলমান ভাইয়ের মান-ইজ্জত খাটো করলে তার সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, যদি ‘কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে এমন স্থানে লাঞ্ছিত করে, যেখানে তার মানহানি ঘটে এবং সর্বদা খাটো করা হয়, আল্লাহ তাকে এমন স্থানে লাঞ্ছিত করবেন, যেখানে তার সাহায্যপ্রাপ্তির আশা ছিল, (আবু দাউদ)।

কিছু পাপের কোনো কাফফারা হয় না। কাউকে মিথ্যা অপবাদ দেওয়া তেমনই একটি পাপ। রাসুল (সা.) বলেছেন, পাঁচটি পাপ এমন, যার কাফফারা নেই। তার মধ্যে তৃতীয়টি হলো, কোনো মুমিনকে অপবাদ দেওয়া, (আহমদ)। হাদিস শরিফে বলা হয়েছে, যে ব্যক্তি কোনো মুমিনকে এমন দোষে দোষারোপ করে।

কার্টেসী- Lisuzzaman Limon

24/08/2022

কেরামজানী বাজার, ধনবাড়ী,টাংগাইল।

জীবন অংকটাকে জানিনা মেলাতে গিয়ে কি পেলামশুধু 0000000000000 দিয়ে ভরে গেলাম।।চাওয়া পাওয়ার হিসেবের খাঁতায় তেমন কোনো যোগ বিয়...
01/06/2022

জীবন অংকটাকে জানিনা মেলাতে গিয়ে কি পেলাম
শুধু 0000000000000 দিয়ে ভরে গেলাম।।

চাওয়া পাওয়ার হিসেবের খাঁতায় তেমন কোনো যোগ বিয়োগের ফল মেলেনি।
অনেকটাই কলমের খোঁচা ছাড়া খালি পাতা।

যদিও চাওয়ার হিসেব অপুরন্ত।
পাওয়ার হিসেব 0000000000 জিরুর কোটায়।

জীবন যেখানে যেমনঃ
কারো হয়তো পাওয়ার প্রাপ্তি বেশী। কারো চাওয়ার প্রাপ্তি বেশী।।

একজীবনে হিসেবের খাতা কারোই পরিপুর্ণ হয়না।

দিনে দিনে মাস হয়, মাসে মাসে বছর হয়,, বছরে বছরে
যুগের পর যুগ হয়।।

আজ যে শিশু, কাল সে যুবক, আগামিতে বৃদ্ধ
এ ভাবেই ধাপে ধাপে জীবনের শেষ প্রান্তে চলে আসা।

ছেলেরা বাবা হবে, মেয়েরা মা হবে একদিন সবাই পরপারে চলে যাবে। হায়রে জীবন।।
দুনিয়ার সবাই আমরা মেহমান।।

যখন আমাদের আতীয়তা শেষ হবে তখন জলশা ঘর
বন্ধ হবে।।

একটা হিসেব একটু কঠিন। যা কোনো ভাবেই মেলানো সম্ববনা।

সাধের দুনিয়াতে কেউ কারো আপন না।
অনেকে বলে বাবা মা হলো সব চাইতে আপনজন
আমি বলবো না। বাবা মা ও আপন না।
যদি বাবা মা আপন হতো তাহলে কখনো আমাদের কে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যেতোনা।

আমাদের একমাত্র আপনজন হলো আমাদের সৃষ্টিকর্তা
যিনি আমাদের কে মিসে দুনিয়ায় এনেছেন দুইদিনের মেহমান বানিয়ে কোনো গ্যারান্টি ছাড়াই।

কে কতদিন বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই।
উনি একমাত্র আমাদের মনের ভাস্য জানে।
আমাদের হায়াত মৃত্যু রিজিক সুখ দুঃখের সব হিসেব
উনার কাছে।

আমার আমার কর রে মন আমার বলতে কিছুই নাই
আমার বলতে নাইরে কিছু সাধের দুনিয়াই।
মাটির দেহ খাইলো ঘুনে দেখলো নাতো কেউ।
সারা জীবন দুই নয়নে রইলো জলের ডেউ।।

জীবনটা খুব কম সময়ের যখন থেকে চাওয়ার হিসেব শুরু হলো। তখন থেকেই সব কিছু এলো মেলো।।

কি পাবো কি হারাবো সেই হিসেবটাই জরাজির্ন করে দেয় স্বল্প মেয়াদী জীবনটাকে।।
তবে দুঃখের হিসাবের খাতাটা একেবারে কানায় কানায় পরিপুর্ণ।

জীবন চলার পথ পাড়ি দেয়ার সব চাইতে আপনজন
ফরম প্রিয় বন্ধু হলো দুঃখ্য। কেননা তিনি সারাক্ষণ আমাদের সাথে ছায়া হয়ে থাকে।

মোঃনুরুন্নবীধনবাড়ী, টাংগাইল। কে তুমি, কি তোমার পরিচয়, কেন তোমার জীবনেরএত এত অবক্ষয় -ঐ সমাজের অবলীলারা দিতে পারে অপবাদতার...
17/05/2022

মোঃনুরুন্নবী
ধনবাড়ী, টাংগাইল।

কে তুমি, কি তোমার পরিচয়, কেন তোমার জীবনের
এত এত অবক্ষয় -
ঐ সমাজের অবলীলারা দিতে পারে অপবাদ
তারা জানেনা জীবনের আলোর পরিমানটা যে কত কম

আমার স্বপ্নরা আজ উড়ে চলে দুর গগনে অন্তিম কৃষ্ণ কোমলে, আমি ধরতে গিয়ে ও বার বার হোঁচট
খেয়ে পড়ে যাই মাটির ভুবনে। -

তোমার বিশ্বাসের ছাঁয়াতলে মিশানো ছিলো।
অবিশ্বাসের ধুয়াসা, যা আজ কুঁয়াশায় ঢেকে গেলো।
তুমি কি সত্যি মানুষরুপি কোনো অমানুষ ছিলে।
উদারতা মন এখনো মনের ভিতর বার বার
এলো মেলো শৃন্যতার হা হা কার অনুভব করে-

চোখের ছাওনিতে ভেসে উঠে চোখের ভাষা।
মনের মনিকোঁঠায় মন মেতে উঠে বুঝায়
তার মনের আকুলতা। --

রোমাঞ্চ কাকে বলে আর রোমান্টিকতা কাকে বলে
আজ ও তা জানলামনা।।।

সাগর কে দেখেছি কিছুটা সময় নিরুত্তাপ ডেউয়ের নিরবতাার নিস্তব্ধতা হয়ে থাকতে।
নদীকে দেখেছি
নিরবে অবেলায় শুকিয়ে যেতে। পাহাড়কে দেখেছি
অঝোরে কাঁন্নায় ভেঙ্গে পড়তে ,,
পাহাড়ের কান্নার শ্রোতকে আমরা ঝর্না বলে উপভোগ করি। -

নেই কারো জীবনে একাকিত্ব সুখের মোহনা
কিছু কষ্ট কিছু মিষ্টতায় এগিয়ে চলে আমাদের প্রত্যেকের জীবন।

আমার খুব ইচ্ছে জাগে মাঝে সাজে পরিপুর্ণ সুখ কাকে
বলে একটু উপভোগ করতে -
জানিনা এই জীবনে সে আশা পুরুন হবে কিনা,

তবে দুঃখের সাথে জীবনকে খুব সুন্দর ভাবে মানিয়ে নিয়েছি-
কখন ও মনে হয় আমার চোখের ঝরে পড়া প্রতিটি ফোঁটা পানি হলো আমার জীবনে সুখের অস্তিত্য
এটাই আমার জীবন চলার সুখ দুঃখের মিলন মেলা।।

জীবনের বেঁচে থাকার প্রতিটি ঝড়ের কবল যখন মোকাবেলা করতে হয় হাস্যউজ্জল চেহারার মাঝে
তখনি ভাবী আমার কষ্টগুলো আমার কাছে বড় বন্ধু

কথা সত্যি জীবন যেখানে যেমন।
তাকে সেই পরিস্হীতিতে মেনে নেয়াটাই হলো শ্রেয়।

তবে আমি চোখের তাঁরার আমার অজানা প্রিয়কে
ঘুম পাড়িয়ে রেখেছি।
চাঁদের আলোকে স্বপ্নের রাতে নীজ ভুবনে জাগিয়ে রেখেছি-

আমার প্রিয় আমারি গগনে আসবে ফিরে
আমার অপেক্ষার প্রহর গুলো শেষ করে।

সিলিং ফ্যান পড়ে ডা. মুরাদের মাথায় তিন সেলাই সিলিং ফ্যান পড়ে ডা. মুরাদের মাথায় তিন সেলাইসাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ...
13/05/2022

সিলিং ফ্যান পড়ে ডা. মুরাদের মাথায় তিন সেলাই

সিলিং ফ্যান পড়ে ডা. মুরাদের মাথায় তিন সেলাই
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান
সিলিং ফ্যান খুলে পড়ে বিতর্কিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান গুরুতর আহত হয়েছেন। তার মাথায় তিনটি সেলাই দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ীতে ডা. মুরাদের বাসভবনে এ ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যায় সরিষাবাড়ীর নিজ বাসায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আড্ডা দেয়ার সময় হঠাৎ ডা. মুরাদের মাথার ওপর সিলিং ফ্যান খুলে পড়ে। এ সময় তার মাথার পেছেনের অংশ কেটে যায়। যাতে মাথায় তিনটি সেলাই দেয়া হয়। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রাণঢালা অভিনন্দনশ্রদ্ধেয় অফিসার ইনচার্জ জনাব চাঁন মিয়া ভাই❤️এই শ্রেষ্ঠ অর্জন শুধু আপনার একার নয়, এই অর্জন আমাদের ধন...
09/05/2022

প্রাণঢালা অভিনন্দন
শ্রদ্ধেয় অফিসার ইনচার্জ জনাব চাঁন মিয়া ভাই❤️

এই শ্রেষ্ঠ অর্জন শুধু আপনার একার নয়, এই অর্জন আমাদের ধনবাড়ীবাসী সকলের, সর্বস্তরের মানুষের। শুভ কামনা রইলো আগামীর জন্য।

08/05/2022

সৎ পরামর্শ দেখবেন সবাই ঃ
(১)ওয়ারিশান বাড়ী ক্রয় থেকে বিরত থাকুন।কারণ যেকোন মুহূর্তে জমিটি নাও টিকতে পারে।
(২)পুরাতন গাড়ী ক্রয় থেকে বিরত থাকুন। কারণ যেকোন সময় রাস্তায় গাড়ী নষ্ট হতে পারে।
(৩)ডিভোর্সি নারী বিবাহ করা থেকে দুরে থাকুন। কারণ কোন কিছু নিয়ে ঝগড়া লাগলেই বলবে চললাম বাপের বাড়ী।আর বলবে দেখছি দেখছি তদের মত পুরুষের কিভাবে শিক্ষা দিতে হয় তা জানা আছে।

৮ মে , ২০২২ ঢাকা জেলার অন্তর্ভুক্ত ধামরাই পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২।প্রধান অতিথিঃ এড. আব্দুস সালাম আজাদ, ...
08/05/2022

৮ মে , ২০২২
ঢাকা জেলার অন্তর্ভুক্ত ধামরাই পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২।
প্রধান অতিথিঃ এড. আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি (ঢাকা বিভাগ)।

07/05/2022
07/05/2022

07/05/2022

02/05/2022

সবাইকে জানাই পবিত্র ইদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ইদ মোবারক।

বিনা ওয়ারেন্টে অথবা নোটিস না দিয়ে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারবে না। গ্রেফতারের সময় গ্রেফতারের কারন,গ্রেফতারকারী অফিসা...
23/04/2022

বিনা ওয়ারেন্টে অথবা নোটিস না দিয়ে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারবে না।
গ্রেফতারের সময় গ্রেফতারের কারন,গ্রেফতারকারী অফিসারের নাম,গ্রেফতারের সময় ও স্থান সম্পর্কিত একটি মেমো আপনাকে অথবা আপনার পরিবারকে পুলিশ দিতে বাধ্য। এটা অবস্যই চেয়ে নিতে হবে, মামলার ক্ষেত্রে এটা গুরুত্বপুর্ন।
গ্রেফতার করার সময় ২৪ ঘন্টার মধ্যে আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। কোর্ট ছুটি থাকলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আবাসিকে হাজির করতে হবে। এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া অতিরিক্ত একদিনও আপনাকে আটক রাখতে পারবে না। মহিলা পুলিশ ছাড়া কোনো ভাবেই,কোনো মহিলাকে তল্লাশী বা গ্রেফতার করতে পারবে না।
আইন অনুযায়ী পুলিশ লকআপে,আপনাকে শারিরীক বা মানুষীক কোনো প্রকার অত্যাচার বা নির্যাতন করতে পারবে না।
আদেশ ক্রমে বাংলাদেশ পুলিশ-
আইজিপি
ড: বেনজির আহমেদ---

23/04/2022
মাত্র ১০ মাস বয়সী সুন্দর ফুটফুটে একটা বাচ্চা যার মধ্যে এখনো জীবন মৃত্যু বোধ আসেনি। অথচ এই বয়সেই তাকে নিয়ে আত্মঘাতী হতে য...
23/04/2022

মাত্র ১০ মাস বয়সী সুন্দর ফুটফুটে একটা বাচ্চা যার মধ্যে এখনো জীবন মৃত্যু বোধ আসেনি। অথচ এই বয়সেই তাকে নিয়ে আত্মঘাতী হতে যাচ্ছিল তার মা!
রেলক্রসিং এ বাচ্চা কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিতে যাচ্ছিলেন এক মা। ভাগ্যক্রমে সেখানে পুলিশের চৌকস সহকারী সাব ইন্সপেক্টর(এএসআই) রাশেদা ব্যাপারটা বুঝতে পেরে ট্রেন আসার আগেই মাকে ধাক্কা দিয়ে ফেলে দুইটা জীবন রক্ষা করেন।

এএসআই রাশেদা তার নিজের ফেসবুক আইডিতে ঘটনার বর্ণনাও দিয়েছেন গতকাল এভাবে......
"অকালে ঝরে যেত দুটি তাজা প্রাণ........পুলিশে চাকরী করে আজ আমি ধন্য' ...খিলগাও রেলগেট এলাকায় ডিউটি করাকালীন সময়ে আনুমানিক ১২ ঘটিকার সময় কমলাপুর রেলস্টেশন থেকে উত্তরবঙ্গ গামী ট্রেন ছেড়ে আসে 'আমি খুব দ্রুত ট্রেন লাইন ক্লিয়ার করে দেই এবং ট্রেন আসার জন্য অপেক্ষা করতে থাকি.... ট্রেন চলে আসতেছে খুব কাছে ঠিক সেই সময় ১৯ বছর বয়সী একটি মেয়ে কাঁধে দশ মাস বয়সী একটি বাচ্চাকে নিয়ে আত্মহত্যা করার উদ্দেশ্যে ট্রেনের দিকে দ্রুত যাইতে থাকে! তৎক্ষণাৎ আমি মেয়েটির গতিবিধি বুঝতে পেরে মেয়েটির পেছনে দৌড়াইয়া যাই এবং সজোরে ধাক্কা দিয়ে লাইনের বাইরে
সরিয়ে নেই:::::: কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেনটি খিলগাঁও রেলগেট অতিক্রম করে চলে যায়""""''মেয়েটিকে আমার নিজ হেফাজতে নেই::: তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে, তার দুটি সন্তান আছে, তার স্বামী নেশাগ্রস্ত... নিয়মিত পারিবারিক কলহ লেগে থাকায় সে আত্মহত্যা করে মরে যেতে চায়'''পরবর্তীতে ট্রাফিক কন্ট্রোল কে বিষয়টি অবগত করে নিকটস্থ থানা কে মেয়েটিকে এবং তার আদরের ফুটফুটে বাচ্চাটি কে তুলে দিই।......।।"

এএসআই রাশেদাকে অভিনন্দন ও ধন্যবাদ তাঁর অসামান্য কাজটির জন্য।

মধুপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু  ও উপজেলা ...
21/04/2022

মধুপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন মহোদয় কে ফুলেল শুভেচছা প্রদান। এ সময় প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক আঃ আজিজ, সম্পাদক এস এম শহীদ, সহ- সম্পাদক আব্দুল লতিফ, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য লিটন মিয়া,আকবর হোসেন,মেহেদী হাসান বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নব নির্বাচিত মধুপর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। আপনার প্রতি রহিল শুভকামনা।
21/04/2022

নব নির্বাচিত মধুপর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। আপনার প্রতি রহিল শুভকামনা।

১৭/০৪/২০২২ইং
18/04/2022

১৭/০৪/২০২২ইং

আজ ১৫/০৪/২০২২ইং কেরামজানী বাজারের ইফতার মাহফিল থেকে তোলা।কেরামজানী বাজার,ধনবাড়ী,টাংগাইল।
15/04/2022

আজ ১৫/০৪/২০২২ইং কেরামজানী বাজারের ইফতার মাহফিল থেকে তোলা।কেরামজানী বাজার,ধনবাড়ী,টাংগাইল।

Ha
04/04/2022

Ha

27/03/2022

আগামী ০২/০৪/২০২২ইং ধনবাড়ী উপজেলার আওয়ামীলীগের এি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃখন্দকার মন্জুরুল ইসলাম তপনের পক্ষ থেকে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। স্থান কেরামজানী বাজার। ধনবাড়ী, টাংগাইল।

আগামী শনিবার২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ধনবাড়ী উপজেলা বিএনপির আলোচনা সভা।আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরক...
24/03/2022

আগামী শনিবার২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ধনবাড়ী উপজেলা বিএনপির আলোচনা সভা।আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরকার শহিদ এর আস্থা ভাজন এবং উপজেলার যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃরন্জু ও আবুল হোসেন অন্যান্য নেতৃবৃন্দ। স্থানঃকেরামজানী বাজার, বলিভদ্র,ধনবাড়ী, টাংগাইল।

টাংগাইল ধনবাড়ী উপজেলার আওয়ামীলীগের এি-বার্ষিক সম্মেলন।
24/03/2022

টাংগাইল ধনবাড়ী উপজেলার আওয়ামীলীগের এি-বার্ষিক সম্মেলন।

আজ বিশ্ব যক্ষা দিবস ২০২২ইং।টাংগাইল ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক র্্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।
24/03/2022

আজ বিশ্ব যক্ষা দিবস ২০২২ইং।টাংগাইল ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক র্্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।

23/03/2022

টাংগাইল ধনবাড়ীতে বৈদ্যুতিক খুঁটি থেকে আগুন লেগেছে।তেঁতুলতলা হতে কেন্দুয়া রোডে তিন খুঁটিতে আগুন লেগেছে। কোন হতাহত হয়নি।

ধনবাড়ী ও মধুপুর প্রেসক্লাবের খেলোয়াড়।রানী ভবানী স্কুল মাঠ থেকে  তোলা পিকচা
22/03/2022

ধনবাড়ী ও মধুপুর প্রেসক্লাবের খেলোয়াড়।রানী ভবানী স্কুল মাঠ থেকে তোলা পিকচা

22/03/2022
মুক্তির উৎসব স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর র...
19/03/2022

মুক্তির উৎসব স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন। মঞ্চে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র সহ অন্যান্য নেতৃবৃন্দ।

18/03/2022
17/03/2022

আতসবাজি ফোটিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী উৎযাপন।ধনবাড়ী উপজেলা চত্বরে।

টাংগাইল ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে জাতীয় শিশু এব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম বার্ষিকী উৎযাপন।
17/03/2022

টাংগাইল ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে জাতীয় শিশু এব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম বার্ষিকী উৎযাপন।

14/03/2022

স্থান ঃমিঠু শাহ মাজার প্রাঙ্গন, মুসুদ্দি, ধনবাড়ী, টাংগাইল।

07/03/2022
07/03/2022

টাংগাইল ধনবাড়ী বিলদহ আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে মিথ্যা মামলা।

Address

Dhaka

Telephone

+8801969156891

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajker Live bd 24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajker Live bd 24.com:

Videos

Share


Other Media/News Companies in Dhaka

Show All

You may also like