BongoMedic

BongoMedic Welcome to BongoMedic. This page is published for creating awareness about diseases and health.

মেরেই যদি ফেলবি, খাওয়াইলি ক্যান ? 😥
19/09/2024

মেরেই যদি ফেলবি, খাওয়াইলি ক্যান ? 😥

Undoubtedly, Sunset is the best scenario on Earth. 👌
09/09/2024

Undoubtedly, Sunset is the best scenario on Earth. 👌

17/06/2024

ঈদ মোবারক 🌙

29/02/2024

সুন্নতে খৎনা করতে যেয়ে শিশু মারা যাওয়ার ঘটনায় ইদানিং প্রায় প্রায় ই নিউজ হচ্ছে ।
অনেক সাংবাদিক ভাইয়েরা বলছে কে বেশি অভিজ্ঞ ? হাজাম নাকি চিকিৎসক ।

সুন্নতে খৎনা করানোর সময় যদি জেনারেল এনেসথেসিয়া (অজ্ঞান) না দিয়ে লোকাল এনেসথেসিয়া(শুধু নির্ধারিত জায়গা অবশ) দিয়ে করানো হয় তাহলেই বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে না ।

হাজাম রা তো আর শিশুকে অজ্ঞান করে না , কিন্তু চিকিৎসক রা অনেকেই অজ্ঞান করে এই অপারেশন টি করেন । নিউ ইয়র্ক এর 95 পার্সেন্ট খৎনা রোগীর ক্ষেত্রে লোকাল এনেসথেসিয়া চুজ করা হয় ।

এত এত বছর ধরে চলে আসা একটা প্রক্রিয়ায় যেহেতু আগে অজ্ঞান এর প্রয়োজন হয় নি, সেহেতু এখন না করলেও সমস্যা হওয়ার কথা না । হয়তো বাচ্চা একটু ব্যথা পাবে তবুও এটাই নিরাপদ মনে হয় আমার কাছে।

ধন্যবাদ
সাবস্ক্রাইব: BongoMedic

যাদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমার মায়ের ভাষা , তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ।❤️
20/02/2024

যাদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমার মায়ের ভাষা , তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ।❤️

28/12/2023

আপনার বাচ্চার ঘন ঘন, ঠান্ডা,কাশি, জ্বর বা ডায়রিয়া রোগের অন্যতম কারণ হচ্ছে জিংক এর অভাব,
তাই বাচ্চাকে জিংক সমৃদ্ধ খাবার দেন।
এবং একজন চিকিৎসকের পরামর্শ নিন,

কাঁচা খেজুরের রস খাওয়া থেকে সবাই বিরত থাকি।নিজে বাঁচি, অন্যকে নিশ্চিত মৃত্যু থেকে বাঁচতে সহায়তা করি।
13/12/2023

কাঁচা খেজুরের রস খাওয়া থেকে সবাই বিরত থাকি।
নিজে বাঁচি, অন্যকে নিশ্চিত মৃত্যু থেকে বাঁচতে সহায়তা করি।

02/12/2023

গতমাসে এক রোগী আসছিলো চেস্ট ডিসকম্ফোর্ট নিয়া , একটু পর পর তার বলে মাথা ঘুরে । হিস্ট্রি নেবার সময় বললেন - " মিলিটারীর কাছ থেকে জিংসেন কিইনা খাইছিলাম । "
আমি প্রথমে তার কথাই বুঝলাম না । পরে ব্যাখ্যা শুনে যা বুঝলাম , সেটা হলো - মিলিটারী নামে কোন এক লোক বলে ফেসবুকে ছেক্স ( 🫣 ) বাড়ানোর ওষুধ বেচে , আপনার বয়স ৬০ বছর হইলেও আপনে বলে বাঘের মতো হুংকার দিয়া আক্রমণ করতে পারবেন । না হলে চারগুন টাকা ফেরত দিবে , উপেন চ্যালেঞ্জ দিছে মিলিটারী ।
এই চাচা মিয়াও মিলিটারীর ওষুধ খায়া হুংকার দেয়ার স্বপ্ন দেখছিলো । এখন বাঘ মামার মাতা চর্কীর মতো একবার ডাইনে একবার বামে ঘুরায় , বমি আসে , একটু পরপর ওয়াক ওয়াক করেতেছে ।
পাশে ওনার বিবি বসা , মুচকি মুচকি হাসতেছেন ভদ্রমহিলা ।

২৪/০৫/২৩
আসিফ সৈকত স্যার

আপনিও কি প্রতিদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন ?
14/11/2023

আপনিও কি প্রতিদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন ?

রাতে ওটি এসিস্ট করার সময় স্যার হঠাৎ বললেন-স্যার-তোমার বয়স ২৮/২৯ হবে?আমি-জ্বী স্যার,কেনো স্যার?স্যার-হালকা হেসে বললেন,এমন...
14/11/2023

রাতে ওটি এসিস্ট করার সময় স্যার হঠাৎ বললেন-
স্যার-তোমার বয়স ২৮/২৯ হবে?
আমি-জ্বী স্যার,কেনো স্যার?
স্যার-হালকা হেসে বললেন,এমনি জিজ্ঞাসা করলাম।
একটু পর স্যার আবার জিজ্ঞেস করলেন-
স্যার-তুমি বিয়ে করছো?
আমি-জ্বী স্যার।
স্যার-বউ নিয়ে ঘুরো না?
আমি-আপাতত ঘুরতে পারছি না স্যার।
স্যার-কেনো? টাকা কামাই করতেছো?
আমি-জ্বী স্যার।ডিউটি,স্টাডি আর টাকা কামাই করছি।
স্যার-কত টাকা জমাইলা?
আমি-মোটামুটি স্যার।
স্যার-মোটামুটি কেনো?কিছু টাকা দেই তোমাকে তাহলে।
আমি-দেন স্যার।কত দিবেন?
স্যার-তুমি কত চাও?
আমি-স্যার ৪/৫ লাখ দিয়ে দেন স্যার।
স্যার-গলা ফাটিয়ে হেসে বললেন-তোমাকে ৫০লাখ দেই।
আমি-হেসে বললাম, তাহলে তো ভালো হয় স্যার।
স্যার-কিন্তু আমাকেও কিছু দিতে হবে তাহলে।তোমার বয়সটা আমাকে দাও।তুমি টাকার অভাবে ঘুরতে যাচ্ছো না আর আমি বয়সের ভারে যাচ্ছি না।
ডাক্তার যখন হইছো,না খেয়ে মরবা না,কিন্তু প্রাণের যত্ন না নিলে আনন্দের অভাবে মরে যাবা একটা সময়।

-Dr.Ashiqul Azad Amio

26/10/2023

বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী একজন ডাক্তারের ভিজিট কত হওয়া উচিত বলে আপনি মনে করেন?

08/09/2023
Subscribe Our ইউটিউব চ্যানেল ❤️
07/09/2023

Subscribe Our ইউটিউব চ্যানেল ❤️

23/08/2023

ডেঙ্গু সম্পর্কে কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন ।

ডাবের মধ্যে এমন বিশেষ কোনো পুষ্টি বা ঔষধি গুনাবলি নেই, যেটার জন্য আপনাকে ৪০০ টাকা দিয়ে ডাব কিনে খেতে হবে। আর মেডিকেলের ক...
18/08/2023

ডাবের মধ্যে এমন বিশেষ কোনো পুষ্টি বা ঔষধি গুনাবলি নেই, যেটার জন্য আপনাকে ৪০০ টাকা দিয়ে ডাব কিনে খেতে হবে। আর মেডিকেলের কোনো বইয়ে বা গাইড লাইনে চিকিৎসায় ডাবের পানির ব্যাবহার উল্যেখ নেই।

ডাবে আছে ইলেকট্রোলাইট, যেটা শরীরের জন্য প্রয়জন। ডেঙ্গু শক সিনড্রোমের রোগীর জন্য আরো বেশী প্রয়জন। কিন্তু হাফ লিটার পানিতে ১ টা ওর-স্যালাইন দিলে এর চেয়েও বেশী ইলেক্ট্রোলাইট পাওয়া যায়।

© Dr Mehedi Hasan Mamun

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
01/08/2023

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

It's not just a profession, it's a passion 😊
28/07/2023

It's not just a profession, it's a passion 😊

21/07/2023

জ্বর খুবই সাধারণ সমস্যা , জ্বর আসলেই আমরা বিভিন্ন ওষুধ সহ এন্টিবায়োটিক খেয়ে ফেলি ।
আজকের ভিডিওতে আলোচনা করবো কিভাবে ওষুধ না খেয়ে জ্বর কমাবেন , এবং এন্টিবায়োটিক কেনো খাওয়া উচিত নয় ।

ভিডিও ভালো লাগলে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল । যেকোনো প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে।

Address

Tangail
Dhaka
1970

Telephone

+8801637048535

Website

Alerts

Be the first to know and let us send you an email when BongoMedic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category