সবুজপাতা

সবুজপাতা "সবুজপাতা" shobujpata.com এখানে সবকিছু সত্য, সু?

11/09/2022

আজকে পাকিস্তান
না কি শ্রীলঙ্কা ?

07/09/2022
04/09/2022

আজকে ভারত
না কি
পাকিস্তান ?

01/09/2022

বাংলাদেশ
vs
শ্রীলঙ্কার আজকের ম্যাচে কে জিতবে ??

পুরুষের যে প্রশংসায় নারীর মন গলে যায়:মানুষের জীবনে ভালোবাসার এক বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিটি মানুষই চান ভালোবাসার গোত্...
03/08/2022

পুরুষের যে প্রশংসায় নারীর মন গলে যায়:
মানুষের জীবনে ভালোবাসার এক বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিটি মানুষই চান ভালোবাসার গোত্রে বাঁধা পড়ে যেতে। তবে চাইলেই যে প্রেম আমাদের আকড়ে ধরবে, এমন তো নয়। সেই জায়গায় পৌঁছাতে গেলে কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে।

আসলে প্রেমের সম্পর্কে আসা কোনো সহজ কাজ নয়। আর সম্পর্কে আসার পরও অনেক ক্ষেত্রে সেই বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়াও কিন্তু কঠিন কাজ। এক্ষেত্রে কিছু বিষয় মাথায় না রাখতে পারলে সেই সম্পর্ক বেশিদূর এগিয়ে যেতে পারে না। তাই ভালোবাসার আঙিনায় পা রাখলে সত্যিই কিছু বিষয়ে রীতিমতো পড়াশোনা করা দরকার। না হলে সমস্যা বাড়বে বই কমবে না।

বেশিরভাগ সময়ই দেখা যায়, নারীর তুলনায় পুরুষের সম্পর্কে যেতে সমস্যা হচ্ছে। আসলে এখানে একটা রহস্য রয়েছে। এ রহস্য আর কিছুই নয়, বরং মুখ মিষ্টি কথা। এক্ষেত্রে মানুষ সঙ্গীর মুখ থেকে নিজের সম্পর্কে কিছু প্রশংসা শুনতে চান। আর সেই প্রশংসা পেলেই কেল্লাফতে।
দেখা গেছে নারীরা অনেক ক্ষেত্রেই এ প্রশংসা পেলে বেশি খুশি হন। তবে মুশকিল হলো, নারীদের মনে পৌঁছানোর এ রাস্তাটা বহু পুরুষই একদমই চেনেন না। তাই সমস্যা দেখা দেয়। এবার এ বিষয়টা নিয়ে প্রতিটি পুরুষ মানুষকে সতর্ক হয়ে যেতে হবে। চলুন তবে জেনে নেয়া যাক পুরুষের যে পাঁচ প্রশংসায় গলে যায় নারীর মন সেই টিপস-

# খুব সুন্দর লাগছে তোমাকে:
প্রতিটি নারীই নিজেকে সুন্দর করে তুলতে চান। এবার আপনার উচিত এ বিষয়টার সম্মান করা। সেক্ষেত্রে নিজের সঙ্গীকে সবসময় বলুন যে তাকে দারুণ লাগছে দেখতে। শুধু এ কথাটুকু বলে দেখুন, তার মন গলে যাবে। আর শুধু একদিন নয়, বারবার এ কথাটা বলুন। এভাবেই তার মনে রাজ করবেন আপনি। তাই পুরুষ মানুষের এ দিকটায় খেয়াল রাখা উচিত।

# তুমি অনেক দায়িত্ব নিতে পারো:
আসলে নারীদের মধ্যে দায়িত্ব নেয়ার বিষয়টা জন্মগত। তাই তারা সবসময় নিজের মতো করেই দায়িত্ব কাঁধে তুলে নিতে চান। আর এটা প্রশংসারই বিষয়। তাই তাকে সবসময় এ বিষয়টি নিয়ে উৎসাহ দিন। তিনি যে ঠিক পথেই এগচ্ছেন, এটা বুঝিয়ে দিতে হবে। তবেই আপনার সম্পর্ক ঠিক দিকে এগতে পারে। তাই চিন্তার কোনো কারণ নেই। এই টিপস মেনে চলুন।

# খুবই বুদ্ধিমান তুমি:
আপনাকে কেউ বুদ্ধিমান বললে ভালো লাগবে নিশ্চয়ই। ঠিক তেমনই সঙ্গীকে বুদ্ধিমান বলার কাজটিও করতে পারেন। আসলে এ কথাটা সঙ্গী নিজের মতো করেই শুনতে চান। তাই তাকে বারবার এই কথাটা বলুন। ছোটখাট ঠিক কাজ করলেও এই কথাটা বলতে হবে। তবেই আপনাদের সম্পর্ক ঠিক থাকতে পারে।
তুমি পাশে থাকলে ভালো লাগে
আপনার সঙ্গীর সঙ্গে থাকতে ভালো লাগলেই বুঝতে হবে যে সম্পর্ক ঠিকপথে এগচ্ছে। এবার আপনি যদি নিজের গার্লফ্রেন্ডকে এটা বুঝিয়ে দিতে পারেন যে তার সান্নিধ্য আপনার ভালো লাগছে, তবে সেই ভালোবাসায় ভরসা বাড়বে। এমনকী তা হবে ‘লং লাস্টিং’। তাই প্রশংসার এ দিকটা ভুলে যাবেন না। বরং সেই দিকেই এগিয়ে যেতে পারেন।
তুমিই আমার জীবনের সব
ভালোবাসার মানুষের জন্য আপনি যে বহুদূর পর্যন্ত হাঁটতে পারেন, এটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। আসলে আপনাকে এই বিষয়টা বুঝিয়ে দেয়ার জন্য বলতে হবে, তুমিই সব। তোমাকে ছাড়া বাঁচা যাবে না। বিশ্বাস করুন এ বস্তা পচা কথোপকথন মানুষ খুব ভালোবাসে। এমনকী আপনারা ভালো থাকতে পারবেন। তাই নারীর মন পেতে এ পন্থা অবলম্বন করতেই পারেন। #নারী #নারীরমন #নারীর #মন

ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো,ডিভোর্সের পরে এখন নিজের বাড়িই দোজখের মত লাগছে।( বাণীতে ডিভোর্সি নারী)  পরিস্থি...
02/08/2022

ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো,
ডিভোর্সের পরে এখন নিজের বাড়িই দোজখের মত লাগছে।( বাণীতে ডিভোর্সি নারী)

পরিস্থিতি যেমনই হোক, ডিভোর্স কখনো সুখ দেয়না!!
কমপক্ষে কোন মেয়ে সুখী হতে পারে না।

এক ডিভোর্সি নারীর বাস্তব জীবনী😭

জানিনা, আমি কেন লিখছি। হয়তো এজন্য কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক। হয়তো এজন্য কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক।
আমি ঊনিশ বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে। সংসারও টিকে ছিল দের বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স এখন এক বছর।
আমার স্বামীর স্বভাব-চরিত্র সবই বেশ ভালোই ছিল। শুধু একটু জেদি । অবশ্য তাও সবসময় না, মাঝেমধ্যে। মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি, আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয় নি।

সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে। ওরকম আমাদের মধ্যেও মাঝেসাঝে ঝগড়া-ঝাটি হতো। কিন্তু ঝগড়া বাধলেই আমি তল্পিতল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনরাও আসতো, আর ভাইরা তো ছিলই। ওদের কাছে কেদেকেটে সব বলতাম। তখন সবাই ওকে ফোন করে কথা শোনাত। আমার ছোট বোন তো রীতিমত অপমান করত!
আমার কাছেও মনে হতো, ঠিকই আছে। কত বড় সাহস, আমার সাথে লাগতে আসে। আমাকে নিজের মতো চালাতে চায়। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাফ চাইব, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, “ডিভোর্স দাও! তোমার মতো লোকের সাথে কে সংসার করে?”
নাহ, ডিভোর্স আমি কখনোই মন থেকে চাই নি। ওটা ছিল মুখের কথা।
ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো।

একদিনের কথা এখনও মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে। যা মুখে আসছে তাই বলছি। তুই-তোকারি, গালিগালাজ, অপমান কিচ্ছু বাদ যায় নি। এক পর্যায়ে সহ্যের বাধ ভেঙে ও আমার গায়ে হাত তুললো!
এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তুলে নি। কিন্তু ঐ একটা থাপ্পড়, ওটাই যথেষ্ট ছিল।
আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ বরাবরের মতো এবারও নিজের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কী লাভ! সবাইকে যা বলেছি, সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে। পরিবারের সবাই বললো, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই। মামলা ঠুকে দাও।
আমি সবার পরামর্শে মামলা করলাম।
ওর নামে নারী নির্যাতনের কেইস করা হল। খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরুব্বিরা এসে বার বার অনুরোধ করল, আমি যেন এই কেইস তুলে নিই।
ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম, আচ্ছা, আমার স্বামী কি আসলেই জালেম? ও কি কোনদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে এত কথা না শোনাতাম, তাহলে কি ও আমার গায়ে সেদিন হাত তুলতো?
আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, আমি যদি এতকিছুর পর ফিরে যাই, তাহলে ও ভাববে, আমি বুঝি অসহায়। আমাকে আরো পেয়ে বসবে। আমার উপর ইচ্ছামত ছড়ি ঘুরাবে। একবার গায়ে হাত তুলেছে মানে বার বার একই কাজ করবে। কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না।
কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না। ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল, সেদিনই হাটু জোর হয়ে আমার কাছে মাফ চেয়েছে। এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম। তবে ওর কাছে ফেরত গেলাম না।
কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার-সালিশ হল। সবার কাছে ও দোষী প্রমাণিত হল। সবাই ওকে নানা কথা বোঝাল, উপদেশ দিল। তারপর আবার সংসার শুরু করলাম।
এর পরের কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কী একটা নিয়ে আমাদের ঝগড়া বেধে গেল। ব্যস, কাপড়চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ ! আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বললো, এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বোনদের কথা ছিল, ওসব অসুস্থ-টসুস্থ কিছু না, সব বাহানা!

আমরা চাচ্ছিলাম ঐ পক্ষ থেকে কিছু আত্মীয়-স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতেপায়ে ধরে নিয়ে যাক। কিন্তু এবার কেউই আসলো না।
এরও কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব খেপে গেল। কতবড় সাহস, মেয়েকে এত কষ্টে রেখেছে, তার উপর ডিভোর্স লেটার পাঠায়। সবার কথায় আমার কাছেও মনে হলো, ঠিকই তো, কত বড় সাহস! আমাকে ডিভোর্স দিতে চায়? ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো।মা বাবা মনে করিয়ে দিলো, ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়েও হাত তুলেছে।
প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম, এবার ডিভোর্সই দেব। কে চায় এমন ফালতু লোকের সংসার করতে? কোর্টে গিয়েও ওকে হেনস্থা করার চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশছোঁয়া অংক দাবি করলাম! আমি চাচ্ছিলাম ওর যেন দেয়ালে পিঠ ঠেকে যায়। যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায়। আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাই নি৷ কিন্তু জিদ আমাকে খেয়ে নিচ্ছিল। আগ বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব! ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারি নি।
কিন্তু আশ্চর্য ব্যাপার, ও আমার আকাশছোঁয়া সমস্ত দাবি মেনে নিলো। আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম। ভরণপোষণ, মাসিক খরচ, ওর সম্পত্তি সব! বিনিময়ে ও পেলো শুধু ডিভোর্স।
আমাদের ডিভোর্স হয়েছে আজ সাড়ে তিন বছর।
ও আবারও বিয়ে করেছে। সুখেই আছে বোঝা যায়। আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে।
এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয়। মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে। ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই, কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্নবিছিন্ন করে ফেলতাম। শারীরিক নির্যাতন করি নি সত্যি, কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম। এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয় নি। নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে!
মাঝে মাঝে ভাবি, ইশ, আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিতো। যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম, তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো! আমি যদি নিজের জিদ নিয়ে পড়ে না থেকে, একটু ওর কাছে নত হতাম! তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখা লাগতো না।ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো,
ডিভোর্সের পরে এখন নিজের বাড়িই দোজখের মত লাগছে।

আজ আমার ভাইবোন বন্ধুবান্ধব সবার নিজেদের সংসার আছ কিন্তু ছোট্ট ভুলে সব শেষ হয়ে গেছে তাই দোয়া করি আর কারো সাথে যেন এমন না হয়।
post

চেহারার সৌন্দর্য ধরে রাখবেন যে ভাবে: মানুষ নিজের লাবণ্য সব সময় ধরে রাখতে চায়। কিন্তু সেই লাবণ্য ধরে রাখতে নিশ্চয়ই কিছু ন...
02/08/2022

চেহারার সৌন্দর্য ধরে রাখবেন যে ভাবে:
মানুষ নিজের লাবণ্য সব সময় ধরে রাখতে চায়। কিন্তু সেই লাবণ্য ধরে রাখতে নিশ্চয়ই কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে। অনেকে সেই নিয়ম জেনেও মানতে চান না। ফলে অল্প বয়সে নিজের লাবণ্য হারিয়ে ফেলেন। নিজের লাবণ্য ধরে রাখতে আপনাকে যে কিছু জানতেই হবে।

সিনেমার জগতে নায়ক-নায়িকা নিজেদের লাবণ্য ধরে রাখতে প্রতিনিয়ত পরিচর্যা করেন। অনেকের চেহারা দেখতে খারাপ হলেও নিয়মিত পরিচর্যার কারণে তাদের লাবণ্যতা কমনই মলিন হয় না। সিনেমা জগতে অভিনয় ভাল করার পাশাপাশি নিজের লাবণ্যতা ধরে রাখতে হয়। সিনেমায় কেউ লাবণ্যতা দিয়ে কেউ বা নিজের সেরা অভিয়নটা দিয়ে দর্শকের মন জয় করে থাকেন। ঠোঁটের হাসিতে ঠোঁটের যত্ন, চোখের চাহনিতে চোখের যত্ন সব কিছুইতেই দর্শকের মন জয় করাই একজন অভিনেতার কাজ।
মানুষ তার লাবণ্য ধরে রাখতে বেশি যত্ন নেয় মুখের। আর এজন্য প্রতিদিন পার্লারে যাওয়া সম্ভব নয়। তবে নিয়মিত পুষ্টিকর খাবার, স্বাস্থ্যজ্ঞান থাকতে হবে। চলুন জেনে নেই কিভাবে আপনি চেহারায় লাবণ্য ধরে রাখবেন।

দেখবেন অনেকের চোখের নিচে অসংখ্য রেখা, গালে কালো কালো দাম কিন্তু কোনভাবেই দূর করা যাচ্ছে না। এই সমস্যা সমাধানে সবার আগে আপনাকে সূর্যেও আলো থেকে কিছুটা হলেও দূরে থাকতে হবে। খাদ্যভ্যাসে পরিবর্তন আনতে হবে। প্রতিদিন একই ফল না খেয়ে, একেক দিন একেক ধরনের ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। তবে কিছু খাবার রয়েছে যা প্রতিনিয়ত খেতে হবে আপনাকে যা ত্বককে লাবণ্য রাখে।

টমেটো:
প্রতিদিন দুপুরে কিংবা রাতে খাবারের শেষে একটু হলেও টমেটো খান। কারণ টমেটোতে অ্যান্টিঅক্সিডেন্ট যা সূর্যের রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।
বাদাম:
বাদাম খাওয়ার অভ্যাস করুন। কারণ বাদামের বড় অংশই রয়েছে তেল বা চর্ব যা ত্বকে মসৃণ করে ভেতর থেকে উজ্জল করে তোলে।
অলিভ অয়েল:
ত্বকের যত্ন নেন এমন মানুষ অলিভ অয়েলের কার্যকারিতা সম্পর্কে জানেন না এমন মানুষ খুব কমেই আছেন। কারণ অলিভ অয়েল প্রতিদিন ত্বকে মালিশ করুন। যা ত্বকের শুষ্কতা দূর করবে।
লেবুর উপকারিতা
লেবুর রস ও লেবুর খোঁসা দুটোই মানুষের জন্য উপকারী। প্রতিদিন লেবু খেলে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায়। লেবু রসের সঙ্গে ১০ টেবিল চামচ দুধ মিশিয়ে মুখে ম্যাসাজ করলে ১০ মিনিটের মধ্যেই ফলাফল পাবেন।
ত্বকের যত্ন নেবেন আমার ধুমপান, মদ্যপান ও রাত জাগবেন তাতে খুব একটা লাভ হবে না। অতিরিক্ত দুশ্চিন্তা ছাড়তে হবে নিজেকে উৎফুল্ল রাখতে হবে। ত্বকে লাবণ্য থাকলে অফিসের কাজের গতি যেমন বাড়ে তেমনি পরিবারের সদস্যদের মধ্যে নিজেকে স্বাচ্ছন্দ্য লাগে।
ত্বকের লাবণ্য ঠিক রাখতে চিকিৎসকদের পরামর্শ
ত্বকের লাবণ্যের জন্য নিজেকে সবার আগে গুছিয়ে নিতে হবে। এলোমেল চলা ফেরায় একজন মানুষের যেমন কাজ গোছানো হয় না তেমনি নিজের প্রতিও খেয়াল রাখার সুযোগ থাকে না। তাই লাবণ্য ধরে রাখতে নিয়ম অনুযায়ী চলতে হবে।
#রুপচর্চা #চেহারা #সৌন্দর্য #ব্রন #মুখেরদাগ

13/06/2022
12/06/2022
12/06/2022

বিমানবালাদের টাপাটিনীর অসাধারণ নাচ !!

11/06/2022

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই বলেছেন, বর্তমান সরকার ক্ষমতার পাগ.....

11/06/2022

শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া...

07/06/2022
07/06/2022

বিনম্র শ্রদ্ধা…
আমরা তোমাদের ভুলবোনা…

আগুন সেনার গান…

কথা- আখতারুজ্জামান আজাদ
সুর/সঙ্গীত- কিশোর দাশ
কন্ঠ- আসিফ আকবর…

লাগলে আগুন বাইরে কি বা লাগলে আগুন ঘরে,
সাইরেন বাজিয়ে ছুটে যাই আমি রোদ-বৃষ্টি-ঝড়ে।
আগুনের সাথে যুদ্ধে নামি, ধোঁয়ার সাগরে সাঁতার;
মানুষের লাশ বয়ে যাই কাঁধে, আহা রে, কাতারে কাতার!

নীরবেই লড়ি, নীরবেই মরি, কবর নীরব বনে;
নিভলে আগুন আমাকে, মানুষ, একটু রেখো মনে।

দাউদাউ জ্বলে লেলিহান শিখা, কত না মায়ের ধ্বনি—
'আমার কোলে এনে দে, বাজান, আমার চোখের মণি।'
চোখের মণি এনে দিয়ে কোলে চোখের জলেই ভাসি,
মরণকালেও হেসে যাই আমি জাহান্নামের হাসি!

দ্যাখে বা কজন— দমকল আছে আমারও চোখের কোণে;
নিভলে আগুন আমাকে, মানুষ, একটু রেখো মনে।

আগুনের পরে 'দ্বিতীয় জীবন'— কিসের দামে কেনা?
মরণের দামে কিনছি জীবন আমরা আগুনসেনা।
সবার আগুন আমরা নেভাই, এই না মাটির দেহে;
আগুনসেনার ক্ষুধার আগুন নেভায়, বলো, কে হে?

আমার মায়ের অশ্রুগাথা রাষ্ট্রে কজন শোনে?
নিভলে আগুন আমাকে, মানুষ, একটু রেখো মনে।

ভালবাসা অবিরাম…

ICC Ranking
03/06/2022

ICC Ranking

গ্রাম বাংলার ডিজিটাল আর্ট
02/06/2022

গ্রাম বাংলার ডিজিটাল আর্ট

অপূর্ব...
29/05/2022

অপূর্ব...

সাদা শাড়িতে রুনা খান
29/05/2022

সাদা শাড়িতে রুনা খান

আইপিএল ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে রাজস্থান
29/05/2022

আইপিএল ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে রাজস্থান

28/05/2022

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দ...

বাবর আজম হতে পারেন ICC তিন ফরমেটের সেরা ব্যাটসম্যান: দীনেশ কার্তিক
28/05/2022

বাবর আজম হতে পারেন ICC তিন ফরমেটের সেরা ব্যাটসম্যান: দীনেশ কার্তিক

28/05/2022

অর্থ সবাইকে লোভী করে তোলে না।

28/05/2022

প্রবীণদের ঔষধের যোগান, পাহাড়সম এক প্রবীণদের ঔষধের যোগান, পাহাড়সম এক দুঃশ্চিন্তার কারন।

23/05/2022

আবারও ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এই নিয়ে শেষ ৫ মৌসুমের মধ্যে চারবারই লিগ জিতল ...

সাকিব আল হাসান।
22/05/2022

সাকিব আল হাসান।

Address

38/A
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when সবুজপাতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সবুজপাতা:

Share

Nearby media companies


Other Media/News Companies in Dhaka

Show All