Ethics Tv

Ethics Tv First ethical tv channel in the world

22/08/2022

শুক্রবার ও শনিবার দুদিন বন্ধ থাকবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।

22/08/2022

সপ্তাহে দুদিন বন্ধ থাকবে দেশের শিক্ষা প্রতিষ্ঠান

26/07/2022
26/07/2022
26/07/2022
05/02/2022

জায়েদ খানের প্রার্থীতা বাতিল, নিপুন সাধারণ সম্পাদক।

৬/২/২০২২ পর্ষন্ত স্কুল কলেজ বন্ধ
21/01/2022

৬/২/২০২২ পর্ষন্ত স্কুল কলেজ বন্ধ

আবারো বানান ভুল
17/12/2021

আবারো বানান ভুল

সচেতন হোন
27/06/2021

সচেতন হোন

বর্তমানের অবস্থাটা ঠিক এমনই
30/04/2021

বর্তমানের অবস্থাটা ঠিক এমনই

সেদিনের ইন্সপাইরেশন আজকের সুইসাইড.... হু ইজ দ্যা ব্লাডি সান অব বিচ বিহাইন্ড দ্যা সিন?
27/04/2021

সেদিনের ইন্সপাইরেশন আজকের সুইসাইড....
হু ইজ দ্যা ব্লাডি সান অব বিচ বিহাইন্ড দ্যা সিন?

27/04/2021
11/10/2020

এইচএসসি পরীক্ষা না হয়ে অটোপাসের সিদ্ধান্ত শিক্ষার্থীবান্ধব।

নিজেকে  নিজেই গড়তে হয়
30/09/2020

নিজেকে নিজেই গড়তে হয়

27/09/2020

অক্টোবরে এইচ এস সি পরীক্ষা হওয়ার সম্ভাবনা একেবারেই কম।

22/09/2020

যে যাই বলুক
শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে এইচএসসি পরীক্ষা হবেনা
আর অক্টোবরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা একেবারেই কম।

অবিবেচকের মত কথা বললে যা হয় কমেন্টগুলো পড়লেই বুঝা যায়। মোপ কমেন্টস ৬১ নেতিবাচক কমেন্টস ৬০!
08/09/2020

অবিবেচকের মত কথা বললে যা হয় কমেন্টগুলো পড়লেই বুঝা যায়। মোপ কমেন্টস ৬১ নেতিবাচক কমেন্টস ৬০!

05/09/2020

এসি কিনতে সতর্ক হোন!
Be careful before buying Air Conditions!

এসি এভাবে ব্লাস্ট হয় জানা ছিল না। এখন এসি ব্লাস্ট হচ্ছে, এসি রুমে অগ্নিকাণ্ডে মানুষ মারা যাচ্ছে। সুতরাং এসি কিনতে একটু সাবধানী হয়ে যাচাই বাছাই করে কিনুন। এসি
যে কুল্যান্ট ব্যাবহার হচ্ছে, সেইটার নাম R22 নাকি R410a নাকি R32

একটু উদ্ভট শুনালেও, এইটা বেশ ইম্পরট্যান্ট। ২০২০ সালের পর (মানে কয়েক মাস পরেই) মূলত R22 গ্যাসটি অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। কারণ এইটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক এবং ওজন লেয়ারের অনেক ক্ষতি করে।

কারণ বাজার সয়লাব আরও খারাপ কুল্যান্ট দিয়ে বানানো এসিতে, যেগুলো ফ্লেমেবল (আগুন ধরে)। উত্তরায় আস্ত এক ফ্যামিলি এসি ব্লাস্ট হয়ে আগুনে পুড়ে গেল না? সেইটা হয়েছিল কারণ এসির মধ্যে আগুন ধরে এমন কুল্যান্ট ছিল। কমদামী কুল্যান্ট এর মধ্যে আগুন ধরে। সহজ হিসাব। আজকে না ধরলে কালকে ধরবে। ধরবেই। মাফ নাই। স্টেডিয়াম মার্কেটে ব্রান্ড এর সিল মারা এসি গুলোতে মূলত এই ধরনের গ্যাস ব্যাবহার করা হয়।

R22 তে আগুন কম ধরে। কিন্তু তবুও আপনি কেন R22 থেকে দূরে থাকবেন? কারণ তিন চার বছর পর এই গ্যাসটির প্রডাকশন অনেক আংশেই কমে যাবে (অলরেডি যাচ্ছে, এবং উন্নত বিশ্বের অনেক দেশেই পাওয়া যায়না)। তো যেইটা হবে, তা হচ্ছে যে আপনি কয়েক বছর পর এসি নষ্ট হলে ঠিক করতে যেয়ে অসুবিধায় পড়ে যাবেন।

বাংলাদেশে পাওয়া যায় এমন অনেকগুলো এসিতেই কুল্যান্ট হিসেবে R22 ব্যাবহার হয়। থাইল্যান্ড এর জেনারেল, গ্রি, মিনিস্টার, ওয়াল্টন, চিগো, মিডিয়া, ইত্যাদি ব্র্যান্ডের অনেকগুলোর মধ্যেই R22 ব্যাবহার হয়।

তো কি কিনবেন? R410A/R32 কিনবেন। এটাতে আগুন ধরেনা। ওজন ডিপ্লিট করেনা। যদিও গ্লোবাল ওয়ার্মিং এইটা ব্যাবহারেও হয়, তবুও এইটা খারাপের ভাল।কিন্তু R32, R410A এর থেকেও ভালো। এটাতে গ্লোবাল ওয়ার্মিং ও কম আবার কম ফ্লেমেবল। এখন বেশিরভাগ এসি নির্মাতা প্রতিষ্ঠানই R32 এর দিকে ঝুঁকছে।

😍 সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন �
সংগৃহীত

চেষ্টা করা যায়
04/09/2020

চেষ্টা করা যায়

01/09/2020

"আত্নীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিযিক ও হায়াত বৃদ্ধি পায়।"
(সহীহ বুখারীঃ ৫৫৫৯)

ভার্চুয়াল দর্শক
30/08/2020

ভার্চুয়াল দর্শক

28/08/2020

Ethics is only way to solve any problem

28/08/2020

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।
ঢাকায় যখন সকাল ৬ টা বাজে,লন্ডনে তখন রাত ১২ টা। সময়ের হিসেবে লন্ডন,ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে,এতে কিন্তু প্রমাণ হয় না যে,লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!
পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে। কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে, কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়। আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!
অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে,মারা যান ৫০ বছর বয়সে। আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে,মারা যান ৯০ বছরে। কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!
মনে হতেই পারে,পরিচিতদের মধ্যে আপনার থেকে,কেউ অনেক এগিয়ে আছেন,আবার কেউ আছেন অনেক পিছিয়ে। কিন্তু আপনার ধারনা ভুল,প্রত্যেকেই তার নিজ নিজ সময়,অবস্থান এবং গতিতে আছেন। আগে থাকাদের হিংসা না করে,পিছিয়ে থাকাদের অবহেলা না করে,সব সময় শান্ত থাকুন। আপনি এগিয়েও নেই,পিছিয়েও নেই! আপনার পথ আপনার,অন্যের পথ অন্যের। শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান।
(সংগৃহীত)

ছবির লোকটি সাদিও মানে, একজন ফুটবলার। বর্তমানে লিভারপুলের হয়ে খেলছেন। তাঁর শুধু সাপ্তাহিক আয় প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা।...
13/08/2020

ছবির লোকটি সাদিও মানে, একজন ফুটবলার। বর্তমানে লিভারপুলের হয়ে খেলছেন। তাঁর শুধু সাপ্তাহিক আয় প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা।

ছবিটি দেখুন। হাতে তাঁর ভাঙা আইফোন। এমন ভাঙা ফোন ব্যবহার করেন কেন, সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এটা আমি সার্ভিসিং করে নেব।

উনাকে বলা হলো, আপনি নতুন একটি মোবাইল কেন নিচ্ছেন না?

উনি বললেন, "এমন মোবাইল চাইলে হাজারটা কেনা যায়। চাইলে ২ টা জেট বিমান, হাজার খানেক ডায়মন্ডের ঘড়ি কিনতে পারি। কিন্তু এসব কী আমার সত্যিই প্রয়োজন? এগুলো শুধু বৈষয়িক বিষয় ছাড়া আর কিছুই নয়। মানুষের রুচি খুবই নিম্নমানের না হলে কেউ বিশ-ত্রিশ হাজার ডলারের ঘড়ি হাতে দিয়ে ঘুরবে না। আর এসবের মাধ্যমে আমার এবং সমাজের কোনো উপকারে আসবে? যেই মুহুর্তে আমার নিঃশ্বাস শেষ, সেই মুহুর্ত থেকে এসবের মালিকানাও শেষ।"

সাদিও মানে আরও বলেন, দারিদ্র্যের কারণে আমি পড়ালেখা করতে পারিনি। আমি শিক্ষিত না। তাই হয়তো শিক্ষার গুরুত্ব বুঝেছি। দরিদ্র ছিলাম বলেই হয়তো জীবনের আসল অর্থ বুঝেছি। কিন্তু দুনিয়ায় আজ যারা বড় শিক্ষিত, তারাই শিক্ষার গুরুত্বটা ঠিকঠাক বুঝছেন না। যদি বুঝতেন, তবে দুনিয়াতে এতো অভুক্ত শিশু না খেয়ে রাতে ঘুমোতে যেত না। মানুষ দিন দিন এভাবে ভোগ-বিলাসের কয়েদি হয়ে উঠত না। আমি নিজের বিলাসবহুল বাড়ির পরিবর্তে অসংখ্য স্কুল তৈরি করেছি, দামি পোশাকে ওয়াড্রব ভর্তি না করে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিয়েছি, নিজে দামি গাড়ি চালানোর পরিবর্তে অগণিত স্কুল শিক্ষার্থীদের স্কুল বাসের ব্যবস্থা করেছি, প্রতি সপ্তাহে সপ্তাহে দামি রেস্টুরেন্টে না খেয়ে অগণিত ক্ষুধার্ত শিশুর খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আমি কোথা থেকে উঠে এসেছি, এটা আমি জানি।
**************

এটাই তো হওয়ার কথা ছিল, জীবনের উপলব্ধি তো এটাই। তবে জীবনকে উপলব্ধি করতে চাই না আমাদের সবাই। অনেকসময় আমরা শেকড়কে ভুলে যাই। নিজের অতীত ভুলে যাই, নিজে কোথা থেকে উঠে এসেছি সেটা ভুলে যাই। শিখরে উঠে শেকড়কে ভুলে যাওয়া চলবে না। তখন নিজের অস্তিত্বকেই অস্বীকার করা হয় মূলত।]

#সংগৃহীত

Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Ethics Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other TV Channels in Dhaka

Show All