Raqi Mustafizur Rahman

Raqi Mustafizur Rahman ইসলামিক চিকিৎসা রুকইয়া প্রচার প্রসার করার মাধ্যমে, কুফরী সম্পর্কে মানুষকে সতর্ক করাই আমাদের অন্যতম উদ্দেশ্য।

15/01/2025

যে ব্যক্তি চায় যে,তার রুযী (জীবিকা) প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি হোক, সে যেন তার আত্নীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে।
{সহীহুল বুখারী হা /২০৬৭}
Raqi Mustafizur Rahman

14/01/2025

যখন এমন বিষয়গুলো আপনার সাথে ঘটবে তখন বুঝে নিবেন, আপনি জিন অথবা জাদু কেন্দ্রিক সমস্যা আক্রান্ত।যেমন: নতুন নতুন অসুস্থতায় আক্রান্ত হওয়া, যা মেডিকেল চিকিৎসা নেয়ার পরও সুস্থতা না পাওয়া।

14/01/2025

বিয়ে বন্ধ করে রাখা জাদু ধ্বংসের রুকইয়াহ..........

সুস্থতার নিয়তে শুনতে পারেন।

বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন।
Raqi Mustafizur Rahman

13/01/2025

রুকইয়াহ চিকিৎসা.........

সুস্থতার নিয়ত করে শুনতে পারেন।

11/01/2025

ছোট বাচ্চাদের ক্ষেত্রে!
খাবার খেতে না চাওয়া,
খুব বেশি কান্নাকাটি করা, শরীরের জ্বর জ্বর ভাব থাকা।
বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণ।

10/01/2025

রিজিকে বাধাগ্রস্থ জাদু ধ্বংসের রুকইয়াহ.........

এই সমস্যা গুলো যাদের আছে তারা নিয়ত করে শুনতে পারেন।

বেশি বেশি শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিন।

10/01/2025

দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ, এই দোয়াটি আপনার সারা জীবনের জন্য রাখতে পারেন আপনার সাথে...........

দোয়া কবুলের জন্য অন্যান্য দিনের থেকে জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ।

অসুস্থতা থেকে শুরু করে সমস্ত সমস্যা থেকে হেফাজত থাকার জন্য আল্লাহতালার কাছে বেশি বেশি দোয়া করুন, আর আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন ইনশাআল্লাহ সে আপনার দোয়া কবুল করবেন।

দোয়াটি দেখতে, শুনতে এবং শিখতে ভিডিওটি দেখুন।

বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেন।
Raqi Mustafizur Rahman

10/01/2025

মালেক ইবন দীনার রাহিমাহুল্লাহ বলেন,
শরীর যদি অসুস্থ হয় - কোনো খাদ্য, পানীয়, ঘুম আর বিশ্রাম কাজ করে না।

একইভাবে অন্তরে যদি দুনিয়ার ভালোবাসা ঢুকে যায় - কোনো ওয়ায-নসীহত তাতে প্রভাব ফেলে না।

{মারওয়াযীর ‘মুখতাসারু কিয়ামিল্লাইল’: পৃ. ৬৯}

09/01/2025

নিজে কোরআন তেলাওয়াত করলে অথবা তেলাওয়াত শুনলে শরীরে ব্যথা অনুভব করা ও জ্বালাপোড়া করা।
জিন জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ।

09/01/2025

জিনা ফাহিশার রুকইয়াহ...........
সুস্থতার নিয়ত করে যে কেউ শুনতে পারেন।

বেশি বেশি শেয়ার করে সকলকে সোনার সুযোগ করে দিন।

08/01/2025

কোন কারণ ছাড়া বারবার আয়নায় নিজের চেহারা দেখা এবং ঘেমে ঘেমে থাকা।
চেহারা নষ্টের যাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ।

07/01/2025

পেটে থাকা জাদু নষ্টের রুকইয়াহ......

06/01/2025

রুকইয়াহ........

05/01/2025

স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের জাদুর অন্যতম একটি লক্ষণ হল একে অপরের কাছে আসে না অথবা একে অপরের মাঝে ঝগড়া-বিবাদ ও বিরক্ত লাগা সব সময় থাকে।

05/01/2025

কখনো কখনো বিচ্ছেদের ব্যথা মৃত্যুযন্ত্রণার চেয়েও তীব্র মনে হয়।

বেশিরভাগ সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ কেন্দ্রিক সমস্যা গুলো ঘটান দুই শ্রেণীর লোক
1️⃣ছেলের মা।
2️⃣সংসারে থাকা অবিবাহিত বোন। আবার এর ব্যতিক্রমও ঘটে সেটা খুব কম।
আর এই বিচ্ছেদটা ঘটান, ব্লাক ম্যাজিক/কুফরি জাদু টোনার মাধ্যমে।

05/01/2025

মাঝে মাঝে শরীরের বিভিন্ন জায়গায় নখের আঁচরের মতো দাগ দেখতে পাওয়া। আশিক জিন দ্বারা আক্রান্ত হওয়ার লক্ষণ।

05/01/2025

কোন কারণ ছাড়াই শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হওয়া, যা ঔষধ খেলেও কমে না এবং ব্যথাগুলো দিন দিন বাড়তে থাকা। জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষ।

04/01/2025

কোরআন তেলাওয়াত করলে অথবা শুনলে, শরীরে জ্বালাপোড়া ও অস্থিরতা বারা।
জ্বীন ও জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ।

Address

Dhaka

Telephone

+8801954445633

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Mustafizur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share