Shizda's CLASS ROOM

Shizda's CLASS ROOM Subha Safayet Shizda, born in Dhaka, Bangladesh.Date of birth-June 15.
(6)

03/02/2025
"সুবা" ফিরে আসুক সুস্থ্য ভাবে।
03/02/2025

"সুবা" ফিরে আসুক সুস্থ্য ভাবে।

03/02/2025
এই কক্ষটি Faatiha Aayat আপুর "অন্বেষণ কক্ষ"!? বলতে হবে এখানে কিসের অন্বেষণ করা হয়?
01/02/2025

এই কক্ষটি Faatiha Aayat আপুর "অন্বেষণ কক্ষ"!? বলতে হবে এখানে কিসের অন্বেষণ করা হয়?

Kids Creation TV 'র আয়োজনে, জিনিয়াস কিডসের চূড়ান্ত পর্বের আমন্ত্রিত অতিথিদের সাথে একই মঞ্চে উপস্থিত ছিলাম আলহামদুলিল্...
30/01/2025

Kids Creation TV 'র আয়োজনে, জিনিয়াস কিডসের চূড়ান্ত পর্বের আমন্ত্রিত অতিথিদের সাথে একই মঞ্চে উপস্থিত ছিলাম আলহামদুলিল্লাহ। বরেণ্য ব্যক্তিত্বদের মাঝে আমার সাথে আরও ছিলেন Faatiha Aayat এবং Sadat Rahman

আলহামদুলিল্লাহ! As sunnah Foundation  এর মত সংগঠন ইনশাআল্লাহ দেশ বদলে দেয়ার জন্য যথেষ্ট।
28/01/2025

আলহামদুলিল্লাহ! As sunnah Foundation এর মত সংগঠন ইনশাআল্লাহ দেশ বদলে দেয়ার জন্য যথেষ্ট।

আলহামদুলিল্লাহ। গণদাবি ইনশাআল্লাহ বাস্তবায়ন হবেই।
28/01/2025

আলহামদুলিল্লাহ। গণদাবি ইনশাআল্লাহ বাস্তবায়ন হবেই।

27/01/2025

শিশু নিখোঁজ প্রতিরোধে বাংলাদেশ Amber Alert চালু প্রসঙ্গে আজ জনপ্রিয় টেলিভিশন Rtv । আরটিভির পর্দায় গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরে শিশু সাংবাদিক সুবহা সাফায়েত সিজদা ।

27/01/2025
আলহামদুলিল্লাহ।Rtv । আরটিভি তে প্রচারিত "একটু ভাবুন" এ এবার কথা বলেছি স্বাস্থ্য খাতের সংস্কার, মানবিক শিক্ষা এবং শিশুদের...
25/01/2025

আলহামদুলিল্লাহ।
Rtv । আরটিভি তে প্রচারিত "একটু ভাবুন" এ এবার কথা বলেছি স্বাস্থ্য খাতের সংস্কার, মানবিক শিক্ষা এবং শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ বিষয়ে। যে কোনো অসংলগ্নতা অথবা অনিয়ম এর সংবাদ প্রচারে আর টিভির ক্যামেরা পৌঁছে যাবে আপনার পাঠানো তথ্য অনুসন্ধানে।

23/01/2025

এভাবেই যেন আমরা প্রতিনিয়ত নিজেদের সর্বনাশ করছি। চলুন সকলে নদী রক্ষায় কাজ করি।

এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে,,নির্ভয়ে নীল আকাশ রয়েছে নুয়ে"সুজলা সুফলা শস্য শ্যামলা এ বাংলার প্রতিটি গ্রামের প্রাকৃত...
22/01/2025

এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে,,
নির্ভয়ে নীল আকাশ রয়েছে নুয়ে"
সুজলা সুফলা শস্য শ্যামলা এ বাংলার প্রতিটি গ্রামের প্রাকৃতিক রূপ আমাকে বিমোহিত করে। প্রশান্তি খুঁজে পাই এই বাংলার মাটিতে। আমি গর্বিত আমি বাংলার সন্তান।
আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমার দেশ। আমি বাংলায় কথা বলি।

20/01/2025
15/01/2025

সম্পদ এবং সম্মান যত দান করবেন ততই বৃদ্ধি পায়! আর আমরা হয়তো এর কোনটাই করিনা! কিন্তু আশা করি!

এরা ধনী মানুষ। তবে শিক্ষিত কিনা জানিনা। সড়কে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কিন্তু অল্প কিছু মানুষ দায়ী। বাকি সবাই ভ...
14/01/2025

এরা ধনী মানুষ। তবে শিক্ষিত কিনা জানিনা। সড়কে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কিন্তু অল্প কিছু মানুষ দায়ী। বাকি সবাই ভোগান্তির শিকার।

11/01/2025

আপনারা যে যেই জেলার বাসিন্দা। আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন এমন কারও সহায়তা প্রয়োজন।

11/01/2025

কখন কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামীন কোরআনুল করিমের আয়াত নাজিল করতেন?

সমাজের প্রত্যেক শিশুর নিরাপত্তা চাই। শিশু অপহরণকারী এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
10/01/2025

সমাজের প্রত্যেক শিশুর নিরাপত্তা চাই। শিশু অপহরণকারী এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

Address

Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shizda's CLASS ROOM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shizda's CLASS ROOM:

Share