Masud Hossen

Masud Hossen Entrepreneur I Inspirer I Social Observer & Positive Thinker Mr.

Masud Hossen is a corporate professional who has more than a decade year of experience in global MNCs. He achieved wide range of experiences as Route Development Manager Bangladesh to Asia Pacific and as a Country Director of SONNY+ASH, Bangladesh till 2021. Recently as an Entrepreneur he started software company, Ayaan Tech Limited as CEO and Managing Director. He is a digital innovator with expe

rience of creating all-in-one e-commerce platform Sellerpool.com that helps offline business and f-commerce business to online store without technical knowledge and drag & drop design application createa2z.com and creating software for marketplace. He is a Business graduate from Southeast University and actively involved in US based social organization “Rotary” since 2004. In Rotary he played many roles including Club President, Director Public Image, Club Trainer and he was a part Bangladesh District Training team Asst. District Trainer 2021-22 and currently he is an Assistant District Governor, Rotary International District-3281, Bangladesh.

Every shade of yellow is inspirational in its own way🙂
13/02/2023

Every shade of yellow is inspirational in its own way🙂

গভীর শোক প্রকাশ করছি! আজ তুরস্কে এবং সিরিয়ায়  ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ আহত এবং প্রাণ হারিয়েছে। তাদের রুহের মাগফেরাত...
06/02/2023

গভীর শোক প্রকাশ করছি! আজ তুরস্কে এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ আহত এবং প্রাণ হারিয়েছে। তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা জীবিত আছে তাদের দ্রুত শেফা পরম করুণাময় আল্লাহ দান করুক। ভূমিকম্পের সময় বেশির ভাগ মানুষ ছিল ঘুমন্ত, নিহত শতাধিক, মৃতের সংখ্যা বাড়ছে🥲

05/02/2023

দুঃখ-কষ্ট আপন কয়জনের কাছে শেয়ার করলে সহানুভূতি পাওয়া যায় বটে তবে সবার কাছে বলে বেড়ালে মূল্যহীন হয়ে পড়ে। কথায় আছে ভালো কথার চেয়ে মন্দ কথার প্রচার সবচেয়ে বেশি হয় এবং শুভাকাঙ্ক্ষীর সংখ্যাও কমে যায়। তাই নিজের কষ্ট নিজেকে সামাল দিতে হবে অন্য কাউকে মসলা দেয়ার সুযোগ দেওয়া উচিত নয়।

যার সৃষ্টি হয়েছে মুক্ত বিহঙ্গের মতো উড়ার জন্য। তাকে বন্দী করে রাখা একটি দুষ্ট মানসিকতার শামিল। অনেকের কাছে হয়তো কথাটি...
03/02/2023

যার সৃষ্টি হয়েছে মুক্ত বিহঙ্গের মতো উড়ার জন্য। তাকে বন্দী করে রাখা একটি দুষ্ট মানসিকতার শামিল। অনেকের কাছে হয়তো কথাটি ভালো নাও লাগতে পারে তবে একটি অসহায় প্রাণীকে তার পরিবার সমাজ থেকে আলাদা করে নিজের আনন্দের জন্য বন্দী করে রাখা কতটা মানবিক???
আমাদের মনে রাখা উচিত প্রত্যেকেই তার নিজের পরিবারকে ভালোবাসে।

আপনার লক্ষ্য কচুরিপানার উপর যেন ঢেউ না খেলে। আমাদের লক্ষ্য সুদূর প্রসারী হওয়া উচিত। এমন যেন না হয় যা সকালে স্থির করলেন স...
02/02/2023

আপনার লক্ষ্য কচুরিপানার উপর যেন ঢেউ না খেলে। আমাদের লক্ষ্য সুদূর প্রসারী হওয়া উচিত। এমন যেন না হয় যা সকালে স্থির করলেন সন্ধ্যায় ভুলে গেলেন। ঈগল অনেক সুদূর প্রসারী এবং তাদের সঠিক দৃষ্টিকোন রয়েছে। তারা ৫ কি: মি দূরের কিছুতে ফোকাস করার ক্ষমতা রাখে। যত বাধাই আসুক না কেন, ঈগল শিকার থেকে তার ফোকাস সরাতে পারবে না যতক্ষণ না সে এটি ধরে ফেলে। লক্ষ্য স্থির রাখুন এবং মনোযোগী থাকুন, যত বাধাই আসুক না কেন আপনি সফল নিশ্চয়ই হবেন যদি আপনার নিয়ত সহি হয়।

আপনি আপনার মতই। আপনার মত করে অন্য কাউকে খুঁজে পাবেন না। তাই অন্য কাউকে নিজের মত হবার জন্য বাধ্য করবেন না। কেউ যদি আপনাকে...
01/02/2023

আপনি আপনার মতই। আপনার মত করে অন্য কাউকে খুঁজে পাবেন না। তাই অন্য কাউকে নিজের মত হবার জন্য বাধ্য করবেন না। কেউ যদি আপনাকে ভালোবাসে, পছন্দ করে তাহলে নিশ্চয়ই আপনার আদর্শ লালন করবে। অযথা বল প্রয়োগে সম্পর্ক নষ্ট হয়। লাঠির পেটায় জঙ্গলের বাঘও পোষ মানায় তবে তা ভয়ে সম্মানে নয়।

01/02/2023

"It is literally true that you can succeed best and quickest by helping others to succeed." – Napolean Hill

30/01/2023

গায়ে সাথে একটু টাচ লাগার সাথে সাথে যদি ফুস করে ওঠেন। তাহলে সাপের সাথে নিজের পার্থক্যটা কোথায়?সামান্য কথা কাটাকাটি দিয়ে মারামারি এমনকি খুন পর্যন্ত হয়ে যাচ্ছে। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য হচ্ছে মানুষ মানবিক আর পশু স্বভাবজাত জানোয়ার।

29/01/2023

এটি দিনের আলোর মতো স্পষ্ট পরিষ্কার যে প্রত্যেকেই তার প্রাপ্যটা বুঝে, হোক সে শিক্ষিত আর অশিক্ষিত। তার সরলতা এই যে মাঝে মাঝে সে অসামঞ্জস্য দেখেও চুপ থাকে যদি আপনি অপমানিত হন।

28/01/2023

অধিক টাকা পয়সা এবং সাথে সুখ শান্তি কখনও এক সাথে হয় না।
শান্তির ধর্ম: আকাঙ্ক্ষা যত কম প্রশান্তি তত বেশি।
বিশেষ দ্রষ্টব্য: উচ্চবিলাসী না হয়েও সামাজিক মর্যাদায় জীবন অতিবাহিত করা যায়।

23/01/2023

উদ্যোক্তা বার্তা:
প্রোডাক্ট সেল করতে হলে আগে নিজে ব্যবহার করে তার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার চেয়ে বড় মার্কেটিং আর কি হতে পারে।

একটি মানুষ কতটা নেতিবাচক তা কখনই সে নিজে অনুধাবন করতে পারেনা। তার একটি বৈশিষ্ঠ হচ্ছে সে নিজেকে ইতিবাচক মনে করেন। তবে তার...
22/01/2023

একটি মানুষ কতটা নেতিবাচক তা কখনই সে নিজে অনুধাবন করতে পারেনা। তার একটি বৈশিষ্ঠ হচ্ছে সে নিজেকে ইতিবাচক মনে করেন। তবে তার নেতিবাচক দৃষ্টি ভঙ্গি তার কথায় এবং কার্যক্রমে অনেকাংশে তা প্রকাশ পায়। ১. দেখবেন কিছু ব্যক্তি অনেক ভালো কিছুর মাঝে দোষ খোঁজে বের করার চেষ্টা করা। ২.কোনো মতামত চাইলে নেতিবাচক দৃষ্টিকোণ দিয়ে শুরু করা। সব কিছুতেই কেমন যেন নেতিবাচক দৃষ্টিভঙ্গি। এটি সে ব্যক্তির জন্য অসুখী এবং অসফল হবার জন্য অনেকাংশই দায়ী।

আলহামদুলিল্লাহ! প্রতিটি সকাল শুরু হোক প্রাণবন্ত হাসিতে দূর হোক গতকালের সব ক্লান্তি। দিন শুরু হোক নতুন প্রাণবন্ত উদ্দীপনা...
21/01/2023

আলহামদুলিল্লাহ! প্রতিটি সকাল শুরু হোক প্রাণবন্ত হাসিতে দূর হোক গতকালের সব ক্লান্তি। দিন শুরু হোক নতুন প্রাণবন্ত উদ্দীপনায়।

14/01/2023

মনের সুখের সাথে পছন্দের একটি বিশাল সম্পর্ক রয়েছে। যদি কাউকে বলতে শুনেন সুখ নাইরে পাগল তাহলে মনে করবেন তার মনের পছন্দের অমিল হচ্ছে।

অন্যের কাঁধে বন্দুক রেখে পার হয়ে যাবার প্রবণতা অনেকের মাঝে দেখা যায় যা নৈতিক মূল্যবোধের পরিপন্থী। সুবিধা পাওয়ার কারণে অন...
06/01/2023

অন্যের কাঁধে বন্দুক রেখে পার হয়ে যাবার প্রবণতা অনেকের মাঝে দেখা যায় যা নৈতিক মূল্যবোধের পরিপন্থী। সুবিধা পাওয়ার কারণে অনেকেই এই নীতি থেকে বের হয়ে আসতে পারেননা। তবে এটি আপনার প্রজন্মের বিশাল মূল্যবোধ অবক্ষয়ের কারণ হতে পারে।

নিঃসন্দেহে একটি ভালো ঘুম লাখ টাকার ভ্রমণের চেয়েও উত্তম। বহু মানুষ নিদ্রাহীন অবস্থায় রাত যাপন করে। আলহামদুলিল্লাহ সব কি...
06/01/2023

নিঃসন্দেহে একটি ভালো ঘুম লাখ টাকার ভ্রমণের চেয়েও উত্তম। বহু মানুষ নিদ্রাহীন অবস্থায় রাত যাপন করে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। মনকে সতেজ এবং চিন্তামুক্ত থাকার জন্য ইতিবাচক চিন্তার বিকল্প নেই। ঘুম নিঃসন্দেহে ভালো হবে।

সব কিছুর মূল্য স্থান কাল পাত্রে বেঁধে সোনার হরিণ। বস্তু যতই সাধারণ হোক না কেন এর মূল্য নির্ধারণ হয় আপনার পরিকল্পনার উপর।...
05/01/2023

সব কিছুর মূল্য স্থান কাল পাত্রে বেঁধে সোনার হরিণ। বস্তু যতই সাধারণ হোক না কেন এর মূল্য নির্ধারণ হয় আপনার পরিকল্পনার উপর। ধরাযাক চক্চকে একটি লোহার বার। মূল্য প্রায় ১০,০০০ টাকা। যদি আপনি এটি দিয়ে ঘোড়ার জুতো তৈরি করার সিদ্ধান্ত নেন তবে ইন্টারন্যাশনাল মার্কেটে এর মূল্য ২৫,০০০ টাকা বেড়ে যাবে। যদি, এর পরিবর্তে, আপনি সেলাই সূঁচ তৈরি করার সিদ্ধান্ত নেন, তাহলে মূল্য প্রায় ৭০ লক্ষ্য টাকায় বেড়ে যাবে। আর আপনি যদি ঘড়ির স্প্রিংস তৈরি করার সিদ্ধান্ত নেন, তাহলে এর মূল্য প্রায় $6 মিলিয়নে বৃদ্ধি পাবে।

মোটাদাগে নিজেকে সাধারণ নাকি অসাধারণ বানাবেন এটি আপনার হাতে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Masud Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masud Hossen:

Videos

Share