11/07/2022
চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটসমূহ:
১। PBP (Partners in the Blue Pacific):
➡️ প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও কূটনৈতিক আঞ্চলিক জোট।
➡️ সদস্য দেশ: ৫ (যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য)।
২। I2U2 (I2=India, Israel) & (U2=USA, UAE):
➡️ অর্থনৈতিক জোট। অর্থাৎ খাদ্য নিরাপত্তা সংকট মোকাবিলা সহ সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা হবে।
➡️ সদস্য দেশ: ৪ (ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত)।
➡️ প্রথম বৈঠক হবে: ১৩-১৬ জুলাই, ২০২২।
৩। QUAD (Quadrilateral Security Dialogue):
➡️ কৌশলগত নিরাপত্তামূলক আলোচনা বিষয়ক জোট।
➡️ সদস্য দেশ: ৪ (জাপান, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র)।
৪। AUKUS (Australia, the United Kingdom, the United States)
➡️ নিরাপত্তা বিষয়ক জোট।
➡️ সদস্য দেশ: ৩ (অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।
৫। IPEF (Indo-Pacific Economic Framework):
➡️ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৩টি দেশকে নিয়ে গঠিত অর্থনৈতিক জোট।
➡️ সদস্য দেশ: ১৩টি (যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, নিউজিল্যান্ড ও ব্রুনেই)।
➡️ জোটের ১৩টি দেশের মধ্যে ১১ টি দেশ (ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাদে) - Regional Comprehensive Economic Partnership (RCEP)'র সদস্য। উল্লেখ্য, RCEP’র অন্যতম সদস্য চীন।
৬। IPAC (Inter-Parliamentary Alliance on China):
➡️ আন্তর্জাতিক বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার রক্ষা করা।
➡️ গঠন: ৫ জুন, ২০২০।
➡️ সদস্য দেশ: ৮টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, নরওয়ে)।
নিয়মিত সাম্প্রতিক সাধারণ জ্ঞানের সাজানো তথ্যগুলো Join করুন: ALAL's Samprotik Hour গ্রুপে।