23/08/2024
আর কতদিন নির্ঘুম থাকতে হবে জানি না টেনশন আর মানুষের কষ্টে ঘুম আসে না । বাংলাদেশ এখন অনেক বেশি খারাপ সময় পার করছে । আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ করতেছি , আপনারা যারা এখনও বন্যার্তদের কোন সাহায্য করেন নাই ঘরে বসে অল্প অল্প করে হইলেও সাহায্য করেন । ভালো ভালো কিছু ফাউন্ডেশন এর মাধ্যমে আপনারা সাহায্য করতে পারেন , কোন ব্যক্তিকে না দেয়া ভালো। আর এই মুহুর্তে আমার মতে সবচেয়ে অথেনটিক ফাউন্ডেশন হলো As sunnah Foundation। আপনারা চাইলে নিঃসন্দেহে ডোনেশন দিতে পারেন।