গণভবন জুড়ে প্রধানমন্ত্রীর কৃষি উদ্যোগ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনের ভিতরের জায়গাকে কৃষিকাজে ব্যবহারের উদ্যোগ নিয়েছেন। আজকের দিনে গোটা পৃথিবীর কাছে খাদ্যনিরাপত্তার যে চ্যালেঞ্জ, তা মাথায় রেখে দেশের জনগণের খাদ্যচাহিদা পূরণের জন্য খাদ্যফসল উৎপাদন প্রক্রিয়াটি গবেষণার মতো করে দেখে তা মানুষের কল্যাণে পৌঁছে দিতে চাইছেন তিনি। আমাদের দেশের অর্থনীতির ভীতই তো কৃষির ওপর। এজন্য একজন প্রধানমন্ত্রী হয়েও কৃষি অনুশীলনে নেমেছেন। মাটি ও ফসলের সংস্পর্শে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, দিচ্ছেন আমাদের অনুপ্রেরণা।
দেখুন ‘শেখ হাসিনার ফসলি উঠোন : গণভবনে বাংলার মুখ’ শীর্ষক প্রামাণ্য প্রতিবেদন-
#প্রধানমন্ত্রী #শেখহাসিনা #গণভবনেরকৃষি #কৃষিউদ্যোগ #বাংলাদেশ
Video Courtesy: Channel i News
ঢেউখালীতে এমপি নিক্সন চৌধুরীর জনসভায় জনসমুদ্র
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কোনো মুক্তিযোদ্ধা মানবেতর জীবনযাপন করবে না। ১৫ ফেব্রুয়ারি পাঁচ জেলায় মুক্তিযোদ্ধাদের হাতে ৫ হাজার বাড়ির চাবি হস্তান্তর উদ্বোধনকালে একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “একজন মুক্তিযোদ্ধা ভিক্ষা করবে বা রিকশা চালাবে বা মানবেতর জীবনযাপন করবে, অন্তত আমি জাতির পিতার কন্যা ক্ষমতায় থাকতে এটা কখনো হতে পারেনা।”
#SheikhHasina #FreedomFighter #HousingScheme #Bangladesh
মেঘনা নদীর বুকে জেগে উঠা নতুন ভূমি ক্র্যাব আইল্যান্ড ( সাবেক চর কাঁকড়া) ।কমলনগরের নবীগঞ্জ থেকে নৌকাযোগে মাত্র ২০ মিনিটের যাত্রা এই নতুন চরে প্রথম জোহরের নামাজের জামাত এবং এটি একটি ঐতিহাসিক মূহুর্ত। ক্র্যাব আইল্যান্ড লক্ষ্মীপুর জেলার নবীগঞ্জ সংলগ্ন, কমলনগর উপজেলায় অবস্থিত।
১৯৭৪ সালে জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় প্রদত্ত ভাষণ
-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মিস্টার প্রেসিডেন্ট, সম্মানিত প্রতিনিধিবৃন্দ, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ।
আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি। মানবজাতির এই পার্লামেন্টে বাংলাদেশের সাড়েসাত কোটি মানুষ প্রতিনিধিত্ব লাভ করায় আপনাদের মধ্যে যে গভীন সন্তোষিভাব আমি লক্ষ্য করেছি, আমিও তার অংশীদার। বাঙ্গালী জাতির জন্য এটা এক ঐতিহাসিক মূহুর্ত। কারণ তার আত্মনিয়ন্ত্রনের সংগ্রাম আজ বিরাট সাফল্য দ্বারা চিহ্নিত...
দ্বীপজেলা ভোলা থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস জাতীয় গ্যাসভান্ডারে যোগ হতে যাচ্ছে... জাতীয় স্বার্থ রক্ষায় শেখ হাসিনা সরকার প্রতিশ্রুতিবদ্ধ
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের বড় জয়” ২০০৭ সাল || Bangladesh's big win in World Cup cricket” 2007