NITER Short Stories - নিটার ছোট গল্প

NITER Short Stories - নিটার ছোট গল্প Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NITER Short Stories - নিটার ছোট গল্প, Magazine, Nayarhat, Savar, Dhaka.

21/12/2024

১৪ ই ডিসেম্বর রাতে নিটারের সাথে ঘটে যাওয়া প্রতিটি মুহূর্ত সিরিজ আকারে আসছে। আমাদের সাথেই থাকুন।

20/12/2024

তনু হত্যাকাণ্ড, পিলখানা ট্র‍্যাজেডি, বুয়েটের মুহতাসিম মাসুদ, নিটার শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা।

এরা ভাবে এদেশের সাধারণ উচ্চশিক্ষিত সবাই তাদের নিচু শ্রেণির। শেষ ঘটনায় আমার শ্রদ্ধেয় শিক্ষকদের সামনে মেট্রিক পাশ সৈনিকদের আচরণ বুঝিয়ে দেয় এই দেশে সুশিক্ষা চরম বিপর্যয়ের মুখে। রাষ্ট্রবিজ্ঞানের ‘ক্ষমতা’ শব্দটির পরিপূর্ণ ব্যাখ্যা যতদিন ক্ষমতাবান ব্যাক্তিরা বুঝবে না, ততোদিন এই দেশ ও পরিবর্তন হচ্ছে না।

সেনা আইনের ৯ নং অনুচ্ছেদের ৮০ নং ধারা নাহয় বিলুপ্তি ঘোষণা করুক, যেহুতু কোনো প্রয়োগ নেই।

- Sajjadul Islam Rakib ভাই

14/12/2024

আপডেট সময় : রাত ১ টা

আটকে পরা শিক্ষার্থীদের এখনো বের করা যায় নি।
স্যাররা কথা বলতে গেলে স্যারদের সামনে শিক্ষার্থীদের মারধর করে।

নিরাপরাধ শিক্ষার্থীর মেরে চোখে কালো কাপড় দিয়ে ঢেকে কি প্রমাণ করতে চাস? ১৪ই ডিসেম্বরের পুনরাবৃত্তি করতে চাস?ধিক্কার জানাই...
14/12/2024

নিরাপরাধ শিক্ষার্থীর মেরে চোখে কালো কাপড় দিয়ে ঢেকে কি প্রমাণ করতে চাস?
১৪ই ডিসেম্বরের পুনরাবৃত্তি করতে চাস?

ধিক্কার জানাই বাংলাদেশে সেনাবাহিনীকে।

NITER এর কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাদেরকে ডাকা*ত সাব্যস্ত করে মা★র*ধর করে সাভার সেনা কমপ্লেক্সের...
14/12/2024

NITER এর কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাদেরকে ডাকা*ত সাব্যস্ত করে মা★র*ধর করে সাভার সেনা কমপ্লেক্সের কতিপয় স★ন্ত্রাসী ব্যাবসায়ী৷ এই ঘটনার জেরে নিটারের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিলে তাদেরকে লাঠিচার্জ করে আহত করে সেনাবাহিনী। বেশ কয়েকজন শিক্ষার্থীর অবস্থা আশংকাজনক।
তারা ভেতরে এখনো রক্তাক্ত অনেক শিক্ষার্থীকে আটকে রেখেছে।

আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই।

ততকালীন ফ্যাসিবাদী সরকারের দালাল, নিটার কে ডুবানোর মূল কালপ্রিট অধ্যাপক মিজানের অপকর্ম নিয়ে পুরো দেশ এখন অবগত। (জাতীয় বি...
16/11/2024

ততকালীন ফ্যাসিবাদী সরকারের দালাল, নিটার কে ডুবানোর মূল কালপ্রিট অধ্যাপক মিজানের অপকর্ম নিয়ে পুরো দেশ এখন অবগত। (জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি থেকে রাতারাতি পরিবর্তন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মিজানের বিরুদ্ধে আন্দোলন)।

২০২১ এর আন্দোলনের পর অধ্যাপক মিজান কে নির্দোষ প্রমানের তদন্ত কমিটি সবার কাছে প্রশ্নবিদ্ধ। শিক্ষার্থীদের মূল দাবি-উক্ত তদন্ত কমিটির কোনো ব্যাক্তি নিটারের সাথে সংশ্লিষ্ট থাকলে শিক্ষার্থীরা আর কোনো আপোষে যাবে না।

সরকার পতনের পর উক্ত ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে শিক্ষার্থীরা আশাবাদী। শিক্ষার্থীদের সিদ্ধান্তঃ বর্তমানে নিটার সংস্কারের জায়গায় কোনো ব্যাক্তি বাধা হয়ে দাড়ালে, মিজান নির্দোষের তদন্ত কমিটির কোনো সদস্য পুনরায় পায়তারা করতে চাইলে ঐ সদস্যের ছবি ঝুলিয়ে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করবে।

Loud & Clear!

03/10/2024
জোনায়েবুর রশিদের কালো অধ্যায়।• যে সকল শিক্ষক ডিরেক্টর জুনায়েবুর রশিদকে পীরবাবা , দুধে ধোয়া তুলসি পাতা মনে করেন।  উনি দুধ...
02/10/2024

জোনায়েবুর রশিদের কালো অধ্যায়।

• যে সকল শিক্ষক ডিরেক্টর জুনায়েবুর রশিদকে পীরবাবা , দুধে ধোয়া তুলসি পাতা মনে করেন। উনি দুধে য়া তুলসি পাতা না। উনি আসার পরে মিজানকে সকল অভিযোগগুলো থেকে দায় মুক্তি দেওয়া হয়। উনি আসার পরেই আমাদের সম্মানিত শিক্ষক আতিক বিন হাবিব স্যারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আমাদের ফ্যাশন ডিজাইন ও এপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষিকা তুলি ম্যামের উপর চাপ প্রয়োগ করে তুলি ম্যামকে নিটার ছাড়তে বাধ্য করে।

• জুনায়েবুর রশিদ সুপারিশ করেছিলেন, মাস্টার্স ডিগ্রী ছাড়া রুহল আমিন কে সহকারি রেজিস্টার পদোন্নতি বহাল রাখা। মাস্টার্স ডিগ্রী ছাড়া কিভাবে তাকে পদোন্নতি বহাল রাখার জন্য জুনায়েবুর রশিদ রুহুল আমিনকে দিয়ে কি কি সুবিধা নিয়েছে?

• ইসমত জেরিন কে ভুয়া জার্নাল, অযোগ্য হওয়ার পরও জুনায়েবুর রশিদ পদোন্নতি দেয়।

• তার সময়ে সে সকল শিক্ষকের পদোন্নতি হয়েছে বেশিরভাগ শিক্ষক ভুয়া গবেষণা পত্র দিয়ে হয়েছে। জুনায়েবুর রশিদ প্রত্যক্ষভাবে এ সকল অপকর্মগুলোর সাথে জড়িত ছিল।

• ছাত্রী হোস্টেলের মূল ফটকের পাশে অভিভাবকদের ওয়েটিং রুম বানানো বাবদ উনি খরচ দেখিয়েছেন ১০ লক্ষ টাকারও বেশি! যা নিতান্তই হাস্যকর এবং প্রশ্নবিদ্ধ। যার পরিপ্রেক্ষিতে আমরা সহজেই বুঝতে পারি জোনায়েবুর রশিদের পরিচালনা কালীন সময়ে বিভিন্ন প্রজেক্টে অর্থ কেলেঙ্কারির জায়গা।

পুনরায় এখন জুনায়েবুর সাহেব হয়তো বলবেন, আমি আগের বিষয়ে জানি না! এই ধরনের মন্তব্যের আমরা বলবো, সাধু সাবধান!

সাবধানতায়,
শোষণ মুক্ত শিক্ষা আন্দোলন

আপোষ অনেক হয়েছে, আমাদের ধৈর্যের বাধ ভেঙ্গে দিলেন। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ করার পায়তারা করছেন? ৪৮ ঘন্টা সময়ের মধ্...
25/09/2024

আপোষ অনেক হয়েছে, আমাদের ধৈর্যের বাধ ভেঙ্গে দিলেন। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ করার পায়তারা করছেন? ৪৮ ঘন্টা সময়ের মধ্যে কোনো যৌক্তিক সমাধান না দিতে পারলে আমরা শক্ত অবস্থানে যাবো, নিটারিয়ান সব এক হও। শনিবার হয় আমরা ক্লাসে বসবো নয়তো মাঠে। লং মার্চ টু নিটার!

আপনাদের ব্রিদিং স্পেস শেষ হয় না?দুর্নীতি, নিপীড়ন, শোষণ করতে করতে এতটাই হাপিয়ে গিয়েছেন আপনারা? নিটারিয়ানরা ছাড় দেয়, কিন্ত...
20/09/2024

আপনাদের ব্রিদিং স্পেস শেষ হয় না?

দুর্নীতি, নিপীড়ন, শোষণ করতে করতে এতটাই হাপিয়ে গিয়েছেন আপনারা? নিটারিয়ানরা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না মনে রাখবেন!

এখনো সময় আছে, সব কিছু মেনে নিয়ে স্বাভাবিক করেন। গুটি উল্টাইতে সময় লাগবে না। ধমকি-ধামকির দিন শেষ হতে চললো। বিভেদ বাড়াচ্ছেন, দ্বন্দ ঢুকাচ্ছেন, আর কি করবেন? আরে ভাই আপনারা নিটারিয়ানদের আটকাইতে পারবেন না, বলে দিলাম সেই হিম্মত নিয়ে মাঠে নামছে এরা।

তুমি কত, আমরা কত?
দুই হাজার, দুই হাজার।

গণ জাগরণ শুরু হবে, সময়ের অপব্যবহার না করে এগিয়ে আসেন।

11/09/2024

Do or die
08/09/2024

Do or die

আজ ৭ই সেপ্টেম্বর, ২০২৪ইং রোজ শনিবার থেকে নিটারের শ্রেণি কার্যক্রম স্বাভাবিককরণের লক্ষ্যে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ...
07/09/2024

আজ ৭ই সেপ্টেম্বর, ২০২৪ইং রোজ শনিবার থেকে নিটারের শ্রেণি কার্যক্রম স্বাভাবিককরণের লক্ষ্যে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পরামর্শ অনুযায়ী যেসকল শিক্ষক-শিক্ষিকা অন্যায়ের সাথে জড়িত না তাদেরকে শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেওয়ার আশ্বাস দিলেও শ্রেণী কার্যক্রমে ফিরে আসেনি অধিকাংশ শিক্ষক।

অপরদিকে, শ্রেণী কার্যক্রম বন্ধ না হওয়া সত্ত্বেও ক্লাস-ল্যাব গুলো ঘুরে দেখা যায় তালাবদ্ধ। এহেন অসহযোগিতার মনোভাব শিক্ষার্থীদের মনে তৈরি করেছে সংশয়।

শ্রেণী কার্যক্রম স্বাভাবিক চাই,
বাঁচার মতো বাঁচতে চাই।

যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ‘Patria o Muerte’ কর্মসূচি পালন করবে নিটার সাধারণ শিক্ষার্থী। কার্যক্রম; অস্তিত্ব রক্ষার প্রশ্নে চোখে কালো কাপড় বেঁধে ৮ সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল ৪ টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবে নিটার সাধারণ শিক্ষার্থী।

নিটার-এর বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আগামী ৬ সেপ্টেম্বর ২০২৪ ইং রোজ শুক্রবার এর কর্মসূচি।
05/09/2024

নিটার-এর বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আগামী ৬ সেপ্টেম্বর ২০২৪ ইং রোজ শুক্রবার এর কর্মসূচি।

05/09/2024

বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেনের সাথে ন্যাশনাল ইনস.....

সেইটা তো আমরা অনেক আগে থেকেই জানি। তা না হলে কেউ বলে যে মাঠে সারাবছর খেলে কি করবা? দুই তিনমাস খেললেই তো হয়। আবার কোনো অন...
04/09/2024

সেইটা তো আমরা অনেক আগে থেকেই জানি। তা না হলে কেউ বলে যে মাঠে সারাবছর খেলে কি করবা? দুই তিনমাস খেললেই তো হয়। আবার কোনো অনুষ্ঠান করতে এক মাস আগেই নাকি পার্মিশন নেয়া লাগবে। আরও কত কি....

আল্লাহ উনাকে সুস্থ করে তুলুন। সবাই বলি আমিন।

Address

Nayarhat, Savar
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when NITER Short Stories - নিটার ছোট গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category