Bijoy Bangla

Bijoy Bangla সত্যনিষ্ঠ সংবাদ বিজয়ের অঙ্গিকার

03/02/2025
স্বরাষ্ট্র উপদেষ্টা তো বিএনপির লোক। বিএনপির রিকমেন্ডেশনে হইছে। ব্যাকগ্রাউন্ডও আর্মির। মারলো আর্মি দোষ হইলো অন্তর্বর্তীকা...
02/02/2025

স্বরাষ্ট্র উপদেষ্টা তো বিএনপির লোক। বিএনপির রিকমেন্ডেশনে হইছে। ব্যাকগ্রাউন্ডও আর্মির। মারলো আর্মি দোষ হইলো অন্তর্বর্তীকালীন সরকারের? আর্মি চিফ প্রফেসর ইউনুসের কথা শুনে? শুনে না। সে তো আলাদা সেন্টার অব পাওয়ার বানাইছে। নতুন গাতির পিতা ওয়াকাররে নিয়া কিছু বলছে মির্জা ভাইয়ের কষ্ট হয় কেন?

মির্জা ভাই তৌহিদকে মার্ছে কোন বাহিনী। তার নাম বলেন।

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য

বিস্তারিত কমেন্টে...
02/02/2025

বিস্তারিত কমেন্টে...

02/02/2025

শিবিরের একজন সভাপতি কাওমী মাদ্রাসায় শুধু পরীক্ষা দেওয়ার অপরাধে সেই মাদ্রাসার রেজিষ্ট্রেশন বাতিল করা হয়েছিলো, শিবির করে এমন কাউকে কোনো কওমী মাদ্রাসায় পড়ার সুযোগই দেওয়া হয়না, আর বাংলাদেশের এমন একটা কওমী মাদ্রাসা দেখানো সম্ভব না যেখানে কোনো হুজুর প্রকাশ্যে জামায়াত করলে তাকে সেখানে রাখা হবে!
অথচ বছরের পর বছর জামায়াতের প্রতিষ্ঠানে কাওমীর আলিমগন চাকুরি করে আসছেন, IIUC তে নদভীর কোটায় যারা ঢুকছেন ও তার দোষর ছিলেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে, অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে রাখার প্রয়োজন মনে করেনি তাই বাদ দিছে খালাস!
তা নিয়ে আবার কথা বলাটাওতো লজ্জার!
একমাত্র জামায়াতের প্রতিষ্ঠান বলেই সব ঘরানার আলিমরা চাকুরি করতে পারছে, এখনও তামিরুল মিল্লাতসহ জামায়াতের বিভিন্ন প্রতিষ্ঠানে কওমীর আলিমগন চাকরি করতেছেন, আহলে হাদীসের অনেক আলিমও বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও চাকরি করতেছেন।

অথচ প্রকাশ্যে জামায়াত করে এমন কাউকেই কাওমী বা আহলে হাদীসের প্রতিষ্ঠানে আপনি পাবেন না। কারো বিষয়ে সন্দেহ হলেও তাকে রাখা হবেনা।

জামায়াত যদি একটা কওমী মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্যোগ নেয় তাহলে তারাতো বেফাক বা হাইয়াতে রেজিষ্ট্রেশন করতেই দিবেনা, অথচ জামায়াতের আজীবন উদারতার পরও গালিটা জামায়াতকেই শুনতে হয়।
তবে সত্য কথা হলো, তারা চাকরির সময় জামায়াতের প্রতিষ্ঠান খুঁজে, অসুস্থ হলে ইবনে সিনা খুঁজে, টাকা রাখতে ইসলামী ব্যাংকেই যায়, কিন্তু বাঁঁশ দেওয়ার সময় আবার জামায়াতকেই খুঁজে।
প্রশ্ন হলো কওমী আলিমগনের জন্য কি জামায়াতের প্রতিষ্ঠানে চাকরি করে টাকা নেওয়া কি জায়েয হবে?
যারা IIUC নিয়ে এখন হাইপ তুলছেন তাদেরত এই মাসয়ালা আলোচনা করার কথা! ©️
Habib

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার স্ট্যাটাস থেকে জানতে পারলাম বর্তমান সরকার কিভাবে গঠন হয়েছিল, এর পিছনে মাস্টার প্লানা...
02/02/2025

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার স্ট্যাটাস থেকে জানতে পারলাম বর্তমান সরকার কিভাবে গঠন হয়েছিল, এর পিছনে মাস্টার প্লানার কারা ছিল।

হাসিনার পতনের পর থেকে একটি প্রশ্নের উত্তর আমরা কখনোই পাইনি যে, এই কেয়ার টেকার সরকারের উপদেষ্টা যারা হয়েছে কারা এদেরকে নির্বাচন করেছিল !

আই.কে.বি-এর স্ট্যাটাস থেকে জানতে পারলাম তৎকালীন ডিজিএফআই ( যারা হাসিনার নিয়োগপ্রাপ্ত ছিল , এবং পড়শী দেশের মনোনীত ছিল ), হাসিনার পতন নিশ্চিত হলে আসিফ নুজরুলকে ডেকে সরকার প্রধান হতে বলে !

এরপর থেকে কি কি হয়েছে সেগুলো আমরা জানি , আবার রিপিট করার প্রয়োজন নেই।

মূলত দুজন ছাত্র প্রতিনিধিকে উপদেষ্টায় স্থান দিয়ে ছাত্রদের মধ্যে ইস্পাতসম কঠিন এককতার মধ্যে প্রথম ভাঙ্গন ধরিয়ে দেয় ( পারফেক্ট গোয়েন্দা প্লান ) ।

খেয়াল করে দেখুন ছাত্ররা যদি সারাদেশের বিশ্ববিদ্যালয় থেকে দুজন করে প্রতিনিধি নিয়ে একটি কাউন্সিল গঠন করে উপদেষ্টা নিয়োগ দিতো তাহলে ফারুকী, ব্রি শাখাওয়াত, রিজওয়ানা , আসিফ নজরুল এবং যারা গত সরকারের সুবিধা পেয়েছে তারা কেউ উপদেষ্টা হতে পারতো না।

যেহেতু ডিজিএফআই দ্বারা উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে তাই এমন লোকদের নিয়োগ দেয়া হয়েছে যারা কোন ডায়নামিক ডিসিশন নিয়ে বিগত সরকারের বিচার করতে পারবে না। তাদের সেই গাটস নাই , যেমনটি আছে মাহমুদুর রহমানের।

তার সবচেয়ে বড় উদাহরণ বিডিআর হত্যাকান্ড-এর তদন্ত না হওয়ার ডিসিশন।
বাংলাদেশের ২০ কোটি মানুষের একটাই দাবি ছিল , আর কিছু না হোক বাংলাদেশকে পঙ্গু করে দেয়া সেই বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের নাম জানা , এবং এদের কঠিন বিচার করা।
কিন্তু সেই প্রাণের দাবিকেই সর্ব প্রথম আঘাত হেনে বলা হয় , তদন্তের দরকার নাই !

যদিও সেটা পরে মুখ রক্ষার্থে চেঞ্জ করেছে, কিন্তু আমার ধারণা ওটাকে বেশি দূর আগাতে দেয়া হবে না।

আর একটি ডিসিশন নেয়া হয়েছিল জুলাইয়ের বিপ্লবে অংশ গ্রহণকারী ছাত্রদের বিচারের আওতায় আনা।

পরে সিদ্ধান্ত কি হয়েছে সেটা বড় কথা নয় , কথা হলো এই সিদ্ধান্তগুলো কেন এবং কে নিয়েছিল !

পতিত সরকারের দোসররাই যেহেতু উপদেষ্টা নিয়োগ দিয়ে ছিল তাই এই ধরণের সিদ্ধান্ত নিতে পেরেছিল।


কিভাবে ডঃ ইউনূসকে প্রধান উপদেষ্টা নিয়োগ দেয়া হলো ?!
দুজন ছাত্র উপদেষ্টার দাবির প্রেক্ষিতেই ডঃ ইউনূসের নাম সম্মুখে আসে, নইলে আসিফ নুজরুলই প্রধান উপদেষ্টা হতো।

তাহলে দেখা যাচ্ছে ডঃ ইউনুস ব্যাতিত বাকি সবাই ডিজিএফআই মনোনীত উপদেষ্টা।

যে ডিজিএফআই ভিন দেশের স্নাইপার দিয়ে দেশের মানুষকে খুন করার পারমিশন দিয়েছিল, বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে বিভিন্ন জায়গায় আনা নেয়া করা হয়েছিল ( ভিডিও আছে ) সেই তারাই এই কেয়ার টেকার সরকার গঠন করেছিল !

আর ঠিক একারণেই পতিত সরকারের সকল মন্ত্রী এমপি , নেতা , আমলা , চোর বদমাইশ সবাই ক্যান্টনমেন্টে আশ্রয় পেয়েছিল, এবং এখনো ভিআইপি ট্রিটমেন্টে আছে অনেকেই।

মূলত এই আওয়ামী লীগের মনোনীত ডিজিএফআই-এর কারণেই কোন নেতা , এমপি মন্ত্রীর দুর্নীতির বিচার এখনো হয়নি, পুলিশ নিষ্ক্রিয় হয়ে যায়, আমলারা নিজেরা হলিডে মুডে চলে যায়, এবং ভিতরে ভিতরে নিজেদের উপার্জিত টাকা পাচার করতে থাকে।

বড় বড় নামকরা বদমাইশ , সাংবাদিক পর্যন্ত গত তিনমাস ধরে তাদের একাউন্ট থেকে শত শত কোটি টাকা সরিয়ে নিতে পেরেছে।
জেলা, উপজেলা লেভেলে আওয়ামী কোন সন্ত্রাসী পাবলিকের হাতে মার্ খায় নাই।

যদিও সেই ডিজিএফআইয়ের সদস্যরা আর নাই , কিন্তু তারা সকল লুটের সম্পত্তি পাচার করতে দিয়েছে , এবং হাসিনার লেসপেন্সাররা যাতে বিচারের সম্মুখীন না হয় তারজন্য গণ হাস্যকর মামলা দিয়ে এমন অবস্থা করে রেখেগেছে যে তাদেরকে কোনদিন জেল খাটতে হবে না ।

এখন বুঝতে পারছেন, কেন এই সরকার মুখ থুবড়ে পড়েছে আমলা এবং বিচারক নামের অসৎ দলীয় পান্ডাদের অসহযোগিতায়।

এখন নিশ্চিত বলা যায় আগামী নির্বাচন পর্যন্ত কিছুই হবে না , সংস্কার ফঙস্কার কিছুই হবে না, বা হতে দিবে না।

আগামী নির্বাচন হবে আওয়ামী লুটেরাদের টাকায়।

তারা নিজেরা নির্বাচন করবে না , কিন্তু তাদের হাজার হাজার কোটি টাকা তাদের এলাকার যেসব বিএনপি বা জামাতের এমপি হবে তাদের পিছনে খরচ করবে।

আর এই সব বদমাইশরা আওয়ামী টাকায় বিজয়ী হয়ে পতিত আওয়ামীদের কারো কোন বিচার করবে না, উল্টো বিচার করতে গেলে বাধা দিবে।

এজন্যই দ্রুত নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো।
যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত তারা গর্ত থেকে বের হয়ে তাদের অর্জিত হাজার হাজার কোটি টাকা একজয় করতে পারবে।

প্রথম দিকেও সন্দেহ থাকলেও এখন আমি পুরো নিশ্চিত গণ অভ্যুথান হাইজ্যাক হয়ে গিয়েছে।

নতুনভাবে দেশ গড়ার যে সুবর্ন সুযোগ এসেছিল তা হাসিনার পতনের আগেই হাইজ্যাক করে নিয়ে যায় আগের ডিজিএফআই এবং সদ্য সাবেক জেনারেলদের মনোনীত পুতুল উপদেষ্টাদের নীরব সমর্থনে।

সত্যিকার অর্থে যদি নতুন সভ্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান তবে , সারা দেশের টপ বিশ্ববিদ্যালয় এবং প্রধান কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্র এবং একজন ছাত্রী প্রতিনিধি নিয়ে একটি বিপ্লবী কাউন্সিল গঠন করতে হবে.
তারা ডঃ ইউনুস ব্যাতিত বর্তমানের সকল উপদেষ্টাদের বহিস্কার করবে।

এরপর পরীক্ষা নিয়ে নিয়ে উপদেষ্টা নিয়োগ দিবে যারা আগামী দুই বছর দেশ চালাবে।

আগামী দুই বছর কোন নির্বাচন হবে না যতদিন প্রতিটি মন্ত্রণালয়ের সকল লুটপাটকারী আমলা , থার্ড ক্লাস বিচারক, অসৎ দুর্নীতিবাজ গুমখুনের পুলিশ কর্মতাদের বিচার না হবে।

এ যদি না করতে পারেন তবে মনে রাখবেন, আওয়ামীদের নিষিদ্ধ করেন আর নাই করেন , আগামী নির্বাচন হবে তাদের টাকায়।
তারাই খেলবে কোন এলাকায় বিএনপি অথবা জামাতের কে এমপি হবে।

ফলে , তারা ক্ষমতায় না থাকলেও ক্ষমতা নিয়ন্ত্রণ করবে বর্ডারের ওপারে বা এপারে থেকে, তাদের বিচার তো বহুত দূর কি বাত। ©️
(সংগৃহীত)

সঠিক তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের জোরালো দৃষ্টি আকর্ষণ কাম্য!https://sobujsylhet.com/sylhet/1666...
02/02/2025

সঠিক তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের জোরালো দৃষ্টি আকর্ষণ কাম্য!
https://sobujsylhet.com/sylhet/1666/?fbclid=IwY2xjawIMpQBleHRuA2FlbQIxMQABHaN2HQGdQToazteLJyUZWD7xQ1YeWDP-pLUSEJWWAiqWLxXa-cBd3aOMrQ_aem_tHjW0sclQYZrGTK0mHvnow

নবীগঞ্জে ৩ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন দুইজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তারা কোন অনুম...

ভদ্রলোক ইউনিয়ন বিএনপির আহবায়ক। বাড়ি কুমিল্লা সদরে। চট্টগ্রাম থেকে বাড়িতে এসেছেন পিতার ইন্তেকাল সংবাদ শুনে। পিতার জন্য দো...
01/02/2025

ভদ্রলোক ইউনিয়ন বিএনপির আহবায়ক। বাড়ি কুমিল্লা সদরে। চট্টগ্রাম থেকে বাড়িতে এসেছেন পিতার ইন্তেকাল সংবাদ শুনে। পিতার জন্য দোয়ার আয়োজন করেছেন কিন্তু গতরাত আড়াইটার দিকে সেনাবাহিনী তাকে তুলে নিয়ে আসে। অথচ অতীতে তার নামে মামলা দূরের কথা কোন জিডিও নাই।

আজ সকাল এগারোটা পুলিশ ফোন করে পরিবারের কাছে, পরিবারের সদস্যেরা কুমিল্লা মেডিকেল কলেজে গিয়ে তার নিথর দেহ দেখতে পান। পুরো শরীরে নির্যাতনের চিহ্ন। নিজে এতিম হয়েছিলেন, এবার তার স্ত্রীকে বিধবা করেছে ও চার মেয়েকে এতিম করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

৫৩ বছরে পাপের বোঝা তো কম হয়নি। পাপ আরও বাড়ছে। এই বাচ্চাদের কান্না আল্লাহর আরশে গিয়ে লাগবে। 😥😥
©️

দিন সবার সমান যায় না-     -     -     -     - অনেকে হয়তো ভুলে গেছেন ১৯৯৯ সনের দিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ড...
29/01/2025

দিন সবার সমান যায় না
- - - - -
অনেকে হয়তো ভুলে গেছেন ১৯৯৯ সনের দিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ডাকসাঁইটে ১জন কমরেড নেতা কাজী জাফর আহমেদ (প্রয়াত) রা*জনৈতিক আ*শ্রয় নেয়ার জন্যে অস্ট্রেলিয়ায় সপরিবারে চলে এসেছিলেন। আমি একজন উকিল হিসেবে তখন তার সেই শ*রণার্থী কেসে মাঝে মাঝে মদদ করেছিলাম। তাঁর মত মেধাবী ব্যাক্তির সান্নিধ্য আমি কখনোই ভুলবো না। তিনি ছিলেন জ্ঞানের আধার। আমার অবসরে তিনি প্রায়ই আমার অফিসে বসে ঘন্টার পর ঘন্টা 'রা*জনৈতিক স্মৃতির' আড্ডা দিতেন, শুধু আমরা দুজন, অন্য কেউ নয়। তিনি আমার অফিসে বসেই প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদকে আমার সাথে দ্বিতীয়বার টেলিফোনে পরিচয় করিয়ে দিয়েছিলেন। প্রেসিডেন্ট এরশাদের সাথে আমার প্রথম টেলিফোনে কথা হয়েছিল তার তখনকার বান্ধবী বিদিশার বোন মনীষার কারণে। মনীষা (প্রাক্তন বিমানবালা) সিডনীতে ১৯৯৮ এর শেষদিকে রা*জনৈতিক আ*শ্রয়ে বনি আমিনের মক্কেল ছিল। প্রেসিডেন্ট এরশাদের ক্যাবিনেটে আমার জানামত মাত্র দুজন 'সাপ্লাই হীন' নেতা ছিলেন, একজন ছিলেন কাজী জাফর আহমেদ এবং আরেকজন ছিল মুন্সিগঞ্জের মরহুম কমরেড শাহ্ মোয়াজ্জেম হোসেন। নাজিউর রহমান সহ বাকি বড় বড় নেতা ও মন্ত্রীরা সকলই ছিল 'সাপ্লাইয়ার' নেতা। কাজী জাফর বনি আমিনের কাছে অনেক কিছু প্রমান সাপেক্ষে বলে গেছেন, [ইন্টারভিউ উইথ হিস্ট্রি] আমি সেই বক্তব্যগুলো রেকর্ডেড করে রেখেছি ইতিহাসের সাক্ষী হিসেবে।

সম্প্রতি আমার জন্মদেশে ক্ষমতার রদবদলে বেশ কিছু B.A.L এর মন্ত্রী, আমলা, পুলিশ ও নেতাদেরকে সিডনি সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন হাটে, বাজারে ও রাস্তায় আমি দেখি। গত সপ্তাহে মেলবোর্নের রাস্তায় B.A.L এর এমন এক আমলাকে আমি দেখলাম, যা দেখে আমি নিজেকে বিশ্বাস করতেই পারিনি। আমি জানতাম তিনি গায়েব আছেন। জিজ্ঞেস করলামঃ তিনি মনের অজান্তেই বলে ফেললেন তার সারা জীবনের সঞ্চয়ের অর্ধেক (প্রায় ২৭০ কোটি টাকা) টাকা তার প্রবাসী সম্বন্ধী (স্ত্রীর ভাই)এর মাধ্যমে বর্তমানের যেকোন একজন আ*র্মি জেনারেলের 'বিদেশী ব্যাঙ্ক এ^কাউন্টে' ট্রান্সফার করে তিনি সেনানিবাস থেকে ছাড়া পেয়ে ভুসীমান্ত দিয়ে ভারত হয়ে গত নভেম্বরে আগরতলা টু কলকাতা টু মেলবোর্ন এসে পৌঁছেছেন। সেনানিবাসে বন্দি অবস্থায় তার সামনে দুটি অপশন ছিল তখন (১) টাকা দাও, দেশ ছাড়, নতুবা (২) ধরা পড়েছো বলে ক্যামেরার সামনে আসো। উক্ত আমলা বা মন্ত্রী বা পুলিশ কর্তা (গোপনীয়তার ক্ষেত্রে পদবী চেপে গেলাম) বললো সেনানিবাসে এখনো অঘোষিত প্রচুর লোক আছে যাদের সাথে দরাদরিতে আজো মিলছে না, তাদেরকে ক্যামেরার সামনে আনবে না ফা*ন্ড ট্রান্সফার করে ছেড়ে দেবে তা নিয়ে বেশ দেন দরবার চলছে। অনেক আর্মি অফিসার ও ক্ষমতাসীন আমলারা এবং একটি দলের (B) নেতারা তাদের নিজের বাড়িতে অথবা তাদের অধীনস্ত কোন নন কমিশন্ড অফিসারের বাড়িতে শে*ল্টার দিয়ে ওদেরকে চুষে চুষে খাচ্ছে। নিরাপদ আ*শ্রয়ের জন্যে একেকটি ওয়ান্টেড ব্যাক্তি থেকে শেল্টার দাতারা 'পে এন্ড স্টে' নীতিতে ব্যাপক টাকা খসিয়ে নিচ্ছে। তবে গতকাল (২৭/০১/২০২৫) মেলবোর্নের এই ব্যাক্তির একজন ঘনিষ্ঠ বন্ধু B.A.L এর প্রাক্তন মন্ত্রী জন্মদেশের কোন একটি ক্যান্টনমেন্ট থেকে ছাড়া পেয়ে বৃহত্তর সিলেটের একটি বর্ডার দিয়ে ইন্ডিয়াতে ঢুকেছে। তিনি হয়তোবা আমাদের পার্শবর্তী দ্বীপ দেশ পাপুয়া নিউ গিনিতে রা*জনৈতিক আ*শ্রয় এর জন্যে যাবেন, কারণ ইন্ডিয়া বা ক্ষমতাসীন দল বিজেপি আর 'লোড' নিতে চায় না।

(মনে রেখো হে জন্মদেশীরা 'বনি আমিন' কখনো গুজব ছড়ায় না, মিথ্যা বলে না, ধন্যবাদ [সংযুক্ত ফটোগুলো প্রধানমন্ত্রী কাজী জাফর সাহেবের সিডনীর বাড়িতে তোলা, ২০০০ সন, যখন তিনি তাঁর প্রিয় ব্যাক্তি বনি আমিনকে ডিনারের জন্যে সপরিবারে নেমন্তন্ন দিয়েছিলেন, আরো ছবি জমা আছে)

(Boni Amin)

গোলাম রব্বানির ছোট ভাই গোলাম রোহানী এখনো কিভাবে পুলিশের চাকুরীতে বহাল?ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানির ছোট...
29/01/2025

গোলাম রব্বানির ছোট ভাই গোলাম রোহানী এখনো কিভাবে পুলিশের চাকুরীতে বহাল?
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানির ছোট ভাই রোহানী জুলাই আন্দোলন দমনে তার ভুমিকা ছিলো চোখে পড়ার মতো।
সাধারণ কনস্টেবলরা সামনে যেতে না চাইলে সে তাদেরকে লা*ঠিপে"টা করতো, লা*থি মারতো, গা*লি দিতো। এমন কু*লা-/ঙ্গা-রকে শীঘ্রই দায়িত্ব থেকে অপসারণের ব্যবস্থা নেওয়া হোক।

বিশ্বখ্যাত দা'ঈ মাওলানা তারিক জামিল হাফিযাহুল্লাহ এবার টঙ্গীর বিশ্বইজতেমায় অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ।💟🌺💚
29/01/2025

বিশ্বখ্যাত দা'ঈ মাওলানা তারিক জামিল হাফিযাহুল্লাহ এবার টঙ্গীর বিশ্বইজতেমায় অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ।💟🌺💚

29/01/2025

নাঊযুবিল্লাহ, আসতাগফিরুল্লাহ!

Address

Hemayetpur
Dhaka
1347

Alerts

Be the first to know and let us send you an email when Bijoy Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bijoy Bangla:

Videos

Share