গতকাল প্রিয় দল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আনন্দে সমুদ্রের টানে সমুদ্রের পানে এসেছিলাম। হঠাৎ একটি ছেলে 'শাহজাহান' জিজ্ঞেস করল স্যার গান শুনবেন? খুশি হয়ে আপনি যা মন চায় দিয়েন। গানের প্রতি তার স্পৃহা দেখে ক্যামেরা বন্দী করার সিদ্ধান্ত নিলাম, বাকিটা ইতিহাস।
It's not deserving rather he was born to beat. The ultimate GOAT, greatest of All Time #leonelmessi
Congratulations to my team our team Argentina. It's your Qatar FIFA World Cup 2022. Cheers!!!
#champion #argentina
একসাথে অনেক কিছু করা যাই। শুধু প্রয়োজন মানবিক ও ইতিবাচক মানসিকতার।
একসাথে অনেক কিছু করা যাই। শুধু প্রয়োজন মানবিক ও ইতিবাচক মানসিকতার।
অনেকে খুব ভালো মোটরসাইকেল চালাতে পারেন। ড্রাইভিং স্কিল যথেষ্ট ভালো। তবে বাচ্চাদেরকে এভাবে পেছনে করে মোটরসাইকেল চালানো বুদ্ধিমানের কাজ নয়। যে কোনো সময়ে বাচ্চাটি ভয়ে হাত ছেড়ে দিতে পারে অথবা ঘুম চলে আসতে পারে। অনেক সময় দেখা যায় সামনে-পেছনে করে দুটি বাচ্চা নিয়ে মোটর সাইকেল চালাচ্ছে এটি আরো ভয়ঙ্কর হতে পারে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই পোস্টটি কাউকে আঘাত করার জন্য করা হয়নি। সচেতন করাই মূল উদ্দেশ্য।
ভাইরাসটি করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক😶🌫️
কষ্ট করে ভালো কিছু পাওয়ার লোভ থাকা মন্দ কিছু নই; তবে অতি লোভ যেন না হয়। এতে আজ না হয় কাল ধ্বংস অনিবার্য।
যতক্ষণ না তুমি বিশ্বাস করবে আরেকটি সুযোগ আছে সামনে এগোবার এবং অন্য একটি উপায় আছে বিপদ থেকে উদ্ধার হওয়ার ততক্ষণ পর্যন্ত তুমি একটি জায়গায় আটকে থাকবে। নিজের প্রতি বিশ্বাস রাখুন আত্মবিশ্বাস আপনার পথকে সরল করে দেবে।
হাতির বাচ্চাটি হঠাৎ করে গর্তে পড়ে যায়। কোনভাবে গর্ত থেকে বাচ্চাটি উঠতে পারছিল না। তা দেখে মা হাতিটি বিচলিত হয়ে যায় এবং পাগলের মত ছোটাছুটি করে কিন্তু কোনো ভাবে বাচ্চা হাতিটিকে বের করতে পারছিল না। বাচ্চা হাতিটির কষ্ট দেখে এক পর্যায়ে মা হাতিটি প্রচন্ড স্ট্রেস অনুভব করে এবং সেন্সলেস হয়ে যায়। অবশেষে ফেরেশতার মতো হাজির হয় উদ্ধারকর্মীরা। মা হাতিটি এবং বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। নিঃসন্দেহে এটি সন্তানের প্রতি মায়ের অকৃতিম ভালোবাসার এক চমৎকার নিদর্শন।
যখন কারো প্রতি আস্থা বিশ্বাস থাকে দিনশেষে তার কাছেই ফিরে আসে। প্রকৃতপক্ষে আস্থাশীল এবং নৈতিকবান মানুষেরা অনেক বেশি সুখী জীবনযাপন করেন।
লাইফ পার্টনার এমনই হওয়া উচিত। দুজন দুজনকে সমানভাবে সাপোর্ট করে যাবে। কেউ দৈহিক শক্তি দিয়ে কেউ মানসিক প্রশান্তি দিয়ে।
হাল ছেড়ে দেওয়া একেবারে সহজ। গবেষণায় দেখা গেছে ৯০ শতাংশ মানুষ তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না তার আগেই ছেড়ে দেয়। আপনি যদি এই ৯০ ভাগ মানুষের মধ্যে না থাকতে চান তাহলে চেষ্টা চালিয়ে যান। তীব্র অনুশীলন এবং কঠোর পরিশ্রম আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যাবে ইনশা আল্লাহ।