Entrepreneur Mag

Entrepreneur Mag Entrepreneur Magazine is the entrepreneur and Business based news site. Entrepreneur magazine works

01/11/2023

31/10/2023
Picture Collected
06/02/2023

Picture Collected

চট্রগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে চমেকের আইসিইউতে শত শত আহত রোগীদের রক্ত দিতে সকল স্বেচ্ছাসেবী ...
04/06/2022

চট্রগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে চমেকের আইসিইউতে শত শত আহত রোগীদের রক্ত দিতে সকল স্বেচ্ছাসেবী এবং রক্তদানকারী সংগঠকগুলো স্বতপ্রণোদিতভাবে এগিয়ে আসার অনুরোধ করছি।

গাইবান্ধায় ‘কাশখড়ে’ লাভবান হচ্ছে চরাঞ্চলের মানুষকায়সার রহমান রোমেল, গাইবান্ধা:কাশফুল একেবারেই প্রাকৃতিক। এর নেই কোনো চাষ...
27/05/2022

গাইবান্ধায় ‘কাশখড়ে’ লাভবান হচ্ছে চরাঞ্চলের মানুষ

কায়সার রহমান রোমেল, গাইবান্ধা:
কাশফুল একেবারেই প্রাকৃতিক। এর নেই কোনো চাষবাস, নেই কোনো যতœ-আত্তি। শরতে নদীর ধার কিংবা বিস্তীর্ণ বালুচরে বড্ড অবহেলায় ফোটে এই কাশফুল। দেশের প্রায় সব এলাকায়ই কাশফুল দেখা যায়। বিশেষ করে চরাঞ্চলগুলোতে কাশের উপস্থিতি চোখে পড়ার মতো। যখন নানা প্রতিকূলতায় প্রকৃতি থেকে এই কাশফুল হারিয়ে যেতে বসেছে, ঠিক সেই সময় তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনাবেষ্টিত গাইবান্ধার চর-দ্বীপচরগুলোতে কাশখড় (শুকনো কাশফুলের গাছ) বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এখানকার মানুষ। কাশখড়ের বাণিজ্যিক ব্যবহারে আর্থিক সচ্ছলতাও ফিরে পেয়েছেন অনেকে।

গাইবান্ধা সদরে ব্রহ্মপুত্র নদের কামারজানী ঘাটে দেখা হয় কাশখড়ের কারবারী কফিল উদ্দিনের সাথে। তিনি মোল্লারচর, চর কুচখালি, বুলবুলির চর সহ জেলার চর-দ্বীপচরগুলো থেকে শুকনো কাশফুলের গাছ ‘কাশখড়’ কিনে ঘাটে নিয়ে আসেন। পরে এখান থেকেই রাজশাহী, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারদের কাছে ‘কাশখড়’ পাঠান। ঘাটখরচ, শ্রমিকের মজুরি এবং ক্রেতার কাছে পৌছানো অব্দি পরিবহন ব্যয় ধরে দশ মোঠার প্রতিটি আঁটি ১০ থেকে ১২ টাকা দরে বিক্রি করছেন তিনি। এ বছর উৎপাদন বেশি হওয়ায় দাম কিছুটা কম। দুই বিঘা চরের জমি থেকে তিনি সাত হাজার আঁটি ‘কাশখড়’ কিনেছেন। প্রতি আঁটি পাঁচ টাকা দরে কিনে এনে বারো টাকা দরে বিক্রি করে পেয়েছেন ৮৫ হাজার টাকা।

তিনি জানালেন, কাশফুল নদীর চরে এমনিতেই জন্মায়। এটি চাষ করতে হয় না। সার বা কীটনাশক কিছুই প্রয়োজন হয় না। শুধু লাগে চর থেকে কাশফুলের গাছ কেটে আনতে পরিবহন ও শ্রমিক খরচ। দুই বিঘা জমিতে এই বাবদ তার খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। এভাবে জেলার ২৬০টি চর-দ্বীপচরের প্রায় সব কৃষকই বিনা চাষের কাশ থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

কফিল উদ্দিন জানান, কাশফুল হলো চরের কৃষকরে ভাগ্যের ফসল। চর না ভাঙলে বিনা চাষে কাশ পাওয়া যায়। আগে খড়ের ঘর তৈরিতে কাশের ব্যবহার ছিল। এখন আর তেমন খড়ের ঘর নেই। তবু কাশের চাহিদা কমেনি। কারণ দেশের বিভিন্ন অঞ্চলে পানের বরজে এখানকার কাশ ব্যবহার হচ্ছে। কাশ কেবল পানের বরজ, ঘরের চালা বা সবজিবাগানের বেড়া হিসেবেই নয়, কাশফুলের আয়ুর্বেদীয় গুণের পাশাপাশি এটি মাটিধস রোধ করে। খরচ বাদ দিয়ে চর থেকে নিয়ে আসা ১ লাখ আঁটি ‘কাশখড়’ বিক্রি করে প্রায় ৩ লাখ টাকা আয় হয়েছে আমার। তিনি জানান, চরের কৃষকদের কাছে কাশ কিনে তিনি রাজশাহী, দিনাজপুর, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, কুষ্টিয়াসহ বিভিন্ন অঞ্চলে পান চাষিদের কাছে বিক্রি করেন। পাঁচ টাকায় কেনা আঁটি বিক্রি হয় ১০-১২ টাকা পর্যন্ত দরে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার পান চাষীরা জানায়, কাশবনে দু’ধরনের গাছ জন্মায়। চিকন আকারের ছোট গাছগুলো খড় হিসেবে ব্যবহৃত হয়। আর বড় এবং মোটা আকারের গাছগুলোকে ঝাঁটি বলে। কাশবন থেকে পাওয়া খড় ও ঝাঁটি পান বরজের জন্য খুবই প্রয়োজন। খড় দিয়ে পানের বরজে ছাউনি দেয়া হয় এবং পান গাছ বাঁশের শলার সাথে বেঁধে উপরে তুলতে হয়। সুতোলি বা অন্য কিছু দিয়ে বাঁধলে বৃষ্টির পানিতে ভিজে অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। খড় দিয়ে বাঁধলে অনেকদিন থাকে। তাড়াতাড়ি নষ্ট হয় না। এ কারণে বরজে খড় ব্যবহার করা হয়। অপর দিকে ঝাঁটি বরজের ছাউনি হিসেবে ব্যবহার করা হয়। ঘরের ছাউনি দিতেও ব্যবহৃত হয় এ খড়।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (শস্য) মো. কামরুজ্জামান বলেন, কাশফুল চাষের জন্য কোন বীজ কিংবা চারা নেই। এটি প্রাকৃতিকভাবে বর্ষাকালে নদীর বুকে চরে গজায়। প্রতি বছর বর্ষায় জুন থেকে অক্টোবরের মধ্যে কাশফুলের গাছ প্রাকৃতিকভাবে জন্মায়। কাশ কাটা হয় মধ্য নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার উপপরিচালক মো. বেলাল উদ্দিন সময়ের আলোকে বলেন, কাশফুলের আবাদের চিন্তা আমরা কখনো করিনি। তবে ‘উদ্ভাবনী ফসল’ হিসেবে কাশফুল চাষের জন্য চাষীদের উদ্বুদ্ধ করা যেতে পারে। এতে একদিকে চাষীরা কাশফুল চাষ করে লাভবান হবেন। অপর দিকে কোন জমি অকারণে পড়ে থাকবে না।

খবর>মিডিয়া পার্টনার আমার জেলা ডট নিউজ ।

16/10/2019

নাম পরিবর্তন সংবলিত বিজ্ঞপ্তিঃ

সম্মানীত ক্রেতাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের কোম্পানীর ব্রান্ডিং, নিবন্ধন, প্রচারণা, ওয়েবসাইট চালুকরণ, এবং নিরাপত্তাজনিত কারণে বর্তমান নাম Importer.com এর পরিবর্তে Stylemate নামে ফেসবুক গ্রুপ এবং Stylemate.fashion নামে ওয়েবসাইট পরিচালিত হবে।
English Translate:
Notification regarding change of name

Reputable customers are informed that due to branding, registration, promotion, website launch, and security of our company, the current name "Stylemate" will be operated by Facebook group and website name "Stylemate.fashion" instead of the current name Importer.com.

10/10/2019

New Collection from China

#10%_discount

অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে ফোন করুন : 01754001294, 01728170448(bks)

বাংলাদেশের যেকোনো স্থান থেকে আপনি অর্ডার করতে পারেন আর পেতে পারেন শুধু মাত্র ৪৮ ঘন্টার মধ্যে।

অর্ডার করতে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, পণ্যের কোড, পণ্যের সাইজ ও ডেলিভারি চার্জ টা অ্যাডভান্স বিকাশ করতে হবে।

সাইজ ও অন্য যেকোনো ধরণের সমস্যা হলে আপনি সেটা পরিবর্তন করে নিতে পারবেন কিন্তু অবশ্যই তা ৩ দিনের মধ্যে।

03/10/2019

Our Company get of a Chines Company for sell Luggage product in Bangladesh Market.

02/10/2019

This products for purchase contact :01754001294 or inbox.

02/10/2019

This products for purchase contact :01754001294 or inbox.

18/08/2019

সরাসরি চায়না থেকে আমদানীকৃত শতভাগ কোয়ালিটি সম্পন্ন কাপড় এবং লেদারের কাধ ব্যাগ, স্কুল ব্যাগ এবং হ্যান্ড ব্যাগ সহ আকর্ষণীয় সকল লেডিস ব্যাগ । #হোলসেল, #রিটেইল এবং #খুচরা বিক্রি করা হয় । কুরিয়ার এ ( Cash On Delivery) এবং হোম ডেলিভারি হয় ।
যোগাযোগঃ
চায়নাঃ +8615858472809 (WeChat+ Whatsapp+ Imo)
+8618859802363 (WeChat)
বাংলাদেশঃ-------------
+৮৮০১৭৮৯৮৪৭৬২০ (ঢাকা বিভাগীয় প্রতিনিধি, ঢাকা অফিস)
+৮৮০১৯৫৫২৯৬৯৫০ (ঢাকা অফিস)
+৮৮০১৭০৪৪০৪৪১০ (ঢাকা সাপ্লায়ার)
+৮৮০১৭৯৩৩০১০৫৫ (রাজশাহী বিভাগীয় প্রতিনিধি, অফিসঃ পাবনা সদর)
+৮৮০১৭৬৭১৩৯৭১৯ (রংপুর বিভাগীয় প্রতিনিধি, অফিসঃ গাইবান্ধা সদর)
+৮৮০১৯৪৩৭৬১৯৬৩ (খুলনা বিভাগীয় প্রতিনিধি)
+৮৮০১৭৬৭৯৬৪২১৭ (সাপ্লায়ার কুষ্টিয়া)
বি.দ্রঃ ঢাকা, যশোর, কুষ্টিয়া, পাবনা, গাইবান্ধাতে #হোম ডেলিভারি দেয়া হয় এবং যেকোন পাইকারী ক্রেতাদের #রিকজিশন অনুযায়ী যেকোন প্রকার মালামাল #ইমপোর্ট করা হয় । হোমডেলিভারি চার্জ ৬০ টাকা। এবং উল্লেখিত স্থানের বাহিরে থাকলে কুরিয়ার চার্জ ১০০ টাকা(অগ্রিম )।

26/07/2019

সরাসরি চায়না থেকে আমদানীকৃত শতভাগ কোয়ালিটি সম্পন্ন লেটেস্ট মডেলের ফ্যাশনেবল Shoe । হোলসেল, রিটেইল এবং খুচরা বিক্রি করা হয় । কুরিয়ার এ ( Cash On Delivery) এবং হোম ডেলিভারি হয় ।
যোগাযোগঃ
চায়নাঃ +8615858472809 (WeChat+ Whatsapp+ Imo)
+8618859802363 (WeChat)

বাংলাদেশঃ-------------
+৮৮০১৭৮৯৮৪৭৬২০ (ঢাকা বিভাগীয় প্রতিনিধি, ঢাকা অফিস)
+৮৮০১৯৫৫২৯৬৯৫০ (ঢাকা অফিস)
+৮৮০১৭০৪৪০৪৪১০ (ঢাকা সাপ্লায়ার)
+৮৮০১৭৯৩৩০১০৫৫ (রাজশাহী বিভাগীয় প্রতিনিধি, অফিসঃ পাবনা সদর)
+৮৮০১৭৬৭১৩৯৭১৯ (রংপুর বিভাগীয় প্রতিনিধি, অফিসঃ গাইবান্ধা সদর)
+৮৮০১৯৪৩৭৬১৯৬৩ (খুলনা বিভাগীয় প্রতিনিধি)
+৮৮০১৭৬৭৯৬৪২১৭ (সাপ্লায়ার কুষ্টিয়া)
বি.দ্রঃ ঢাকা, যশোর, কুষ্টিয়া, পাবনা, গাইবান্ধাতে হোম ডেলিভারি দেয়া হয় এবং যেকোন পাইকারী ক্রেতাদের রিকজিশন অনুযায়ী যেকোন প্রকার মালামাল ইমপোর্ট করা হয় । হোমডেলিভারি চার্জ ৫০ টাকা। এবং উল্লেখিত স্থানের বাহিরে থাকলে কুরিয়ার চার্জ ৬০ টাকা(অগ্রিম )।

27/06/2019

Importer. Com's cover photo

Address

H#GA-92, Gulshan-Badda Link Road, Gulshan/1
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Entrepreneur Mag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Entrepreneur Mag:

Share


Other News & Media Websites in Dhaka

Show All

You may also like