রিসালাত-Resalat シ︎

রিসালাত-Resalat シ︎ আমার কান্না দেখে যদি কেউ হাসে, হাসুক। কিন্তু আমার হাসি দেখে যেনো কেউ না কাঁদে 🙂✌
আলহামদুলিল্লাহ্...

🔥অফার অফার অফার🔥ফ্রী রেজিষ্ট্রেশন করে প্রফেশনাল আর্নিং কোর্স নিলেই পাচ্ছেন এক মাস পর্যন্ত ওয়েলকাম গ্লোবাল বোনাস😱😱যারা ইন...
27/01/2023

🔥অফার অফার অফার🔥
ফ্রী রেজিষ্ট্রেশন করে প্রফেশনাল আর্নিং কোর্স নিলেই পাচ্ছেন
এক মাস পর্যন্ত ওয়েলকাম গ্লোবাল বোনাস😱😱

যারা ইনকাম করতে চান দ্রুত যোগাযোগ করুন।

01/01/2022
03/08/2021

- one day inshallah 🥰🥰

02/08/2021

-My love was really no shortage🥺🥀

 #কিছু_টাকা_আর_সময়_এর_জন্য_এক #পবিত্র_ভালোবাসার_মানুষের_আত্মহত্যা😭😭😭সত্যি একটা কষ্টের গল্প 😭আশা করি সবাই পড়বেন🙏 ছেলেঃ বি...
31/07/2021

#কিছু_টাকা_আর_সময়_এর_জন্য_এক
#পবিত্র_ভালোবাসার_মানুষের_আত্মহত্যা😭😭

😭সত্যি একটা কষ্টের গল্প 😭আশা করি সবাই পড়বেন🙏
ছেলেঃ বিয়েটা তাহলে সত্যি করছো 😭
মেয়েঃ হুুম করছি,,,😭 কেন কোন সমস্যা😡
ছেলেঃ তাহলে আমায় ভালোবাসলে কেন,,?😿
মেয়েঃ আসলে তখনতো ভুল করেছিলাম,, এখন বুঝতে পেরেছি,,😊
ছেলেঃ কী ভুল জানতে,,,পারি😫
মেয়েঃ তোমার মতো গরিব ছেলেকে ভালোবেসে ছিলাম,😿 তার উপর আবার তুমি বেকার😯
ছেলেঃ তার মানে আমার থেকে বেটার কাউকে পেয়ে গেছ??,,😫
মেয়েঃ হুুম।😥অনেক বড় লোক😯
ছেলেঃ কত টাকা বেতন পায় জানতে পারি,,🙏
মেয়েঃ প্রায় ১ লাখ টাকা 💛
ছেলেঃ আমায় আর কিছুটা দিন সময় দিতে পারতে😥
মেয়েঃ না,আর সম্ভব না।আমি আর তোমাকে চায় না,,😯
ছেলেঃ আমি তোমাকে খুব ভালবাসি,,তোমায়,ছাড়া বাচবো না,,,মরে যাবো,,

মেয়েঃ দেখো নেকামো করো না।আর আমি চাই না,তুমি আমার সাথে কোন যোগাযোগ করার চেষ্টা করো বা আমার বিয়েতে আস,,😡😡
মেয়েটা ছেলেটাকে অপমান করে চলে আসে। কয়েক দিন পর মেয়েটার বিয়ে হল,, আর মেয়েটা ওর husband কে সব খুলে বলে,😑 ওর husband সব শুনে বলে তুমি ছেলেটার সাথে অন্যায় করেছো |

চল আমরা দুজনে ওর বাড়িতে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে আসি।তার পর ওরা ছেলেটার বাড়িতে যায়। দরজা নক করে। কিন্তুু কেউ দরজা খুল ছিলো না। তাই ওরা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকলো,,আর,দেখতে পেলে ওপরে ঝুলছে ছেলেটার লাশ। 😭মেয়েটা চিৎকার করে উঠলো,,

তারপর
ওর husband যা বললো তা শুনে মেয়েটা অবাক হয়ে গেল,,ওর husband বলল ইনিতো আমাদের অফিসের বস,যার বেতন 5 লাখ টাকা, আর ইনিতো আজকেই জয়েন করেছে😭আর মেয়েটা দেখতে পেল পাশে একটা চিঠি পড়ে আছে আর তাতে লেখা ছিল-
সময়টা বড্ড বৈমান। সময়ের জন্য তুমি বদলে গেলে😭আমি হারালাম তোমাকে,, 😭আর তোমাকে ছাড়া আমার বেচে থাকা অসম্ভব।

তাই চলে যাচ্ছি, ভাল থেকো,,,😭😭 মেয়েটা চিঠিটা পড়ে জোরে জোরে কান্না করতে লাগলো,, 😭😭 কিন্তুু কোন লাভ নেই,, আরতো ছেলেটা বেচেঁই নেই,,নিয়তির কী খেলা,, টাকার কাছে হার মানলো ছেলেটার পবিত্র ভালোবাসা😭|

কিছু সময় আর টাকার জন্য একটি পবিত্র ভালোবাসা ! তাঁর জীবনসঙ্গীকে আজ নিজের করতে পারল না |😭😭

তোমাদের জন্য এত কষ্ট করে গল্প পোস্ট করি তোমরা লাইক কমেন্ট করো না.

31/07/2021

💯✅

30/07/2021

-feel the moment 🥺🥀

30/07/2021

-Love you all friends🥰🥰

ঘরের বউকে ঠিক রাখতে হলে যা যা করা উচিত আমার মতেঃ-👇👇👇👇১. বউকে স্মার্ট মোবাইল দেয়া যাবে না।২. বউকে বাজারে পাঠানো যাবে না।৩...
30/07/2021

ঘরের বউকে ঠিক রাখতে হলে যা যা করা উচিত আমার মতেঃ-👇👇👇👇
১. বউকে স্মার্ট মোবাইল দেয়া যাবে না।
২. বউকে বাজারে পাঠানো যাবে না।
৩. বউ এর বাপের বাড়ি একা পাঠানো যাবে না।
৪. বাসায় কোনো পরপুরুষকে আসতে দেয়া যাবে না। সেই যেইহোক যেমন খালাতো, মামাতো, ফুফাতো, চাচাতো, পাড়াতো মোট কথা কোনো ভাই না।
৫. বিয়ের পর পড়ালেখা বন্ধ
৬. বিয়ের অনুষ্ঠানে বা গায়ে হলুদে পাঠানো যাবে না।
৭. নিজের ঘরের বাহিরে কারো ঘরে পাঠানো যাবে না।
৮. বাচ্চাদের বিদ্যালয়ে আনা নেয়ার জন্য যতটুকু সম্ভব বউকে না পাঠানো। নিজে না পারলে বাবা অথবা ভাইকে দিয়ে পাঠানো
৯. ঘরে টিভি রাখা যাবে না।
১০. বউকে সময় দিবেন আর ভালবাসবেন।।।।।
বউকে বেশি টাকা দেখাবেন না। আর সব সময় ভালবাসা দিবেন
🌷🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🎸🎸🎸🎸🎸🎸🎸🎸

M #যৌক্তিক দাবি২ টাকার শ্যাম্পুর মেয়াদ ৩ বছর! আর ৫৪ টাকায় ২ জিবি ডাটার মেয়াদ ৩ দিন!! আমার টাকা আমি যতদিন খুশি ভেঙ্গে ভেঙ...
29/07/2021

M #যৌক্তিক দাবি

২ টাকার শ্যাম্পুর মেয়াদ ৩ বছর! আর ৫৪ টাকায় ২ জিবি ডাটার মেয়াদ ৩ দিন!! আমার টাকা আমি যতদিন খুশি ভেঙ্গে ভেঙ্গে খরচ করব। আমার ডাটা যতদিন খুশি যেভাবে খুশি আমি ব্যবহার করব। সিম কোম্পানি মেয়াদ ধরিয়ে দেবে আর কাজে অকাজে সেই ডাটা খরচ করতে মরিয়া হয়ে উঠব? আমার যতটুকু প্রয়োজন, যখন প্রয়োজন আমি আমার মত চালিয়ে নিতে চাই। মেয়াদ ভিত্তিক অপসিস্টেম বন্ধ করুন।

#হোক_প্রতিবাদ

28/07/2021

-how cute 🥺🥀

✅মা এখনও অংক বোঝেনা, ১ টা রুটি চাইলে ২ টা নিয়ে আসে।কোথাও  যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজিও ...
27/07/2021

✅মা এখনও অংক বোঝেনা,

১ টা রুটি চাইলে ২ টা নিয়ে আসে।
কোথাও যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়।

মা ইংরেজিও বোঝে না,

I hate u বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়।

মা মিথ্যেবাদী,

না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে।

মা বোকা,

সারাজীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালোমন্দের পিছনে কাটিয়ে দেয়।

মা চোর,

বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়।

মা নির্লজ্জ,

মাকে কতবার বলি আমার জিনিষে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।

মা বেহায়া,

আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।

মায়ের কোন কমনসেন্স নেই,

আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা এতো খাবার কম কেন? এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এতো খাওয়ার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া ছেলে।

মা কেয়ারলেস,

নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশিতে তাঁর দিনটা যেন ওলটপালট হয়ে যায় ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে বসে।

মা আনস্মার্ট,

সঞ্জীবের মায়ের মতো করে মা দামী দামী শাড়ি পড়ে না। ভ্যানিটিব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায়না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালোমন্দের চিন্তায় পুরোনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়।

মা স্বার্থপর,

নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।

পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাঁদের এত কষ্ট দিই। তবুও তাঁদের পরিবর্তন হয়না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তাঁরা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো আল্লাহর কাছে আমাদের মঙ্গলের জন্য প্রার্থনা করে।
সারাজীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে 'মা' ডাক শুনতে চান। তাঁরা কতো নির্বোধ তাই না?

চেক করুন
পেজটিকে এবং ফলো করে পাশে থাকুন।।

অল্প বয়সে বিয়ে করলে কি উপকার আপনি কি জানতে চান।।👇👇এই সমাজ তোমাকে ভালকিছু দিতে চায়নাবরং তোমাকে পাপের সাগরে ডুবাতে চায়এইভা...
27/07/2021

অল্প বয়সে বিয়ে করলে কি উপকার
আপনি কি জানতে চান।।👇👇

এই সমাজ তোমাকে ভালকিছু দিতে চায়না
বরং তোমাকে পাপের সাগরে ডুবাতে চায়
এইভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের চরিত্র
পারছিনা যৌবন কে পবিত্র রাখতে

কারণ হচ্ছে যৌবন এক ধরণের ক্ষুদা।
ক্ষুদা লাগলে যেমন খাবারের দরকার হয়
ঠিক তেমন যৌবনের ক্ষুদা লাগলে বউ দরকার হয়।

কিন্তু সমাজ বলছে আগে প্রতিষ্ঠিত হও।
তারপর বিয়ের পিড়িতে বসো।

অতচ এই আয়াতে আল্লাহ বলেন :
وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
বিয়ে করো,তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি
আল্লাহর......!!!!!!অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো।

আবার রাসুল (সা.) বলেছেন, ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।
১। আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী,

২। চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী
সম্পদ আদায় করে মুক্ত হতে চায়

৩। ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।

হাদিসটি পাবেন

(তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি, সুনানুল

অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু
সময় পাওয়া যায়।কেন এতো বিয়ে করতে দেরি
করছেন।আল্লাহ তো অফার দিয়ে রাখছেন।
আল্লাহ তোমাকে বড়লোক বানিয়ে দেবেন তার
ওয়াদা দিয়েছেন।
শুধু খামাখা কেন দেরি করছেন, বিয়ে করুণ......
যৌবন শুরু হয়েছে, আল্লাহর দেয়া বিশাল
অফার টাকে গ্রহণ করুণ।
বিয়ে করুণ

বিয়ে করলে যে উপকারিতা পাবেন তা হলো

১। লজ্জা স্থানের হেফাজত হয়

২। বিবাহ চক্ষু নিচু করে

৩। তাড়াতাড়ি ধনি হওয়া যায়।

৪। ইমান পরিপূর্ণ হয়

৫। অসুস্থতা দূর হয়।

৬। ইবাদতে মজা পাওয়া যায়।

৭। আল্লাহর নৈকট্য লাভ করা যায়।

৮। মানসিক তৃপ্তি পাওয়া যায়।
এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবেন
যেনা করতে গিয়েও তা পাবেন না।

৯। মেজাজ ঠান্ডা থাকে।মাথা কখনো হট হবেনা।

১০। যৌবনের ক্ষুদা নিবারণ হয়।

আরো অনেক উপকারিতা আছে।

খাবার না পেলে যখন ক্ষুদার যন্ত্রনায় হারাম
ভক্ষণ করে ফেলে।ঠিক সেই রকম বউ না থাকলে যৌবনের ক্ষুদার তাড়নায় অনেকে লজ্জা স্থান দিয়ে পর নারীর সাথে যিনা করে ফেলে।

বিয়েকে সহজ করুণ,দেখবেন সমাজ থেকে
অনেক জেনা ব্যাবিচার কমে যাবে।

ছেলেমেয়েদের অভিবাবকদের বলি অল্প বয়সে ছেলে মেয়ে বিয়ে করান।
সরকারি চাকরি বাদ দেন,আগে দেখুন ছেলে মানুষ কিনা।যদি মানুষ হয়, তার সাথে বিয়ে দেন।

কারণ একটা মেয়ে কখনো খাবার অভাবে
মারা যায়না।মারা যায়তো জানোয়ার গুলোর অত্যাচারে।
তাই মেয়ের বাবাদের বলছি বিষয়টি বিবেচনায় নেন।

ছেলের বাবাদের বলছি
আল্লাহ ওয়াদা দিয়েছেন ধনী বানিয়ে দেবে
তাই ছেলেকে বিয়ে করাণ,,, খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয়ে যাবে আপনার ছেলে।

আল্লাহ তায়া’লা আমাদের সবাই কে বুঝার
তৌফিক দান করুণ( আমিন)!!!

Kutti: জান🙆‍♂️শুনো?😬kutta : হুম বলো জানু😘।kutti : জান আজকে রাত ১০ টায় আমাদের বাসায় আসবা😬 যখন মা, বাবা ঘুমিয়ে পরবে।😁Kutta...
26/07/2021

Kutti: জান🙆‍♂️শুনো?😬

kutta : হুম বলো জানু😘।

kutti : জান আজকে রাত ১০ টায় আমাদের বাসায় আসবা😬 যখন মা, বাবা ঘুমিয়ে পরবে।😁

Kutta : কিন্তু রাতে কেন?🙄

Kutti : তোমাকে একটা সারপ্রাইজ দিবো😊😁

kutta : আচ্ছা আসবো।👊👊😃

রাত ১০ টায় গেলাম বাসায়😕😕

kutti : জান, 😬🙆‍♂️ ভিতরে আসো🙈😝

kutta : আসলাম।😬😬☺️☺️

Kutti : জান😬 এবার দরজা টা লাগিয়ে দাও😝🙂

kutta : লাগালাম জানু😬 কিন্তু কেন?🤬🙄

Kutti : ও জান গো😬 এবার জানালা দুইটা বন্ধ করো🙈🙈😬😬


kutta : কিছু বুঝতে পারতেছিনা😬 🙄নাও বন্ধ করলাম।🙆‍♂️🙆‍♂️

Kutti : ওই জান এবার সুইজটা OFF করো🙈😋

kutta : আচ্ছা জানু এই যে এবার বাতি OFF করলাম।😬☺️😕😕😕

kutti : জান 😝 এবার আমার নিচের দিকে তাকাও।🤥 🙈🙈🙈

kutta : তাকালাম।😕😴



,
,
,
,
,
Kutti : দেখছো জান 🙆‍♀️🙆‍♀️ আমার জুতায় লাইট জ্বলে।😜😝😝😁😁

Porar jonno tnq🥴🥴
🤣🤣🤣🤣

25/07/2021

ঘুমানোর সময় গান না সোনাটাই উত্তম🤗

24/07/2021

বাস্তবতা খুব কঠিন হয়🤣

আজ এক আর্জেন্টিনা সমর্থক শিক্ষিত চাপাবাজ ভাই আমার সামনে ব্রাজিল কে নিয়ে ট্রল করতেছিলো।তখন আমি তাকে প্রশ্ন করলাম.. #ভাই_ফ...
23/07/2021

আজ এক আর্জেন্টিনা সমর্থক শিক্ষিত চাপাবাজ ভাই আমার সামনে ব্রাজিল কে নিয়ে ট্রল করতেছিলো।
তখন আমি তাকে প্রশ্ন করলাম..
#ভাই_ফাইনাল_ম্যাচে_কারা_জিতে???
#উনি_বললেন...যারা ভালো দল ভালো খেলে তারাই জিতে।
তখন আমি বললাম...ভাই গত ২৮ বছরে ব্রাজিল ১১ টা মেজর টুর্নামেন্টের ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হইছে। তারমানে তারা অন্ততো ২৮ বছরে ১১ ম্যাচে ভালো খেলে চ্যাম্পিয়ন হইছে। আর আপনার দল আর্জেন্টিনাতো ২৮ বছরে কেবল মাত্র ১ টা ফাইনাল জিতলো তারমানেতো তারা বিগত বছরে মাত্র ১ টা ম্যাচে ভালো খেলছে। আগে লেভেলে আসেন ভাই তারপর ব্রাজিলকে নিয়ে ট্রল করেন।
আর ৫ টা বিশ্বকাপের কথাতো বাদ ই দিলাম।
তখন ভাইটার মুখ বাংলার ৫ এর মতো হয়ে গেলো।

#ফোর্সা_সেলেসাও

ব্রাজিল ফ্যানদের দেখলেই কেমন জানি খুব আপন মনে এবং একটা ভালো লাগা কাজ করে.......

-অনেকদিন পরে একসাথে দুইটা কাজ কমপ্লিট করতে পারলাম🥰🥰
21/07/2021

-অনেকদিন পরে একসাথে দুইটা কাজ কমপ্লিট করতে পারলাম🥰🥰

 #প্লিজ_দয়া_করে_গল্পটা_একবার_পড়ুন,,,,,,,,,দোস্ত_মালটা_কে_রে ?রাফি:জানিনা।এলাকায় নতুন মনে হয়।-আরে বাল রোজই তো ব্রীজে বস...
19/07/2021

#প্লিজ_দয়া_করে_গল্পটা_একবার_পড়ুন
,,,,,,,,,
দোস্ত_মালটা_কে_রে ?
রাফি:জানিনা।
এলাকায় নতুন মনে হয়।
-আরে বাল রোজই তো ব্রীজে বসে কলেজ ছুটির
টাইমে আড্ডা দেই।
কিন্তু এই কালারের বোরকা
পরা কোনো মেয়েকে তো দেখিনি।
আজই প্রথম দেখলাম।
রাফি:যাই বল মালটা কিন্তু খাসা।
-মামা ফিগার দেখছিস?
একদম উপরে ৩২ মাঝখানে
৩০ নিচে ৩৪।
রাফি:বলিসনা রে খাইতে ইচ্ছে করতেছে।
-এইযে সেক্সি ফিগারটা কে বানাইছে বয়ফ্রেন্ড?
আমরা এলাকার ভাই আছি তো।
আমাদের দিকে একটু
নজর দাও।
তুমি চাইলেই ৩২ কে ৩৬ করে দিতে
পারবো।
সারাদিন বন্ধুদের সাথে আড্ডাবাজি করে ছেলেটা।
স্কুল, কলেজের মেয়েদের ইভটিজিং করে। যাইহোক
যে মেয়েগুলোকে একটু আগে ইভটিজিং করলো
তারা চলে যাওয়ার ১ ঘণ্টা পর রাজের ফোনে কল
আসলো....
রাজের মা:বাবা তুই কই?
-কি হইছে মা? তোমার গলা এমন শোনাচ্ছে কেন?
কান্না করছো কেন?
রাজের মা:রোজা আর নেই।
-মানে....
ফোনেরওপাশ থেকে মায়ের মুখে কথাটা শোনার
পরে আকাশ ভেঙ্গে পরে রাজের মাথায়।
রোজা তার এক মাত্র আদরের ছোট বোন। রোজা ওর
কলিজার টুকরা। সেই রোজা নাকি মারা গেছে।
রাজ এটা
কেমনে মানবে?
এক দৌড়ে বাসায় আসে রাজ। পুরো আঙ্গিনা
লোকজনে ভর্তি। কান্নার রোল পরে গেছে। রাজ
নিজেও কাঁদছে। হঠাৎ পাশে থাকা রাজের বন্ধু
রাফি জিজ্ঞেস করে....
রাফি:আন্টি কিভাবে কি হলো?
-জানিনা বাবা। কলেজ থেকে একটু আগে ফিরলো।
কান্না করতে করতে ঘরে ঢুকে আর বের হলোনা
আমার রোজা।
রাফি:রাজ ভেঙ্গে পরিসনা। রোজার ঘরে চল তো।
নিশ্চয় কোনো ক্লু পাওয়া যাবে।
রাফি আর রাজ সোজা রোজার ঘরে যায়।
ঘরে গিয়ে
দেখতে পায় রোজার পড়ার টেবিলে একটা চিরকুট
বই চাপা দেয়া। রাজ সেটা হাতে নিয়ে পড়তে
থাকে। চিরকুটে লেখা ছিল....
"জানিস ভাইয়া আমাকে অনেকে তোর বিরুদ্ধে
রিপোর্ট দিতো তুই নাকি খারাপ। তুই নাকি
মেয়েদের ডিস্টার্ব করিস।
জানিস সেদিন আমার
বান্ধবী তন্নীর সাথে এটা নিয়ে ঝগড়া হইছিল।
তন্নী
আমার সাথে কথা বলেনা। কথা না বললে আমার
কি? কেন ও আমার ভাইয়ার নামে মিথ্যে বদনাম
করবে?
আমার ভাইয়া কি সেরকম নাকি?
আমার ভাইয়া ভালো ভাইয়া। আমার ভাইয়া পৃথিবীর সেরা ভাইয়া।
ভাইয়া বিশ্বাস কর উপরের এই কথাগুলো
এখন থেকে ১ ঘণ্টা আগেও আমি মনেপ্রাণে বিশ্বাস
করতাম। কিন্তু আমি ভুল ছিলাম রে ভাইয়া। ভাইয়া
জানিস তোর দেয়া আমার জন্মদিনের সেদিনের
টাকাটা আমি নষ্ট করিনি। তোর জন্য একটা
ঘড়ি কিনেছিলাম। ড্রেসিংটেবিলের ড্রয়ারে
রাখা আছে। কিন্তু প্লিজ এটা পরিসনা। আমার
হাতে কেনা কিছু পরার অধিকার তুই হারিয়ে
ফেলছিস ১ ঘণ্টা আগে। ও হ্যাঁ আসল কথাই তো
বলিনি আমি সেই টাকা দিয়ে একটা নতুন বোরকা ও
কিনেছিলাম। তুই তো জানিস বোরকা আমি অনেক
পছন্দ করি।
যাইহোক এসব কথা তোকে বলে আর
লাভ নাই। কলেজ থেকে আসার সময় ব্রীজের উপর নতুন যে মেয়েকে দেখে তুই মাল, সেক্সি বলেছিলি সেটা
আমি ছিলাম রে ভাইয়া।
তোর দেয়া টাকা দিয়ে
কেনা নতুন বোরকা পরেছিলাম বলে তুই আমাকে
চিনতে পারিসনি। কিন্তু আমি তোকে আজ চিনতে
পেরেছি রে ভাইয়া।
খুব ভাল করে চিনতে পেরেছি।
ভাইয়া বিশ্বাস কর আমি মানতে পারতেছিনা রে।
আমার ভাইয়া এমন? আমি তোর মুখের দিকে
কিভাবে তাকাবো বল ভাইয়া?
তুই ঐ মুখ দিয়ে কি কি বলছিস আমায়।
ভাইয়া রে আমি পারবনা রে।
আমি এই মুখ তোকে দেখাতে পারবনা রে ভাইয়া।
আমি সেজন্য চলে যাচ্ছি অনেক দূরে চলে যাচ্ছি।
তুই বলতিস না আমি তোর কলিজার টুকরা।
ভাইয়া রে
আমি তোর বোন তাই তোর কাছে আমি কলিজার
টুকরা।
কিন্তু আর যাদের ইভটিজিং করিস তারাও
তাদের ভাইয়ের কাছে কলিজার টুকরা। ভাইয়া আমি
জানি তুই আমাকে না চিনে এসব বলেছিস। প্লিজ
ভাইয়া আর কোনদিন কাউকে এসব বলবিনা। আমি
তো চলেই যাচ্ছি আমাকে আর ফিরে পাবিনা। সব
মেয়েদের মাঝে আমাকে খুজে নিস তোর বোন
হিসেবে। জানি এখন তুই কাঁদতেছিস। কাঁদিসনা
ভাইয়া। আমিও সারা রাস্তা কান্না করছি। ভাল
থাকিস ভাইয়া। আমাকে ক্ষমা করে দিস....
বিঃদ্রঃ নিজের বোন কলিজার টুকরা অন্যের বোন
মাল। এমনটা নয় রে ভাই। চলেন দৃষ্টিভঙ্গি পাল্টাই।
বোন তো বোনই হোক সেটা অন্যকারো বোন। ভাই
হিসেবে আমাদের দায়িত্ব প্রতিটা বোনের
নিরাপত্তা দেয়া

বিশেষ দ্রষ্টব্য গল্পটা যেমনই হোক না কেন আমরা নিজেরা নিজেরা একটু সতর্ক হই তাহলে সমাজটা বদলে যাবে

কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন..

18/07/2021

-ko gaya......🙃

18/07/2021

18/07/2021

-Single life is Best 🥰🥰

ব্রেকআপ এর ২ বছর পর রাত ৩ টার আশে পাশেছেলেটার নাম্বারে মেয়েটা কল দেয় ।ছেলে :: কে বলছেন --??মেয়ে :: কারো অনুভূতি ...ছেলে...
16/07/2021

ব্রেকআপ এর ২ বছর পর রাত ৩ টার আশে পাশে
ছেলেটার নাম্বারে মেয়েটা কল দেয় ।
ছেলে :: কে বলছেন --??
মেয়ে :: কারো অনুভূতি ...
ছেলে :: ( একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো )
মেয়ে :::এখনও জেগে আছো যে ,,,,,???
ছেলে ::: অভ্যাস + কারো ম্যাসেজের
অপেক্ষায় এখন আর ঘুম আসে না, ,,,,
মেয়ে ::: জানো সে আর মেসেজ দিবেনা ,,
তাহলে অপেক্ষা কেনো করো ,,,,,???
ছেলে :::: মন বলে অপেক্ষা করি ,,,,,, এটাই
হয়তো ভালোবাসা .......
মেয়ে ::: ভুলে যাও তাকে ,,,,
ছেলে :::চাইলেই সব সম্ভব না
মেয়ে :::: নতুন করে শুরু করো
ছেলে ::: ২য় বার কাউকে মন গ্রহণ করবে না ।
তোমার কি খবর? ??
মেয়ে ::: ভালো
ছেলে ::: ছেলে না মেয়ের মা হয়েছো
,,,???
মেয়ে ::: ছেলে, ,,,
ছেলে :::: আয়ান নাকি আরোন ,,,???
মেয়ে ::: আয়ান ,,,,
ছেলে :::: এই নামটা কেনো রাখলে ,,,???
মেয়ে ::: কারো পছন্দের নাম তাই আর, ,,,,,,,
ছেলে ::: আর কি ,,,,,
মেয়ে ::: দেখতে অনেকটাই পিচ্চি পাগলটার
মতো
ছেলে :: যাও ঘুমাও তোমার স্বামী দেখলে ভুল
বুঝবে ,,,??
মেয়ে ::: আর তুমি, ,,???
ছেলে :: ভোরের পাখিটা যখন গান গেয়ে
উঠবে তখন দরজা জানালা লাগিয়ে নিশ্চুপ হয়ে যাবো,,
মেয়ে ::: আত্মহত্যা মহাপাপ জানো না?
ছেলে :: সে কারণেই আজো বেঁচে আছি ,,!!
মেয়ে ::: তাহলে বললে যে নিশ্চুপ হয়ে যাবে,
,,???
ছেলে ::: ঘুমপরীটার খুজে স্বপ্নের দেশে পা
বারাবো ,,,
মেয়ে ::: শুধু শুধু কেনো নিজেকে কষ্ট
দিচ্ছো,,,??
ছেলে ::: অভ্যাস হয়ে গেছে পাশাপাশি
চোখের জল ও শুকিয়ে গেছে, ,,
মেয়ে :::: .......... ( চুপ )
ছেলে ::: ভালো থেকো !!!

~~~R

Address

Mirpur Road
Dhaka
8722

Alerts

Be the first to know and let us send you an email when রিসালাত-Resalat シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Digital creator in Dhaka

Show All

You may also like