ডিএন আপডেটッ

ডিএন আপডেটッ Photography/Video creator

21/12/2023

রাসূল (সঃ) বলেছেন, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। (আবু দাউদ: ১০৪৭)

হাদিসে কুদসিতে মহানবী (স.) ইরশাদ করেছেন—

‘তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো। কারণ, জিব্রাইল (আ.) এইমাত্র আল্লাহ তায়ালার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তায়ালা বলেছেন, “পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার ওপর একবার দরুদ পড়ে, আমি তার ওপর দশবার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য দশবার ইস্তেগফার করে।’’ (তারগিব: ৩/২৯৯)
জুমার দিনের এই বিশেষ আমল সম্পর্কে হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (স.) আরো ইরশাদ করেন—

‘যে জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ সকল মুসলমানের জন্য বাঞ্ছনীয়। অন্য দিনেও দরুদ পাঠের গুরুত্ব অসীম। আল্লাহর রহমত পেতে হলে রাসুলুল্লাহ (স.)-এর ওপর দরুদ পড়ার বিকল্প নেই।

মহান আল্লাহও প্রিয়নবীর ওপর দরুদ অবতীর্ণ করেন, ফেরেশতারাও নবী (স.)-এর প্রতি রহমত ও বরকত কামনা করেন। ‘হে মুমিন! তোমরাও তাঁর ওপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো।’ (সুরা আহজাব: ৫৬)

..................... #নিখোঁজ_সংবাদ...............নাম: বাচ্চু মোড়ল, বয়স ৮০ বছর।গ্রাম: উত্তর শিমুলিয়া, ইউনিয়ন : নারিশা, থ...
05/11/2023

..................... #নিখোঁজ_সংবাদ...............
নাম: বাচ্চু মোড়ল, বয়স ৮০ বছর।
গ্রাম: উত্তর শিমুলিয়া, ইউনিয়ন : নারিশা, থানা: দোহার, জেলা: ঢাকা।
সকালে মেঘুলা বাজারের উদ্দেশ্য বের হয়ে আর বাড়িতে ফিরেননি। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি সন্ধান পান তবে এই নাম্বারে যোগাযোগ করুন : 01928794007

22/10/2023

★সত্য বলা ও আমানত রক্ষা করা মুমিন ব্যক্তির সর্বোত্তম গুণ। অপরদিকে মিথ্যা বলা ও খিয়ানত করা ধোকাবাজ ব্যক্তির সবচেয়ে বদ গুণ!

15/10/2023

★পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে । কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শেষ নাই।~~সুবহান আল্লাহ

12/10/2023

★পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে । -কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শেষ নাই।

................৷  #বিদ্যুৎ_বন্ধের_বিজ্ঞপ্তি..................সোমবা সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাবকে।
28/05/2023

................৷ #বিদ্যুৎ_বন্ধের_বিজ্ঞপ্তি..................
সোমবা সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাবকে।

........................ #বিশেষ_বিজ্ঞপ্তি................…
22/05/2023

........................ #বিশেষ_বিজ্ঞপ্তি................…

💞💞Jumma Mubarak💞💞
04/05/2023

💞💞Jumma Mubarak💞💞

 #ঢাকা দোহার থানার, বাঁশতলা এলাকা মেইন রোডের সাথে ক্যামব্রিয়ান স্কুল এর সামনে এই লোকটি মারা গেছেন।তার সাথে কোন নাম্বার ...
18/04/2023

#ঢাকা দোহার থানার, বাঁশতলা এলাকা মেইন রোডের সাথে ক্যামব্রিয়ান স্কুল এর সামনে এই লোকটি মারা গেছেন।
তার সাথে কোন নাম্বার বা ঠিকানা পাওয়া যায় নাই।
কেউ যদি তাকে চিনে থাকেন তাহলে যোগাযোগ করে তার পরিচয় দেয়ার জন্য অনুরোধ করা হলো।

18/04/2023

👉 রাসূল (সাঃ) বলেছেন, কোন ব্যক্তির মিথ্যাবাদী
হওয়ার জন্য এতটকুই যথেষ্ঠ যে, সে যা শোনে (যাচাই
ব্যতীত) তাই বলে বেড়ায়।
(সহীহ মুসলিম)

14/04/2023

★ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়, যে পেট পুরে খায় অথচ তার পাশের প্রতিবেশী না খেয়ে থাকে। (আদাবুল মুফরাদ, হাদিস : ১১২)

13/04/2023
10/04/2023

★রাসূল (সঃ) চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে
মেয়েদেরকে বিয়ে করতে বলেছেন..
১/ তার সম্পদ।
২/ বংশমর্যাদা।
৩/সৌন্দর্য।
৪/ দীনদারী ।
সুতরাং তুমি দীনদারীকেই
প্রাধান্য দেবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে।
-[বুখারীঃ ৫০৯০

পূর্ণতার উচ্চ আকাশে পৌঁছে আছে তিনি,সৌন্দর্যের পূর্ণ প্রকাশে তিনি ছাড়া নাহি,সকল সুন্দরের সমাহার আছে শুধু যে তাঁরি আখলাকে,...
05/04/2023

পূর্ণতার উচ্চ আকাশে পৌঁছে আছে তিনি,
সৌন্দর্যের পূর্ণ প্রকাশে তিনি ছাড়া নাহি,
সকল সুন্দরের সমাহার আছে শুধু যে তাঁরি আখলাকে,
খোদার প্রিয় বন্ধু তিনি, বাদশাহ দু’জাহানের,
সালাম জানাই তারই রওজা মুবারকে।

💞💞আলহামদুলিল্লাহ💞💞আবারো হাফেজ তাকরিমের বিশ্বজয়।দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে হাফেজ তাকরি...
04/04/2023

💞💞আলহামদুলিল্লাহ💞💞
আবারো হাফেজ তাকরিমের বিশ্বজয়।
দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে হাফেজ তাকরিম।

 #রাজধানীর বঙ্গ বাজারে ভয়াবহ আগুন।আল্লাহ তুমি সকলকে হেফাজত করুন ও ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন   #আগুন  #ক্ষতি
04/04/2023

#রাজধানীর বঙ্গ বাজারে ভয়াবহ আগুন।আল্লাহ তুমি সকলকে হেফাজত করুন ও ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন
#আগুন #ক্ষতি

04/04/2023

★ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ওই ব্যক্তি মুমিন নয়, যে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী না খেয়ে থাকে। (আদাবুল মুফরাদ, হাদিস : ১১২)

01/04/2023

#যে_ব্যক্তি তার পিতা মাতাকে তার সবচেয়ে বড় সম্পদ বলে মনে করে তার কখনই অর্থের অভাব হয় না।

ঘর হলো নারীদের রাজত্ব। ঘরের মধ্যে তারা নিজেকে নিজের আসনে সমাসীন ভাবে। নিজেকে সেখানকার নেতা মনে করে। অতএব তার সাজানো এই প...
01/04/2023

ঘর হলো নারীদের রাজত্ব। ঘরের মধ্যে তারা নিজেকে নিজের আসনে সমাসীন ভাবে। নিজেকে সেখানকার নেতা মনে করে। অতএব তার সাজানো এই প্রশান্তির রাজ্যটিকে তুমি তছনছ করতে যাবে না। এ আসন থেকে তাকে নামাবার চেষ্টাও করবে না। তুমি যদি তা-ই করো, তবে তাকে যেন তার রাজত্ব থেকে উচ্ছেদ করলে। আর কোনো রাজার জন্য তার চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না যে কি-না তার রাজত্ব নিয়ে টানাটানি করে। যদিও সে প্রকাশ্যে তোমাকে হয়তো কিছু বলবে না। কিন্তু এতে করে পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার পরিবেশ দূষিত হবে।

30/03/2023

“এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু এবং পরকাল হচ্ছে চিরস্থায়ী আবাস। ”
(সূরা আল-মু’মিনঃ ৩৯)

29/03/2023

আল্লাহ তায়ালা বলেছেন-যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন’। (সূরা ইব্রাহিম :আয়াত ৭)
Yamin Hossen

29/03/2023

হে বোন!
তোমার স্বামী যদি কখনো এটা সন্দেহ করে বসে যে- তুমি অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছো, তাহলে তার মনটা ভেঙ্গে যাবে, তোমার প্রতি সে আগ্রহ হারিয়ে ফেলবে। সাবধান! কখনো কোনো পুরুষের সাথে হাসি-তামাশা, ওঠাবসা ইত্যাদি করো না। পুরুষের মন অত্যন্ত স্পর্শকাতর। তাদের স্ত্রী অন্য পুরুষের ছবি দেখে প্রশংসা করবে, এতোটুকুও তারা সহ্য করতে পারে না।
☞বই : দ্য কেয়ারিং ওয়াইফ
☞লেখক : মোঃ মতিউর রহমান

বর্তমানে জয়পাড়া বাজারের অবস্থা এ যেন গুলিস্তান। ঈদের কেনা কাটায় মানুষের ডল।ডিএন আপডেটッ Local Village
29/03/2023

বর্তমানে জয়পাড়া বাজারের অবস্থা এ যেন গুলিস্তান। ঈদের কেনা কাটায় মানুষের ডল।
ডিএন আপডেটッ Local Village

27/03/2023

রাসূল (সঃ) বলেছেনঃ
মুসলিমকে যে কোন ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক এমনকি (তার পায়ে) কাঁটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন।
সহীহ বুখারী-৫৬৪২,

প্রিয় জনাব!বিয়ে করা মানে দাস কেনা না। আপনি একজন মুক্ত মানুষের সাথে দাসের মতো আচরণ করতে পারেন না। আপনার স্ত্রী আপনাকে বিয়...
26/03/2023

প্রিয় জনাব!
বিয়ে করা মানে দাস কেনা না। আপনি একজন মুক্ত মানুষের সাথে দাসের মতো আচরণ করতে পারেন না। আপনার স্ত্রী আপনাকে বিয়ে করেছে এইজন্য যে- যাতে সে তার বাকি জীবন এমন পুরুষের সাথে কাটাতে পারে; যাকে সে ভালবাসে। সে আপনার কাছে তাই আশা করে যা আপনি তার কাছে থেকে আশা করেন। তাই তার সাথে তেমন আচরণই করুন; যেমন আচরণ আপনি তার কাছ থেকে আশা করেন। যে বিয়ে করে, সে যেনো তার স্ত্রীকে সম্মান করে। কারণ, যে একজন মুসলিমকে সম্মান করবে, আল্লাহও তাকে সম্মানিত করবেন।❞ এছাড়াও মহৎ ব্যক্তি ছাড়া তার স্ত্রীকে কেউ সম্মান করে না, আর নীচ ব্যক্তি ছাড়া কেউ তার স্ত্রীকে অপমান করে না। যে তার পরিবারকে অপমান করবে সে তার জীবন থেকে সুখ হারিয়ে ফেলবে।

বই: দ্য কেয়ারিং হাজব্যান্ড
লেখক: মোঃ মতিউর রহমান

সাহরী ও ইফতারের সময়সূচী
23/03/2023

সাহরী ও ইফতারের সময়সূচী

অভিনন্দন বাংলাদেশ
14/03/2023

অভিনন্দন বাংলাদেশ

❤️❤️🌺🌺Jumma mubarak❤️❤️🌺🌺
03/03/2023

❤️❤️🌺🌺Jumma mubarak❤️❤️🌺🌺

24/02/2023

#রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একদিন এক আরব বেদুইন এসে বললেন- হে আল্লাহর রাসুল! আমাকে (যে কোনো) একটি ভালো আমল শিখিয়ে দিন-তখন এ কথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই বেদুইনের হাত ধরলেন। আর তাকে (সামনে বসিয়ে) এ শব্দগুলো শেখালেন এবং বললেন এ শব্দগুলো (৪ তাসবিহ) বেশি বেশি পড়বেে
★সুবহানাল্লাহ; আল্লাহ পবিত্র।
★আলহামদুলিল্লাহ; সব প্রশংসা আল্লাহর জন্য।
★লা ইলাহা ইল্লাল্লাহ; আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ★আল্লাহু আকবার; আল্লাহ তাআলাই মহান (সবচেয়ে বড়)।

লোকটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশিত এ কথাগুলো শুনে কোনো কিছু না বলে ওঠে চলে গেলেন। (অর্থাৎ এ আমলটির ব্যাপারে তার আগ্রহ বাড়েনি)

তারপরের ঘটনা...লোকটি কি যেন চিন্তা করছে। লোকটি সেখান থেকে ওঠে কিছুদূর যাওয়ার পর আবারও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ফিরে আসে। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (তাঁকে দেখে) মুচকি হাসলেন।লোকটি ফিরে এসে প্রিয়নবির সামনে বসে বললেন-(হে আল্লাহর রাসুল!) ‘সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার’- আপনি যে এ তাসবিহগুলো আমাকে শেখালেন, এ বাক্যগুলো তো আল্লাহর জন্য।এতে আমার জন্য কী রয়েছে? এগুলো পড়লে আমি কী পাবো?

এবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন-> তুমি যখন বলবে- ‘সুবহানাল্লাহ’;আল্লাহ তাআলা বলবেন- তুমি সত্য বলেছ।> তুমি যখন বলবে- ‘আলহামদুলিল্লাহ’;আল্লাহ তাআলা বলবেন- তুমি সত্য বলেছ।> তুমি যখন বলবে- ‘লা ইলাহা ইল্লাল্লাহ’;আল্লাহ তাআলা বলবেন- তুমি সত্য বলেছ।> তুমি যখন বলবে- ‘আল্লাহু আকবার।আল্লাহ তাআলা বলবেন- তুমি সত্য বলেছ।

তারপর...জিকিরকারী ব্যক্তি আল্লাহর কাছে নিজের (কাঙিক্ষত) চাহিদাগুলো (ধারাবাহিকভাবে যা চাইবে) তুলে ধরবে (যেমন)-> বান্দা বলবে- (اَللَّهُمَّ اغْفِرْلِىْ) আল্লাহুম্মাগফিরলি, হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন।>> তখন আল্লাহ তাআলা বলবেন, ‘তোমাকে ক্ষমা করে দিলাম।

> বান্দা বলবে- (اَللَّهُمَّ ارْزُقْنِىْ) ‘আল্লাহুম্মার জুক্বনি’ হে আল্লাহ! আপনি আমাকে রিজিক দান করুন।>> তখন আল্লাহ বলবেন, তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি।’

> বান্দা বলবে- (اَللَّهُمَّ ارْحَمْنِىْ) আল্লাহুম্মার হামনি’ হে আল্লাহ! আপনি আমাকে অনুগ্রহ করুন।>> তখন আল্লাহ বলবেন, ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি। সুবহান আল্লাহ।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।চলে গেলেন দোহারের কৃতিসন্তান আধুনিক দোহারের রূপাকার, দোহারের সবেক এমপি, সাবেক তথ্...
19/02/2023

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চলে গেলেন দোহারের কৃতিসন্তান আধুনিক দোহারের রূপাকার, দোহারের সবেক এমপি, সাবেক তথ্য ও যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুলহুদা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে কেমোথেরাপি নিচ্ছিলেন। সর্বশেষ রবিবার রাত ১০টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

❤️❤️❤️❤️
16/02/2023

❤️❤️❤️❤️

11/02/2023

স্ত্রীকে রেখে কত দিন ও কত বছর দূরে থাকা যাবে.?উত্তর দিচ্ছেন....🌺🌺 ~~~ শাইখ আহমাদুল্লাহ।

Address

Main Road
Dhaka
১৩৩০

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডিএন আপডেটッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডিএন আপডেটッ:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All