রাইয়ান প্রকাশন

রাইয়ান প্রকাশন বিশুদ্ধ জ্ঞানের আলোতে বিকশিত করি মনন

চল‌ছে ময়মনসিংহ বইমেলা। আমরা আ‌ছি আপনার অ‌পেক্ষায়স্থান: টাউন হল মাঠ।আমাদের স্টল নং ১৫
27/12/2024

চল‌ছে ময়মনসিংহ বইমেলা। আমরা আ‌ছি আপনার অ‌পেক্ষায়

স্থান: টাউন হল মাঠ।
আমাদের স্টল নং ১৫

বইট‌ি পড়‌ছে‌ন??
26/12/2024

বইট‌ি পড়‌ছে‌ন??

26/12/2024

আজ থেকে শুরু হয়েছে ময়মনসিংহ বইমেলা।
স্থান: টাউন হল মাঠ।
আমাদের স্টল নং ১৩।

জীবনের আয়নাবইটি আমাদের জীবনেরই আয়না। বইটি আমাদের নিত্যকার জীবনের এমন সব ভুলত্রুটি স্মরণ করিয়ে দেবে, যা আমাদের অলক্ষ্যে...
25/12/2024

জীবনের আয়না
বইটি আমাদের জীবনেরই আয়না। বইটি আমাদের নিত্যকার জীবনের এমন সব ভুলত্রুটি স্মরণ করিয়ে দেবে, যা আমাদের অলক্ষ্যেই থেকে যায়। কিন্তু এর কারণে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও ধর্মীয় জীবন কণ্টকাকীর্ণ হয়ে ওঠে। বইটিতে সুন্নতে নববির উজ্জ্বল আভায় সাজানো হয়েছে জীবনের প্রতিটি পরত। ব্যক্তিজীবনে, পারিবারিক জীবনে ও ধর্মীয় জীবনে যে-সব ভুল আমাদের দ্বারা সংঘটিত হয়—সে-সব ভুলগুলো চিহ্নিত করে তার সমস্যাবলী ও তার যুগোপযোগী সমাধান সযত্নে সন্নিবেশিত হয়েছে এই বইতে। যেখানে পাঠক নিজেকে নতুন রূপে খুঁজে পাবে। নিজের অজ্ঞাত ভুলগুলো একটা একটা করে ধরতে পারবে এবং তার শাশ্বত সমাধান পাবে—ইন শা আল্লাহ।
বই: জীবনের আয়না
লেখক: মাহমুদ বিন নূর
প্রকাশনী: রাইয়ান প্রকাশন

কোনটা আপনাকে বেশি ভোগায়??
25/12/2024

কোনটা আপনাকে বেশি ভোগায়??

24/12/2024
'মেরেজ ডে' নিয়ে শয়তানের কী চাল! এক ঢিলে কতটা পাখি শিকার করছে—ভেবে দেখেছেন কি? ١ - একজন মেয়ে পর্দা ছেড়ে তার সব কিছু  ...
23/12/2024

'মেরেজ ডে' নিয়ে শয়তানের কী চাল! এক ঢিলে কতটা পাখি শিকার করছে—ভেবে দেখেছেন কি?

١ - একজন মেয়ে পর্দা ছেড়ে তার সব কিছু পর-পুরুষদের কাছে উন্মুক্ত করে দিচ্ছে। এতে তার পর্দা লঙ্ঘনের গুনাহ হচ্ছে।
٢- একজন স্বামী তার বউকে সকলের কাছে প্রদর্শনী বস্তু বানিয়ে দিয়েছে। এতে স্বামী-সহ মেয়ের বাপ-ভাই দাইয়ুসে পরিণত হচ্ছে।
٣- অনুষ্ঠানে আগত সকলেই বেগানা নারীকে দেখে চোখের জিনা করছে। এতে আগত সকল ব্যক্তির-ই গুনাহ হচ্ছে।

"শয়তানের বিরুদ্ধে লড়াই " বই থেকে।

"মেঘের কোলে রোদ"
22/12/2024

"মেঘের কোলে রোদ"

মা শা আল্লাহ পাঠকের ওয়াল থেকে সংগ্রহীত।
21/12/2024

মা শা আল্লাহ
পাঠকের ওয়াল থেকে সংগ্রহীত।

উত্তম রিজিক লাভের জন্য পরিপূর্ণ তাওয়াক্কুল রাখা চাই। আর সেই তাওয়াক্কুল হবে, কেবল আল্লাহ তা'আলার উপর। কিন্তু পরিতাপের বিষ...
21/12/2024

উত্তম রিজিক লাভের জন্য পরিপূর্ণ তাওয়াক্কুল রাখা চাই। আর সেই তাওয়াক্কুল হবে, কেবল আল্লাহ তা'আলার উপর। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, এই তাওয়াক্কুল নামক মূল্যবান রত্নটাই যে আমাদের মাঝে অনুপস্থিত।

একটু ভেবে দেখুন-একটি পাখি যখন খাবারের সন্ধানে সকালে বের হয়, তখনও কিন্তু সে জানতো না- কোথায় তার জন্য রিজিকের ব্যবস্থা করে রাখা হয়েছে। সে নিশ্চিন্তে উড়ে বেড়ায়। সে জানে, রব কোথাও না কোথাও তার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আর অতি শীঘ্রই সে তা অর্জন করবে।

আর এমনটা রাসুল ﷺ এর হাদিসেই বর্ণিত হয়েছে- উমর ইবনুল খাত্তাব রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ ﷺ বলেছেন- "তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ তা'আলার উপর নির্ভরশীল হতে, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয়, সেভাবে তোমাদেরকেও রিজিক দেওয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে" [তিরমিজি,হাদিস নং,২৩৪৪]

আমরাও আল্লাহ তা'আলার সৃষ্টি। পাখিরাও আল্লাহর সৃষ্টি। তারা প্রত্যুষে খালি পেটে বের হয়, দিনশেষে ভরাপেটে নীড়ে ফিরে। আল্লাহ তা'আলা তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। ফলে তারা ভরাপেটে প্রত্যাবর্তন করে। হাদীসের ভাষ্য অনুযায়ী আমরাও যদি আল্লাহ তা'আলার ওপর সেভাবে তাওয়াক্কুল রাখতাম, তাহলে পাখির মতো আমাদেরও রিজিকের ব্যবস্থা হতো। কিন্তু আমরা তা না করে কেবল ছোটাছুটি করি। পেরেশান হয়ে কেবল নিজের উপর জুলুম করি।

তবে হ্যাঁ, তাওয়াক্কুলের পাশাপাশি চেষ্টাও করতে হবে। চেষ্টা না করলে কখনো সুফল আসবে না। আমি তাওয়াক্কুল করলাম আর ঘরে বসে রইলাম, তাতে তো হবে না। তাওয়াক্কুলের পাশাপাশি চেষ্টাও চালিয়ে যেতে হবে এবং হা হুতাশ বা অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা পরিত্যাগ করতে হবে। তাওয়াক্কুলের পাশাপাশি চেষ্টা চালিয়ে গেলে সফলতা এমনিতেই আসবে।
আল্লাহ তা'আলা বলেন-

وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ

আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট।
সুতরাং, যেখানে স্বয়ং আল্লাহ তা'আলাই আমাদের জন্য যথেষ্ট, সেখানে রিজিক নিয়ে পেরেশানির কী'ই বা দরকার?

বই: আমার শত্রু আমি
লেখক: মাহমুদ বিন নূর
প্রকাশনায়: রাইয়ান প্রকাশন

আগামিকাল খুলনা বইমেলার শেষ দিন।স্থান: জাতিসংঘ পার্ক, খুলনা।সময়: সকাল ১০ টা থেকে রাত ৯ টা।রাইয়ান প্রকাশন এর সকল বই পাওয়া ...
20/12/2024

আগামিকাল খুলনা বইমেলার শেষ দিন।
স্থান: জাতিসংঘ পার্ক, খুলনা।
সময়: সকাল ১০ টা থেকে রাত ৯ টা।

রাইয়ান প্রকাশন এর সকল বই পাওয়া যাবে পেনফিল্ড পাবলিকেশন এর স্টলে।

" খানিক গেলেই পথ "
19/12/2024

" খানিক গেলেই পথ "

বেস্ট সে‌লিং বইকে কে প‌ড়ে‌ছেন?
18/12/2024

বেস্ট সে‌লিং বই

কে কে প‌ড়ে‌ছেন?

আয়াতুল কুরসি ফজিলত ও আমল লেখক : মাহদী আবদুল হালিম
18/12/2024

আয়াতুল কুরসি
ফজিলত ও আমল

লেখক : মাহদী আবদুল হালিম

১. নফসের বিরুদ্ধে লড়াই___বক্ষমান বইটি সম্পূর্ণ নফসের ওপর সন্নিবেশিত। নফস কী? লাগামহীন নফসের দ্বারা আমরা কীভাবে প্রভাবিত...
17/12/2024

১. নফসের বিরুদ্ধে লড়াই___

বক্ষমান বইটি সম্পূর্ণ নফসের ওপর সন্নিবেশিত। নফস কী? লাগামহীন নফসের দ্বারা আমরা কীভাবে প্রভাবিত? এর দ্বারা আমরা কতটা ক্ষতিগ্রস্ত? এর দ্বারা আমাদের কী কী ক্ষতি হচ্ছে? কোন গোনাহ কার দ্বারা হচ্ছে? কে সবচে’ বড়ো শত্রু? নফসের ব্যাধি কী কী? নফস নিয়ন্ত্রণ করবো কীভাবে? নফস নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হবো, ইত্যাদি আরো কিছু বিষয় নিয়ে এই বইয়ে তাত্বিক আলোচনা করা হয়েছে, আলহামদুলিল্লাহ।

২. শয়তানের বিরুদ্ধে লড়াই___

'শয়তানের বিরুদ্ধে লড়াই’ বইটি -তে ধারাবাহিকভাবে শয়তানের ইতিবৃত্ত, শয়তানের কুটকৌশল, শয়তানের ধোঁকা, শয়তানের কর্মপদ্ধতি, শয়তানের চক্রান্ত, শয়তানের পাতা ফাঁদ ও সর্বশেষ শয়তান থেকে বেঁচে থাকার বেশ কিছু দিক-নির্দেশনা সুবিন্যাস্তভাবে বর্ণনা করা হয়েছে। আশা করি পাঠক, তা অধ্যায়ণ করে শয়তানের ইতিবৃত্ত, তার পাতা ফাঁদ, তার কুটকৌশল, তার চক্রান্ত সম্বন্ধে জানতে পারবেন এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারবেন, ইন শা আল্লাহ।

৩. অলসতার বিরুদ্ধে লড়াই____

অলসতার কারণে আমরা আমাদের লক্ষ্য থেকে ছিটকে পরি। উজ্জ্বল ভবিষ্যৎকে অন্ধকারে পরিণত করি। ইহকাল-পরকাল, উভয় জগতেই ক্ষতিগ্রস্ত হই। শুধু তাই নয়, অলসতার কারণে আমরা পদে পদে লাঞ্ছিত হই, অপদস্থ হই। অতঃপর, সুন্দর জীবন গঠনে ব্যর্থ হয়ে এমন অস্বাভাবিক জীবন-যাপন করি— যা নিয়ে আসে কেবল দুঃখ আর দুঃখ।

৪. আমার শত্রু আমি___

একটু কৌতূহল, একটু চাওয়া, একটু ভালো লাগা। অতঃপর অভ্যাস, তারপর বদভ্যাস। সময়ের ব্যবধানে সেটাই হয় ধ্বংসের হাতিয়ার। ধ্বংসের হাতিয়ার যখন নিজের বিরুদ্ধে নিজেই ব্যবহার করি, তবে স্বীয় ক্ষতি সাধনের লক্ষ্যে কেন অন্যকে টানি! আমি আমার শত্রু, তবে কেন অন্যের শত্রুতাকে এত ভয় করি? আমি বোকা, আমি বোকা, আমি বোকা....

৫. জীবনের আয়না__

"জীবনের আয়না" —বইটি আমাদের জীবনেরই আয়না। বইটি আমাদের নিত্যকার জীবনের এমন সব ভুলত্রুটি স্মরণ করিয়ে দেবে, যা আমাদের অলক্ষ্যেই থেকে যায়। কিন্তু এর কারণে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও ধর্মীয় জীবন কণ্টকাকীর্ণ হয়ে ওঠে।

বইটিতে সুন্নতে নববির উজ্জ্বল আভায় সাজানো হয়েছে জীবনের প্রতিটি পরত। ব্যক্তিজীবনে, পারিবারিক জীবনে ও ধর্মীয় জীবনে যে-সব ভুল আমাদের দ্বারা সংঘটিত হয়—সে-সব ভুলগুলো চিহ্নিত করে তার সমস্যাবলী ও তার যুগোপযোগী সমাধান সযত্নে সন্নিবেশিত হয়েছে এই বইতে।

৬. স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা___

স্বপ্ন কী, স্বপ্ন কীরকম, স্বপ্নের প্রকারভেদ, স্বপ্নের সাথে বাস্তবতা, স্বপ্নের ব্যাখ্যা ও স্বপ্ন বিষয়ক সতর্কবার্তা-সহ—ইত্যাদি বিষয় এই বইয়ে সন্নিবেশিত করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করি পাঠক, এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং সতর্কতা অবলম্বন করতে পারবেন, ইন শা আল্লাহ।

খুলনা ইসলামী বইমেলা ২০২৪জাতিসংঘ পার্ক, খুলনা।"রাইয়ান প্রকাশন" এর সকল বই পাবেন "Penfield Publication" এর স্টলে।মেলা চলবে ...
17/12/2024

খুলনা ইসলামী বইমেলা ২০২৪
জাতিসংঘ পার্ক, খুলনা।

"রাইয়ান প্রকাশন" এর সকল বই পাবেন "Penfield Publication" এর স্টলে।

মেলা চলবে : ১৭,১৮, ১৯,২০,২১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত ইন শা আল্লাহ।

আসছেন তো আপনি??

মুসলিম জাহানের খলিফা তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। একদিন তিনি তাঁর গোলামের ওপর চটে গেলেন। রাগের মাথায় তাকে ডেকে...
15/12/2024

মুসলিম জাহানের খলিফা তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। একদিন তিনি তাঁর গোলামের ওপর চটে গেলেন। রাগের মাথায় তাকে ডেকে এনে তার কান মলে দিলেন! কান মলার চোটে গোলাম ব্যথা পেয়ে উঠল।
গোলামের কান মলে দিতে পেরে উসমান-এর রাগ কিছুটা হজম হলো বটে; কিন্তু পরক্ষণেই তাঁর পরকালে প্রতিশোধের কথা স্মরণ হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে তাঁকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে যে!
চিন্তার ভাঁজ দেখা গেল খলিফা উসমান বিন আফফানের কপালে। খুব অনুতপ্ত হলেন তিনি। চটজলদি ডাক দিলেন গোলামকে। মনিবের ডাক শুনে গোলাম ভীত সন্ত্রস্ত পদে এগিয়ে এলো। মনিবের কাছে এসে বসে রইল। উসমান গোলামের সামনে বসে পড়লেন। গোলামকে তাঁর কান মলে প্রতিশোধ নিতে বললেন। পাল্টা কান মলে প্রতিশোধ নিতে বলছেন মনিব!
অর্ধ জাহানের খলিফা! নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না গোলাম! ওদিকে উসমান প্রতিশোধ নিতে পীড়াপীড়ি শুরু করলেন। গোলামের কাছে প্রতিশোধটা সীমাহীন ভারি মনে হলো! সে প্রতিশোধ নিতে নারাজ। কিন্তু খলিফা তো নাছোড়বান্দা। কান মলে বদলা নিতে জিদ ধরলেন তো ধরলেনই!
অবশেষে বাধ্য হতে হলো গোলামকে। না-চাওয়া সত্ত্বেও সে মনিবের আদেশ পালন করতে হাত বাড়াল। আঙুল দিয়ে মজবুতভাবে চেপে ধরল স্বীয় মনিব মুসলিম জাহানের খলিফা উসমান-এর কান! খলিফা কান মলে দিতে আদেশ করলেন। গোলাম তাই করল। কিন্তু মনিব তাতে সন্তুষ্ট নন; আরও জোরে আরও জোরে—বলে কান চেপে ধরতে আদেশ করতে থাকলেন আর বলতে লাগলেন-
"নিশ্চয় দুনিয়ার প্রতিশোধ আখিরাতের প্রতিশোধ থেকে অধিক সহজ!"
'রাসুলের বাগিচায় ফুটন্ত ফুল' বই থেকে।

বিয়ের পূর্ব প্রস্তুতিমূলক বই খুঁজছেন বা দাম্পত্য জীবন বিষয়ক বিভিন্ন সমস্যায় জর্জরিত। সমাধান খুঁজছেন?আমরা নিয়ে হাজির হলাম...
15/12/2024

বিয়ের পূর্ব প্রস্তুতিমূলক বই খুঁজছেন বা দাম্পত্য জীবন বিষয়ক বিভিন্ন সমস্যায় জর্জরিত। সমাধান খুঁজছেন?

আমরা নিয়ে হাজির হলাম "বিয়ের প্রস্তুতি প্যাকেজ"—বিয়ে ও দাম্পত্য জীবন বিষয়ক দুইটি বই নিয়ে। শুধুমাত্র বই নয়, বলতে পারেন পূর্ণাঙ্গ গাইডলাইন যা আপনার দাম্পত্য জীবনের সকল সমস্যার সমাধান হয়ে আপনাকে গাইড করবে, পথ দেখাবে আপনাকে। ইন শা আল্লাহ।

বিয়ের প্রস্তুতি প্যাকেজে যে বই দুইটি থাকেছে—

১.মখমলী ভালোবাসা
লেখক—কারীম আশ-শাযলী
পৃষ্ঠা সংখ্যা—২২৪

২.অপেক্ষার শেষ প্রহর
লেখক—আদিব সালেহ
পৃষ্ঠা সংখ্যা—১৪৪

বইগুলো সম্পর্কে সংক্ষিপ্ত রিভিউ তুলে ধরা হলো—

১.মখমলী ভালোবাসা

আপনার স্বামী আপনাকে ভালোবাসে না? স্ত্রী হিসেবে আপনাকে গন্য করে না? কিংবা প্রিয় ভাই, আপনার স্ত্রীর মন আপনি জয় করতে পারছেন না? স্ত্রীর থেকে ভালোবাসা পাচ্ছেন না? সংসার জীবনে আপনার বিতৃষ্ণা এসে গেছে? দম বন্ধ হয়ে আসছে একঘেয়ে জীবনে?

এসব প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তবে মনে করুন এই বইটি আপনার জন্যেই। সহজ ভাষায় কিছু পথ, পদ্ধতি এবং কিছু সমাধান এখানে দেওয়া হয়েছে।

২.অপেক্ষার শেষ প্রহর
বইটিকে বলা যায় উপন্যাসের আলোকে নসীহাহমূলক বই।

বইয়ে চারটি পর্ব রয়েছে। যেহেতু উপন্যাসের আলোকে রচিত তাই পর্ব আকারে দেওয়া হয়েছে। চার পর্বে পঁয়তাল্লিশ শিরোনামে বিয়ের পূর্ব প্রস্তুতি, পাত্রী দেখা, তালাকের বিধান, হারাম রিলেশন- প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে।

এছাড়াও নসীহাহমূলক কিছু টপিক রয়েছে । যেমন: রিযিক বৃদ্ধির কুরআনি আমল, দুয়ায় জীবনসঙ্গী খুঁজুন, ঈমান: শ্রেষ্ঠ নেয়ামত, আসল বন্ধু আর শত্রু কে?, দু'কাঁধে থাকা পাহারাদারদের আড়াল করে পাপ করি তো?, নিয়ত ই বরকত, জেনারেল পড়ুয়াদের মাঝেও থাকতে হবে দীনের আহ্বান। ইত্যাদি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when রাইয়ান প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাইয়ান প্রকাশন:

Share

Category