
24/12/2024
কিছুদিন আগে পাকিস্তান থেকে প্রথমবার যে জাহাজ আসে, সেটাতে নাকি র ম্যাটেরিয়ালস, সার ইত্যাদি ছিলো কিন্তু সেগুলো চেক করতে চাওয়ায় এক কাস্টমস কর্মকর্তাকে বদলির আদেশ দেয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।
দ্বিতীয়বার জাহাজ এসেছে, ওকে। তাতেও হার্মলেস জিনিসপত্রই ছিলো বলে আমরা জেনেছি।
এখন একটা বলি, গতকালকে চাঁদপুরে জাহাজে ৭ জন নাবিককে হ***ত্যা করা হয়। হ****ত্যার ধরনটা খেয়াল করা দরকার, মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে বা গলা কে***টে হত্যা করা হয়েছে।
প্রাথমিকভাবে ডাকাতির উদ্দেশ্য সন্দেহ করা হলেও এখন পুলিশ বলছে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। জাহাজে সার ছিলো, সার অক্ষত আছে। তাছাড়া, নাবিকদের কাছে এমন মূল্যবান কিছু ছিলো না যে ৭ জন মানুষকে এরকম নৃশংসভাবে হ***ত্যা করতে হবে - এটাও পুলিশের বক্তব্য।
ফলে স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন আসে -
১. এইভাবে মানে মাথায় আঘাত করে বা জ**;আই করর কারা মানুষ মা**রে? প্যাটার্নটা কি আমাদের পরিচিত?
২. চুরি, ডাকাতি হলো না কিন্তু ৭ জন নি**হত। পার্সোনাল ইস্যুতে ৭ জন নাবিকের ১ জন কমন শত্রু থাকা খুবই আনলাইকলি। সুতরাং ব্যক্তিগত শত্রুতার বিষয়টা সাইডে রাখা যেতে পারে আপাতত। তাহলে হ**ত্যাকাণ্ড কেন?
৩. তাহলে কি নাবিকেরা এমন কিছু দেখে বা জেনে গিয়েছিলো যেটা প্রকাশ্যে আসলে একটা গোষ্ঠীর সমস্যা হতে পারে? যদি তা-ই হয়, তাহলে কারা সেই গোষ্ঠী?
ভাবুন, ভাবুন। ভাবা প্র্যাক্টিস করুন