Tanha's Diary

Tanha's Diary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tanha's Diary, Digital creator, Dhaka.
(4)

02/01/2024
22/12/2023

পিঁয়াজ আপুর বিয়ে হবে,,🌰
সয়াবিন তেলের সাথে,,,🥃
লবন ভাই ঘটকালি করে,,,🍚
চৈত্র মাসের রাতে,,,,🌃
রসুন ভাই দৌরে গিয়ে ,,,🏃
দাওয়াত দিয়ে আসে,,,🧄
পরিমনি দাওয়াত পেয়ে,,,🙆
খিল খিলাইয়া হাসে ,,,🤣
চাল আসে ডালের সাথে,,😍
সঙ্গে মিষ্টির হাড়ি,,,,🍛
আনন্দে তাই আদা ভাইয়ের 🥔
সুভাস ছরা ছরি,,,,😲
মরিচ ভাই তবলা বাজায়,,,🌶️
জিরায় ধরে টান,,,😍
সরিষা তেল সানাই বাজায় 🎷
মশায় করে গান🦟
দাওয়াত না পেয়ে তেলাপোকা ,,
মুখ করেছে ভার😟
এই বিয়েতে গয়না দিবে 💍
ইচ্ছে ছিলো তার🤣

বেয়াদবিকে কখনো রাগ বলে চালিয়ে দেয়া যায় না,কারণ রাগ আর বেয়াদবি এক জিনিস না।
02/12/2023

বেয়াদবিকে কখনো রাগ বলে চালিয়ে দেয়া যায় না,
কারণ রাগ আর বেয়াদবি এক জিনিস না।

আপনি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড, যা মনে আসে গালাগাল সহ সরাসরি মুখের উপর বলে দেন, বন্ধু মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে পরিচিত, ...
21/11/2023

আপনি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড, যা মনে আসে গালাগাল সহ সরাসরি মুখের উপর বলে দেন, বন্ধু মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে পরিচিত, সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন!?

কিন্ত ইসলামে এটাকে বলা হচ্ছে - "লুমাযাহ"

◾যে ব্যক্তি সরাসরি

- কাউকে লাঞ্চিত ও তুচ্ছ তাচ্ছিল্য করে।
- কারও প্রতি তাচ্ছিল্য ভরে নির্দেশ করে (আঙুল,চোখ, মাথা বা ভ্রু দ্বারা)
- কারও অবস্থান নিয়ে তাকে ব্যাঙ্গ করে।
- কারো বংশের নিন্দা করে।
- কাউকে হেয় করে কথা বলে, অপমান করে।
- কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে।
- সরাসরি বাজে কথা দিয়ে আঘাত করে।

◾তারাই মূলত "লুমাযাহ" এর অন্তর্ভুক্ত।

আল্লাহ্‌ তায়ালা এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন, নয়তো অনিবার্য ধ্বংসের সতর্কতা বাণী দিয়েছেন।

▪️আসুন, আমরা একটু নরম হই, অন্তরকে পরিশুদ্ধ করি। মনে রাখুন- যাকে নম্রতা দেয়া হয়েছে সে দুনিয়ার সেরা নেয়ামত পেয়ে গেছে।

17/08/2023

সন্তানদের মধ্যে বৈষম্য করা হারাম"‼️🙂

আল্লাহ তাআলা সন্তান দিয়ে মানুষকে পরীক্ষা করেন। তিনি কাউকে পুত্রসন্তান দান করেন। কাউকে কন্যাসন্তান দান করেন। কাউকে পুত্র-কন্যা উভয়টি দান করেন। কাউকে এক সন্তান আর কাউকে একাধিক সন্তান দান করেন। একাধিক সন্তানের বেলায় মাতা-পিতার দায়িত্ব সব সন্তানকে সমান দৃষ্টিতে দেখা। শোনা যায়, কোথাও কোথাও পুত্রসন্তানদের মধ্যে এক ছেলেকে অন্য ছেলের ওপর প্রাধান্য দেওয়া হয়। ইসলামে এটিও নিষিদ্ধ। নুমান ইবনে বশির (রা.) থেকে বর্ণিত, ‘একবার তাঁর পিতা তাকে নিয়ে রাসুল (সা.)-এর কাছে গেলেন এবং বললেন, আমি আমার এ ছেলেকে একটি গোলাম দান করেছি। রাসুল (সা.) তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার সব সন্তানকেই এমন দান করেছ? পিতা জবাব দিলেন, না। রাসুল (সা.) বললেন, তাহলে এ গোলাম ফেরত নিয়ে নাও।’ (বুখারি, হাদিস : ২৫৮৬)

হাদিসের প্রসিদ্ধ ছয়টি কিতাবের মধ্যে ‘ইবনে মাজাহ’ ছাড়া বাকি পাঁচটিতেই ওপরে উল্লিখিত হাদিস বর্ণিত হয়েছে। এ হাদিসের কোনো কোনো বর্ণনায় এসেছে : ‘তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো।’ (মুসলিম, হাদিস : ১৬২৩)

এ বিষয়ে পবিত্র কোরআনে এসেছে : ‘...যখন তোমরা কথা বলবে, তখন ন্যায্য কথা বলবে—যদিও তা স্বজনদের সম্পর্কে হয়। আর আল্লাহপ্রদত্ত অঙ্গীকার পূর্ণ করবে। এভাবেই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, যেন তোমরা উপদেশ গ্রহণ করো।’ (সুরা : আনআম, আয়াত : ১৫২)
বেশির ভাগ মানুষের কিছু না কিছু সম্পদ থাকে। অনেকে মৃত্যুর সময় কোনো কোনো সন্তানকে সম্পত্তিতে অগ্রাধিকার দিয়ে থাকেন। এতে অন্যরা বঞ্চিত বা ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে মহানবী (সা.) বলেছেন, ‘কোনো কোনো ব্যক্তি ৭০ বছর ধরে (গোটা জীবন) নেক আমল করে। কিন্তু অসিয়ত করার সময় জুলুম করে। তখন একটি খারাপ কাজের মাধ্যমে তার জীবনের সমাপ্তি ঘটে। ফলে সে জাহান্নামে যায়। আর কোনো কোনো ব্যক্তি ৭০ বছর ধরে (গোটা জীবন) খারাপ কাজ করে। কিন্তু অসিয়ত করার সময় সে ইনসাফ করে। তখন একটি ভালো কাজের মাধ্যমে তার জীবনের সমাপ্তি ঘটে। ফলে সে জান্নাতে যায়।’ (আবু দাউদ, হাদিস : ২৮৬৭; তিরমিজি, হাদিস : ২১১৭)

12/08/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

My Princess ❤️❤️
09/08/2023

My Princess ❤️❤️

জাস্টিন ট্রুডোর বিচ্ছেদের ঘোষণার পর থেকেই নিউজফিডে একটা লেখাই বার বার ভেসে আসছে, জাস্টিন ট্রুডোর ক্ষমতায়!বিল গেটসের টাকা...
08/08/2023

জাস্টিন ট্রুডোর বিচ্ছেদের ঘোষণার পর থেকেই নিউজফিডে একটা লেখাই বার বার ভেসে আসছে,

জাস্টিন ট্রুডোর ক্ষমতায়!বিল গেটসের টাকায়!!
ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়!হুমায়ন ফরিদীর ভালোবাসায়!
তাহসানের কন্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে!
কোন কিছুই নারীকে আঁটকাতে পারে নাই,নারী আসলে কিসে আঁটকায়??

নারী কিসে আটকাবে,এটা সম্পূর্ণটাই নির্ভর করবে সেই নারীর ব্যক্তিত্বের উপর।আমরা প্রত্যেক মানুষই আলাদা ব্যক্তিসত্তা নিয়ে গঠিত।যে নারী টাকা ভালোবাসে,সে নারী কখনো পুরুষের প্রেমে আটকাবে না।যে নারী পুরুষের যত্ন,ব্যক্তিত্ব, ভালোবাসায় আটকায় সে কখনো টাকায় আটকাবে না।কেউ রাজ প্রসাদে থেকে সুখী থাকতে পারে না,আবার কেউ কুঁড়েঘরেও সুখ খুঁজে পায়।এটা নির্ভর করে সে কি চাচ্ছে, তাঁর কি প্রয়োজন তার উপর।
রাস্তায় ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবন চালায়,এমন পুরুষকেও দেখা যায় রাতের বেলা তাঁর সহধর্মিণীর সাথে বস্তা ভাগাভাগি করে অনায়াসে সুখী সুন্দর জীবন চালিয়ে যাচ্ছে।সেই নারীর মন আটকেছে ঐ পুরুষের ভালোবাসা,যত্নে, দায়িত্ববোধে।তাঁর টাকার অবস্থার উপর নয়!
আবার অনেক বিখ্যাত ব্যক্তিকেও অনেক কাঠ খড় পুড়াতে হয় তাঁর সহধর্মিণীর মন পেতে,কারণ তাঁর মানসিকতা ঐ উচ্চতার।

যাঁরা একজন পুরুষের সৌন্দর্য, খ্যাতি,স্মার্টনেস দেখে তাঁর সহধর্মিণীকে ভাগ্যবতী বলেন,আপনি কিন্তু আপাত দৃষ্টিতে জানেন না তাঁরা আদৌও সুখী কি না! হয়তো দেখবেন এই সুদর্শন পুরুষও তাঁর বউয়ের মন পেতে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। কারণ তাঁর বরের সুদর্শনতাতে ঐ নারীর মন আটকায় না। সে হয়তো যত্ন চায়,ভালোবাসা চায়,বোঝাপড়া চায়,দায়িত্ববোধ চায়।এইগুলো কিন্তু আপনি সেই সুদর্শনতা নিয়ে পূরণ করতে পারবেন না।

আবার যখন একজন নারী উচ্চবিলাসী,টাকা চায়,সুদর্শন খোঁজে তখন কিন্তু আপনি তাঁকে যত্ন, ভালোবাসা এসব দিয়ে আটকাতে পারবেন না।তাই ব্যক্তি বিশেষে চাওয়া কিংবা পাওয়ার উদাহরণটাও আলাদা হবে।

ছেড়ে যাওয়ার উদাহরণ হিসেবে বিখ্যাত ব্যক্তিদের না টেনে আমাদের চোখের সামনেই দেখুন কতো নারী অনায়াসে তাঁর স্বামীর সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি করে নিচ্ছে।

নারী যখন ছেড়ে যায়,তখন সে অনেক ছোট কিছুর অভাবে নিঃশেষ হতে হতেই হয়তো ছেড়ে যেতে পারে।কিংবা যখন থেকে যায়,তখন এর চেয়েও ছোট কোনো কারণে থেকে যেতে পারে।তবে অধিকাংশ নারীরাই হয়তো পুরুষের ব্যবহার,সাধারন যত্ন,সম্মান, বিশ্বস্ততা,সততা,দায়িত্বশীলতাতেই আটকে থাকে। চাপে পড়ে সংসার করা এক জিনিস আর জীবনসঙ্গী হয়ে ওঠা অন্য জিনিস।চাপে পড়ে অনেকেই সংসার করতে পারে।কিন্তু একে অপরের সাথে মানিয়ে নিয়ে,বোঝাপড়ার মাধ্যমে,আত্মত্যাগ করে,এক অপরের যোগ্যতা এবং অর্জনের প্রতি সম্মান দেখিয়ে সবাই জীবনসঙ্গী হয়ে উঠতে পারে না।তবে আত্মত্যাগ বলতে একজনই কেবল আত্মত্যাগ করে যাবে,সে সব মানিয়ে নিবে এমনটা নয়।দুইজনই দুইজনকে মানিয়ে নিতে হবে,একে অপরের প্রতি সম্মান থাকতে হবে।একটা সম্পর্ক টিকিয়ে রাখতে দুইজনেরই সমান অবদান থাকতে হবে।

একে অপরকে বোঝার চেষ্টা করে মানিয়ে নিয়ে পারলে জীবন সুন্দর।নয়তো ক্যালকুলাস কিংবা পিতা পুত্রের অংক মিলাতে পারবেন,কিন্তু সম্পর্কের সমীকরণ আর বুঝবেন না!

06/08/2023

পারিবারিক শিক্ষা কি জানেন ??

একেই বলে পারিবারিক শিক্ষা !!

বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা।
বাবা বললেন, তোমার দাদা বলেছিলেন,

১. নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত।
তা না করে পালকিতে আনা হয়, কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য।
পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না। সারাজীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে।

২. নতুন বউ পালকিতে উঠে কী করে জানিস?
কাঁদে। কেন কাঁদে?
শুধু ফেলে আসা স্বজনদের জন্য না।
নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে।
তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়।
এরপর আর মাত্র দুটো উপলক্ষ্যে সে কাঁদবে।
একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর।
মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি।

৩. স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদব্যবহারে,
দ্যাখ, আমি খুবই বদমেজাজি,
কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি।

৪. বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া।
এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয়।

৫. আরেকটি কথা, সব মেয়ের রান্নার হাত ভালো না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে।
তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না।

৬. বউয়ের মা-বাবাকে কখনো 'আমার শ্বশুর, আমার শাশুড়ি' এগুলো ডাকবি না।
মা-বাবা ডাকবি।
আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না, তুই ওগুলো ডাকলে বউও আমাদের ওই ডাকেই ডাকবে।
তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না। এটাই নিয়ম।

আল্লাহ্ তায়ালার পাল্লা সমান, এক পাল্লায় তুই যা করবি, আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন।

(বাদল সৈয়দ স্যার) এর লেখা।

মেয়েরা তার চরম শত্রুকেও একদিন ক্ষমা করে দেয় কিন্তু তার প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা করেন...
04/08/2023

মেয়েরা তার চরম শত্রুকেও একদিন ক্ষমা করে দেয় কিন্তু তার প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা করেনা।

প্রেগন্যান্ট অবস্থায় কে তাকে কাঁচা আম ভর্তা মাখিয়ে খাইয়েছে, কে তাকে মাথায় তেল দিয়ে দিয়েছে, কে তাকে একটু সেবাযত্ন করেছে তা আজীবন তারা মনে রাখবে।

অন্যদিকে কে কে তাকে খাওয়া নিয়ে খোঁচা মে/reকথা বলেছে, কার কাছে কদবেল খেতে চেয়েছিলো কিন্তু সে দেয়নি, কার বাড়ির বিরানির ঘ্রান নাকে এসেছিলো কিন্তু এক প্লেট দেয়নি এই কথাও সে আজীবন মনে রাখবে এবং তাদেরকে আজীবন সে বাতিলের খাতায় টুকে রাখবে।

আসলে প্রেগ্ন্যাসিটা একটা মেয়ের জীবনে এমন একটা সময় যখন তার মন কোন যুক্তি, পরামর্শ, কোন নিয়ম বোঝেনা। অবুঝ শিশুর মতো হয়ে যায়।

পাশের বাড়ির বিড়ালের ঝগড়া দেখেও সে ভেউভেউ করে কাঁদে, আবার অতি শখের জামাটা কেন গায়ে আঁটছেনা এটা নিয়েও ফুপিয়ে কাঁদে।

আমার কথা বলি- আমার প্রেগ্ন্যাসির পুরো সময়টাই আমি কলেজে চাকরি করেছি। রোজই লাঞ্চ নিয়ে যেতাম বাসা থেকে। কিন্তু লাঞ্চ টাইমে খেতে বসলেই কান্না আসতো, কারন পাশের টেবিলে কোন কলিগ হয়তো আলু ভাজি দিয়ে ভাত খাচ্ছে। আমার সেটা খেতে মন চাচ্ছে কিন্তু লজ্জায় বলতে পারছিনা, তাই এই শোকে আমি কাঁদতাম 🤭🤭🤭।

একদিন কী ভেবে আমার প্রিন্সিপাল ম্যাম আমার জন্য অনেক পদের ভর্তা বানিয়ে নিয়ে এসেছেন। আমি কলেজ থেকে বিদায় নেয়ার সময় ম্যামকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম 😭😭😭।

আসলেই এই সময়টা একটা মেয়ের জীবনের বড় আশ্চর্যের সময়। দেখবেন এই নয় মাসের ঘটনা সে যদি নব্বই বছর বেঁচে থাকে তাও ইনিয়ে বিনিয়ে বলবে- "আলামিনের বাপ প্যাটে থাকতে কতো যে ডিম ওয়ালা কই মাছ খাইতে মন চাইছে, কেউ আইনা দেয়নাই"।

তাই আপনার কাছের মানুষ যদি কেউ প্রেগন্যান্ট থাকে তার যত্ন নিন। অন্য সবার থেকে একটু আলাদা প্রায়োরিটি তাকে দিন। একটু তার দাবীগুলো পূরন করুন।

আর স্বামী হলে- এই নয় মাসের জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে রাখেন যে রাত ৩টা বাজে তার তেতুল দিয়ে আইসক্রিম খেতে মন চাইতে পারে 😄😄।

কিছু মানুষ তোমায় অ'বহেলায় অব'হলায় ধীরে ধীরে বদলে যেতে বাধ্য করবে,, তারপর ধাক্কা খেয়ে খেয়ে যখন তুমি একটু একটু করে নিজেকে ...
31/07/2023

কিছু মানুষ তোমায় অ'বহেলায় অব'হলায় ধীরে ধীরে বদলে যেতে বাধ্য করবে,, তারপর ধাক্কা খেয়ে খেয়ে যখন তুমি একটু একটু করে নিজেকে বদলে নিবে ঠিক তখনি এসে আবার বলবে তুমি ভালো না,তুমি সব সময় এমনই ছিলে,

তবে এই বদলে যাওয়ার পিছনে সব কৃ'তিত্ব যে তাদের সেটা তারা মানতে চাইবে না।
উল্টা তোমাকে দো'ষারোপ করবে,,অ'ভিযোগ এর আঙুল তুলবে,,,সব শেষে তোমাকে দো'ষী করে চলে যাবে।
কিছু মানুষ এমনি হয়,, এরা মানুষকে য'ন্ত্রণা দেবার জন্য আসে,কারণ এরা অন্যকে য'ন্ত্রণা দিয়ে নিজের মাঝে সুখ খুঁজে।
এরা খুব ভ'য়ংকর ধরনের মানুষ হয়,,নিজের স্বার্থ রক্ষার জন্য একটা মানুষকে এক নিমিষেই ধংস করে দিতে পারে।

24/07/2023

22/07/2023

ওভেন আর হেন্ডবিটার ছাড়া সহজে মজাদার কেক রেসিপি।

18/07/2023

Hotat kore cokh poreche.......

゚ ゚viral

17/07/2023

আমার দুর্বল পরিকল্পনার উপরে একজন উত্তম পরিকল্পনাকারী আছেন, এই ভাবনাটা আমাকে, এক আকাশ পরিমাণ স্বস্তি দেয়।☺️

"আর আল্লাহই উত্তম পরিকল্পনাকারী"
[সূরা:আলে ইমরান-৫৩]

আলহামদুলিল্লাহ__❤️

10/07/2023

অনেক দিন পরে হারানো কিছু মূহুর্ত ফিরে পাওয়া নতুন মানুষ দের নিয়ে নতুন করে। ❤️

Send a message to learn more

05/07/2023

আম্মুর হাতের ৮ রকমের মজাদার ভর্তা সাথে খুদের ভাকা রেসিপি 😋

03/07/2023

মেজবানি গরুর মাংস রেসিপি 😋

゚viral ゚

02/07/2023

রেস্টুরেন্টের স্টাইলে সহজে মজাদার স্পাইসি চওমিন রেসিপি 😋❤️
゚viral ゚

29/06/2023

কোরবানি ঈদের চাঁদরাতের মেহেদীর কিছু মূহুর্ত❤️

゚viral ゚

26/06/2023

magic mosola Chara onkk testy & yemmy pasta recipe.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanha's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanha's Diary:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All