"আসসালামু আলাইকুম" প্রিয় পাঠক শুভাকাঙ্ক্ষী। বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "সকাল বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম" এ আপনাকে স্বাগতম।
স্বাধীনতা সংগ্রামে বাঙালির চেতনা, গৌরব, ইতিহাস এবং স্বাধীন মানচিত্রের ভুখন্ডের চিত্র তুলে ধরা আমাদের "সকাল বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম" টিমের অঙ্গিকার। তাই আমরা সর্বদা চেষ্টা করি সত্যের পথে মায়ের ভাষায় কলম ধরতে।
"সকাল বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম" একটি জনপ্রিয় অনলাই
ন ভিত্তিক নিউজ পোর্টাল। সকাল বিডি টিম সদা সর্বদা চেষ্টা করে সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ পাঠকদের নিকট পৌঁছে দেয়ার জন্য। সবার আগে নির্ভূল, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সকাল বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সাথেই থাকুন।
"সকাল বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম" || প্রকাশক ও সম্পাদক কতৃক পরিচালিত। তাছাড়াও সম্মানিত উপদেষ্টা মন্ডলি ও এডমিন প্যানেল, বিভিন্ন শ্রেনীর প্রতিনিধির সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করা হয়। সর্বশেষ সকাল বিডি নিউজ টুয়েন্টিফোর একটি বানিজ্যিক প্রতিষ্ঠান।
সকাল বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম || পাঠকদের নিকট সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারাদেশে স্টাফ প্রতিনিধি, জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, থানা প্রতিনিধি, ক্যাম্পাস প্রতিনিধি, ক্রীড়া প্রতিনিধি, ট্রাভেল প্রতিনিধি, ক্রাইম প্রতিনিধি, ফটো জার্নালিষ্ট সহ বিভিন্ন শ্রেনীর প্রতিনিধি একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছে।
"সকাল বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম" || আমাদের অনলাইনে অফিসিয়াল লিংক সমূহ।
—আমাদের অফিসিয়াল ওয়েবসাইট: www.sokalbd24.com
—আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ: https://www.facebook.com/newsSokalBD24/
—আমাদের অফিসিয়াল ফেসবুক আইডি: https://www.facebook.com/profile.php?id=100068969404409
—আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/135094821897390/?ref=share
—আমাদের অফিসিয়াল ইমেইল: [email protected]
"সকাল বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম" এর দীর্ঘ পথচলার সাথে দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ধন্যবাদন্তে: "সকাল বিডি টুয়েন্টিফোর ডটকম"