Emon Hasan

Emon Hasan Welcome to the Official page of " Emon Hasan ".

সত্যের চেয়ে মিথ্যাকে অবিশ্বাস করা কঠিন🖤
11/12/2024

সত্যের চেয়ে মিথ্যাকে অবিশ্বাস করা কঠিন🖤

দূর থেকে আমার ইগো আর নিষ্ঠুরতাটাই সবার চোখে পড়বে, আমার ভিতরে থাকা  অভিমান বোঝার মত কেউ নেই...😊
09/12/2024

দূর থেকে আমার ইগো আর নিষ্ঠুরতাটাই সবার চোখে পড়বে, আমার ভিতরে থাকা অভিমান বোঝার মত কেউ নেই...😊

04/12/2024

❤️

01/12/2024

দুরে কোথায় আছি বসে 🦋💙

27/10/2024

সৎ সঙ্গে অনেকদূর

অসৎ সঙ্গে মোহাম্মদপুর ☠️☠️

24/10/2024

এখন থেকে Whatsapp এ সেইভ করা কন্টাক্ট লিস্ট সেইভ থাকবে WhatsApp এ্যাপসেই, আলাদাভাবে মোবাইলে কিংবা সিমে নাম্বার সেইভ করতে হবেনা!!

এতে, নতুন কিংবা ভিন্ন ফোনেও WhatsApp লগ-ইন করলে পুরোনো সেইভ করা নাম্বারগুলো কন্টাক্ট লিস্টে অটোমেটিক-ই থেকে যাবে। Whatsapp এ্যাপসেই সেইভ করা কন্টাক্ট Whatsapp এর ক্লাউড স্টোরেজে থেকে যাবে, ফলে আলাদাভাবে মোবাইলেও সেইভ করা লাগবেনা।

23/10/2024

যেসব দূ্র্নীতিবাজদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের কারো বউ-বাচ্চারা একবারো কি বলছে— ‘স্বামী/বাবার সাথে আমাদেরকেও ধরে নিয়ে যান, কেননা আমরাও সেই সম্পদ ভোগ করেছি’?
- বলেনি..
এভাবেই কিয়ামতের দিনও ভাইবোন, মা-বাবা, স্ত্রী-সন্তান একইভাবে ভেগে যাবে।
সুতরাং, স্ত্রী-সন্তান কিংবা অন্য মানুষের জন্য দুর্নীতি করা বা হারাম উপার্জন হতে বিরত থাকুন। ভোগ করবে সবাই, শাস্তি পেতে হবে আপনার।

16/10/2024

"View Once" নামে মেসেঞ্জারে এসেছে নতুন একটি ফিচার। ফিচারটি ব্যবহারের ফলে, আপনি একটি ছবি বা ভিডিও পাঠানোর পর সেটি একবার দেখার পর আর পুনরায় দেখা যাবে না। মূলত, গোপনীয়তা বজায় রাখতে ফিচারটি বেশ সাহায্য করে। আপনি যখন কাউকে কোনো মিডিয়া পাঠাবেন, তারা সেটি শুধুমাত্র একবারই দেখতে পারবে এবং এরপর সেটি মেসেজ থেকে মুছে যাবে।

16/10/2024

হুটহাট আপনার এডমিন একাউন্ট হ্যাক হওয়া ছাড়াই কেও কি আপনার পেইজ/বিজনেস ম্যানেজার হ্যাক করে নিতে পারে?
উত্তর - হ্যা পারে!!!
"মেটা" এর বহুবিধ সিকিউরিটি ত্রুটির মধ্যে এটাও একটা সমস্যা!
আর যতদিন না মেটার এই টেকনিক্যাল ইস্যু সলভ হবে না আপনি যতই সিকিউর করুন কোনো লাভ হবে না এটাই রিয়েলিটি মেনে নিতে হবে, সোশ্যাল মিডিয়াতে কেউ ১০০% সিকিউর না এমনো হতে পারে আপনার নিজের ব্যক্তিগত আইডিতে অন্যজনের মেইল যুক্ত অস্বাভাবিক কিছু না।


ভয়ংকর একাকীত্ব ☺️
15/10/2024

ভয়ংকর একাকীত্ব ☺️

লিখতে চাওয়া শব্দগুলো হারিয়েছে অজানায়...
14/10/2024

লিখতে চাওয়া শব্দগুলো হারিয়েছে অজানায়...

11/10/2024

আপনি যদি বুলিংয়ের শিকার হনঃ

একটা কথা মনে রাখবেন বুলিং হলে এটা আপনার দোষ না কোনোভাবেই, এটা যেকারো সাথেই ঘটতে পারে।
বুলিং হলে আপনি ডিপ্রেশনে বা একাকিত্ব ভুগতে পারেন এটা আপনাকে খুব বিব্রতকর অবস্থায় নিয়ে যায়।
মনে রাখবেন আপনি একা না, বিশ্বস্ত কারো সাথে যোগাযোগ করুন, বিষয় টা নিয়ে আলোচনা করুন।
বুলিং সহ্য করে থাকা কোনোভাবেই উচিৎ না।

করণীয়ঃ

(১) শান্ত হোনঃ
• জোরে একটা নিঃশ্বাস নিন,মাথা ঠান্ডা রাখুন এবং ভাবুন কার কাছে গেলে সমাধান পেতে পারেন।
• যে ব্যাক্তি আপনাকে বুলিং করছে তার কাছে যাবেন না বা যারা যারা বুলিং করছে তাদের কাছে যাবেন না।

(২) বিশ্বস্ত কাউকে বলুনঃ
• যদি থ্রেট ফিল করেন বা আপনার সেইফটি নিয়ে চিন্তায় থাকেন, তাহলে দ্রুত কারো সাথে কথা বলুন যাকে বিশ্বাস করতে পারেন এমন কাউকে।
• আপনি আপনার ফ্যামিলি মেম্বার,শিক্ষক,ক্লোজ ফ্রেন্ড তাদের সাথে যোগাযোগ করুন যাদের কাছে আপনি শেয়ার করতে পারবেন বলে মনেহয়।
পরিবারের কাউকে বলতে না পারলে শিক্ষকদের সাথে শেয়ার করুন।
• আপনি নিকটস্থ থানায় বিষয়টি সম্পর্কে অবহিত করতে পারেন অথবা ল এনফোর্সমেন্ট বা হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।
যেমনঃ
999 (জাতীয় জরুরী সেবা বাংলাদেশ)
109 (নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন)
01320000888 (পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন)
ইত্যাদি

(৩) সাবধান থাকাঃ
• যার সাথে অনিরাপদ ভাববেন তার সাথে একাকী থাকবেন না।
• যে ব্যাক্তি আপনাকে বুলিং করছে তার সাথে খুব সহজ ও স্বাভাবিকভাবে কথা বলুন এবং মাথা ঠান্ডা রাখুন।

(৪) প্রতিশোধ নিবেন নাঃ
• যে ব্যাক্তি আপনাকে বুলিং করছে তাকে নিচু করার জন্য বা অসম্মান করতে ভুল পথে যাবেন না।
• এটা আপনাকে এমন কিছু বলা বা করা থেকে বিরত রাখতে সাহায্য করবে যা আপনি পরে অনুশোচনা করতে পারেন।
এমন কিছু করবেন না যার ফলে পরবর্তীতে আপনি অনুশোচনায় ভুগতে পারেন।

যদি আপনার বন্ধু বুলিংয়ের শিকার হয়ঃ
যদি কখনো দেখেন আপনার বন্ধু বা আপনার পরিচিত কেউ বুলিংয়ের শিকার তাহলে তাকে সান্ত্বনা দিন এবং সঠিক দিকনির্দেশনা দিন ফলে ভিক্টিম বেটার ফিল করবে এবং সাপোর্ট পাচ্ছে ভেবে কিছুটা বেটার ফিল করবে।

করণীয়ঃ

(১) সাহায্য করার সিদ্ধান্ত নিনঃ
• যদি দেখেন আপনার বন্ধু বা কেউ বুলিংয়ের শিকার তাহলে ভাবুন কিভাবে তাকে সাহায্য করতে পারেন।
• সাহায্য করতে যাওয়ার আগে বড় করে কয়েকটি নিঃশ্বাস নিন এবং স্থির হোন ফলে আপনি ভালোভাবে চিন্তা করতে পারবেন কিভাবে হেল্প করা যায়।
• যদি আপনি সাহায্য করতে বেটার ফিল না করেন বা অনিরাপদ মনে করেন বা সাহায্য করলে রিস্ক আছে তাহলে আপনার বিশস্ত কারো সাথে আলোচনা করুন।
মনে রাখবেন নিজের নিরাপত্তা সবার আগে।

(২) সমাধান খুঁজুনঃ
• আপনার বন্ধু বা বুলিং হওয়া ব্যাক্তিকে আশ্বাস দিন সে একা নয় সাথে আপনি বা আপনারা আছেন এবং এই সমস্যা থেকে উদ্ধার হতে সাহায্য করবেন।
• আপনার বন্ধু বা বুলিং হওয়া ব্যাক্তিকে বলুন যে তারা কিছুই করেনি যেটা সে ডিজার্ব করে এবং উল্টো তাদের বুলিং যাতে না করে।
• বন্ধুকে ভালোভাবে বুঝিয়ে বলুন, বুলিং করা ব্যাক্তির সাথে যাতে একা সময় না কাটায় বা না থাকে।
• বন্ধুকে ধমক বা তার সাথে রাগারাগি করবেন না বা এমন কিছু করবেন না যার ফলে আপনার বন্ধু খারাপ ফিল করে।
• আপনার বন্ধুর জন্য কথা বলবেন না যদি না সে আপনাকে না বলে।

(৩) বন্ধুর সাথে সময় কাটানঃ
• আপনার বন্ধুর সাথে সময় কাটানোর চেষ্টা করুন এবং আপনার অন্যান্য বন্ধুদের নিয়ে তার সাথে সময় কাটান ফলে আপনার বন্ধু বেটার ফিল করবে।
• বন্ধুর সোস্যাল মিডিয়ার পোস্টে ভালো কমেন্ট করবেন ভালো রিয়েক্ট দিবেন এমন কিছু লিখবেন না যেটার ফলে বন্ধু আরো ডিপ্রেশনে চলে যাবে।
• বন্ধুর কাছে যান যতটুকু সময় দিতে পারেন যাতে সে বুঝে আপনি সাথে আছেন এবং তার পাশে থেকে তাকে সাপোর্ট দিচ্ছেন এবং সমস্যা থেকে উত্তরণে সাহায্য করছেন।

যদি আপনি কাউকে বুলিং করেনঃ
এটা উচিৎ না কাউকে বুলিং করা। আপনাকে কোন ব্যাক্তি যা ই বলুক, যেমন ব্যাবহার ই করুক না কেন আপনি তাদের বুলিং করতে যাবেন না।

করণীয়ঃ
(১) ক্ষমা চানঃ
• মনে রাখবেন আপনি অগ্রীম বলতে পারবেন না কে কখন কোন কথায় মনে কষ্ট নেয় বা সে বুলিং হতে পারে তাই ভালো হয় এসবের চাঞ্চ না নেওয়া।
• কাউকে কিছু বলার আগে ভেবেচিন্তে বলবেন যাতে সে মনে কষ্ট না পায়।
• আপনার কথায় কেউ যদি মনে কষ্ট পায় তাহলে আপনার উচিৎ তার কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এমন না করা।
আপনার কোন ব্যবহারে বা কোন কথায় সে কষ্ট পেয়েছে সেটা ভাবুন।
• ক্ষমা চাইতে যদি ভয় পান বা অস্বস্তি অনুভব করেন তাহলে আপনার বিশ্বস্ত প্রাপ্তবয়স্ক বা বন্ধুর সাথে পরামর্শ করুন কিভাবে কি করা যায়।
• যদি মনেহয় কে কেন কষ্ট পেয়েছে? কি কারনে কষ্ট পেয়েছে? সেটা আপনি সঠিকভাবে বুঝতে পারছেন না তাহলে তাকে জিজ্ঞেস করুন এবং বলুন যদি সে বলে তাহলে এমন বিষয় সে ভবিষ্যতে আর করবেনা।

সোর্সঃ Facebook Bullying Preventing Hub

লেখাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ খান

Post by - ©Emon Hasan

Founder - Cyber Positive BD

টপিকঃ Facebook session c_user and xs এর মাধ্যমে পেইজ হ্যাকিং যেই সিস্টেমে টু-ফ্যাক্টর কাজ করবেনা।(১) নং ছবি স্ক্যাম বা ট...
11/10/2024

টপিকঃ Facebook session c_user and xs এর মাধ্যমে পেইজ হ্যাকিং যেই সিস্টেমে টু-ফ্যাক্টর কাজ করবেনা।

(১) নং ছবি স্ক্যাম বা ট্র্যাপে ফেলার পেইজটি।

(২) নং ছবিতে দেওয়া এত বড় নাম একটা ফেসবুক পেইজের যেটা দেখে মনে হচ্ছে ফেসবুক আপনাকে নোটিফিকেশন দিছে যে আপনার পেইজ রিস্কে আছে কোন কন্টেন্ট রিমুভ হয়েছে এখন ক্লিক করে ঠিক করেন ব্যাস,

নোটিফিকেশনে আপনি ক্লিক করলে এরপর (৩) নং ছবিতে দেখুন একটা পেইজে নিয়ে যাবে যেখানে আপনার যে পেইজ তারা হ্যাক করতে চায় সেই পেইজের শেয়ার পোষ্ট দেখাবে এবং কিছু নীতিবাক্য লিখে সাথে একটা ফর্ম লিংক দিবে এই বলে যে, আপনার পেইজ বাঁচাতে হলে লিংকে ক্লিক করে বাকি স্টেপ ফলো করুন,

এরপর ক্লিক করলে একটা ফর্ম দেখবেন(৪) নং ছবিতে সেখানে Continue তে ক্লিক করতে বলবে,

এরপর Continue তে ক্লিক করলে (৫) নং ছবির পেইজ দেখাবে যেখানে আপনার প্রোফাইলের c_user and xs কোড চাইবে এবং আপনি কিভাবে সেই কোড দিবেন সেটার একটা ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবেন একটু উপরে।

c_user and xs দেওয়ার পর (*******) এক্সেসের মাধ্যমে আপনার পেইজ হ্যাক করে ফেলবে এক্ষেত্রে আপনার টু-ফ্যাক্টর কাজ করবেনা।

তাই এধরণের ফাঁদে পড়ার আগে লিংক দেখে নিবেন, যাচাই-বাছাই করে ক্লিক করবেন।

আপনার একটু বোকামিতে আপনার শখের ফেসবুক পেইজ বা বিজনেস পেইজ বা আপনার উপার্জনের একমাত্র সম্বল পেইজ হ্যাক হয়ে যাবে।

যদি মন করেন এই পোস্ট নূন্যতম হেল্প করবে অন্যদের তাদের শেয়ার করুন।
আপনার একটি পোস্টে হয়তো অনেকে সতর্ক হবে।

©Emon Hasan

Founder : Cyber Positive BD

06/10/2024

যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন আপনার কোনো চিহ্নও থাকবে না!🖤

04/09/2024

মেটা বিজনেস স্যুট থেকে সবার পেইজ সাদা এবং ০ লাইক দেখাচ্ছে এটা ফেসবুকের একটি বাগ ইস্যু।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Emon Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emon Hasan:

Videos

Share

Category