Save Bangladesh Football

Save Bangladesh Football Welcome to Save Bangladesh Football,A Bangladeshi Football brand working to uphill local football!
(22)

18/11/2024

Passion for football in Chittagong. ❤️

BGC Trust University celebrating their promotion to National Level Competition by defeating CU, CUET and UCTC.

🎥: Ismam Hossen Tanjid


18/11/2024

The next Lamine Yamal of Bangladesh? 🔥🇧🇩🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿



দুইজনের নামই চৌধুরী, দুইজনই সিলেটের সন্তান। লেস্টার সিটির একাডেমী যেন প্রজন্ম থেকে প্রজন্মে বাংলাদেশের স্বপ্নের সারথীদের...
18/11/2024

দুইজনের নামই চৌধুরী, দুইজনই সিলেটের সন্তান। লেস্টার সিটির একাডেমী যেন প্রজন্ম থেকে প্রজন্মে বাংলাদেশের স্বপ্নের সারথীদের তৈরী করে যাচ্ছে। 🇧🇩🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

জাকারিয়া চৌধুরীর জন্য শুভকামনা রইলো। হামজা চৌধুরীর মতই বিশ্বমানের একজন ফুটবলার হয়ে উঠুক সেই প্রত্যাশা ও দোয়া থাকবে সবসময়। ❤️


🚨 জিকোর সাথে কথা-ই বলেন না ক্যাবরেরা!
18/11/2024

🚨 জিকোর সাথে কথা-ই বলেন না ক্যাবরেরা!


🚨 𝗧𝗮𝗹𝗲𝗻𝘁 𝘁𝗼 𝘄𝗮𝘁𝗰𝗵 𝗼𝘂𝘁 𝗺𝘂𝘀𝘁!যুক্তরাষ্ট্রের মোহাম্মদ শায়ান হোসেন এবং লেস্টার সিটি একাডেমীর জাকারিয়া; দুইজনই অদূর ভবিষ্যতে ...
18/11/2024

🚨 𝗧𝗮𝗹𝗲𝗻𝘁 𝘁𝗼 𝘄𝗮𝘁𝗰𝗵 𝗼𝘂𝘁 𝗺𝘂𝘀𝘁!

যুক্তরাষ্ট্রের মোহাম্মদ শায়ান হোসেন এবং লেস্টার সিটি একাডেমীর জাকারিয়া; দুইজনই অদূর ভবিষ্যতে প্রতিনিধিত্ব করতে চায় লাল-সবুজের হয়ে।

এমন দুজন ন্যাচারাল ট্যালেন্টকে রাডারে আনতে পারাটা আমাদের জন্য ব্লেসিং। তাদের ফ্যামিলিরও আছে সম্মতি। বাকি কাজটা করতে হবে বাফুফেকে।




শেষ তিন সিজনে বিপিএল এ ৫৬ ম্যাচে ৫৪ গোল করেছেন সুলেমান দিয়াবাতে। এমন একজন লিথ্যাল ফরোয়ার্ডকে নিয়ে বাফুফে কী চিন্তা-ভাবনা...
18/11/2024

শেষ তিন সিজনে বিপিএল এ ৫৬ ম্যাচে ৫৪ গোল করেছেন সুলেমান দিয়াবাতে। এমন একজন লিথ্যাল ফরোয়ার্ডকে নিয়ে বাফুফে কী চিন্তা-ভাবনা করছে?





ফরোয়ার্ড লাইনের সমস্যার সমাধানের অভাবেই র‍্যাঙ্কিং এ এগিয়ে যেতে পারছে না বলে মনে করেন কোচ ক্যাবরেরা।
18/11/2024

ফরোয়ার্ড লাইনের সমস্যার সমাধানের অভাবেই র‍্যাঙ্কিং এ এগিয়ে যেতে পারছে না বলে মনে করেন কোচ ক্যাবরেরা।



Happy Birthday to Afeida Khandaker, one of the most important members of SAFF winning women's team!❤️
18/11/2024

Happy Birthday to Afeida Khandaker, one of the most important members of SAFF winning women's team!❤️



Bangladesh National Men's Team in 2023 and 2024! 2023 was better for Bangladesh NT than 2024. 📊
18/11/2024

Bangladesh National Men's Team in 2023 and 2024! 2023 was better for Bangladesh NT than 2024. 📊

একাত্তরের মহান মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু আপনাকে স্যালুট! ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা ফুটবল এ...
18/11/2024

একাত্তরের মহান মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু আপনাকে স্যালুট!

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা ফুটবল একাদশের পক্ষে নেতৃত্ব দেন জাকারিয়া পিন্টু। তার বলিষ্ঠ নেতৃত্বে-

স্বাধীন বাংলা ২ :২ কৃষ্ণনগর,
স্বাধীন বাংলা ২ : ৪ ঘোষপাল,
স্বাধীন বাংলা ৪ : ১ দক্ষিণ কলকাতা,
স্বাধীন বাংলা ৪ : ১ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন,
স্বাধীন বাংলা ৩ :০ বর্ধমান,
স্বাধীন বাংলা ০ : ১ দুর্গাপুর,
স্বাধীন বাংলা ০ : ৩ বিহার মুজাফফারপুর,
স্বাধীন বাংলা ০ : ১ চিত্তরঞ্জন,
স্বাধীন বাংলা ৩ : ২ বিহার কানপুর,
স্বাধীন বাংলা ১ : ১ বেনার্স,
স্বাধীন বাংলা ৩ : সিওয়ান,
স্বাধীন বাংলা ৫ : ০ পূর্ণিয়া,
স্বাধীন বাংলা ৩ : ১ বোম্বে,
স্বাধীন বাংলা ৫ :০ মালদহ এবং
স্বাধীন বাংলা ৫ : ০ পশ্চিম দিনাজপুর বালুর ঘাট।

সর্বপ্রথম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অত্যন্ত জনপ্রিয় রক্ষণভাগের ফুটবল খেলোয়াড় জাকারিয়া পিন্টুর নেতৃত্বে ১৯৭৩ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত মারদেকা কাপ ফুটবল প্রতিযোগিতায় অসাধারণ ফলাফল প্রদর্শন করেছিল যা নিম্নরূপ-

বাংলাদেশ ২ : ২ থাইল্যান্ড,
বাংলাদেশ ১ : ১ ভিয়েতনাম,
বাংলাদেশ ১ : ১ সিঙ্গাপুর এবং
বাংলাদেশ ০ : ৬ বার্মা (এশীয় চ্যাম্পিয়ন)

* তিনি কিশোর বয়সে ১৯৫৪ সালে ফুটবল খেলা শুরু করেন।
* ১৯৭৫ সালে ফুটবল লীগ হতে অবসর নেন।
* ক্রীড়া লেখনীতে এবং ক্রীড়া ভাষ্যকার রূপে একজন ভালো বিশ্লেষক ছিলেন।
* বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সর্বপ্রথম অধিনায়কও তিনি।
* একাধারে তিনি ১৯৬৮-১৯৭৫ সাল অবধি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করে গেছেন।

রিপোর্ট : এলিস হক
ক্রীড়া সাংবাদিক
১৮ই নভেম্বর ২০২৪

আগামীকাল সকাল ১০ টায় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর জানাযার নামাজ মোহামেডান স্পোর্টিং ক্লাবে অনুষ্ঠিত...
18/11/2024

আগামীকাল সকাল ১০ টায় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর জানাযার নামাজ মোহামেডান স্পোর্টিং ক্লাবে অনুষ্ঠিত হবে। সেখানে মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। তারপর তাঁকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে নেয়া হবে। আগামী কাল বাদ আসর মিরপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে তাঁকে দাফন করা হবে ।

আমরা 'সেইভ বাংলাদেশ ফুটবল' পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি!

প্রিমিয়ার লীগের দুই জায়ান্ট মুখোমুখি হবে আগামী ২২শে নভেম্বর, উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহম...
18/11/2024

প্রিমিয়ার লীগের দুই জায়ান্ট মুখোমুখি হবে আগামী ২২শে নভেম্বর, উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

রিয়েলিটি চ্যাকে ফিরলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান সমস্যা গোল স্কোরিং সমস্যা। প্রকৃতপক্ষে শেষ ম্যাচ জয়ে শান্তির নিঃশ্...
18/11/2024

রিয়েলিটি চ্যাকে ফিরলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান সমস্যা গোল স্কোরিং সমস্যা।

প্রকৃতপক্ষে শেষ ম্যাচ জয়ে শান্তির নিঃশ্বাস ফেলা ছাড়া আমাদের আত্মতুষ্টির কোনো কারণ নেই। পুরো বছর জুড়ে আমাদের ব্যার্থতার গ্লানি অস্বীকার করার সুযোগ নেই।

অতি দ্রুত নাম্বার নাইন এবং স্ট্রাইকিং পজিশনে যোগ্য খেলোয়াড় সেট-আপ করা অতীব জরুরী।


How will you rate Cabrera's journey so far?
18/11/2024

How will you rate Cabrera's journey so far?



" তোমাকে মনে পড়বে,যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে!"সুদুর ইংল্যান্ড থেকে এসেছিলেন নিজের মাতৃভূমিকে প্রতিনিধিত্ব করতে। তবে সেই ...
18/11/2024

" তোমাকে মনে পড়বে,
যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে!"

সুদুর ইংল্যান্ড থেকে এসেছিলেন নিজের মাতৃভূমিকে প্রতিনিধিত্ব করতে। তবে সেই সুযোগটা তাকে দেওয়াই হয়নি। বয়সভিত্তিক লেভেলে একটা ম্যাচে শুধুমাত্র ৪৫ মিনিট খেলিয়ে আশ্চর্যজনকভাবে আর কখনোই তাকে দলে ডাকেনি আমাদের ম্যানেজমেন্ট। অথচ রাকিব-ইমনদের সাথে ইউসুফ যদি দলের সাথে থাকতেন আমাদের উইং জোনটা কতটা শক্তিশালী হতে পারত ভেবে দেখেন একবার!

যাই হোক, শুভ জন্মদিন ইউসুফ জুলকারনাইন 🇧🇩❤️

This man! 🔥❤️
18/11/2024

This man! 🔥❤️



ক্যাবরেরার দর্শন ফুটবলাররা ভালোই রপ্ত করেছে বলে জানালেন তপু বর্মন! 🇧🇩
18/11/2024

ক্যাবরেরার দর্শন ফুটবলাররা ভালোই রপ্ত করেছে বলে জানালেন তপু বর্মন! 🇧🇩



স্বাধীন বাংলা ফুটবল দলের ক্যাপ্টেন, কিংবদন্তী জাকারিয়া পিন্টু ইন্তেকাল করেছেন। 💔
18/11/2024

স্বাধীন বাংলা ফুটবল দলের ক্যাপ্টেন, কিংবদন্তী জাকারিয়া পিন্টু ইন্তেকাল করেছেন। 💔


Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Save Bangladesh Football posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Save Bangladesh Football:

Videos

Share

Nearby media companies