Viral video

Viral video পারলে সত্য বলুন নয়তো চুপ থাকুন, তবুও মিথ্যা প্রচার থেকে বিরত থাকুন।।
(8)

ঈদ মোবারক বাঙালি।। ভারতকে হাড়িয়ে এশিয়াকাপ জিতে নিলো বাংলাদেশের যুবরা
08/12/2024

ঈদ মোবারক বাঙালি।। ভারতকে হাড়িয়ে এশিয়াকাপ জিতে নিলো বাংলাদেশের যুবরা

আলহামদুলিল্লাহ।। প্রিয় শায়েখ Mizanur Rahman Azhari হুজুর দেশে ফিরেছেন।।
02/10/2024

আলহামদুলিল্লাহ।। প্রিয় শায়েখ Mizanur Rahman Azhari হুজুর দেশে ফিরেছেন।।

14/09/2024

যারা ৩০/৪০ হাজার টাকা বেতন পেতো, আর মাসে ২/৩ লাখ টাকা খরচ করতো, তাদের পক্ষে নতুন বাংলাদেশটা মেনে নেয়া বড়ই কষ্টকর হয়ে গেছে😃

05/09/2024

এইটা কি একবারো ভেবে দেখেছেন?
যদি ছাত্ররা হে-রে যেত তাহলে এই মহান! শিক্ষকরাই প্রশা-সনের হাতে ছাত্রদের লি-স্ট জমা দিতো।

05/09/2024

ফেরাউন মুক্ত বাংলাদেশের এক মাস পুর্তি৷

আপনারা যে সরকারকে দৌড়াইছেন , নীচের ছবির উনারা এই সরকারের ফাউন্ডেশন বছরের পর বছর নাড়তেছিল | পৃথিবীতে আনন্দের স্থায়িত্ব অন...
31/08/2024

আপনারা যে সরকারকে দৌড়াইছেন , নীচের ছবির উনারা এই সরকারের ফাউন্ডেশন বছরের পর বছর নাড়তেছিল | পৃথিবীতে আনন্দের স্থায়িত্ব অনেক কম সময়ের | দুঃখেরও একই অবস্থা | আজ যারা অনেক খুশী , তাদের যেমন বেশী খুশী হওয়ার কারণ নেই | আজ যারা দুঃখে আছেন , আপনাদেরও হতাশ হওয়ার কারন নেই | একবার চ্যাম্পিয়ন মানে বিশ্বকাপ চিরদিন আপনার না | ভাল কোচ হলে হয়তো কাপ বার বার আপনার হাতে আসতে পারে , নিশ্চয়তা নেই | কিছুদিন পূর্বেও দেশের মানুষের কণ্ঠ ছিল তালা দেয়া | সাংবাদিকতা বিক্রি হয়ে গিয়েছিল | সব কলমের কালি ফুরিয়ে গিয়েছিল | টিভি তে চলত নাটালিয়া হাবিব আর হিরো আলম শো | কারও সাহস ছিল না কোন বিষয়ে কথা বলার | ইলেকশন কি জিনিস , ভোট কি জিনিস , নুতন করে শিখতে হবে , শিখাতে হবে | পুলিশ , RAB ছিল সরকারী গো!ন্ডা | সোশ্যাল মিডিয়ায় কিছু লিখলে , নাই হয়ে যেতে হত | এ সময়ে যারা আমাদের Mirror House ঘরের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল | জেনারেল আজিজ নিয়ে প্রতিবেদন করেছিল | হাজার হাজার টাকা পাচার নিয়ে লিখতেন , বলতেন | যাদের প্রতিবেদনগুলো মিথ্যা প্রমানের কোন সুযোগ ছিল না | যাদের মানুষ বিশ্বাস করে , দেখে ,শুনে | এই মানুষগুলো কি বর্তমানে একটা ধন্যবাদ পাওয়ার অধিকার রাখে না !
আমি অবাক হচ্ছি বর্তমান সরকারের কিছু কর্মে | ছাত্ররা শিক্ষকদের অপমান করছে | আনসারদের ঘরে ফেরাতে কাজ করল ছাত্র , পুলিশ আর্মী নয় | এ বিষয়ে কোন বক্তব্য আসছে না সরকার থেকে | ছাত্রদের নিষেধ করা হচ্ছে না এসব করতে | আসামীকে আদালতে নেয়ার সময় যা হচ্ছে তা দেশের সুনাম নষ্ট করবে বিশ্বে | এটা স!ভ্য সমাজের কাজ হতে পারে না | নিচে যাদের ছবি দিলাম , উনারা হয়তো ক্ষমতা চায় না | উপদেষ্টা হতে চায় না | উনাদের কাছ থেকে পরামর্শ নিলে সমস্যা কোথায় | আমি নিশ্চিত উনারা বিগত দিনে যা করেছেন , জীবনের মায়া করে করেন নি | এখনও উনাদের জীবন যথেষ্ট ঝুঁকিতে | আমার মত মানুষের যদি জীবনের হু!মকি আসে তাহোলে তাদের হু! মকীটা , রিস্কটা কত বড় , ভাবা যায় | উনারা হচ্ছে ঐ বীর , যারা আপনাদের ক্ষমতায় যাওয়ার কাজটা সহজ করে দিয়েছে | এমন আরও অনেকে আছেন , যাদের নাম আমি পরে লিখব , বলব | আপনারা দেশে ছিলেন , দেশে থাকতে পারতেন | উনাদের দেশে থাকার সুযোগ ছিল না | বিদেশেও জীবন তছনছ করে দিয়েছেন | ক্ষমতা এনজয় করেন | যে মানুষগুলোর কারণে , যে মানুষগুলো জীবন বাজী রেখে সব অন্যায় অবিচার মানুষকে জানিয়ে ঘুমন্ত জাতীকে সজাগ রেখেছিল
সময় পেলে কোন এক সময় তাদের কথা মনে নিয়েন | ওদের ফ্যামিলির খবর নিয়ে দেখবেন , কতভাবে উনাদের ফ্যামিলিকে অত্যাচার করা হয়েছে | কারও বোনকে মাসের পর মাস জেলে রেখে অমানুষিক অত্যাচার করেছে | আপনাদের কারোর ই দেশ চালানোর উপর নোবেল না থাকলেও আমরা আশা করছি যে কোন রাজনৈতিক দল থেকে ভাল করবেন আপনারা | তবে কয়েকটন দুধ নষ্ট করে দিতে পারে এক ফোটা লেবুর রস | পৃথিবীর এমন কোন ইতিহাস নেই কেউ সারাজীবন ক্ষমতায় থাকবে বা কেও কাউকে চিরদিনের মত জোর করে ক্ষমতার বাইরে রাখবে | এ চেষ্টা করার পরিণতি নিশ্চই সবার দেখা | আপনাদের সব কাজ সবাই পছন্দ করতে হবে , এমনও নয় , তবে কিছু ক্ষেত্রে পরামর্শ নেয়া দোষের কিছু না | উনাদের অনেকের কাছে বিভিন্ন বিষয়ে এত পরিমান তথ্য আছে , যা আপনার উপদেষ্টাদের কারও পাঁচ বছরের হোম ওয়ার্ক হতে পারে |

পাগলীটা আজ দেশে থাকলে হেলিকপ্টার নিয়ে বের হয়ে পড়ত। আর বলত,"স্বজন হারানোর বেদনা যে কত কষ্টের, সেটা আমি বুঝি! 😁😁🤣
30/08/2024

পাগলীটা আজ দেশে থাকলে হেলিকপ্টার নিয়ে বের হয়ে পড়ত। আর বলত,"স্বজন হারানোর বেদনা যে কত কষ্টের, সেটা আমি বুঝি! 😁😁🤣

30/08/2024

সাকিব যদি বাংলাদেশের সম্পদ হয়
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি ছিল? ১০০ উপর মামলা দিয়েছে সাকিবের আপা। তখন আপনাদের বিবেক কই রাখছিলেন?

সাকিব আল হাসানের চেয়ে এই রিকশা চালকের মানবতা অনেক বেশি। ❤️
30/08/2024

সাকিব আল হাসানের চেয়ে এই রিকশা চালকের মানবতা অনেক বেশি। ❤️

প্রথমবার কাকতাড়ুয়ার সঠিক জায়গায় ব্যবহার হয়েছে।
28/08/2024

প্রথমবার কাকতাড়ুয়ার সঠিক জায়গায় ব্যবহার হয়েছে।

🔴 এই লোকটাকে কেউ থামান। উনি কী শুরু করছেন? এয়ারপোর্টে ১. ফ্রি টেলিফোন। ২. ফ্রি ওয়াইফাই।৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস...
27/08/2024

🔴 এই লোকটাকে কেউ থামান। উনি কী শুরু করছেন? এয়ারপোর্টে
১. ফ্রি টেলিফোন।
২. ফ্রি ওয়াইফাই।
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস।
৪. দ্রুত ল্যাগেজ প্রদান।
৫. ভালো ব্যবহার।
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোনো কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।
কোন ঘোষণা দিলো না। সেলফি তুললো না। নেতা কর্মিদের নিয়ে ফুলের মালা গলায় পরলো না। সাংবাদিক সম্মেলন করলো না। বাবা এবং স্বামীর স্বপ্ন দেখলো না। সন্তান আর স্বজন হারানো কোন বেদনার কাহিনী ছাড়াই একটি ফোন কলেই সব ঠিক করে ফেলেছে।
আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে, চিল্লায় কম, কাজ বেশি করে। স্যালুট জানাই ডক্টর মুহম্মদ ইউনুস স্যার।

নাহিদ রেইন্স মা* লটারে কেউ দেখছেন? পাওয়া যাচ্ছেনা
27/08/2024

নাহিদ রেইন্স মা* লটারে কেউ দেখছেন? পাওয়া যাচ্ছেনা

26/08/2024

কবে জানি ভিক্ষুক লীগরা বলে আমরা আর রাস্তায় ভিক্ষা করতে বের হবো না। আমাদের ভিক্ষা বাসায় পৌঁছে দিতে হবে😁।

26/08/2024

আনসার বাহিনী বিলুপ্ত করা হোক

24/08/2024

কর্ম করে খাও দল করে না..
যেন দুঃসময়ে পালাতে না হয়.!

23/08/2024

কল্পনা করুন, আমরা মাত্র দুই দিন আগে মৌমিতার জন্য তাদের সমর্থন করেছিলাম, অথচ তারা আজ আমাদের ক্ষতি করে হাসছে।🙂

23/08/2024

একটা দেশের রাষ্ট্রীয় কাঠামো কতটা দূর্নীতিগ্রস্ত হলে সে দেশের প্রধান হতে উপজেলা এমনকি ইউনিয়ন পর্যন্ত সবাই পালিয়ে যায়!😄

22/08/2024

এই জাতিকে কেমনে দ'মাবেন!!
> পানি ছাড়ছেন বন্যা হইছে?? সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।
> স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে।
> ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।
> ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।
> নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।
> মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।
> মোবাইলে চার্জ নাই?? টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।

এ জাতিকে দ'মানো সোজা না। তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না। 🔥

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Viral video posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies