OTG Queen

OTG Queen Managed by Cybey Gang Underground Force
(1)

23/08/2024

আর কতদিন নির্ঘুম থাকতে হবে জানি না টেনশন আর মানুষের কষ্টে ঘুম আসে না । বাংলাদেশ এখন অনেক বেশি খারাপ সময় পার করছে । আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ করতেছি , আপনারা যারা এখনও বন্যার্তদের কোন সাহায্য করেন নাই ঘরে বসে অল্প অল্প করে হইলেও সাহায্য করেন । ভালো ভালো কিছু ফাউন্ডেশন এর মাধ্যমে আপনারা সাহায্য করতে পারেন , কোন ব্যক্তিকে না দেয়া ভালো। আর এই মুহুর্তে আমার মতে সবচেয়ে অথেনটিক ফাউন্ডেশন হলো As sunnah Foundation। আপনারা চাইলে নিঃসন্দেহে ডোনেশন দিতে পারেন।

We have made our Gazipur colorful💖
21/08/2024

We have made our Gazipur colorful💖

Gazipur ❤️
07/08/2024

Gazipur ❤️

06/08/2024

জিনিসপত্রের দাম কমেছে, ছেলেমেয়েরা রাস্তায় ট্রাফিক সামলাচ্ছে, গ্রুপ বেঁধে রাস্তা পরিষ্কারে নেমেছে, পত্র পত্রিকাগুলো সত্য বলছে, টিভিতে অথেনটিক নিউজ প্রচার হচ্ছে, শিল্পীরা দেয়ালগুলো আবার রং ঢেলে সুন্দর করার উদ্যোগ নিচ্ছে, হুজুর ভাইয়েরা সারারাত মন্দির পাহারা দিয়েছেন (একটা ছবিতে দেখলাম মন্দিরের গেইটে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। কি মিষ্টি), ফান্ডরেইজ হচ্ছে সংখ্যালঘু পরিবারের জন্য, চলচ্চিত্র পেইজ গুলো সেন্সরশিপ তোলার জন্য আওয়াজ তুলছে, ছাত্ররা লুটপাট হয়ে যাওয়া টাকা আর জিনিস গণভবনে ফেরত দিয়ে আসছে, একইসাথে নেমেছে গণভবন পরিষ্কারের কাজে। আমি খুবই পেসিমিস্ট একজন মানুষ ভাই। তবু, একদিনের মাথায় মনটা ভালো লাগছে। বিপদ এখনো মাথার ওপর থেকে কাটেনি। তবে, বিপ্লবের সময়ে বিশ্বাস করেছি ভয় সংক্রামক, তেমনি সাহসও। এখনো তাই বিশ্বাস করছি। ঘরে বসে না থেকে আসুন বিকল্প হই। একদিনে সব ঠিক হবে না। তবে, সাহস থাকলে হয়তো. ❤️

05/08/2024

প্রতিটা এলাকার হিন্দু পরিবারকে নিরাপত্তার দায়িত্ব নেন সবাই।
এখনো বিপদ শেষ হয়নি।

04/08/2024

আগামীকালই 'মার্চ টু ঢাকা'।
ইতিহাস সাক্ষী ও চূড়ান্ত লড়াইয়ে সামিল হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করুন এখনই।

03/08/2024

চল চল চল, কাজী নজরুল ইসলাম

চল চল চল!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।

ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।

নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল!
চল রে নও-জোয়ান,
শোন রে পাতিয়া কা-
মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে
জীবনের আহবান।
ভাঙ রে ভাঙ আগল,
চল রে চল রে চল
চল চল চল।।

ঊর্ধ্ব আদেশ হানিছে বাজ,
শহীদী-ঈদের সেনারা সাজ,
দিকে দিকে চলে কুচ-কাওয়াজ-
খোল রে নিদ-মহল!

কবে সে খেয়ালী বাদশাহী,
সেই সে অতীতে আজো চাহি'
যাস মুসাফির গান গাহি'
ফেলিস অশ্রুজল।

যাক রে তখত-তাউস
জাগ রে জাগ বেহুঁস।
ডুবিল রে দেখ কত পারস্য
কত রোম গ্রীক রুশ,
জাগিল তা'রা সকল,
জেগে ওঠ হীনবল!
আমরা গড়িব নতুন করিয়া
ধুলায় তাজমহল!
চল চল চল।।
33.8.24

03/08/2024

আমার শহর আজ ভালো নেই...💔
pray for Gazipur
pray for shylhet
pray for Cumillah

08/06/2024

What a pro girl 😑 Krull gaming boot Zoon cinene na 😐

একাকিত্ব শ্রেয়, কোনো এক্সপেক্টেশন নেই, জিবন খুব সুন্দর🤍🌸
30/03/2024

একাকিত্ব শ্রেয়, কোনো এক্সপেক্টেশন নেই, জিবন খুব সুন্দর🤍🌸

28/03/2024

ও ভাই যা মারি তাই হেড শট😱 বাংলাদেশের নাম্বার ওয়ান প্রো OTG Queen 😎
゚viral

21/03/2024

ইদানিং মানুষ আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে! সহজ থেকে কঠিন হচ্ছে! আবেগ লুকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছে! কষ্ট পাচ্ছে কিন্তু কাঁদতে পারছে না! ব্যাক্তিত্ব দেখাতে গিয়ে অহংকারী হচ্ছে! স্মার্ট হতে গিয়ে অশ্লীল হচ্ছে! স্ট্রেইট ফরওয়ার্ড সাজতে গিয়ে অভদ্র হচ্ছে! উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেকে শিক্ষিত দাবী করছে!

কিন্তু সবাই কেন জানি 'মানুষ' হতে ভুলে যাচ্ছে!

সুরা ইউসুফ কত সুন্দর!''এটা আমাদের শেখায়, কাছের মানুষগুলো বিশ্বাস-ঘা'ত'ক'তা করতে পারে! ভা'ঙা হৃদয় ভালোবাসা দিয়ে সারিয়...
19/03/2024

সুরা ইউসুফ কত সুন্দর!''

এটা আমাদের শেখায়, কাছের মানুষগুলো বিশ্বাস-ঘা'ত'ক'তা করতে পারে! ভা'ঙা হৃদয় ভালোবাসা দিয়ে সারিয়ে তুলতে পারে! ক'ষ্টে'র পর সচ্ছলতা আসে! দুঃখী হওয়া আর অকৃতজ্ঞ হওয়া সমান নয় এবং ধৈর্যশীল মানুষদের শেষ পরিনতি সুন্দর হয়। ''সুবহানআল্লাহ!'' 🤍

17/03/2024

2 VS 2 in Live 😱 Full Uncut Video 😱

Address

Gazipur City, Gazipur
Dhaka
1741

Website

Alerts

Be the first to know and let us send you an email when OTG Queen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Gaming Video Creators in Dhaka

Show All