CPM DRAMA

CPM DRAMA its a drama company..
(1)

ভিন্ন লুকে পূর্ণিমা, তবুও নজর কাড়ছে ভক্তদের।
25/12/2021

ভিন্ন লুকে পূর্ণিমা, তবুও নজর কাড়ছে ভক্তদের।

শাকিব খান দীর্ঘ সময় চলচ্চিত্রের একক অধিপতি ( নায়ক) হয়েই বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করছেন এটা স্বীকার করতেই হয় । দর্শকের ভা...
10/10/2021

শাকিব খান দীর্ঘ সময় চলচ্চিত্রের একক অধিপতি ( নায়ক) হয়েই বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করছেন এটা স্বীকার করতেই হয় । দর্শকের ভালোবাসা তাঁকে চলচ্চিত্রে অপরিহার্য করে দীর্ঘকাল শীর্ষ অবস্থানেই রেখেছে। অনেক নায়িকার সাথে সহশিল্পী হিসেবে এই নায়ক সমান জনপ্রিয়তা নিয়ে চলচ্চিত্রাঙ্গনে এক বিস্ময় সৃষ্টি করে চলেছেন। শাবনুর থেকে পূজি চেরি! জয়তু শাকিব খান!
© Zeenat Hakim

নায়ক হয়ে এসে ভিলেন হিসেবে দেশ কাঁপিয়েছিলেন রাজীবঃশক্তিমান অভিনেতা তিনি। তার বাঘের মতো সংলাপ পর্দায় কাঁপন ধরাতো। তার ভযংক...
10/10/2021

নায়ক হয়ে এসে ভিলেন হিসেবে দেশ কাঁপিয়েছিলেন রাজীবঃ

শক্তিমান অভিনেতা তিনি। তার বাঘের মতো সংলাপ পর্দায় কাঁপন ধরাতো। তার ভযংকর সব অঙ্গভঙ্গির ভয় দেখিয়ে বাচ্চাদের ঘুম পাড়িয়েছেন এ দেশের বহু মা। সিনেমায় কুটবুদ্ধি, প্রতিপক্ষকে শক্তিশালী মোকাবিলায় ঘায়েল করতে জুড়ি ছিলো না তার। অভিনয়ে যেমন ছিলেন দুর্দান্ত, তেমনি তার বাচনভঙ্গি, এক্সপ্রেশনও ছিলো যে কোনো অভিনেতার জন্য ঈর্ষনীয়।

পর্দা নাম রাজীব। মূলনাম ওয়াসিমুল বারী রাজীব। জন্ম ভাষা আনদোলনের বছরে ১৯৫২ সালে। তারিখ ১ জানুয়ারি। পটুয়াখালী জেলার দুমকিতে।

চলচ্চিত্র পাড়ার বিভিন্ন সমিতিগুলোতে খোঁজ নিয়ে ও অনলাইন ঘেঁটে পাওয়া গেল তার কিছু তথ্য। সেইসব তথ্য চমকে দেবে যে কোনো সিনেমাপ্রেমী মানুষকে। অভিনয়ে-ব্যাক্তিত্বে, রুচি ও মূল্যবোধে অনন্য এক রাজীবের সঙ্গে পরিচয় ঘটে। এ প্রজন্মের অনেকেই হয়তো তেমন করে তাকে চেনেন না।

রাজীব পড়াশোনা করেছেন গ্যাস টেকনোলজি বিষয়ে। তিনি কর্মজীবনও শুরু করেছিলেন গ্যাস কোম্পানিতে চাকরি দিয়ে। তিতাস গ্যাস কোম্পানির কর্মী ছিলেন তিনি।

বেতার, মঞ্চ ও টিভি অভিনেতা ছিলেন। তার উচ্চারণ ছিলো সুষ্পষ্ট ও শুদ্ধ। রাজীবের অভিনয়ের সবচেয়ে বড় শক্তি তার কণ্ঠ। কণ্ঠের দরাজ অভিব্যক্তি দর্শককে মুগ্ধ করত। দরাজ কণ্ঠে ‘কেয়ামত থেকে কেয়ামত, দেনমোহর’ ছবিগুলোতে আহমেদ শরীফের সাথে রাজিবের অভিনয়ের অংশগুলো স্মরণ করলেই বোঝা যাবে। ‘স্বপ্নের পৃথিবী’ ছবিতে অমর নায়ক সালমান শাহর সাথে রাজা-প্রজার জবাবদিহির সময় খোলা মাঠের তর্কের দৃশ্যটি মনে করলেও বোঝা যায় তার ভরাট কণ্ঠের জাদু।

তিনি সবসময় সিনেমার চিত্রনাট্যকে প্রাধান্য দিয়েছেন। শুটিং সেটে মেনে চলেছেন পরিচালকের নির্দেশনা। অভিজ্ঞতা ও আকাশ ছোঁয়া জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কখনো অহংকার করতেন না এই অভিনেতা, এমনটাই জানালেন চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃবৃন্দ। নিজের চরিত্র যেমনই হোক সেটা নিয়ে বারবার রিহার্সেল করতেন। ছাড়িয়ে যেতে চাইতেন সিনেমার অন্য সব চরিত্রগুলোকে।

শিল্পীরাও পছন্দ করতেন তাকে। শিল্পীদের নানা বিপদে পাশে দাঁড়াতেন। প্রয়াত নায়ক সালমান শাহকে তিনি ছেলে মনে করতেন। সালমান শাহও রাজীবকে সিনেমা অঙ্গনের বাবা বলে পরিচয় করিয়ে দিতেন। শিল্পীদের ভালোবাসা নিয়ে শিল্পী সমিতির নেতৃত্বও দিয়েছেন বিপুল ভোটে নির্বাচিত হয়ে। এফডিসির ব্যবস্থাপনা পরিচালকও হয়েছিলেন এই অভিনেতা।

ভিলেন হয়ে তুুমুল জনপ্রিয় ছিলেন। অথচ মজার ব্যাপার হলো ঢালিউডে তার আগমন ঘটেছিলো নায়ক হিসেবে। ১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ ছবিতে প্রথম তিনি নায়ক হয়ে অভিনয় করেন। তবে তিনি তারকাখ্যাতি পান কাজী হায়াৎ পরিচালিত ‘খোকনসোনা’ ছবিতে অভিনয় করে। ছবিটিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন কাজী মারুফ।

এছাড়া ‘দাবি’ নামের আরেকটি ছবিতেও নায়ক ছিলেন। আশির দশকের শেষদিকে তিনি ভিলেন হিসেবে যাত্রা করেন। সেখানে গ্রহণযোগ্যতা পাওয়ায় ভিলেন হিসেবেই তিনি থিতু হন।

পজেটিভ চরিত্রেও রাজীব ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। ভালো চরিত্রে হাজির হয়ে রাজীব দর্শক হাসিয়েছেন, কাঁদিয়েছেন বারবার। বিশেষ করে ‘স্নেহের প্রতিদান’ ছবিতে অভিনেতা রাজীবের অভিনয় ছিলো অনিন্দ্য। সে ছবি যারা দেখেছেন তাদের রাজীবের কান্না ছুঁয়ে গিয়েছিলো অবলীলায়। এছাড়াও ‘বিদ্রোহ চারিদিকে’, ‘অন্তরে অন্তরে’, ‘জিদ্দি’, ‘অপরাজিত নায়ক’, ‘অন্ধ ভালোবাসা’, ‘ঘায়েল’, ‘প্রেম পিয়াসী’, ‘অন্যমানুষ’ ইত্যাদি ছবিতেও ইতিবাচক চরিত্রে দর্শক মাতিয়েছিলেন রাজীব। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে- বিদ্রোহী, পরাণপাখি, জীবনধারা, ভাত দে, মানিক রতন, সম্রাট, শক্তি, মায়ের দাবি, যন্ত্রণা, রাজভিখারি, নকল শাহজাদা, বেরহম, মিয়াভাই, হিসাবনিকাশ, আন্দাজ, অহিংসা, পুষ্পমালা, জারকা, নবাব, সাহেব, খামোশ, উসিলা, দাগী, কাবিন, আওয়াজ, আয়নামতি, চাচা ভাতিজা, চন্দনা ডাকু, অবিশ্বাস, নিয়ত, হীরামতি, চাঁদাবাজ, দাঙ্গা, বিদ্রোহ চারিদিকে, রক্তের বদলা, দেশদ্রোহী, মীরজাফর, হিংসার আগুন, শেষ সংগ্রাম, শেষ খেলা, বুকের ভিতর আগুন, সত্যের মৃত্যু নেই, প্রেম দিওয়ানা, অপরাজিত নায়ক, জিদ্দি, ডন, বাবার আদেশ, স্নেহের প্রতিদান, কেয়ামত থেকে কেয়ামত, দেনমোহর, প্রেম পিয়াসী, স্বপ্নের ঠিকানা, স্বপ্নের পৃথিবী, অন্তরে অন্তরে, বিক্ষোভ, মহামিলন, বিদ্রোহী আসামী, সত্য মিথ্যা, হুমকি, বীরাঙ্গনা সখিনা, মা মাটি দেশ, প্রেম প্রতিজ্ঞা, টাকার অহংকার, শয়তান মানুষ, দুর্নীতিবাজ, মিথ্যার রাজা, আজকের প্রতিবাদ, একজন বিদ্রোহী, প্রিয় তুমি, বিদ্রোহী কন্যা, বিদ্রোহী সন্তান, লক্ষীর সংসার, প্রেম বিরহ, শেষ রক্ষা, ঘায়েল, হাঙর নদী গ্রেনেড, বন্ধন, জবরদখল, আখেরি রাস্তা, চালবাজ, বিদ্রোহী প্রেমিক, বীরযোদ্ধা, ওমর আকবর, ছলনা, দিনকাল, লজ্জা, বাঘিনী কন্যা, মাতৃভূমি, প্রেম যমুনা, শেষ পরিচয়, আদেশ, শেষ যুদ্ধ, মহান বন্ধু, ডিস্কো ড্যান্সার, আত্মরক্ষা, সন্ধান, জিদ, লাভ, ডন, আজকের সন্ত্রাসী, দুর্জয়, ত্রাস, ক্ষমা, লুটতরাজ, দেমাগ, দেশ দরদী, অন্ধ বিশ্বাস, সত্য মিথ্যার লড়াই, মহা সংগ্রাম, মৃত্যুদাতা, আর্তনাদ, নয়ন ভরা জল, মেয়ের অধিকার, মিস ডায়না, গোলাপি এখন ঢাকায়, অন্ধ ভালোবাসা, বেপরোয়া, ভয়ঙ্কর সাতদিন, চোরের বউ, চাকর, স্ত্রীর পাওনা, ন্যায়যুদ্ধ, রাজার মেয়ে বেদেনী, আপন পর, নবাব সিরাজউদ্দৌলা, যোগাযোগ, জাদুমহল, আদিল, স্বামী-স্ত্রী, চাঁদের আলো, মহৎ, বিসর্জন, আত্মত্যাগ, আজকের হাঙ্গামা, খলনায়ক, যোদ্ধা, ভণ্ড, বিপ্লবী জনতা, মগের মুল্লুক, গুণ্ডার প্রেম, বিশ্ব বাটপার, জুম্মন কসাই, আব্বাজান, বলো না ভালোবাসি, গুণ্ডার প্রেম, বিশ্ব বাটপার, মেঘের পরে মেঘ, মেঘলা আকাশ, অন্যমানুষ, ও প্রিয়া তুমি কোথায়, বলো না ভালোবাসি, হৃদয়ের বন্ধন, প্রেমের তাজমহল, আগুন জ্বলবেই, ভালোবাসা কারে কয়, ভালোবাসি তোমাকে, প্রাণের চেয়ে প্রিয়, ভাইয়া, বাঘের বাচ্চা, খতম, পড়ে না চোখের পলক, ভালোবাসার দুশমন, মায়ের সম্মান, স্বপ্নের বাসর, স্বপ্নের পুরুষ, জামাই শ্বশুর ইত্যাদি উল্লেখযোগ্য।

অভিনেতা রাজীব চলচ্চিত্র প্রযোজনাতেও সফল হয়েছেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ফ্রেন্ডস মুভিজ। বহু জনপ্রিয় চলচ্চিত্র তিনি উপহার দিয়েছেন প্রযোজক হিসেবে।

দীর্ঘ ক্যারিয়ারে রাজীব চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার ভূমিকায়। ‘হীরামতি’ ছবি দিয়ে ১৯৮৮ সালে প্রথম পুরস্কার ঘরে তুলেন তিনি। এরপর ১৯৯১ সালে ‘দাঙ্গা’, ২০০০ সালে ‘বিদ্রোহ চারিদিকে’, ২০০৩ সালে ‘সাহসী মানুষ চাই’ ছবির জন্য পুরস্কার পান।

অভিনেতা রাজীব; মৃত্যুর ১৪ বছর পেরিয়েও এতটুকু ম্লান হননি শ্রদ্ধা ও স্মরণের জায়গায়। মিডিয়ার গ্ল্যামার আর কর্পোরেট বাণিজ্যে তার চাহিদা না থাকলেও তিনি থেকে যাবেন ঢাকাই সিনেমার কয়েক প্রজন্মের দর্শকের মনে, চলচ্চিত্রের সবখানে। মাত্র ৫২ বছরেই জীবন প্রদীপ নিভে যায় এই কিংবদন্তির।

সূত্র : বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও অনলাইন

নতুন লুকে চিত্র নায়িকা ইয়ামিন হক ববি
10/10/2021

নতুন লুকে চিত্র নায়িকা ইয়ামিন হক ববি

ববি হক-বাংলা চলচ্চিত্রে ববি হকের আগমন আর অন্ধের দেশে আয়না বিক্রি ঠিক যেন এমনটাই। অন্ধরা যেমন আয়নার মর্ম বুঝে না ঠিক তেমন...
09/10/2021

ববি হক-
বাংলা চলচ্চিত্রে ববি হকের আগমন আর অন্ধের দেশে আয়না বিক্রি ঠিক যেন এমনটাই। অন্ধরা যেমন আয়নার মর্ম বুঝে না ঠিক তেমনি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে ববির প্রতিভা ও গ্ল্যামারের মর্ম বুঝেনি।

#ববি যদি বাংলাদেশে জন্ম না নিয়ে অন্য কোন দেশে জন্ম নিয়ে চলচ্চিত্রে আসতো তাহলে আজ সে সারা বিশ্বে রাজ করত।

রিসেন্ট ক্লিকে ঢালিউড   সুন্দরী বুবলি ❤️
07/10/2021

রিসেন্ট ক্লিকে ঢালিউড
সুন্দরী বুবলি ❤️

বিদ্যা সিনহা মিম বর্তমানে বাংলাদেশের অন্যতম গ্ল্যামালার্স নাইকা। রিসেন্ট ফটোশুট। লুকিং হট 🔥
05/10/2021

বিদ্যা সিনহা মিম বর্তমানে বাংলাদেশের অন্যতম গ্ল্যামালার্স নাইকা। রিসেন্ট ফটোশুট। লুকিং হট 🔥

Beauty queen 😍
29/09/2021

Beauty queen 😍

অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেতা হানিফ পালোয়ান যখন একই ফ্রেমে। আসছে নাটক- প্রেমীক নাম্বার ওয়ান: পরিচালনায়- রাফাত মজুমদার ...
24/09/2021

অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেতা হানিফ পালোয়ান যখন একই ফ্রেমে। আসছে নাটক- প্রেমীক নাম্বার ওয়ান: পরিচালনায়- রাফাত মজুমদার রিংকু
https://www.facebook.com/102861235450068/posts/118860440516814/?d=n

From the set “Premik number one”

দেবী সাজে নবাগত চিত্রনায়িকা "জাহারা মিতু"
22/09/2021

দেবী সাজে নবাগত চিত্রনায়িকা "জাহারা মিতু"

Bidya Sinha Saha Mim at recent click.Looking hot.
21/09/2021

Bidya Sinha Saha Mim at recent click.
Looking hot.

আজ কোটি মানুষের ভক্তের ক্রাশ সালমান শাহ্ ৫০ তম শুভ জন্মদিন। আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
19/09/2021

আজ কোটি মানুষের ভক্তের ক্রাশ সালমান শাহ্ ৫০ তম শুভ জন্মদিন। আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

12/09/2021

Right talk

12/09/2021

না হেসে পারবেন না...

25/08/2021

একসাথে ৫ টি চরিত্রে অভিনয় করলেন হানিফ পালোয়ান! অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন সুধী মহলে।
আপনারাও ভিডিওটি দেখে নিতে পারেন

https://fb.watch/7BFJnDaIxU/

রিসেন্ট ক্লিকে শবনম ইয়াসমিন বুবলি... রিভেঞ্জ সিনেমার শুটিং সেট থেকে..স্মার্ট লাগতেছে অনেক...
21/06/2021

রিসেন্ট ক্লিকে শবনম ইয়াসমিন বুবলি...
রিভেঞ্জ সিনেমার শুটিং সেট থেকে..
স্মার্ট লাগতেছে অনেক...

পবিত্র  #ঈদুল_ফিতর উপলক্ষে সারাদেশব্যাপি  #৩৮টি__সিনেমা হলে মুক্তি পাবে "মনোয়ার হোসেন ডিপজল" প্রযোজিত নতুন সিনেমা  #সৌভা...
15/05/2021

পবিত্র #ঈদুল_ফিতর উপলক্ষে সারাদেশব্যাপি #৩৮টি__সিনেমা হলে মুক্তি পাবে "মনোয়ার হোসেন ডিপজল" প্রযোজিত নতুন সিনেমা #সৌভাগ্য। নিচে িস্ট দেওয়া হলো।👇

১। চিত্রামহল - ইংলিশ রোড, ঢাকা।
২। বিজিবি অডিটোরিয়াম - আজিমপুর, ঢাকা।
৩। গীত - যাত্রাবাড়ী, ঢাকা।
৪। সৈনিক ক্লাব - বনানী, ঢাকা।
৫। নিউ গুলশান - জিঞ্জিরা, ঢাকা।
৬। সেনা অডিটোরিয়াম - নবীনগর, সাভার।
৭। চন্দ্রিমা - শ্রীপুর, সাভার।
৮। রজনী - চন্দ্রা, সাভার।
৯। নবীন - মানিকগঞ্জ।
১০। বর্ষা - গাজীপুর।
১১। চাঁদমহল - কাঁচপুর।
১২। আলোছায়া - শরীয়তপুর।
১৩। নন্দিতা - সিলেট।
১৪। বিজিবি - আখালিয়া, সিলেট।
১৫। মনিকা - শায়েস্তাগঞ্জ, সিলেট।
১৬। চিত্রালী - খুলনা।
১৭। সঙ্গীতা - খুলনা।
১৮। শঙ্কমহল - ডুমুরিয়া, খুলনা।
১৯। সঙ্গীতা - সাতক্ষীরা।
২০। মডার্ন - দিনাজপুর।
২১। অভিরুচি - বরিশাল।
২২। পুরবী - ময়মনসিংহ।
২৩। রুমা - মুক্তাগাছা, ময়মনসিংহ।
২৪। শাপলা - রংপুর।
২৫। আশা - মেলান্দহ, জামালপুর।
২৬। বৈশাখী - কালুখালী, রাজবাড়ী।
২৭। মালঞ্চ - টাঙ্গাইল।
২৮। ভাই ভাই - সখীপুর, টাঙ্গাইল।
২৯। শাহীন - বল্লাবাজার, টাঙ্গাইল।
৩০। রাজিয়া - নাগরপুর, টাঙ্গাইল।
৩১। চিত্রাবানী - গোপালগঞ্জ।
৩২। কথাচিত্র - কটিয়াদী, কিশোরগঞ্জ।
৩৩। রাজ - কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
৩৪। পালকী - চান্দিনা, কুমিল্লা।
৩৫। রাজমনি - বোরহানউদ্দিন, ভোলা।
৩৬। রুনা - চালাকচর, নরসিংদী।
৩৭। তামান্না - সৈয়দপুর।
৩৮। ফাইভ স্টার - দেলুয়াবাড়ী, নওগাঁ।

"মিষ্টি মেয়ে" খ্যাত সারাহ বেগম কবরী করোনার আক্রান্ত হয়ে চীর বিদায় নিলেন 😭ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
16/04/2021

"মিষ্টি মেয়ে" খ্যাত সারাহ বেগম কবরী করোনার আক্রান্ত হয়ে চীর বিদায় নিলেন 😭

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আমার কাছে কম বয়সে নায়িকা হওয়া মানে লম্বা ক্যারিয়ার, আর লম্বা ক্যারিয়ার যদি সঠিক ভাবে ভালো মানের সিনেমায় ভালো মানের এক্টি...
07/04/2021

আমার কাছে কম বয়সে নায়িকা হওয়া মানে লম্বা ক্যারিয়ার, আর লম্বা ক্যারিয়ার যদি সঠিক ভাবে ভালো মানের সিনেমায় ভালো মানের এক্টিং করা যায় তাহলে আগামী দিনের টপ হিরোইন! ব্যাস.....
রিসেন্ট ক্লিকে আগামীর ক্রেজ পূজা চেরী!
সিয়াম পূজা অভিনীত ঈদ উল আজহায় আসছে "শান"

নতুন লুকে পূজা চেরীপূজাকে কেমন লাগে কমেন্টে জানান প্লিজ...
06/04/2021

নতুন লুকে পূজা চেরী
পূজাকে কেমন লাগে কমেন্টে জানান প্লিজ...

আজ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল’র জন্মদিন। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা । ছবিতে নাট্যাভিনেত...
06/04/2021

আজ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল’র জন্মদিন। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা । ছবিতে নাট্যাভিনেতা হানিফ পালোয়ান (বায়ে) ও মনোয়ার হোসেন ডিপজল।

Hanif Palowan
Monowar Hossain Dipjol

This is
05/04/2021

This is

তানজিন তিশার সেলফিতে 🤳মাহিয়া মাহি ও মিম
20/03/2021

তানজিন তিশার সেলফিতে 🤳
মাহিয়া মাহি ও মিম

শাকিব খান দেশ–বিদেশের সিনেমাসহ অনেক বিষয়ে খোঁজখবর রাখেন। এ ছাড়া বিভিন্ন বিষয়ে জানার আগ্রহও তাঁর বেশি। বিষয়টি আমার খুব ভা...
17/03/2021

শাকিব খান দেশ–বিদেশের সিনেমাসহ অনেক বিষয়ে খোঁজখবর রাখেন। এ ছাড়া বিভিন্ন বিষয়ে জানার আগ্রহও তাঁর বেশি। বিষয়টি আমার খুব ভালো লেগেছে। সিনেমা নিয়ে, তাঁর কাজ নিয়ে দারুণ প্যাশনেট তিনি। তা ছাড়া শাকিব খান দেখতে খুব সুন্দর।

---দর্শনা বণিক।

 #সিয়াম_পরিমনি আবারো একসাথে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন চলচ্চিত্র  #বায়োপিক'-এ চুক্তিবদ্ধ হলেন। শুভ কামনা রইলো। ♥️...
14/03/2021

#সিয়াম_পরিমনি আবারো একসাথে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন চলচ্চিত্র #বায়োপিক'-এ চুক্তিবদ্ধ হলেন। শুভ কামনা রইলো। ♥️♥️

প্রযুক্তির আধুনিকায়নের ফলে টাইম টেবিলে চড়ে আজকাল আর ভবিষ্যতকালে যেতে হয়না, হাতের ছোয়াতেই একজন মাঝবয়সী মানুষ মূহুর্তের মধ...
11/03/2021

প্রযুক্তির আধুনিকায়নের ফলে টাইম টেবিলে চড়ে আজকাল আর ভবিষ্যতকালে যেতে হয়না, হাতের ছোয়াতেই একজন মাঝবয়সী মানুষ মূহুর্তের মধ্যেই চলে যেতে পারে বৃদ্ধকালে৷ সম্প্রতি প্রকাশিত 'অন্তরাত্মা' সিনেমার শাকিব খানের লুকের হয়েছে সেই অবস্থা। পরিণত শাকিব খান রূপান্তরিত হয়েছে প্রৌঢ়ত্বের মায়াজালে। হতে পারে এডিটিং, কিন্তু এই এডিটিং করা পিকেই দেখা যাচ্ছে সম্ভাবনা, জন্ম দিয়েছে কিছু প্রশ্নের!

শাকিব খান কি পারবেন সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে এভাবে ধরে রাখতে? শাকিব খান কি পারবে প্রতিবেশী দেশের 'রজনীকান্ত' বা 'মোহনলাল'-এর মত শেষ বয়সে এসেও নিজের তারকাখ্যাতি এবং জনপ্রিয়তা ধরে রেখে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে যা তাঁর পূর্বসূরি বা সমসাময়িকরা করতে ব্যর্থ হয়েছেন?

চিত্রনায়ক  #শাহিন_আলম ভাই আর নেই। আজ রাত ১০:০৫ মিনিটে  #ইন্তেকাল করেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। 😭😭😭😭
08/03/2021

চিত্রনায়ক #শাহিন_আলম ভাই আর নেই। আজ রাত ১০:০৫ মিনিটে #ইন্তেকাল করেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। 😭😭😭😭

পরিবর্তন সম্ভব। প্রয়োজন স্বদিচ্ছার। শাকিব খানের নতুন লুক, হোক তবে নতুন কিছু।
07/03/2021

পরিবর্তন সম্ভব। প্রয়োজন স্বদিচ্ছার।
শাকিব খানের নতুন লুক, হোক তবে নতুন কিছু।

শাপলা মিডিয়ার দুই সিনেমায় Bipasha Kabirচিত্রপরিচালক শাহিন সুমনের ‘ভালোবাসার রং’ ছবিতে আইটেম গান দিয়ে চলচ্চিত্রে পা রাখে...
06/03/2021

শাপলা মিডিয়ার দুই সিনেমায় Bipasha Kabir

চিত্রপরিচালক শাহিন সুমনের ‘ভালোবাসার রং’ ছবিতে আইটেম গান দিয়ে চলচ্চিত্রে পা রাখেন লাক্স তারকা বিপাশা কবির। এরপর প্রায় ৫০টির বেশি ছবির আইটেম গানে পারফর্ম করেছেন। আইটেম গানের পাশাপাশি নায়িকা হিসেবেও কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রে।
এদিকে মহামারি করোনার পর ফের নতুন উদ্যমে কাজে ফিরেছেন শোবিজ তারকারা। সেই কাতারে আছেন নায়িকা বিপাশা কবিরও।বর্তমানে একসঙ্গে দুটি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। একটি আকাশ আচার্য্যর ‘পরাণে পরাণ বান্ধিয়া’ এবং অন্যটি রেজা হাসমতের ‘জেদী মেয়ে’। দুটি সিনেমার গল্পই মূলত তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।

‘পরাণে পরাণ বান্ধিয়া’ সিনেমায় বিপাশা কবির একজন হিন্দু মেয়ের চরিত্রে অভিনয় করছেন। তার ভাষ্যমতে, এই ধরনের চরিত্রে এর আগে তার কখনোই অভিনয় করা হয়ে ওঠেনি। অন্যদিকে ‘জেদী মেয়ে’ সিনেমায় জেদী মেয়েটাই তিনি।

‘পরাণে পরাণ বান্ধিয়া’ সিনেমার কাজ শুরু হয়েছে গত ২৪ ফেব্রুয়ারি থেকে। অন্যদিকে ‘জেদী মেয়ে’ সিনেমার কাজ শুরু হয়েছে ২৬ ফেব্রুয়ারি থেকে। দুটি সিনেমাই নির্মিত হচ্ছে ‘শাপলা মিডিয়া’র ব্যানারে।

বিপাশা কবির বলেন- নিঃসন্দেহে একসঙ্গে দুটি সিনেমায় কাজ করতে পারাটা আমার জন্য অনেক আনন্দের ব্যপার। তবে এটা সত্যি যে দুটি সিনেমারই গল্প আমাকে দু’জন নির্মাতাই আগে শুনিয়েছেন। গল্প শুনে দুটি সিনেমাতেই আমার চরিত্র পছন্দ হওয়ায় অভিনয় করছি। পরাণে পরাণ বান্ধিয়া চরিত্রটি আমার মনকে বেশি ছুঁয়ে গেছে। যে কারণে কাজটি অধিক মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি। অন্যদিকে জেদী মেয়ে সিনেমায় যেহেতু আমিই জেদী মেয়ে, তাই এই চরিত্রটিও বেশ গুরুত্ব দিয়েই করতে হচ্ছে। এই দুটি সিনেমায় কাজ করতে গিয়ে অভিনয়ে নিজেকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করছি। অবশ্যই ধন্যবাদ শাপলা মিডিয়াকে চলচ্চিত্রের দুঃসময়ে ইন্ডাস্ট্রিকে বেগবান করে তোলার জন্য।

এদিকে এরইমধ্যে বিপাশা কবির শেষ করেছেন বাপ্পী খানের ‘সোলমেট’ সিনেমার কাজ। শিগগিরই এর ডাবিংয়ের কাজ শেষ করবেন তিনি। শুটিং করছেন অপূর্ব রানার পরিচালনায় বাপ্পী চৌধুরী ও অধরা খানের সঙ্গে ‘গিভ অ্যান্ড টেক’ ছবিতে!!

"অন্তরাত্মা" সিনেমার মহরতে মায়াবী হাসিতে প্রানপ্রিয় সুপারস্টার শাকিব খান!A Film By Wazed Ali Sumon!আসছে আগামী ঈদ-উল-ফিতর...
06/03/2021

"অন্তরাত্মা" সিনেমার মহরতে মায়াবী হাসিতে প্রানপ্রিয় সুপারস্টার শাকিব খান!
A Film By Wazed Ali Sumon!
আসছে আগামী ঈদ-উল-ফিতরে...

Joy is the best beauty... Be always happy... ❤️❤️
04/03/2021

Joy is the best beauty...
Be always happy... ❤️❤️

Address

68, Kawran Bazar
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when CPM DRAMA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CPM DRAMA:

Videos

Share

Nearby media companies


Other Broadcasting & media production in Dhaka

Show All