12/02/2025
প্রচুর দোয়া করছেন, কাঁদছেন, ভাবছেন, বলছেন, মোনাজাতে অশ্রুর টইটম্বুর ঘটছে তবুও কেন যেন দোয়া কবুল হচ্ছে না।
অধীর আগ্রহে বসে আছেন। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। বুক ফাঁটছে, কিন্তু মুখ ফাঁটছে না। কেউ জানছে না, আপনি কাঁদছেন। নীরবে, নিভৃতে রবের সহিত একান্ত আলাপ চালিয়ে যাচ্ছেন। নিয়মিত না হলেও, অনিয়মিত। অশান্ত মনকে শান্ত করবার চেষ্টা চালাচ্ছেন, সবর শিখছেন!
আপনি হয়তো জানেন'ই না, রব আপনার দোয়া অনেক আগেই কবুল করে ফেলেছেন। শুধুমাত্র আপনার 'সবর' এর মাত্রা বা পরিস্থিতি দেখছেন।
পরীক্ষায় কখনো ফার্স্ট হয়েছেন?
নয়তো কোনো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন?
মনে আছে, প্রথম স্থান অধিকারীর নাম নেওয়ার পূর্বে শিক্ষক বা উপস্থাপক কিছুক্ষণ সময় নেন।
"প্রথম স্থান অধিকারী হচ্ছে......" 🏆
বলে লম্বা একটা সময় নিয়ে সবাইকে টেনশনে ফেলে দেন। সবাই কেবল বিড়বিড় করে রবকে ডাকে, দেখেছেন কখনো?
জ্বি, সামান্য ওই বিরতিটা'ই বোধকরি চলছে আপনার জীবনে। আল্লাহ্ তাঁর গোলামের দোয়া কবুল করার ক্ষেত্রে একটু সময় তো নিতেই পারেন। তাই না? 💗