Daily Updates On Afif Crossing 30 Runs In International cricket

Daily Updates On Afif Crossing 30 Runs In International cricket Things I Couldn't post in my timeline cuz I might get canceled

সবাই সাইড দেন সংখ্যালঘু আদিবাসী ধর্মের জনাব এসেছেন
15/01/2025

সবাই সাইড দেন সংখ্যালঘু আদিবাসী ধর্মের জনাব এসেছেন

15/01/2025
15/01/2025

Jokhon apni jante paren afif 70 da international t20 match khelse averaging 20

 hard images
14/01/2025

hard images

So our death over bowlers are going to be molla and polio despite having hasan mahmud
13/01/2025

So our death over bowlers are going to be molla and polio despite having hasan mahmud

12/01/2025

ইসলাম ধর্ম গ্রহণ করে দলে যায়গা পেলেন সৌম্য সরকার।
নতুন নাম - সামছুল শিকদার।

Mera peyara hindu
12/01/2025

Mera peyara hindu

12/01/2025

Hasan Mahmud appreciation post

12/01/2025

Athar Ali khan apna nas kat le

12/01/2025

This niqqa is retd.

12/01/2025

🚨Big BREAKING‼️🚨
A group of gay people spotted at the Bangladesh-India border. They are repeatedly chanting, their mother is a GAY. Netizens are asking, how can a woman be gay?

Bro thinks he is in Vinland saga edit
11/01/2025

Bro thinks he is in Vinland saga edit

Manush procrastination er kon porjay gele exam niya ar tensed lagena full syllabus baki thakar Poreo
11/01/2025

Manush procrastination er kon porjay gele exam niya ar tensed lagena full syllabus baki thakar Poreo

Bangladeshi Dalit fan group
11/01/2025

Bangladeshi Dalit fan group

তামিম, তোর সিদ্ধান্ত অবশ্যই একান্তই তোর। এটা কারও ভালো লাগলেও তোর, ভালো না লাগলেও তোর। পক্ষে-বিপক্ষে অনেক কথাই হবে। তবে ...
10/01/2025

তামিম, তোর সিদ্ধান্ত অবশ্যই একান্তই তোর। এটা কারও ভালো লাগলেও তোর, ভালো না লাগলেও তোর। পক্ষে-বিপক্ষে অনেক কথাই হবে। তবে সবচেয়ে ভালো কোনটা, সেটা তুই ছাড়া কেউই ভালো বুঝবে না। তাই তোর এই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে শতভাগ সম্মান জানাই।

তবে কিছু কথা জানতে মন চায়, এলেক্স হেলসের সাথে ঝগড়ার পর দিনেই বিদায় কেন! আসলেই কি চালিয়ে যেতে পারছিস না? না কি কোনও চাপ তোকে বাধ্য করেছে!
তোর অনেক ভক্ত হয়তো খুঁজে ফিরবে এই প্রশ্নগুলোর উত্তর। আজ খুঁজবে, এমনকি ভবিষ্যতও আরও অনেকদিন খুঁজবে।

তোকে প্রথম দেখেছি জেনেভা ক্যাম্পে তোদের বাসায়, হাফ প্যান্ট পরে খেলছিলি। তোর ভাই, আমার বন্ধু নাফিস ইকবাল তোকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিল। পরের বার দেখলাম জাতীয় লীগে ওপেন করতে, খুলনার মাঠে। তারপর ২০০৭ বিশ্বকাপ থেকে একসঙ্গে পথ চলতে চলতে তুই হয়ে গেলি বন্ধুর মতো। কত দিন কত রাত এক সঙ্গে সময় কাটিয়েছি, একসঙ্গে খেতে যাওয়া, ঘণ্টার পর ঘণ্টা আড্ডা, দুষ্টুমি, মজা, তর্ক, খেলা নিয়ে কত কত আলোচনা করেছি, সেসবের কোনও হদিস নেই।

যখন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলাম, তখন তুই ছিলি আমার অন্যতম ‘স্নাইপার।’ সেটা তুই নিজেও খুব ভালো করেই জানিস। যেদিন দল থেকে বের হয়ে এলাম, সেদিন তুই আমাকে কাঁধে তুলে নিয়েছিলি। পরে সারারাত একসঙ্গে আড্ডা দিয়েছিলাম। যে কোনও সিরিজ বা সফরে তুই ছিলি আমার রুমে আড্ডার অবধারিত সঙ্গী। আরও কত শত স্মৃতি এখন মনে পড়ছে!

তোকে যতটুকু চিনি, তাতে তোর এই সিদ্ধান্তকে আমি অনায়াসে পোস্টমর্টেম করতে পারতাম। কিন্তু তা করব না, কারণ ওই যে, তোর নিজস্ব সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানানো উচিত।
তোর মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, সেই সঙ্গে এটাও বলছি যে, তুই বাংলাদেশের ক্রিকেটকে যা কিছু দিয়েছিস, তা আমরা আজীবন মনে রাখব। একজন তামিম হয়ে উঠতে কতটা পরিশ্রম, কতটা সময়, কতটা মেধা আর কত ত্যাগ থাকতে হয়, তা সময় সব কিছু বুঝিয়ে দেবে।

তোর প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। পরবর্তী জীবন পরিবার নিয়ে দারুণ কাটাবি, সেই আশাই করছি।

আর একটা কথা, দলের ভেতর নানা পরিসংখ্যান নিয়ে বিশ্লেষণ নির্ভর আলোচনা এখন কে করবে, ঠিক জানি না। হয়তো কেউ করবে। তবে তুই এই জায়গায় সবসময়ই থাকবি সেরাদের সেরা।

গুড বাই মি. তামিম ইকবাল খান। একজন কিংবদন্তির বিদায়।
বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভ কামনা, এগিয়ে চলুক দুর্বার গতিতে। আমাদের এখন সামনে এগিয়ে যাওয়ার সময়।

"এলেক্স হেলসও একদিন চরমভাবে অপমানিত হবে" বিহারির অভিশাপ
10/01/2025

"এলেক্স হেলসও একদিন চরমভাবে অপমানিত হবে" বিহারির অভিশাপ

🚨 BREAKING: Tamim Iqbal announces retirement from international cricket. End of all story.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Updates On Afif Crossing 30 Runs In International cricket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share