31/08/2024
আপনারা যে সরকারকে দৌড়াইছেন , নীচের ছবির উনারা এই সরকারের ফাউন্ডেশন বছরের পর বছর নাড়তেছিল | পৃথিবীতে আনন্দের স্থায়িত্ব অনেক কম সময়ের | দুঃখেরও একই অবস্থা | আজ যারা অনেক খুশী , তাদের যেমন বেশী খুশী হওয়ার কারণ নেই | আজ যারা দুঃখে আছেন , আপনাদেরও হতাশ হওয়ার কারন নেই | একবার চ্যাম্পিয়ন মানে বিশ্বকাপ চিরদিন আপনার না | ভাল কোচ হলে হয়তো কাপ বার বার আপনার হাতে আসতে পারে , নিশ্চয়তা নেই | কিছুদিন পূর্বেও দেশের মানুষের কণ্ঠ ছিল তালা দেয়া | সাংবাদিকতা বিক্রি হয়ে গিয়েছিল | সব কলমের কালি ফুরিয়ে গিয়েছিল | টিভি তে চলত নাটালিয়া হাবিব আর হিরো আলম শো | কারও সাহস ছিল না কোন বিষয়ে কথা বলার | ইলেকশন কি জিনিস , ভোট কি জিনিস , নুতন করে শিখতে হবে , শিখাতে হবে | পুলিশ , RAB ছিল সরকারী গো!ন্ডা | সোশ্যাল মিডিয়ায় কিছু লিখলে , নাই হয়ে যেতে হত | এ সময়ে যারা আমাদের Mirror House ঘরের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল | জেনারেল আজিজ নিয়ে প্রতিবেদন করেছিল | হাজার হাজার টাকা পাচার নিয়ে লিখতেন , বলতেন | যাদের প্রতিবেদনগুলো মিথ্যা প্রমানের কোন সুযোগ ছিল না | যাদের মানুষ বিশ্বাস করে , দেখে ,শুনে | এই মানুষগুলো কি বর্তমানে একটা ধন্যবাদ পাওয়ার অধিকার রাখে না !
আমি অবাক হচ্ছি বর্তমান সরকারের কিছু কর্মে | ছাত্ররা শিক্ষকদের অপমান করছে | আনসারদের ঘরে ফেরাতে কাজ করল ছাত্র , পুলিশ আর্মী নয় | এ বিষয়ে কোন বক্তব্য আসছে না সরকার থেকে | ছাত্রদের নিষেধ করা হচ্ছে না এসব করতে | আসামীকে আদালতে নেয়ার সময় যা হচ্ছে তা দেশের সুনাম নষ্ট করবে বিশ্বে | এটা স!ভ্য সমাজের কাজ হতে পারে না | নিচে যাদের ছবি দিলাম , উনারা হয়তো ক্ষমতা চায় না | উপদেষ্টা হতে চায় না | উনাদের কাছ থেকে পরামর্শ নিলে সমস্যা কোথায় | আমি নিশ্চিত উনারা বিগত দিনে যা করেছেন , জীবনের মায়া করে করেন নি | এখনও উনাদের জীবন যথেষ্ট ঝুঁকিতে | আমার মত মানুষের যদি জীবনের হু!মকি আসে তাহোলে তাদের হু! মকীটা , রিস্কটা কত বড় , ভাবা যায় | উনারা হচ্ছে ঐ বীর , যারা আপনাদের ক্ষমতায় যাওয়ার কাজটা সহজ করে দিয়েছে | এমন আরও অনেকে আছেন , যাদের নাম আমি পরে লিখব , বলব | আপনারা দেশে ছিলেন , দেশে থাকতে পারতেন | উনাদের দেশে থাকার সুযোগ ছিল না | বিদেশেও জীবন তছনছ করে দিয়েছেন | ক্ষমতা এনজয় করেন | যে মানুষগুলোর কারণে , যে মানুষগুলো জীবন বাজী রেখে সব অন্যায় অবিচার মানুষকে জানিয়ে ঘুমন্ত জাতীকে সজাগ রেখেছিল
সময় পেলে কোন এক সময় তাদের কথা মনে নিয়েন | ওদের ফ্যামিলির খবর নিয়ে দেখবেন , কতভাবে উনাদের ফ্যামিলিকে অত্যাচার করা হয়েছে | কারও বোনকে মাসের পর মাস জেলে রেখে অমানুষিক অত্যাচার করেছে | আপনাদের কারোর ই দেশ চালানোর উপর নোবেল না থাকলেও আমরা আশা করছি যে কোন রাজনৈতিক দল থেকে ভাল করবেন আপনারা | তবে কয়েকটন দুধ নষ্ট করে দিতে পারে এক ফোটা লেবুর রস | পৃথিবীর এমন কোন ইতিহাস নেই কেউ সারাজীবন ক্ষমতায় থাকবে বা কেও কাউকে চিরদিনের মত জোর করে ক্ষমতার বাইরে রাখবে | এ চেষ্টা করার পরিণতি নিশ্চই সবার দেখা | আপনাদের সব কাজ সবাই পছন্দ করতে হবে , এমনও নয় , তবে কিছু ক্ষেত্রে পরামর্শ নেয়া দোষের কিছু না | উনাদের অনেকের কাছে বিভিন্ন বিষয়ে এত পরিমান তথ্য আছে , যা আপনার উপদেষ্টাদের কারও পাঁচ বছরের হোম ওয়ার্ক হতে পারে |