Emotion - আবেগ

Emotion - আবেগ Fun and more...

12/02/2025

প্রচুর দোয়া করছেন, কাঁদছেন, ভাবছেন, বলছেন, মোনাজাতে অশ্রুর টইটম্বুর ঘটছে তবুও কেন যেন দোয়া কবুল হচ্ছে না।

অধীর আগ্রহে বসে আছেন। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। বুক ফাঁটছে, কিন্তু মুখ ফাঁটছে না। কেউ জানছে না, আপনি কাঁদছেন। নীরবে, নিভৃতে রবের সহিত একান্ত আলাপ চালিয়ে যাচ্ছেন। নিয়মিত না হলেও, অনিয়মিত। অশান্ত মনকে শান্ত করবার চেষ্টা চালাচ্ছেন, সবর শিখছেন!

আপনি হয়তো জানেন'ই না, রব আপনার দোয়া অনেক আগেই কবুল করে ফেলেছেন। শুধুমাত্র আপনার 'সবর' এর মাত্রা বা পরিস্থিতি দেখছেন।

পরীক্ষায় কখনো ফার্স্ট হয়েছেন?
নয়তো কোনো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন?
মনে আছে, প্রথম স্থান অধিকারীর নাম নেওয়ার পূর্বে শিক্ষক বা উপস্থাপক কিছুক্ষণ সময় নেন।

"প্রথম স্থান অধিকারী হচ্ছে......" 🏆
বলে লম্বা একটা সময় নিয়ে সবাইকে টেনশনে ফেলে দেন। সবাই কেবল বিড়বিড় করে রবকে ডাকে, দেখেছেন কখনো?

জ্বি, সামান্য ওই বিরতিটা'ই বোধকরি চলছে আপনার জীবনে। আল্লাহ্ তাঁর গোলামের দোয়া কবুল করার ক্ষেত্রে একটু সময় তো নিতেই পারেন। তাই না? 💗

26/01/2025
আল্লাহ তাআলা ক্ষমাশীল; তিনি ক্ষমা করাকে ভালোবাসেন। মানুষের কামণা আল্লাহ তাআলা তাদের জীবনে সব গোনাহ মাফ করে দিবেন। হাদিসে...
16/01/2025

আল্লাহ তাআলা ক্ষমাশীল; তিনি ক্ষমা করাকে ভালোবাসেন। মানুষের কামণা আল্লাহ তাআলা তাদের জীবনে সব গোনাহ মাফ করে দিবেন। হাদিসে আরো এসেছে, ‘বান্দা তাঁর (আল্লাহর) সম্পর্কে যেমন ধারণা করে, তিনি তেমন।’
তাছাড়া আল্লাহ তাআলা বান্দাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না।’ এ কারণেই বান্দার ধারণা, তিনি সব ক্ষমাপ্রার্থী মানুষকেই ক্ষমা করবেন।
তারা যত অন্যায় ও পাপ করুন না কেন, ‘যদি তারা আল্লাহর নিকট তাওবা করে এবং গোনাহ না করার প্রতিজ্ঞা করে আল্লাহ কাছে ক্ষমা চায়, তবে এ হাদিস ঘোষণা অনুযায়ী আল্লাহ তাদের অতীত জীবনের সব গোনাহও ক্ষমা করে দিবেন।

24/12/2024

২৭ বছরের সম্ভাবনাময় এক টগবগে যুবক। পেশায় প্রকৌশলী। জাপানে যাবার সব কাগজপত্র রেডি। বিয়ের কথাবার্তা চলছে। এক কথায় সমানে স্বপ্নময় এক ভবিষ্যত।

রমজানে কনস্ট্রাকশন সাইট ভিজিট করার সময় গায়ের উপর ক্রেন পড়ছে। লাম্বার রিজিওনে স্পাইনাল কর্ড ট্রান্সেকশান নিয়ে আমাদের কাছে এসেছে। ছেলেটা বেঁচে থাকবে, তবে আর কোনদিন শরীরের নিচের অংশ নাড়াতে পারবে না। আর কোনদিন সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, আর কোনদিন সে সিজদা দিতে পারবে না। ছেলেটার জন্য এখন স্বপ্নহীন একটা হুইলচেয়ার অপেক্ষা করছে।

এইতো জীবন। পদ্মপাতায় জলের মত।
কীসের এত অহংকার?
দাপটে তোমার পা মাটিতে পড়ে না? হতে পারে একটু পরেই তোমার পা তুলে হাঁটার ক্ষমতা-ই কেড়ে নেয়া হবে।

خُلِقَ الۡاِنۡسَانُ ضَعِیۡفًا

এতটা অসহায় ভালনারেবল এক মাখলুকের বড়াই করা সাজে না। সিজদাহ করার ক্ষমতা হারিয়ে ফেলার আগেই বেশি বেশি সিজদাহ করা দরকার। সুস্থতা যে কতবড় নেয়ামত এইসব মানুষগুলোকে দেখলে সেটা উপলব্ধিতে আসে।

- ডা. মেহেদী হাসান।

18/12/2024

মানুষ সুখী হওয়ার জন্য কমপক্ষে এক মুঠো ভালোবাসার দরকার। নারীদের পাশে একজন দায়িত্বশীল পুরুষ দরকার। পুরুষদের পাশে একজন বিশ্বাসী নারী।

জীবনে টাকা পয়সা দিয়ে সবকিছু হয়। শুধু ভালোবাসা হয় না! ভালোবাসা টাকা- পয়সায় থাকে না! ভালোবাসা থাকে হৃদয়ে।মুগ্ধতা থাকে দায়িত্বশীলতা,বিশ্বস্ততা,যত্নশীলতা আর মায়াবী চাহনিতে।

একজন পুরুষের পাশে যখন একজন নারী ছায়ার মতো পাশে দাঁড়ায়। তার ভেতরে সুখ সুখ ভাব হয়। হৃদয় সতেজ থাকে। মন খুশিতে নাচতে থাকে। তার সবকিছু ভালো হতে থাকে।

একজন নারীকে যখন একজন পুরুষ ঘাম জড়িয়ে টাকা ইনকাম করে তার ভরণপোষণের খরচ যোগায়।দায়িত্ব নিয়ে আগলে রাখে। তাঁর ভালো মন্দ সবকিছু নিজের করে নেয়। তখন তার মনেও সুখ সুখ ভাব হয়।

ভোগবিলাসতাকে সুখ বলে না! সুখ হলো সেটা, যেটা হৃদয়ে প্রশান্তি দেয় । হৃদয়কে তাজা রাখে। মনকে বসন্তের কোকিলের মতো উড়ায়। যে সুখ একমাত্র ভালোবাসার মধ্যেই থাকে । যে সুখ কেবল ভালোবাসার মানুষেরাই দিতে পারে। ✨❤️‍🩹

15/12/2024

মৃত্যুর আগে টাকা-পয়সা আর সম্পত্তি অর্জনই সব নয়।
মানুষের দোয়া এবং ভালোবাসা অর্জন করতে পারাটাই মূখ্য বিষয়।

বেকুব অস্ট্রেলিয়ান জাতি!  ৯০ বছরে একটুও "নদী দখল" করে নাই।বাঙালি হলে?
15/12/2024

বেকুব অস্ট্রেলিয়ান জাতি! ৯০ বছরে একটুও "নদী দখল" করে নাই।

বাঙালি হলে?

15/12/2024

Choose a partner, good for your soul, not for society. 💗🌸

09/12/2024

চারটি বিষয় মাথায় রেখে দুরুদ পড়ুন, আপনার দুরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে ইনশাআল্লাহ।
১) আপনি যখনি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর দুরুদ পড়েন, সাথে সাথে একজন ফেরেশতা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে গিয়ে আপনার নাম বলে। হ্যাঁ, স্বয়ং রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে আপনার "নাম" বলে।
২) রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি একবার সালাত/সালাম পাঠালে, স্বয়ং আল্লাহ, হ্যাঁ স্বয়ং আল্লাহ, আপনার উপর ১০ বার সালাত/সালাম পাঠান।
৩) অবিরত দুরুদ পড়লে আপনার সমস্ত সমস্যার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেন। এমনকি যদি আপনি ঐসব সমস্যার জন্য আলাদা করে দুআ না ও করেন।
৪) আপনি তার প্রতি সালাম পাঠাচ্ছেন, যিনি শুধুমাত্র আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার রক্তাত্ত হয়েছিলেন। যার সামনে তার প্রিয় সাহাবীদের পিটিয়ে হত্যা করা হয়েছিল।
*** সাথে যোগ করুন অবিরত ইস্তেগফার, এবং দুআ ইউনুস। আপনার জীবনে মিরাকেল আসতেই থাকবে ইনশাআল্লাহ।

Yes.
06/12/2024

Yes.

I will be doing a destination wedding. যে যার খরচে আইসা খেয়ে যাবে। দাওয়াত দিয়া মানুষ খাওয়াবো আর শুনতে হবে “গোস্ত শক্...
04/12/2024

I will be doing a destination wedding. যে যার খরচে আইসা খেয়ে যাবে।
দাওয়াত দিয়া মানুষ খাওয়াবো আর শুনতে হবে “গোস্ত শক্ত, সিদ্ধ হয় নাই” দরকার ই নাই ভাইয়ে।

পয়সা খরচ কইরা শখ উসুল করমু। পিডাপিডির দিন শেষ। নিজ নিজ খরচে আইসা খাইলে আর কথা বাইরবে না

😶
02/12/2024

😶

"নিজের পরিস্থিতি নিয়ে কখনো হতাশ হবেন না। আল্লাহ চিরকাল কাউকে শূন্য রাখেন না, কোন না কোন কিছু দিয়ে পূর্ণ করে দেন" ভরসা রা...
20/11/2024

"নিজের পরিস্থিতি নিয়ে কখনো হতাশ হবেন না। আল্লাহ চিরকাল কাউকে শূন্য রাখেন না, কোন না কোন কিছু দিয়ে পূর্ণ করে দেন"
ভরসা রাখুন আল্লাহর উপর, তিনি আপনাকে নিরাশ করবেন না🌸

ইনশাআল্লাহ🖤

02/11/2024

–একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতেন।

–তিনি কিছু পাখি পালতেন। আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন, কথাটি হল; "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। অর্থাৎ "শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না।"

–যখনই নতুন কোন ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, "যাও ঐ গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো।"

–পাখিগুলো মানুষ দেখামাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে, "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে, এত চালাক পাখি ধরা যাবে না!

–কিন্ত যদি কোন ছাত্র জাল পাততো আর দানা দিতো তবে দেখতো যে, পাখিগুলো মুখে ঐ কথা বলছে ঠিকই কিন্ত দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোন কাজেই আসছে না।

–এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না- 'শিকারি' কি জিনিস! 'জাল' কি জিনিস! 'ফাসনা' কি জিনিস! তাই তোতারা মুখে যতই গান গাওক না কেন, তাও জালে ফেঁসে মৃত্যু ডেকে আনছে।

★ আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন পাখিদের মতই হয়ে গেছে। আমরা মুখে 'লা~ইলাহা ইল্লাল্লাহ' বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়ি কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন।

–একই সাথে আমরা সুদ-ঘুষ, পরনিন্দা, অহংকার, যিনা, গীবত, অশ্লীলতা, পর্দাহীনতা, ও অসংখ্য হারাম কাজ করছি আর কথা বলা পাখির মতই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবীও করছি! কাজেই আমাদের এই সাক্ষ্যদান কথা বলা পাখির মতন। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেঁসে যাচ্ছি।
আল্লাহ তাআলা আমাদের যথাযথভাবে অনুবাধন করার তৌফিক দান করুন।
আমীন

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emotion - আবেগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emotion - আবেগ:

Videos

Share