S&T Maa creation.02

S&T Maa creation.02 অধ্যবসায় হলো একজন সফল মানুষের সবচেয়ে মৌলিক এবং প্রয়োজনীয় গুণ।
সবার কাছে দোয়া ও শুভ কামনা আশা করি।

স্বার্থপর মানুষ গুলো কখনো আপনার মনের কষ্ট বা মনের আকুতি বুঝবে না।এরা শুধুমাত্র নিজেরটাই বুঝতে পারে।হ্যা মাঝে মাঝে আপনার ...
02/02/2025

স্বার্থপর মানুষ গুলো কখনো আপনার মনের কষ্ট বা মনের আকুতি বুঝবে না।এরা শুধুমাত্র নিজেরটাই বুঝতে পারে।হ্যা মাঝে মাঝে আপনার কষ্টর সময় আপনার পাশে থাকবে কিন্তু সেখানেও তার কিছু না কিছু স্বার্থ থাকবেই। আর এটা প্রমাণিত।

শুভ সকাল সবাইকে (good morning}

01/02/2025

গরম ভাতের সাথে টমেটো ভর্তা হলে আর কিছুই লাগে না😋

ক্লে দিয়ে বিড়াল এবং বিড়ালের বাসা বানিয়েছে একটা ১০ বছরের মেয়ে। মাশাআল্লাহ 💖শুভ সন্ধ্যা সবাইকে ☕
01/02/2025

ক্লে দিয়ে বিড়াল এবং বিড়ালের বাসা বানিয়েছে একটা ১০ বছরের মেয়ে। মাশাআল্লাহ 💖
শুভ সন্ধ্যা সবাইকে ☕

29/01/2025

পোস্টটা যাদের সামনে যায় একটু রেসপন্স করিয়েন, সবার প্রোফাইল ঘুরে আসবো ইনশাআল্লাহ 💖❤️💖

আমি কখনো মৃত্যুকে ভয় পাই না। আমি এটাই মেনে নিয়েছি যে, আমি না চাইতেও যেমন আমার জন্ম হয়েছে ঠিক সেভাবেই আমার মৃত্যুও অবধ...
29/01/2025

আমি কখনো মৃত্যুকে ভয় পাই না। আমি এটাই মেনে নিয়েছি যে, আমি না চাইতেও যেমন আমার জন্ম হয়েছে ঠিক সেভাবেই আমার মৃত্যুও অবধারিত। জন্ম যখন হয়েছে মৃত্যু হবেই।এটাকে ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু অসুস্থ যখন হয়েছি ইনজেকশন তো আমাকে দিতেই হবে। এটাই আমি এখনো মানতে পারিনা।ইনজেকশনের সুই দেখলে তখন আর ঠিক থাকতে পারিনা। তখন এমন ভয় লাগে যে,ভয়ে আমার জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে যায়। এটা কোন কথা?
যাই হোক.............
শুভ সকাল সবাইকে ☕❤️

ফুলকপি মর্নিং 😜😜😜
28/01/2025

ফুলকপি মর্নিং 😜😜😜

24/01/2025

প্যানিক এটাকের নাটক করে হাসপাতালে যে পরিমান টাকা নষ্ট করে সেই টাকা দিয়ে ছোট খাটো একটা ফ্যামিলি চালানো যায়।

মহান আল্লাহ জানেন কখন কোন পরিস্থিতিতে কার কি প্রয়োজন। তাই আল্লাহর উপর ভরসা রাখুন।শুভ সকাল সবাইকে
23/01/2025

মহান আল্লাহ জানেন কখন কোন পরিস্থিতিতে কার কি প্রয়োজন। তাই আল্লাহর উপর ভরসা রাখুন।
শুভ সকাল সবাইকে

ছুটির দিন বাদে অন্যান্য সব দিন সকালে সোয়া/সাড়ে ছয়টার মধ্যে উঠে যাই। আজও উঠেছি।সকালের পর্বের কাজকর্ম শেষ করে মনে পরলো আজ ...
22/01/2025

ছুটির দিন বাদে অন্যান্য সব দিন সকালে সোয়া/সাড়ে ছয়টার মধ্যে উঠে যাই।
আজও উঠেছি।
সকালের পর্বের কাজকর্ম শেষ করে মনে পরলো আজ রান্না করতে হবেনা। গত দিনগুলোর কয়েক পদের তরকারি রয়েছে, সেসব গরম করে নিলেই হবে।
আরাম আরাম লাগলো...
একটা দিন "কি রান্না করবো" এই চিন্তা থেকে মুক্ত, রান্না থেকে ছুটি!
রান্না যেহেতু নাই, অন্য কিছু কাজ করে রাখার কথা ভাবলাম।
মশলার কৌটা গুলা মুছতে শুরু করে মনে হলো কৌটা রাখার শেলফটাও মুছি!
সেই শেলফ মুছতে মুছতে মনে হলো এটা যখন মুছলাম আরেকটাও মুছে ফেলি...
দুই শেলফের সব কৌটা নামিয়ে সবগুলো মুছে মন ভরলোনা! কিছু কৌটা ধুইতে হলো...
তারপর শেলফ মুছে আবার সব যথাস্থানে গুছিয়ে রাখলাম...
এসব করতে যেয়ে রান্নাঘরের মেঝে একটু ময়লা হলো, সেটা ঝাড়ু দিয়ে মুছতে মুছতে মনে হলো শুধু রান্নাঘর কেন, বাসাটাই মুছে ফেলি!
মোছার আগে ঝাড়ু দিতে হবে।
ঝাড়ু দেয়ার আগে বিছানা গোছগাছ করতে হবে...
বিছানার চাদরগুলা বদলাতে ইচ্ছে করলো!
বদলাইলাম।
বালিশ গুলা রোদে দিলাম।
টেবিল গুলা মুছলাম, বুকশেলফ গুলা মুছলাম...
বাকি সব ফার্নিচার গুলা মোছামুছি করলাম।
মনে হলো জানালা আর বারান্দার গ্রিল গুলাও মুছে দিই..
দিলাম...
অত:পর পুরো বাসা ঝাড়ু দিয়ে স্যাভলন মেশানো পানি দিয়ে মুছলাম।
এভাবেই পুরো বাসার ডিপ ক্লিনিং হয়ে গেলো...
গোসলে যাওয়ার আগে ভাবলাম গায়ের কাপড় তো কাচবোই, সাথে আর কিছু কেচে ফেলি!
এই ভেবে ক'টা কাপড় ভিজিয়ে দিলাম...
কেচেধুয়ে গোসল করতে করতে প্রায় সন্ধ্যা!
এবার রাতের পর্ব-
এমন সব খাবার আছে যেসব একসাথে গরম করা যাবেনা! কি আর করার, আলাদা আলাদা ভাবে সব গরম করলাম...
খাওয়াদাওয়া করলাম...
কি মনে হয় কাজ শেষ?
বেসিন ভর্তি হাড়িপাতিল, থালাবাসন জমেছে সেসব ধোয়া লাগবে!
"সকালের জন্য রুটি হাফ ডান করে রাখবো, তাই রুটির ময়দা সেনে রেস্টে দিয়েছি। হঠাৎই মনে হইলো ময়দারও রেস্ট রেস্ট হইলো, আমার হইলোনা!"
ওহ আরও আছে। পেজ যেহেতু একটা আছে সেখানেও সময় দিতে হয়। যদিও সেটা কোন কষ্টের বিষয় না। অনেকে এটাই ভাবে।
এই দুই লাইন লিখতে এসে এতসব লিখে ফেললাম!
একটা দিন রান্না ছিলনা, আরাম করতে পারতাম! তা না করে এই কাজ ওই কাজ করতে করতে দিনটা কোন দিক দিয়ে যে শেষ হয়ে গেলো বুঝতেই পারলাম না!
এত সংসারী তো হইবার চাইনাই কখনোই!
হইয়া গেছি নিজের অজান্তেই!।
থাকেন, রুটি বানাইতে যাই...
যদিও এটা (Copy pest post) তবুও এটা সব সাংসারিক মেয়েদের জীবন কাহিনী।

(Copy pest post)

নোংরা মস্তিষ্ক এবং নোংরা মন মানসিকতার মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। কারণ একজন নোংরাম মস্তিষ্কের মানুষ আপনাকেও নোংরাই...
21/01/2025

নোংরা মস্তিষ্ক এবং নোংরা মন মানসিকতার মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। কারণ একজন নোংরাম মস্তিষ্কের মানুষ আপনাকেও নোংরাই ভাববে।যার মনমানসিকতা যেমন অন্য মানুষকেও ঠিক তেমনই ভাবে।

আমার মনে হয়,চা খাওয়া মানুষগুলো খুব মিশুক টাইপের হয়! যারা চা না খায় কেন জানি আমার কাছে মনে হয় তারা মানুষের সাথে মিশতে প...
21/01/2025

আমার মনে হয়,চা খাওয়া মানুষগুলো খুব মিশুক টাইপের হয়! যারা চা না খায় কেন জানি আমার কাছে মনে হয় তারা মানুষের সাথে মিশতে পারে না।মানুষকে প্রপারলি আপ্যায়ন করতে পারেনা। আপনি আমাকে চিনেন না,আমিও আপনাকে চিনিনা কিন্তু আপনার চা পছন্দ আবার আমারও চা পছন্দ।আহা! আপনি তো তাহলে আমার 'ভালো লাগার' মানুষ😄। আসেন চা খেতে খেতে গল্প করি!☺️☕
শুভ সকাল সবাইকে ☕

আমি সহজেই সবকিছু মেনে নেই বলে আমার সাথে যে কেউ যা কিছু করতে পারে।আমার সাথে কঠিন হতে কেউ দুবার ভাবে না অথচ আমি কি সত্যি ম...
20/01/2025

আমি সহজেই সবকিছু মেনে নেই বলে আমার সাথে যে কেউ যা কিছু করতে পারে।আমার সাথে কঠিন হতে কেউ দুবার ভাবে না অথচ আমি কি সত্যি মেনে নিলাম, না মানিয়ে নিলাম এটা একবারো কেউ বোঝার চেষ্টা করে না। বা একবারের জন্য ভাবেও না। 🙄🥹

20/01/2025

একটা মানুষের ভাগ্য মহান আল্লাহ ততোবার পরিবর্তন করে দেন যতো বার সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে।
আমিন 🤲

সব সময় এক রকমের নাস্তা খেলে একঘেয়েমি চলে আসে।আর মুখের রুচিও নষ্ট হয়ে যায়। তাই মাঝে মাঝে নাস্তায় ডিফরেন্ট কিছু খেতে ভাল...
20/01/2025

সব সময় এক রকমের নাস্তা খেলে একঘেয়েমি চলে আসে।আর মুখের রুচিও নষ্ট হয়ে যায়। তাই মাঝে মাঝে নাস্তায় ডিফরেন্ট কিছু খেতে ভালোই লাগে।
আজকে নাস্তায় কি কি ছিল এগুলো বলুন তো?
শুভ সকাল সবাইকে।

শীতের সকালে গরম গরম ভাত আর ঝাল ঝাল আলু ভর্তা। কার কার পছন্দ?শুভ সকাল সবাইকে ☕💖
19/01/2025

শীতের সকালে গরম গরম ভাত আর ঝাল ঝাল আলু ভর্তা। কার কার পছন্দ?
শুভ সকাল সবাইকে ☕💖

18/01/2025

আগের মত মানুষ এখন আর ঝগড়া করে না।ছবিতে লাইক কমেন্ট করা বন্ধ করে দেয়। শত্রুরাও আজকাল ডিজিটাল হয়ে গেছে 😜

শুভ সন্ধ্যা।মুড়ি দিয়ে চা কার কার পছন্দ?
16/01/2025

শুভ সন্ধ্যা।
মুড়ি দিয়ে চা কার কার পছন্দ?

16/01/2025

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। শুভ সকাল সবাইকে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when S&T Maa creation.02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category