17/12/2024
১. নফসের বিরুদ্ধে লড়াই___
বক্ষমান বইটি সম্পূর্ণ নফসের ওপর সন্নিবেশিত। নফস কী? লাগামহীন নফসের দ্বারা আমরা কীভাবে প্রভাবিত? এর দ্বারা আমরা কতটা ক্ষতিগ্রস্ত? এর দ্বারা আমাদের কী কী ক্ষতি হচ্ছে? কোন গোনাহ কার দ্বারা হচ্ছে? কে সবচে’ বড়ো শত্রু? নফসের ব্যাধি কী কী? নফস নিয়ন্ত্রণ করবো কীভাবে? নফস নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হবো, ইত্যাদি আরো কিছু বিষয় নিয়ে এই বইয়ে তাত্বিক আলোচনা করা হয়েছে, আলহামদুলিল্লাহ।
২. শয়তানের বিরুদ্ধে লড়াই___
'শয়তানের বিরুদ্ধে লড়াই’ বইটি -তে ধারাবাহিকভাবে শয়তানের ইতিবৃত্ত, শয়তানের কুটকৌশল, শয়তানের ধোঁকা, শয়তানের কর্মপদ্ধতি, শয়তানের চক্রান্ত, শয়তানের পাতা ফাঁদ ও সর্বশেষ শয়তান থেকে বেঁচে থাকার বেশ কিছু দিক-নির্দেশনা সুবিন্যাস্তভাবে বর্ণনা করা হয়েছে। আশা করি পাঠক, তা অধ্যায়ণ করে শয়তানের ইতিবৃত্ত, তার পাতা ফাঁদ, তার কুটকৌশল, তার চক্রান্ত সম্বন্ধে জানতে পারবেন এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারবেন, ইন শা আল্লাহ।
৩. অলসতার বিরুদ্ধে লড়াই____
অলসতার কারণে আমরা আমাদের লক্ষ্য থেকে ছিটকে পরি। উজ্জ্বল ভবিষ্যৎকে অন্ধকারে পরিণত করি। ইহকাল-পরকাল, উভয় জগতেই ক্ষতিগ্রস্ত হই। শুধু তাই নয়, অলসতার কারণে আমরা পদে পদে লাঞ্ছিত হই, অপদস্থ হই। অতঃপর, সুন্দর জীবন গঠনে ব্যর্থ হয়ে এমন অস্বাভাবিক জীবন-যাপন করি— যা নিয়ে আসে কেবল দুঃখ আর দুঃখ।
৪. আমার শত্রু আমি___
একটু কৌতূহল, একটু চাওয়া, একটু ভালো লাগা। অতঃপর অভ্যাস, তারপর বদভ্যাস। সময়ের ব্যবধানে সেটাই হয় ধ্বংসের হাতিয়ার। ধ্বংসের হাতিয়ার যখন নিজের বিরুদ্ধে নিজেই ব্যবহার করি, তবে স্বীয় ক্ষতি সাধনের লক্ষ্যে কেন অন্যকে টানি! আমি আমার শত্রু, তবে কেন অন্যের শত্রুতাকে এত ভয় করি? আমি বোকা, আমি বোকা, আমি বোকা....
৫. জীবনের আয়না__
"জীবনের আয়না" —বইটি আমাদের জীবনেরই আয়না। বইটি আমাদের নিত্যকার জীবনের এমন সব ভুলত্রুটি স্মরণ করিয়ে দেবে, যা আমাদের অলক্ষ্যেই থেকে যায়। কিন্তু এর কারণে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও ধর্মীয় জীবন কণ্টকাকীর্ণ হয়ে ওঠে।
বইটিতে সুন্নতে নববির উজ্জ্বল আভায় সাজানো হয়েছে জীবনের প্রতিটি পরত। ব্যক্তিজীবনে, পারিবারিক জীবনে ও ধর্মীয় জীবনে যে-সব ভুল আমাদের দ্বারা সংঘটিত হয়—সে-সব ভুলগুলো চিহ্নিত করে তার সমস্যাবলী ও তার যুগোপযোগী সমাধান সযত্নে সন্নিবেশিত হয়েছে এই বইতে।
৬. স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা___
স্বপ্ন কী, স্বপ্ন কীরকম, স্বপ্নের প্রকারভেদ, স্বপ্নের সাথে বাস্তবতা, স্বপ্নের ব্যাখ্যা ও স্বপ্ন বিষয়ক সতর্কবার্তা-সহ—ইত্যাদি বিষয় এই বইয়ে সন্নিবেশিত করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করি পাঠক, এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং সতর্কতা অবলম্বন করতে পারবেন, ইন শা আল্লাহ।