Hour Publications

Hour Publications BCS, Bank, University Admission সহ সকল নিয়োগ পরীক্ষার সহায়ক বই প্রকাশিত হয়।

Hour Publications এর সকল বই এখন থে‌কে ঢাকার মৌচা‌‌কে বকুল ভাইয়ের কা‌ছে পা‌বেন।১) GK Flash Hour - 220tk২) আলাল’স Compute...
17/10/2022

Hour Publications এর সকল বই এখন থে‌কে ঢাকার মৌচা‌‌কে বকুল ভাইয়ের কা‌ছে পা‌বেন।
১) GK Flash Hour - 220tk
২) আলাল’স Computer Hour - 260tk
৩) আলাল’স সাম্প্রতিক Hour - 40tk
প্রা‌প্তিস্থান:
বকুল বুকস কর্ণার
পূবালী ব‌্যাং‌কের ৪র্থ তলা
মৌচাক মোড় (মৌচাক মা‌র্কে‌টের বিপরীত পা‌শে), ঢাকা।
01736-633400 (সকাল ১০টা থে‌কে রাত ৮টা পর্যন্ত)

(উল্লেখ‌্য, ভাইয়ের কা‌ছে বি‌সিএস, ব‌্যাংক সহ সকল চাক‌রি পরীক্ষার বই পা‌বেন)।

30/09/2022
30/09/2022
30/09/2022
আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর ‘‘আলাল’স GK Flash Hour - 7th Edition’’ বইটি প্রকাশিত হয়েছে।➡️ সাধারণ জ্ঞানের অন্যান্য...
30/09/2022

আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর ‘‘আলাল’স GK Flash Hour - 7th Edition’’ বইটি প্রকাশিত হয়েছে।

➡️ সাধারণ জ্ঞানের অন্যান্য বইয়ের সাথে সাপোজিটর হিসেবে কেন ৩০৪ পৃষ্ঠার এই বইটি আপনার পড়ার টে‌বি‌লে সবসময় রাখ‌বেন?

⏹️ বাংলাদেশ বিষয়াব‌লি‌কে ৩৫টি অধ্যায়ে, আন্তর্জা‌তিক বিষয়াব‌লি‌কে ২৮‌টি অধ্যায়ে খুব সুন্দরভা‌বে Step by step Mnemonic পদ্ধতিতে সা‌জা‌নো হ‌য়েছে। নি‌জে‌কে কষ্ট ক‌রে আর হ‌্যান্ড‌নোট কর‌তে হ‌বে না। সাধারণ জ্ঞান পড়াটা‌কে একটা স্টে‌জে আন‌তে চাইলে এই বইটি আপনার বন্ধু হি‌সে‌বে পা‌শে থাক‌বে সবসময়।
⏹️ সূচিপত্রটিকে একদম ভেঙ্গে সাজানো হয়েছে ফলে আপনি খুব সহজেই পুরো সাধারণ জ্ঞান বিষয়টিকে আয়ত্তে নিতে পারবেন একপলকে।
⏹️ মূল সিলেবাসের শেষে বিসিএস প্রিলির সিলেবাসনুযায়ী নতুন আরেকটি সূচিপত্র করে দিয়েছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয়।
প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে সাধারণ জ্ঞানের সকল অধ্যায়গুলোকে এক ছাদের নিচে আনা হয়েছে।
⏹️ অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিগত প্রশ্ন সংযোজন করা হয়েছে।
⏹️ প্রতিটি অধ্যায়ের আলোচনা ‍সিকুয়েন্স অনুযায়ী করা।
⏹️ সংক্ষিপ্তভাবে ভূগোল অংশটিকে সংযোজন করা হয়েছে। ইনশাল্লাহ খুব ভাল কমন পাবেন।
⏹️পরীক্ষার পূর্বে দ্রুত রিভিশন দেবার জন্য Cream Hour সংযোজন।
⏹️ বেহুদা ও অপ্রয়োজনীয় আলোচনা পরিহার করা হয়েছে।
⏹️ সাধারণ জ্ঞান সংশ্লিষ্ট ‘কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি’ সংযোজন।
⏹️ বইয়ের শে‌ষে Cream Hour এ বিগত সকল নি‌য়োগ ও বিশ্ব‌বিদ‌্যালয় ভ‌র্তি পরীক্ষার প্রশ্ন সং‌যোজন ক‌রে‌ছি যা মি‌নি জব স‌লিউশন হি‌সে‌বে কাজ কর‌বে।

📶 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কেমন কমন পড়ে? 📶
♐৪৪তম বি‌সিএস প্রিলি‌তে ৪৫‌টি বে‌সিক সাধারণ জ্ঞানের ম‌ধ্যে ৪২‌টি। ৪৩তম বি‌সিএস প্রিলি‌তে ৪৯‌টি বে‌সিক সাধারণ জ্ঞানের ম‌ধ্যে ৪৪‌টি কমন প‌ড়ে‌ছে এই বইটি থেকে।
♐44th BCS কমন দেখতে ক্লিক: https://www.facebook.com/groups/alalgk/permalink/1202921237113308/
♐43th BCS কমন দেখতে ক্লিক: https://www.facebook.com/groups/alalgk/permalink/1070459187026181/

📶 ব্যাংক নিয়োগ পরীক্ষায় কেমন কমন পড়ে?📶
➡️ব্যাংক, শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য নি‌য়োগ পরীক্ষায় ৯৬%-১০০% প্রশ্নও কমন প‌ড়ে‌ছে এবং ইনশাল্লাহ সামনেও প্রশ্ন কমন পড়বে।
ব্যাংক নিয়োগ পরীক্ষার জন্যে অর্থনীতি অধ্যায়টিকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছি যাতে প্রশ্ন কমন পড়ে।

➡️ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভ‌র্তি পরীক্ষায় সর্বা‌ধিক কমন পড়েছে।

=== নির্ভয়ে আস্থা রেখে অন্তত ২ বার চোখ বুলান, কথা দিচ্ছি পড়াটা অন্তরে গেঁথে যাবে। ===
বইটির মূল্য: ২২০ টাকা (স্থান‌ভে‌দে ১০ টাকা বে‌শি হ‌তে পা‌রে)। বইটি সারাদেশে পাওয়া যাচ্ছে।
[এছাড়া দারাজ ও রকমারিতে পাওয়া যাচ্ছে]

== সাম্প্রতিকের জন্যে ALAL's Samprotik Hour গ্রুপে যুক্ত থাকুন। ==

প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কথা দিয়ে কথা না রাখতে পারার কারণে। অনেক চেষ্টা করেছি সময়মতো বই ২টি দেবার।বই ...
24/07/2022

প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কথা দিয়ে কথা না রাখতে পারার কারণে। অনেক চেষ্টা করেছি সময়মতো বই ২টি দেবার।
বই ২টি পূর্বের চেয়ে আরও বেশি মডিফিকেশন অর্থাৎ তথ্য সংযোজন, বিগত প্রশ্ন বিশ্লেষণ, পাঠকবান্ধব সাজানো, কঠিন কনটেন্টগুলো ছাত্রবান্ধব আকারে গুছিয়ে দেওয়া ইত্যাদি বিষয়গুলোতে অগ্রাধিকার দিতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে.....।

ALAL's Computer & ICT Hour বইটি ইনশাল্লাহ ১০ - ১৫ আগষ্টের মধ্যে আপনাদের হাতে দিবো। বুঝতে পারতেছি খুব দেরি হয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাস করেন 6-12 Class এর মেইনগুলোর গুরুত্বপূর্ণ আলোচনা ও প্র্যাকটিস, HSC Board Questions, ৯টি Facultly Based Questions, Bangladesh Bank এর প্রশ্নগুলো বিশ্লেষণ ইত্যাদি আলোচনা সহ সব মিলিয়ে সুন্দরভাবে সাজাতে গিয়ে সময়টা লেগে যাচ্ছে বেশি। প্লিজ আপনাদের কাছ থেকে এই সময়টা চেয়ে নিচ্ছি। কথা দিচ্ছি, ১ম সংস্করণ থেকে ২য় সংস্করণ আরও বেশি Exclusive একটি পূর্ণাঙ্গ বেসিক কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বই হবে, আপনাদের ভাল লাগবে।

GK Flash Hour - 7th Edition বইটি হাতে দিবো ৫-১০ আগষ্টের মধ্যে ইনশাল্লাহ। এই বইটিও প্রচুর মডিফিকেশ ও বিশ্লেষণ করেছি। বইটি সংক্ষিপ্ত সাধারণ জ্ঞানের বই হতে পারে কিন্তু অনেক সমৃদ্ধ ও সাজানো এবং যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী মানসম্মত একটি বই হবে।
এই ২টি বই দেবার পরই ‘‘আলাল’স Mnemonic আন্তর্জাতিক মানচিত্র’’ বইটি আপনাদের হাতে দিবো।
প্লিজ বিষয়গুলো ক্ষমাদৃষ্টিতে দেখবেন, বইগুলো ভাল করে সাজাতে গিয়ে এই রকম সময়গুলো বেশি লেগে যাচ্ছে। গ্রুপে কমেন্টের উত্তর সময়মতো দিতে পারছি না, বইয়ের কাজের প্রেসারে থাকার কারণে। ইনশাল্লাহ সবকিছু খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে।

11/07/2022

চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটসমূহ:
১। PBP (Partners in the Blue Pacific):
➡️ প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈ‌তিক ও কূট‌নৈ‌তিক আঞ্চলিক জোট।
➡️ সদস্য দেশ: ৫ (যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য)।

২। I2U2 (I2=India, Israel) & (U2=USA, UAE):
➡️ অর্থনৈতিক জোট। অর্থাৎ খাদ‌্য নিরাপত্তা সংকট মোকা‌বিলা সহ সা‌র্বিক বিষয়া‌দি নি‌য়ে আ‌লোচনা হ‌বে।
➡️ সদস্য দেশ: ৪ (ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত)।
➡️ প্রথম বৈঠক হবে: ১৩-১৬ জুলাই, ২০২২।

৩। QUAD (Quadrilateral Security Dialogue):
➡️ কৌশলগত নিরাপত্তামূলক আলোচনা বিষয়ক জোট।
➡️ সদস্য দেশ: ৪ (জাপান, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র)।

৪। AUKUS (Australia, the United Kingdom, the United States)
➡️ ‌নিরাপত্তা বিষয়ক জোট।
➡️ সদস্য দেশ: ৩ (অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।

৫। IPEF (Indo-Pacific Economic Framework):
➡️ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৩টি দেশকে নিয়ে গঠিত অর্থনৈতিক জোট।
➡️ সদস্য দেশ: ১৩টি (যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, নিউজিল্যান্ড ও ব্রুনেই)।
➡️ জোটের ১৩টি দেশের মধ্যে ১১ টি দেশ (ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাদে) - Regional Comprehensive Economic Partnership (RCEP)'র সদস্য। উল্লেখ্য, RCEP’র অন্যতম সদস্য চীন।

৬। IPAC (Inter-Parliamentary Alliance on China):
➡️ আন্তর্জাতিক বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার রক্ষা করা।
➡️ গঠন: ৫ জুন, ২০২০।
➡️ সদস্য দেশ: ৮টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, নরওয়ে)।

নিয়‌মিত সাম্প্রতিক সাধারণ জ্ঞা‌নের সাজা‌নো তথ‌্যগু‌লো Join করুন: ALAL's Samprotik Hour গ্রু‌পে।

28/06/2022

আগস্টের মাসের প্রথম সপ্তাহেই আস‌ছে ৪৫তম BCS সার্কুলার।
এখন পর্যন্ত পোস্ট রেডি ১৬০০+

19/06/2022

রকমারি থেকে নগদ পেমেন্টে ক্রয় করলেই ১৫% ডিসকাউন্ট!

জিকে ফ্লাশ আওয়ার (১৪০ টাকা) - লিংক: https://www.rokomari.com/.../alal-s-gk-flash-hour-general...

কম্পিউটার ফ্লাশ আওয়ার ৬১ টাকায় - লিংক: https://www.rokomari.com/.../alal-s-computer-flash-hour

সাম্প্রতিক আওয়ার ৭৬ টাকায়। লিংক: https://www.rokomari.com/book/236747/alal-s-samprotik-hour

এক্সিলেন্ট ট্রাম্প মডেল টেস্ট ১৩৫ টাকায়। লিংক : https://www.rokomari.com/.../excellent-trump-model-test

09/06/2022

আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে রকমারিতে GK Flash Hour বইটা সম্পর্কে একটা Review লিখতে পারেন। এতে যারা নতুন পাঠক আছে তারা বইটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবে। রিভিউটি সম্পূর্ণ আপনার মতো করে, নিজের অভিব্যক্তিটা প্রকাশ করতে পারেন।
== রিভিউ লেখার লিংক - https://www.rokomari.com/book/220283/alal-s-gk-flash-hour---general-knowledge-suggestions-book

যা‌দের কা‌ছে GK Flash Hour 2021 সংস্করণ আ‌ছে কিন্তু ২০২২ সা‌লে এর যে DUE PART টি বের ক‌রে‌ছি সে‌টি এখনো সংগ্রহ ক‌রেন নি...
02/06/2022

যা‌দের কা‌ছে GK Flash Hour 2021 সংস্করণ আ‌ছে কিন্তু ২০২২ সা‌লে এর যে DUE PART টি বের ক‌রে‌ছি সে‌টি এখনো সংগ্রহ ক‌রেন নি বা লাই‌ব্রেরি‌তে পা‌চ্ছেন না তারা এখন অনলাই‌নে ক্রয় ক‌রে পড়‌তে পার‌বেন boitoi এ। ক্রয় করার লিংক -
https://link.boitoi.com.bd/aW4Q

বইটই অ্যাপে এখনই পড়ুন! বইটই অ্যাপ দিচ্ছে বাংলা উপন্যাস, থ্রিলার, রোমান্টিক, ইসলামিক ই-বুক সহ হাজারো ই-বুক পড়ার সেরা ...

পরীক্ষার নাম: আলাল’স সাম্প্রতিক Hour (44th BCS) - Exam:01Exam Link: https://makemcq.com/e/17266[সাবথান: একটি MCQ তে একবা...
22/05/2022

পরীক্ষার নাম: আলাল’স সাম্প্রতিক Hour (44th BCS) - Exam:01
Exam Link: https://makemcq.com/e/17266
[সাবথান: একটি MCQ তে একবার উত্তরে ক্লিক করলে দ্বিতীয়বার দেওয়ার সুযোগ নেই। যেমনটা OMR এ একটি প্রশ্ন একবার বৃত্ত ভরাট করলে দ্বিতীয়বার আর দেবার সুযোগ থাকে না।

সময়: ৩০ মিনিট (প্রতি ভুল উত্তরের জন্যে .৫০ নম্বর কাটা হবে), পরীক্ষার শেষে নিজের মেরিট পজিশন দেখতে পারবেন যদি makemcq.com এ রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেন।

অংশগ্রহন করে নিজেকে যাচাই করুন

== মাত্র ১১৬ পৃষ্ঠার সাম্প্র‌তিক বই‌টি বাজা‌রের একমাত্র হ‌্যান্ড‌নোট আকা‌রে গোছা‌নো প্রিলির জন্যে র‌চিত বই ===বিশ্বাস...
14/05/2022

== মাত্র ১১৬ পৃষ্ঠার সাম্প্র‌তিক বই‌টি বাজা‌রের একমাত্র হ‌্যান্ড‌নোট আকা‌রে গোছা‌নো প্রিলির জন্যে র‌চিত বই ===

বিশ্বাস না হ‌লে বই‌টি অন্তত ৫ মি‌নিট ম‌নো‌যোগ দি‌য়ে প‌ড়ি‌য়েন।
*** একমাত্র আ‌মি আলাল, এতকিছুর দাম বাড়ার পরও পাঠকবান্ধব দাম ৮০ টাকা নির্ধারণ ক‌রে‌ছি।

এতটুকু নি‌র্দ্বিধায় বল‌তে পারি:
১) ২৭ মে - ৪৪তম বি‌সিএস প্রিলি,
২) ৪ জুন - ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় B unit
৩) ১১ জুন - ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় D unit

== এই ৩‌টি MCQ পরীক্ষার সাধারণ জ্ঞা‌নের সাম্প্রতিক অং‌শে আপনা‌কে শতভাগ ভরসা দি‌বে ==

** কেউ য‌দি ৩‌টি পরীক্ষায় ৯৫% কমন দেখায় তাহ‌লে আমি আলাল ৯৬% দেখাবো কিন্তু ৯৪% হ‌বে না ইনশাল্লাহ। এতটুকু কন‌ফি‌ডেন্স নি‌য়ে কেনো বললাম জা‌নেন, কারণ বই প্রকাশ করছি ২০১৭ সাল থে‌কে। আল্লাহর রহম‌তে, আজ পর্যন্ত বাজা‌রের সর্বা‌ধিক কমন সবসময় দে‌খি‌য়ে এ‌সে‌ছি। ও‌পেন চ‌্যা‌লেঞ্জ।

বই‌টি কতটুকু কার্যকা‌রি তা যে‌কো‌নো সাম্প্রতিক বই কিনার পূ‌র্বে অন্তত ১ বার (১-১৮) পৃষ্ঠা প‌ড়ি‌য়েন।

ঢাকা মেডিকেল কলেজে পড়বার সময় আমার মা আমাকে সপ্তাহে ১০০ টাকা দিতেন যাতায়াত ভাতা আর ৫০০ টাকা দিতেন মাসে অন্যান্য খরচের জন্...
03/05/2022

ঢাকা মেডিকেল কলেজে পড়বার সময় আমার মা আমাকে সপ্তাহে ১০০ টাকা দিতেন যাতায়াত ভাতা আর ৫০০ টাকা দিতেন মাসে অন্যান্য খরচের জন্য। সব মিলিয়ে ৯০০ টাকা। আমার সারা মাসে যাতায়াতের টাকা লাগত ৩০০।
সরাসরি মিনিবাসে চানখারপুল বা বখশিবাজার যেতে আসতে মিরপুর থেকে দিনে ১০ টাকা। মুড়ির টিন (বড় বাস) চড়লে ৬ টাকা , ছাত্র আই ডি কার্ড দেখালে হাফ ভাড়া, ৩ টাকা। তাই প্রতিবার মাসএর শেষ সপ্তাহের শুরুতে ১০০ টাকা পেলেই আমি চলে যেতাম নিউমার্কেট। হেঁটে যেতাম যাতে পয়সা বাঁচে,আর জমানো পুরো টাকা দিয়ে বই কিনতাম।
একবার সেরকম বই কিনে পকেটে আছে ১২ টাকা। রিকশা দিয়ে বাড়ী ফেরার সিদ্ধান্ত নিলাম। তখন ২য় বর্ষে পড়ি। রিকশাওয়ালা অতিরিক্ত ভাড়া চাইতে থাকায় আমি হেঁটে কলাবাগান চলে আসলাম। কলাবাগান থেকে আমার বাসার রিকশা ভাড়া ছিল আট টাকা। কেন যেন কোন রিকশা সেদিন আর যেতে রাজী হয় না।
আমি রাগ করে হেঁটে চলে এলাম আসাদগেট। এবার একজন রাজী হলো যেতে কিন্তু ভাড়া তখনো বেশী। পকেটের ১২ টাকাই সে চায়, আমি সিদ্ধান্ত নিলাম হেঁটেই বাড়ী ফিরবো।
ঠিক কলেজ গেট আর শ্যামলীর সংযোগস্থলে আসতেই দেখি রাস্তায় দাঁড়িয়ে এক দিনমজুর কাঁদছেন আর বলছেন,
“আল্লাহ তোমার দুনিয়ায় কি কেউ নাই আমাকে একবেলা ভাত খাওয়ায়।”
আমি তার সাথে কথা বলে মনে হলো তিনি সত্যি কথা বলছেন। সকালে এসেছিলেন তুরাগ নদীর ওপার থেকে বসিলা হয়ে। দেরী হয়ে যাওয়ায় কাজ পান নি। কাঁদতে কাঁদতে বললেন
“আজকে না খেলে তো কালকেও কাজ করতে পারবো না।”
উল্টোদিকের হোটেলে তাকে নিয়ে যেতে তিনি বললেন , কই মাছ দিয়ে ভাত খাবেন। হোটেলওয়ালা বললো, ভাত আর কই মাছ ১২ টাকা দাম। পকেটের সব টাকা দিয়ে তাকে ভাত আর কই মাছ খাওয়ালাম। তিনি হাততুলে আমাকে দোয়া করলেন, আমার স্পষ্ট মনে আছে।
“আল্লাহ,আমার ভাইটার জীবনে যেন কোনদিন ভাতের অভাব না হয়।”
আ‌মি বাকি রাস্তা হেঁটে মিরপুরে আমার বাড়ীতে ফিরলাম।
আমার পকেটে বহুদিন টাকা ফুরিয়ে গেছে। (যখন এভাবে বই বা খেলনা কিনেছি) এমনকি বিদেশেও একবার এমন হয়েছিল। পকেটে টাকা নাই। থাকতে হবে আরো দুই দিন। খিদে লাগার সাথে সাথে কেউ না কেউ , আমাকে খাবার সেধেছে। আমার জীবনে এখনো ভাতের অভাব হয় নাই।
সেদিন কেন এতটা পথ হেঁটেছিলাম?
এখন বুঝি , আমি স্বেচছায় হাঁটি নাই। সেই দিনমজুরের দোয়া কবুল হয়েছিল। আমি হেঁটেছিলাম , কারন আল্লাহ সেদিন আমার মাধ্যমে তাকে ভাত পাঠিয়েছিলেন।
তাকে আরেকবার খুঁজে পেলে আমার জন্য দোয়া করতে বলতাম।
বলতাম , আল্লাহকে বলেন ভাই
“আমার ভাইটা যেন প্রিয় মানুষের ভালবাসার মধ্যে মরতে পারে। ”
-ডাঃ আব্দুর নূর তুষার।

আলাল'স Computer Flash Hour:👉 পৃষ্ঠা সংখ্যা: ১০৪👉 দাম: ৬০ টাকা।✍️ বইটি কিভাবে সাজানো হয়েছে?1️⃣ BCS Question: ১০ম – ৪৩তম ব...
18/04/2022

আলাল'স Computer Flash Hour:

👉 পৃষ্ঠা সংখ্যা: ১০৪
👉 দাম: ৬০ টাকা।

✍️ বইটি কিভাবে সাজানো হয়েছে?

1️⃣ BCS Question:

১০ম – ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পর্যন্ত কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অংশের প্রতিটি প্রশ্নের ব্যাখ্যাসহ আলোচনা করা হয়েছে।

2️⃣ অধ্যায়ভিত্তিক BCS Question Analysis:

একটি অধ্যায় থেকে কোন বিসিএসে কয়টি প্রশ্ন এসেছে সেটি অধ্যায়ভিত্তিকভাবে Analysis করে আলোচনা করা হয়েছে। সেজন্য একজন পরীক্ষার্থী হিসেবে আপনি সহজেই বুঝতে পারবেন, কোন অধ্যায়টি বেশি গুরুত্বপূর্ণ।

3️⃣ সংক্ষিপ্ত আলোচনা:

প্রতিটি অধ্যায়ে এমনভাবে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে; আপনি কোন অংশ বাদ দিতে পারবেন না।

4️⃣ মডেল টেস্ট:
১০ সেট মডেল টেস্ট যুক্ত করা হয়েছে, ফলে অনায়াসেই আপনি নিজেকে যাচাই করতে পারবেন।

✍️ বইটি পড়ে আপনি যেভাবে উপকৃত হবেন:

✅ প্রতিটি অধ্যায়ের টপিকসে বিগত সকল নিয়োগ পরীক্ষার (ব্যাংকসহ) প্রশ্নসমূহের তথ্য অ্যাড করা হয়েছে। সেজন্য আপনার Previous Question পড়া হয়ে যাবে।
✅ BCS Question Analysis করে কিভাবে পড়তে হয় সেরকম একটি ধারণা তৈরি হয়ে যাবে।
✅ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অংশে আপনি দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন।

আপনি যদি কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি বিষয়টি নিয়েকনফিউশনে থাকেন!পড়তে যদি বোরিং লাগে!কম্পিউটারের কনটেন্টগুলো যদি সহজ ও প্রা...
30/03/2022

আপনি যদি কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি বিষয়টি নিয়ে
কনফিউশনে থাকেন!
পড়তে যদি বোরিং লাগে!
কম্পিউটারের কনটেন্টগুলো যদি সহজ ও প্রাণবন্ত বাসায় বুঝে বুঝে পড়তে চান?

তাহলে আমি বলবো অন্তত একবার হলেও ALAL's Computer & ICT Hour বইটি উল্টিয়ে পাল্টিয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাকে নিরাশ করবে না সামনের ৪৪তম বিসিএস প্রিলিমিনারিতে....।

বইটিতে যা আছে -
১। কম্পিউটার অংশটিকে ৬টি অধ্যায়ে মোট ৩৩টি পরিচ্ছেদে সাজানো হয়েছে যাতে আপনি খুব সহজে বিশ্লেষণ করে পড়তে পারেন।
২। প্রতিটি অধ্যায়ের শুরুতে ওই অধ্যায়ের সংশ্লিষ্ট বিগত সকল বিসিএস প্রিলির প্রশ্ন ব্যাখ্যাসহ সংযোজন করা হয়েছে।
৩। তারপর পরিচ্ছেদ অনুযায়ী আলোচনা করে দেওয়া হয়েছে একদম ভেঙ্গে ভেঙ্গে বিশ্লেষণ করে। ফলে আপনার যদি কম্পিউটার সম্পর্কে ধারণা না থাকলে ও আপনি যদি আমাদের বইটি নিয়ে পড়তে বসেন তাহলে আপনার পড়ার মধ্যে ভাললাগা চলে আসবে।
৪। বইটির মাধ্যমে বিসিএস প্রিলি-লিখিত, ব্যাংক নিয়োগ পরীক্ষায় সমান সংখ্যক সহযোগিতা করবে আপনাকে।
৫। বাংলাদেশের এ পর্যন্ত যত নিয়োগ পরীক্ষা হয়েছে তার সবগুলো প্রশ্ন পাবেন আমাদের বইটিতে। বিগত বছরের প্রশ্নগুলোকে [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্নাবলি / ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নাবলি / বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নাবলি] - এই ৩টি সেকশনে ভাগ করে দেওয়া হয়েছে।
৬। প্রতিটি অধ্যায়ের শেষে মাধ্যমিক ও ‍উচ্চ মাধ্যমিক পঠিত বইগুলো থেকে গুরুত্বপূর্ণ MCQ গুলোকে বিশ্লেষণ করে দেওয়া হয়েছে।

বইটি সারাদেশের অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। ৪৮৮ পৃষ্ঠার বইটির মূল্য ২২০ মাত্র (কাগজের দাম বৃদ্ধি পাওয়ার পরও!)।

বইটি কুরিয়ারে নিতে চাইলে Hour Publications পেইজে ইনবক্স করিয়েন। ফিরতি মেসেজ বিস্তারিত নিয়ম জানিয়ে দিবে।

আগামী ১লা এ‌প্রিল তোমরা যারা মে‌ডি‌কে‌ল ভ‌র্তি পরীক্ষা দি‌বে তা‌দের জ্ঞাতা‌র্থে {GK Flash Hour} বই‌টি কিভাবে রি‌ভিশন দি...
14/03/2022

আগামী ১লা এ‌প্রিল তোমরা যারা মে‌ডি‌কে‌ল ভ‌র্তি পরীক্ষা দি‌বে তা‌দের জ্ঞাতা‌র্থে {GK Flash Hour} বই‌টি কিভাবে রি‌ভিশন দি‌বে?:

1) প্রথমত, সাম্প্রতিক অং‌শে বই‌টির পৃষ্ঠা x-xii থে‌কে অর্থাৎ এই ৩ পৃষ্ঠা থে‌কে Fast Track Project অংশ‌টি মুখস্ত ক‌রে নি‌বে।
** ইউ‌ক্রেন রা‌শিয়া ইস‌্যুটা পৃষ্ঠা নং i-ii থে‌কে এক পলক দে‌খে নিও।

2) ১৮ নং অধ‌্যায়‌টি ভাল ক‌রে মুখস্ত কর‌বে, ২ বার রি‌ভিশন দাও। বি‌শেষ ক‌রে "১৯৭১ সা‌লের মহান মু‌ক্তিযুদ্ধ" কন‌টেন্ট‌টি মুখস্ত ক‌রো, এখান থে‌কে ২০-২১ সেশ‌নে ৪‌টি এবং ১৯-২০ সেশ‌নে ৩‌টি প্রশ্ন হুবহু কমন প‌ড়ে‌ছি‌লো।
*** বি‌শেষ দ্রষ্টব‌্য: Safe Zone হি‌সে‌বে রিস্ক না নি‌য়ে ৪২নং থে‌কে ৪৪নং পৃষ্ঠা পর্যন্ত তথ‌্যগু‌লো গেঁথে রা‌খো।

3) পৃষ্ঠা নং ৪৭ থে‌কে "বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান" কন‌টেন্টটি ‌দে‌খে নাও, ১৯-২০ সেশ‌নে ২টি প্রশ্ন হুবহু কমন প‌ড়ে‌ছি‌লো।

4) স্বাস্থ‌্য মন্ত্রণালয় থে‌কে প্রজ্ঞা‌পিত নতুন মে‌ডি‌কেল জি‌কে সি‌লেবাস দেওয়ার পর জাতীয় বিষয়াব‌লি কন‌টেন্ট থে‌কে পর পর বিগত ২টা সেশ‌নে ১‌টি ক‌রে প্রশ্ন এ‌সে‌ছে। সুতরাং, ৬৫ ও ৬৬ নং পৃষ্ঠা থে‌কে জাতীয় বিষয়া‌বলি কন‌টেন্ট‌টি চোখ ব‌ু‌লি‌য়ে নিতে ভুলবে না।

5) ৩৬নং অধ‌্যায়‌টি সাজা‌নো হ‌য়ে‌ছে "‌যোগা‌যোগ ব‌্যবস্থা" কন‌টেন্ট দি‌য়ে। এই অধ‌্যায়‌টি থে‌কে নতুন সি‌লেবাস দেওয়ার পর বিগত ২ সেশ‌নে ১‌টি ক‌রে প্রশ্ন এ‌সে‌ছে। সুতরা, খাম‌খেয়া‌লি কর‌বে না।

6) যে বিষয়‌টি না কর‌লেই নয়, তা হ‌চ্ছে পৃষ্ঠা নং ১৫৬-১৮৫ পর্যন্ত পৃষ্ঠা ২বার রি‌ডিং ক‌রে যাবে।

সব‌শে‌ষে এতটুকু বল‌বো, শেষ সম‌য়ে বিশাল পড়া‌শোনা না ক‌রে উপ‌রোক্ত ৬‌টি নি‌র্দেশনা বাস্তবায়ন ক‌রে পরীক্ষার হ‌লে যাও কথা দিলাম খুব ভাল এক‌টি পরীক্ষা দি‌য়ে বের হ‌বে।

**** {প্রাইমা‌রি নি‌য়োগ পরীক্ষার উপর এক‌টি দিক‌নি‌র্দেশনা দি‌বো} ****

আলাল`স GK Flash Hour - সং‌ক্ষিপ্ত সাধারণ জ্ঞান বইটি নীল‌ক্ষেতে মাত্র বই প্রবেশ কর‌লো। মূল‌্য: ১৫০ টাকা। # # এক মলা‌টে__...
11/03/2022

আলাল`স GK Flash Hour - সং‌ক্ষিপ্ত সাধারণ জ্ঞান বইটি নীল‌ক্ষেতে মাত্র বই প্রবেশ কর‌লো।
মূল‌্য: ১৫০ টাকা।
# # এক মলা‌টে___
1) সাম্প্রতিক সাধারণ জ্ঞান
2) বে‌সিক/মৌ‌লিক সাধারণ জ্ঞান
3) মি‌নি জব স‌লিউশন
4) ম‌ডেল টেস্ট পা‌চ্ছেন একসা‌থে।

{{ আমার বিশ্বাস, এবা‌রের বই‌টি দেখ‌লে আপনার ভাল্লাগবে }}

বাংলাবাজা‌রে পা‌বেন শ‌নিবার বি‌কেল থে‌কে, ফার্ম‌গেই‌টের UCC LIBRARY এবং মিরপুর ১০ এর গীতাঞ্জ‌লি লাই‌ব্রেরি‌তে পা‌বেন শ‌নিবার সকাল থে‌কে।

সারা‌দে‌শে পর্যায়ক্রমে পা‌বেন র‌বিবার ও সোমবার থে‌কে।

অনলাই‌নে সুন্দরব‌নের মাধ‌্যমে নি‌তে Hour Publications ‌পেই‌জে্ INBOX করুন, ফির‌তি মে‌সে‌জে নিয়মাব‌লি পে‌য়ে যা‌বেন।

31/01/2022

ফ্রি কুরিয়ার! সারাদেশে.....(কোনো ডেলিভারি চার্জ লাগছে না!
১. ALAL's Computer Hour -২২০ টাকা/-
বইটির নমুনা দেখতে: https://www.facebook.com/.../permalink/1125332301538869/

২. GK Flash Hour - ১৩০ টাকা/-
বইটির নমুনা দেখতে: https://www.facebook.com/.../permalink/1064837200921713/
https://www.facebook.com/.../permalink/1046229502782483/

৩. Basic GK Hour [Only BCS Preliminary] - ১৮০ টাকা/-
বইটির নমুনা দেখতে: https://www.facebook.com/.../permalink/1028873641184736/

৪. Core English Grammar - ৩৫০/-
বইটির নমুনা দেখতে: https://www.facebook.com/.../permalink/1116140929124673/

৫. সালতামামি ২০২১ - ৩০ টাকা/-
৬. কম্পিউটার Question Hour - ৪০/-

বইগুলো ফ্রি কুরিয়ার চার্জে সারাদেশে হোম ডেলিভারি নিতে Hour Publications পেইজে মেসেজ দিন।
ইনস্ট্যান্ট মেসেজেই টাকার সেন্ড ও ঠিকানার ফরম্যাট পেয়ে যাবেন।

ALAL's Computer & ICT Hour (২০২২ সংস্করণ) বইটি মাত্র 220 টাকায় (অর্থাৎ কোনো কুরিয়ার চার্জ লাগবে না!) চকচকে ছাপা ও উন্নতম...
28/01/2022

ALAL's Computer & ICT Hour (২০২২ সংস্করণ) বইটি মাত্র 220 টাকায় (অর্থাৎ কোনো কুরিয়ার চার্জ লাগবে না!) চকচকে ছাপা ও উন্নতমানের কাগজে ছাপা (পড়তে ভাল্লাগবে!)

অফারটি পাওয়া যাবে: আগামী ৩১ জানুয়ারি, ২০২২ পর্যন্ত!
Hour Publications এর সকল বইয়ে ই ফ্রি কুরিয়ার অফার চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

ফ্রি কুরিয়ারে সারাদেশে বইটি নিতে Hour Publications পেইজে ইনবক্স করুন। ফিরতি মেসেজে নিয়মাবলি পেয়ে যাবেন।

জানুয়ারি-ফেব্রুয়ারি.২০২২ সালের সকল নিয়োগ পরীক্ষার সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্যে আমাদের Hour Publications থেকে প্রকাশিত...
06/01/2022

জানুয়ারি-ফেব্রুয়ারি.২০২২ সালের সকল নিয়োগ পরীক্ষার সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্যে আমাদের Hour Publications থেকে প্রকাশিত ALAL's Samprotik Hour-সালতামামি বইটি সংগ্রহে রাখতে পারেন।

৫২ পৃষ্ঠার বইটির মূল্য মাত্র ৩০ টাকা।

বইটিতে ১/১/২০২১ - ৩১/১২/২০২১ পর্যন্ত পুরো ১২ মাসের তথ্য একদম #হ্যান্ডনোট আকারে step by step আলোচনা করা হয়েছে।

২১টি অধ্যায়ের মাধ্যমে পুরো বাংলাদেশ ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট সাম্প্রতিক তথ্যগুলোকে পদ্ধতিতে আলোচনা করে দিয়েছি।

৩০ টাকা দিয়ে সাদা হোয়াইট প্রিন্ট কাগজে ছাপা ৫২ পৃষ্ঠার বইটি অন্তত ১ বার হলেও দেখার অনুরোধ রইলো। এতটুকু বলবো হতাশ করবে না।

-----------
বইটি নীলক্ষেত, ঢাবি লাইব্রেরি, বাংলাবাজার, ফার্মগেইট, মিরপুর-১০ সহ সারাদেশে সকল অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে।
পর্যাপ্ত পরিমাণে বই দেওয়া আছে সুতরাং বই সংকট নেই আপাতত।
-----------

অফার মিস করিয়েন না (ফ্রি ডেলিভারি+পেমেন্টে ডিসকাউন্ট) ! আজ রাত ১০টা পর্যন্ত....[অফারটি পেতে বিকাশ বা নির্দিষ্ট ব্যাংকের ...
11/11/2021

অফার মিস করিয়েন না (ফ্রি ডেলিভারি+পেমেন্টে ডিসকাউন্ট) ! আজ রাত ১০টা পর্যন্ত....
[অফারটি পেতে বিকাশ বা নির্দিষ্ট ব্যাংকের কার্ডে পেমেন্টে করতে হবে)
১) ২২০ টাকার কম্পিউটার আওয়ার মাত্র ১৬৬ টাকায়!
লিংক - https://www.daraz.com.bd/products/-i183987935-s1128667421.html?search=store?spm=a2a0e.8553159.0.0.6cf11f8edX2Ney&search=store&mp=3

২) ১৩০ টাকার ‘জিকে ফ্লাশ আওয়ার’ মাত্র ১০৬ টাকা।
লিংক - https://www.daraz.com.bd/products/alals-gk-i199239060-s1146615619.html?search=store?spm=a2a0e.8553159.0.0.6cf11f8edX2Ney&search=store&mp=3

৩) ৯০ ‘টাকার সাম্প্রতিক আওয়ার (বিশেষ সংখ্যা-04) মাত্র ৮০ টাকা।
লিংক - https://www.daraz.com.bd/products/alals-samprotik-04-i202500584-s1150081164.html?search=store?spm=a2a0e.8553159.0.0.6cf11f8enBM6r2&search=store&mp=3

৪) বিশ্ববিদ্যালয় ভর্তির ইংরেজি রিটেন বই ‘‘সার্চলাইট ইংলিশ রিটেন আওয়ার’ মাত্র ১০৪ টাকা। লিংক - https://www.daraz.com.bd/products/-i184384713-s1129272993.html?search=store?spm=a2a0e.8553159.0.0.6cf11f8egiWQLT&search=store&mp=3

 : কথা রে‌খে‌ছে ঢাকা বিশ্ব‌বিদ্যালয় ভ‌র্তি পরীক্ষায় ১৬টির ম‌ধ্যে হুবহু ১৩টি কমন!*** আলাল’স সাম্প্রতিক Hour ‌থে‌কে কমনগু‌...
23/10/2021

: কথা রে‌খে‌ছে ঢাকা বিশ্ব‌বিদ্যালয় ভ‌র্তি পরীক্ষায় ১৬টির ম‌ধ্যে হুবহু ১৩টি কমন!
*** আলাল’স সাম্প্রতিক Hour ‌থে‌কে কমনগু‌লো কিছুক্ষণ পূ‌র্বে গ্রু‌পে পোস্ট দেওয়া হ‌য়েছে।

পরীক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit)
পরীক্ষার তা‌রিখ: 23 October, 2021

১৭৬ পৃষ্ঠার জি‌কে সা‌জেশন্স বই GK Flash Hour থে‌কে: ১৬টি বেসিক সাধারণ জ্ঞান প্রশ্নের ম‌ধ্যে হুবহু #১৩টি_কমন প‌ড়ে‌ছে।
GK FLASH HOUR এর মূল্য: ১৩০ টাকা (১৭৬ পৃষ্ঠা ডাবল ডিমাই সাদা কাগ‌জে ছাপা, পড়‌তে আলাদা মজা পা‌বেন ইনশাল্লাহ)।
সুতরাং কে কি বল‌লো? সেই দি‌কে না তা‌কি‌য়ে অন্তত একবার হ‌লেও যে‌কো‌নো প্রতি‌যো‌গিতামূলক পরীক্ষার আ‌গে ১ পলক প‌ড়ে যাওয়ার অনু‌রোধ রই‌লো।
++ দারাজ থে‌কে নি‌তে ক্লিক: https://www.daraz.com.bd/.../alals-gk-flash-hour...

 : কথা রে‌খে‌ছে ঢাকা বিশ্ব‌বিদ্যালয় ভ‌র্তি পরীক্ষায় ১৬টির ম‌ধ্যে হুবহু ১৩টি কমন!*** আলাল’স সাম্প্রতিক Hour ‌থে‌কে কমনগু‌...
23/10/2021

: কথা রে‌খে‌ছে ঢাকা বিশ্ব‌বিদ্যালয় ভ‌র্তি পরীক্ষায় ১৬টির ম‌ধ্যে হুবহু ১৩টি কমন!
*** আলাল’স সাম্প্রতিক Hour ‌থে‌কে কমনগু‌লো কিছুক্ষণ পূ‌র্বে গ্রু‌পে পোস্ট দেওয়‌া হ‌য়েছে।
পরীক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit)
পরীক্ষার তা‌রিখ: 23 October, 2021
১৭৬ পৃষ্ঠার জি‌কে সা‌জেশন্স বই GK Flash Hour থে‌কে: ১৬টি বেসিক সাধারণ জ্ঞান প্রশ্নের ম‌ধ্যে হুবহু #১৩টি_কমন প‌ড়ে‌ছে।
GK FLASH HOUR এর মূল্য: ১৩০ টাকা (১৭৬ পৃষ্ঠা ডাবল ডিমাই সাদা কাগ‌জে ছাপা, পড়‌তে আলাদা মজা পা‌বেন ইনশাল্লাহ)।
সুতরাং কে কি বল‌লো? সেই দি‌কে না তা‌কি‌য়ে অন্তত একবার হ‌লেও যে‌কো‌নো প্রতি‌যো‌গিতামূলক পরীক্ষার আ‌গে ১ পলক প‌ড়ে যাওয়ার অনু‌রোধ রই‌লো।
++ দারাজ থে‌কে নি‌তে ক্লিক: https://www.daraz.com.bd/.../alals-gk-flash-hour...

এই লকডাউনে Hour Publications এর বইসমূহ  #কুরিয়ারে’র মাধ্যমে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন।➡️ ডেলিভারি চার্জ: ৩০ টাকা (বইয়...
02/07/2021

এই লকডাউনে Hour Publications এর বইসমূহ #কুরিয়ারে’র মাধ্যমে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন।
➡️ ডেলিভারি চার্জ: ৩০ টাকা (বইয়ের পরিমাণ যাই ই হোক)।
➡️ যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়: সুন্দরবন কুরিয়ার সার্ভিস।
➡️ ডেলিভারি সময়কাল: ২৪ - ৪৮ ঘন্টা (সমগ্র বাংলাদেশ)

বইয়ের মূল্য তালিকা:
➡️ আলাল’স Computer Hour -২২০ টাকা।
আলাল’স Basic GK Hour - ১৮০ টাকা।
➡️ Trump-সাধারণ জ্ঞান মডেল টেস্ট - ১৮০ টাকা।
➡️ আলাল’স সাম্প্রতিক বিশেষ সংখ্যা-০৩ (অক্টোবর ২০২০ - মার্চ ২০২১) - ৪০ টাকা।
➡️ আলাল’স সাম্প্রতিক বিশেষ সংখ্যা-০২ (জানুয়ারি ২০২০ - অক্টোবর ২০২০) - ৮০ টাকা।
➡️ Searchlight English Written Hour - ১৩০ টাকা [বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্যে]।
➡️ বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক ১ - Green Signal - ৩০ টাকা।
++ কুরিয়ারে নিতে Hour Publications (facebook.com/hourpublications) পেইজে ইনবক্স করুন।

22/06/2021

--- Hour Publications থেকে কি কি সাম্প্রতিক বই বের হয়? যারা গ্রুপে নতুন তাদের জ্ঞাতার্থে!----

১) আলাল’স সাম্প্রতিক Hour
শুধুমাত্র বিসিএস প্রিলিমিনারির পরীক্ষার পূর্বে বের হয়।

২) আলাল’স সাম্প্রতিক বিশেষ সংখ্যা (১,২,৩,৪...... সংখ্যা আকারে)
প্রতি ৩ মাস অন্তর অন্তর বের হয় সকল নিয়োগ পরীক্ষাকে উপলক্ষ করে। কোভিড-১৯ এর কারণে যেহেতু পরীক্ষা হচ্ছে না এই কারণে মার্চ ২০২১ (আলাল’স সাম্প্রতিক বিশেষ সংখ্যা-০৩ এর পর আর বের হয় নি। আবার পরীক্ষাগুলো স্বাভাবিক হলে বের হবে।

৩) সাম্প্রতিক - গ্রিণ, ইয়েলো, রেড সিগন্যাল
এই সাম্প্রতিক সিগন্যালগুলো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতকালীন সময়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ৩টি সাম্প্রতিক পর্যায়ক্রমে বের হয়।
সাম্প্রতিক-০১: Green Signal নামে।
সাম্প্রতিক-০২: Yellow Signal নামে।
সাম্প্রতিক-০৩: Red Signal নামে।

**** আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। আমাদের সবগুলো বই দারাজ শপে পাবেন।

Online Partner:
1. Daraz Shop Link: https://www.daraz.com.bd/shop/hour-publications
2. Rokomari Shop Link: https://www.rokomari.com/book/author/70819/shariful-islam-alal

🏆🏆আলহামদুলিল্লাহ ‘‘আলাল’স সাম্প্রতিক বিশেষ সংখ্যা-০৩’’ বইটি প্রকাশিত হলো।🏆🏆➡️ বিসিএস প্রিলি, ব্যাংক নিয়োগ, বিশ্ববিদ্যাল...
15/03/2021

🏆🏆আলহামদুলিল্লাহ ‘‘আলাল’স সাম্প্রতিক বিশেষ সংখ্যা-০৩’’ বইটি প্রকাশিত হলো।🏆🏆

➡️ বিসিএস প্রিলি, ব্যাংক নিয়োগ, বিশ্ববিদ্যালয় ভর্তি, বিভিন্ন মন্ত্রণালয় নিয়োগ, NSI সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাম্প্রতিক সাধারণ জ্ঞান অংশে ভাল ফিডব্যাক দিবে ইনশাল্লাহ।

➡️ মূল্য: ৪০ টাকা (৭২ পৃষ্ঠা, উন্নতমানে কাগজ এবং বইটি গাম বাইন্ডিং দেওয়া হয়েছে ফলে বইটি দাগিয়ে পড়তে আলাদা একটা মজা পাবেন। এবারের ছোট্ট বইটিতে যা দিয়েছি তা একবার হলেও দেখার অনুরোধ রইলো!

➡️ সাম্প্রতিক বিশ্লেষণধর্মী বইটি কেনো আলাদা স্বকীয়তা বহন করে?

➡️ অক্টোবর ২০২০ - ১৩ মার্চ ২০২১ পর্যন্ত তথ্যসমূহ Step by step - Mnemonic way তে সাজানো হয়েছে। সূচিপত্রটি দেওয়া হলো ছবিতে (এই আলোকে সাম্প্রতিক তথ্যগুলো অধ্যায়ভিত্তিক আলোচনা করা হয়েছে)।

➡️ একই তথ্যের কনফিউশনগুলো সুন্দরভাবে বিশ্লেষণ করে দেওয়া হয়েছে।

➡️ প্রিলি এবং ব্যাংক নিয়োগে ‘‘অর্থনীতি অধ্যায়ে’’ একই কনটেন্টে ভিন্ন ডাটা থেকে সাধারণত প্রশ্ন ঘুরিয়ে আসে। এজন্য সোর্সভিত্তিক ডাটাগুলো বক্স আকারে সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি যাতে সহজে Catch Up করতে পারেন এবং শেষ সময়ে একটা কনফিডেন্স পান।

➡️ যেহেতু অল্প কয়েকদিন পর প্রিলি, তাই শেষ সময়ে কনফিডেন্স সহকারে যাতে দ্রুত সাম্প্রতিক পড়াগুলোকে রিভিউ করতে পারেন এজন্য Part-D তে পুরো একবছরের তথ্যগুলোকে #টুইস্ট আকারে দিয়ে দিয়েছি (যা বাজারে প্রথম!)। আমার বিশ্বাস, এটি থেকে ভাল একটা ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ (ভাল করে চোখু বুলিয়ে নিয়েন)।

➡️ যারা বলছেন, শেষ সময়ে বই বের করেছি, পড়ার সময় নাই ইত্যাদি..... তাদের জ্ঞাতার্থে আমি বলবো ভাই শুনেন যে পরিমাণ #ফেইসবুকে সময় দিচ্ছেন তা আজ থেকে বন্ধ করে দিয়ে সেই সময়টাই #বিশেষ_সংখ্যা_০৩ এ ব্যয় করুন, বহুত ফায়দা পাবেন। বিশ্বাস রেখে বলতে পারি।

➡️ আলাল’স সাম্প্রতিক বিশেষ সংখ্যা বইটি ৩ মাস অন্তর অন্তর বের হয়। সুতরাং বইটি শুধু প্রিলির জন্যে ই নয় বাংলাদেশের যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার #সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্যে শ্রেষ্ঠ সহায়ক হিসেবে কাজ করবে। ধন্যবাদ।

➡️ +++ আলাল’স Computer Hour ও সাম্প্রতিক বিশেষ সংখ্যা-০৩ কুরিয়ারে নিতে আলাল’স Computer Hour পেইজে ইনবক্স করুন।

 ংক্রান্ত_‌পোস্ট: অনেকে আমার প্রকা‌শিত বইগু‌লোর না‌ম ও কোন‌টি কার জন্য র‌চিত? এ‌টি নি‌য়ে কন‌ফিউজড হয়ে যান। আশা ক‌রি এ...
19/06/2020

ংক্রান্ত_‌পোস্ট: অনেকে আমার প্রকা‌শিত বইগু‌লোর না‌ম ও কোন‌টি কার জন্য র‌চিত? এ‌টি নি‌য়ে কন‌ফিউজড হয়ে যান। আশা ক‌রি এই পো‌স্টের Picture বা PDF টি দেখ‌লে একদম ক্লিয়ার হ‌য়ে যাবেন।

++ আ‌মি মূলত ৩টি প্ল্যাটফর্মে লেখা‌লে‌খি ক‌রি।
A) BCS
B) Bank&Others Job
C) University Admission Test
++ সাধারণ জ্ঞা‌নে বে‌সিক ও সাম্প্র‌তিক এই ২টা অংশ হওয়ায় এবং ৩টা প্ল্যাটফর্মে লেখা‌লে‌খি ক‌রি বিধায় বই‌য়ের সংখ্যা বে‌শি হ‌য়ে গে‌ছে। যার কার‌ণে নতুন সদস্যরা বিভ্রান্ত হ‌য়ে যান।
*** এ বিষয়‌টি চিন্তা ক‌রে, আমার র‌চিত বই‌গুলোর Catolouge দি‌য়ে দিলাম ছ‌বি এবং PDF আকারে।
PDF Download Link: bit.ly/alalsbooklist

*** অ‌নে‌কে বল‌তে পা‌রেন, এতো ভিন্ন ভিন্ন বই ‌বের করার কি দরকার? ১টা সাম্প্র‌তিক ও ১টা বে‌সিক বই বের কর‌লেই তো হয়!
তা‌দের জ্ঞাতা‌র্থে-BCS সি‌লেবা‌সের কিছু অধ্যায় আ‌ছে যেগু‌লো অন্যান্য নি‌য়োগ ও ভা‌র্সিটি ভ‌র্তি পরীক্ষায় একদমই আ‌সে না। তদ্রুপভাবে Bank, Others Exam ও University Admission এর ক্ষে‌ত্রেও!
তারপর ও কারোর কো‌নো কিছু জানার থাক‌লে Comments কর‌তে পা‌রেন।

Facebook Group: [নিয়মিত লেখালেখি করে থাকি, যুক্ত থাকলে সহজে সকল তথ্য দ্রুত পেয়ে যাবেন]
১। বিভিন্ন নিয়োগ পরীক্ষা ও বিসিএস: https://www.facebook.com/groups/alalgk/
২। বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের জন্যে: https://www.facebook.com/groups/alalsgk/

(ক‌মেন্টস, মে‌সেঞ্জার, ফোনকল, হোয়াটসঅ্যাপে এ বিষয়গু‌লো নি‌য়ে আপনারা প্রায়ই জান‌তে চান, এ জন্য দি‌য়ে দিল‌াম)। ধন্যবাদ।

প্রয়োজনে:
শরিফুল ইসলাম আলাল
বিএসএস (সম্মান), এমএসএস, সমাজকল্যাণ
ঢাকা বিশ্ববিদ্যালয়।
মোবাইল: 01911-578340 (Whatsapp)
Facebook: https://www.facebook.com/alalmdsharif

Basic সাধারণ জ্ঞা‌নের জন্য র‌চিত "Alal's GK Hour -বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল ও তথ্য-প্রযুক্তি" - হ্যান্ডনোট আকারে রচিত...
02/01/2020

Basic সাধারণ জ্ঞা‌নের জন্য র‌চিত "Alal's GK Hour -বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল ও তথ্য-প্রযুক্তি" - হ্যান্ডনোট আকারে রচিত বই‌টির #ভূ‌গোল অং‌শের অ‌তি গুরুত্বপূর্ণ #২১টি_ট‌পিকস শেয়ার করা হ‌লো আপনা‌দের অনু‌রো‌ধে।

*** বাংলা‌দেশ পার্ট এর প্রথম ৮ পৃষ্ঠা দেখ‌তে ক্লিক করুন: https://www.facebook.com/groups/alalgk/permalink/611887159550055/

#‌শেয়ার ক‌রে রে‌খে দি‌তে পা‌রেন, সবসময় যে‌কো‌নো নি‌য়োগ পরীক্ষায় কমন পা‌বেন ই।

Alal's GK Hour বইটি BCS প্রিলি.. ব্যাংকসহ সকল নিয়োগ পরীক্ষার বেসিক সাধারণ জ্ঞানের জন্যে অধিক সহায়ক।

*** সাধারণ জ্ঞানের সিলেবাসটা অনেক বড় এবং বাজারে প্রচলিত বইগুলো সাধারণত অধিক বড় হবার কারণে সকল তথ্য পড়ে শেষ করা যায় না বা শেষ হলে ও তা রিভিশন দেওয়া হয় না বা সময় পাওয়া যায় না রিভিশন দেবার।

সেই দিকটি চিন্তা করে, যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার বিগত প্রশ্নগুলো বিশ্লেষণ করে বেসিক সাধারণ জ্ঞানের যে অংশগুলো একদম না পড়লেই নয়/পরীক্ষায় যেগুলো আসার মতো এবং যে গুলো বার বার রিভিশন দিতে হয় তা বিশ্লেষণ করে আলোচনা করে দেওয়া হয়েছে বইটিতে। এতটুকু বলবো এই বইটি আপনার লাল/সবুজ কালিতে দাগানো হ্যান্ডনোট ই মনে হবে।

বলবো না যে এই বইটি থেকে অমুক তমুক পরীক্ষায় এতোটি/ততোটি কমন পড়েছে! তবে এতটুকু বলবো খুব ভাল একটি পরীক্ষা দিবেন বেসিক সাধারণ জ্ঞান অংশে। তবে কতটি কমন পড়েছে তা ‘ALAL's Samprotik Hour - https://www.facebook.com/groups/alalgk/'' গ্রুপের announcement এ দেওয়া আছে, দেখতে পারেন।

একপলক দেখার জন্যে বই‌টির বাংলাদেশ বিষয়াবলি অংশের প্রথম ৮ পৃষ্ঠা দেওয়া হলো।

বইটির মোট পৃষ্ঠা: ১৬৮ (ডাবল ডিমাই সাইজ), মূল্য: ১৩০/১৪০ টাকা। নীলক্ষেত সহ সারাদেশে পাওয়া যাচ্ছে।

Free_Delivery_Offer: ‌ফ্রি ডে‌লিভা‌রি (সারা‌দে‌শে)'‌তে পাঠা‌নো হ‌বে।

#কু‌রিয়া‌রে_বই_‌অর্ডা‌রের_‌নিয়ম:

*** আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর এবং বিকাশ/র‌কে‌টের ট্রান‌জেকশন নাম্বার লি‌খে 01521-253774 নাম্বারে করুন।

া_rocket_এ_টাকা_পাঠা‌নোর_‌নিয়ম: ১৪০ টাকা বিকাশ/র‌কে‌টে সেন্ড মা‌নি কর‌বেন।

১| ‌বিকাশ পা‌র্সোনাল নাম্বার: 01521-253774

২| র‌কেট পা‌র্সোনাল নাম্বার: 01521-253774-8

*** আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর 01521-253774 নাম্বারে sms করার সময় অবশ্যই বিকাশ/র‌কে‌টের মাধ্য‌মে টাকা পাঠা‌নোর ট্রান‌জেকশনকৃত নাম্বার‌টি সা‌থে পা‌ঠি‌য়ে দি‌বেন।

== বই‌টি সুন্দরবন কু‌রিয়া‌র সা‌র্ভি‌সের মাধ্য‌মে ২৪/৪৮ ঘন্টার ম‌ধ্যে সারা‌দে‌শে ডে‌লিভা‌রি হ‌বে।

25/11/2019

আগামী ১লা ডিসেম্বর, ২০১৯: প্রকাশিত হবে সাম্প্রতিক: ‘‘১ মলাটে ১২ মাস - সালতামামি’’
আসন্ন ডিসেম্বর’ ২০১৯ এ শুধুমাত্র বিভিন্ন ব্যাংক, PSC কর্তৃক বিভিন্ন নিয়োগ পরীক্ষা উপলক্ষে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্যে রচিত হচ্ছে:
‘‘১ মলাটে ১২ মাস - সালতামামি’’ - এখানে তথ্য থাকবে (জানুয়ারি টু ডিসেম্বর ২০১৯ পর্যন্ত) ৪টি পার্টে ভাগ করা থাকবে।
১) পার্ট-০১ (Green Signal) : জানুয়ারি টু মে।
২) পার্ট-০২ (Yellow Signai) : জুন টু জুলাই।
৩) পার্ট-০৩ (Red Signal): আগষ্ট টু সেপ্টেম্বর।
৪) পার্ট-৪ (Red Signal-02): অক্টোবর টু ডিসেম্বর।
মূল্য: ৬০ বা ৭০ টাকা হবে।

**** উল্লেখ্য, শুধুমাত্র ৪১তম বিসিএস প্রিলিমিনারির জন্যে রচিত হবে: আলাল’স সাম্প্রতিক Hour-6th Edition''; এটি ৪১তম বিসিএস সার্কুলার দিলেই পরবর্তীতে বের হবে।

23/10/2019

থে‌কে পর্যায়ক্র‌মে নি‌মোক্ত বইগু‌লো ইনশাল্লাহ বের হ‌বে। ** আপনা‌দের সক‌লের দোয়া ও ভ‌া‌লবাসা চাই।
1) বাংলা Hour
2) English Hour
3) Math Hour
4) Science Hour
5) Computer Hour
6) Question Hour *** শীঘ্রই বাজা‌রে আস‌বে এ‌টি।
7) Bangladesh&International Mnemonic Map Hour *** শীঘ্রই বাজা‌রে আস‌বে এ‌টি।
[note: বইগু‌লো অবশ্যই মানসম্মত ও সেরা কাজ‌টি দি‌য়েই বের করা হ‌বে। সময় লাগুক, কিন্তু কোয়া‌লি‌টিফুল কাজ অবশ্যই হ‌বে সে নিশ্চয়তা দিচ্ছি। ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের এক ঝাঁক মেধাবী ছাত্র এর সা‌থে যুক্ত হ‌য়ে‌ছে। উ‌ল্লেখ্য, তারা একজনও ক্যাডার নয়।]
****
---- #বে‌সিক_GK_অংশ----
১| "আলাল'স GK HOUR - বাংলা‌দেশ, আন্তর্জা‌তিক, ভূ‌গোল ও তথ্যপ্রযু‌ক্তি" [ বাজা‌রে পাওয়া যা‌চ্ছে।]
---- #সাম্প্রতিক_Recent_GK_অংশ----
১| "আলাল'স সাম্প্র‌তিক Hour *** পরবর্তী 6th edition শীঘ্রই বাজা‌রে আস‌বে।

"বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস-BUP", চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের স...
03/10/2019

"বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস-BUP", চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের জন্য:
#সাম্প্রতিক_সাধারণজ্ঞান:
তিনটি সিগন্যাল (গ্রীন,ই‌য়ে‌লো,রেড)
#‌বে‌সিক_সাধারণ_জ্ঞান:
আলাল'স GK Hour

*** অর্থাৎ উপ‌রোক্ত ৪টি বইয়ের মূল্য 250 টাকা। 250 টাকায় সাধারণ জ্ঞা‌নের একটি পূর্ণ প্যাকেজ পেয়ে যাচ্ছেন। স‌ারা‌দে‌শে পাওয়া যা‌চ্ছে।

*** কু‌রিয়া‌রে নি‌তে কল 01521-253774 (*** অফার: মাত্র ২৫০ টাকায় বিকাশ/র‌কে‌টে পে‌মেন্ট ক‌রে নি‌তে পার‌বেন ৩ অ‌ক্টোবর থে‌কে ৬ অ‌ক্টো‌ব‌রের ম‌ধ্যে, কু‌রিয়ার চার্জ ফ্রি)।

*** ভাইয়া আমি এতোটুকু বলতে চাই আপনি এই বইগু‌লো প‌ড়ে যান ইনশাল্লাহ GK অং‌শে (BASIC+সাম্প্র‌তিক) খুব ভালো পরীক্ষা দিবেন। ঢা‌বির ভ‌র্তি পরীক্ষায় যেমনটা সফলতা পে‌য়ে‌ছেন।

ইনশাল্লাহ, আগামী ১ অ‌ক্টোবর থে‌কে ৭ অ‌ক্টোব‌রের ম‌ধ্যে "আলাল'স সাম্প্র‌তিক HOUR-6th edition'' বাজা‌রে। *** এবা‌রের সংস...
21/09/2019

ইনশাল্লাহ, আগামী ১ অ‌ক্টোবর থে‌কে ৭ অ‌ক্টোব‌রের ম‌ধ্যে "আলাল'স সাম্প্র‌তিক HOUR-6th edition'' বাজা‌রে।

*** এবা‌রের সংস্কর‌ণে আ‌রো নতুনত্ব দেবার সেরা চেষ্টাটা কর‌ছি পূ‌র্বের সংস্করণগু‌লোর ন্যায়।
*** বই‌টি ৪১তম প্রি‌লি, ৪০তম লি‌খিত, ব্যাংক নি‌য়োগ সহ চাক‌রির পরীক্ষার উপল‌ক্ষে নিয়‌মিত প্রকাশনা।

[‌বি‌শেষ দ্রষ্টব্য: বই‌টি শুধুমাত্র BCS, বি‌ভিন্ন চাক‌রি নি‌য়োগ পরীক্ষার জ‌ন্যে র‌চিত, বিশ্ব‌দ্যিালয় ভ‌র্তিচ্ছু‌দের জ‌ন্যে নয়।]

07/09/2019

লেখকঃ শরিফুল ইসলাম আলাল, ক্যাটাগরিঃ প্রসেসিং, মূল্যঃ 143, লিংকঃ www.rokomari.com/book/189392

Address

Katabon Road
Dhaka
1205

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Hour Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hour Publications:

Share

Category

Nearby media companies