Jol Chobi

Jol Chobi ছড়া, প্রবন্ধ, ভ্রমণ কাহিনি, দিনপঞ্জী,?

27/04/2023

একটি বিকেল

25/11/2022

30/10/2022

Congartulations

16/04/2022

আমার দেখা সবচেয়ে সুন্দর রিসোর্ট


Youtube link: https://youtu.be/dmHUiO_4Jwg
তিন তারকা মানের কলাতলী বিচের একদম কাছে ডিভাইন ইকো রিসোর্ট। গ্রামীণ পরিবেশের পাশাপাশি আধুনিকতার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে ডিভাইন ইকো রিসোর্। অতিথিরা রিসোর্ট থেকেই সমুদ্রের গর্জন উপভোগ করতে পারেন।

ডিভাইন ইকো রিসোর্ট ভিলায় গার্ডেন, প্রাইভেট বিচ সিটিং এরিয়া রয়েছে। এখানে বসে সূর্যাস্ত দেখতে পাবেন। সবুজের আচ্ছাদিত এই রিসোর্ট থেকেই সমুদ্র উপভোগ করবেন। পরিবার কিংবা বন্ধুদের সাথে ডিভাইন ইকো রিসোর্ট এ সুন্দর কিছু সময় কাটিয়ে আসতে পারেন কক্সবাজার ভ্রমণে।

রুম বুকিং এর জন্য Reservation Number এ ফোন করুন -
01958-054411

03/04/2022

Ramu Buddhist Temple // রামু বুদ্ধ বিহার // কক্সবাজার
Youtube link : https://youtu.be/e5kWqwNwhz4

24/03/2022

The story of the journey to nijhum dwip and monpura dwip

14/02/2022

হাতিয়া দ্বীপ , নিঝুম দ্বীপ , ও মনপুরা দ্বীপ এর পর্ব 2

Youtube Link: https://youtu.be/EAGE7AV2ThM

01/02/2022

১২ বছর পর আবার আবৃত্তি মঞ্চে

19/01/2022

আসছি হাতিয়া, মনপুরা, নিঝুম দ্বীপের নতুন ভ্লগ নিয়ে | দেখার আমন্ত্রণ রইল |
https://youtube.com/c/JolChobi-binoy

15/01/2022

আসছি হাতিয়া, মনপুরা, নিঝুম দ্বীপের নতুন ভ্লগ দেখার আমন্ত্রণ রইল
https://youtube.com/c/JolChobi-binoy

16/12/2021

১৬ই ডিসেম্বরএ কবিতা আবৃত্তি

24/11/2021

Dhaka To Chittagong By Train. In this vlog we share our journey from Dhaka To Chittagong By Turna Express. Turna Express is one of the finest intercity train services which runs on the route.

24/10/2021

আমরা সেই ছোটবলা থেকে আমাদের গ্রামের দুর্গাপূজা দেখে আসছি । দূর্গাপূজা বলতে আমি যেটা বুঝি তা হলো আমাদের গ্রামের বাড়ির পূজা আর আমাদের গ্রামের পূজা । আজ এত বছর পর এসে আমাদের গ্রামের পূজার কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করলাম । ভিডিওটা ভালো লাগলে পাশে থাকার অনুরোধ করছি ।
https://youtu.be/GAlDriMqOaI

13/09/2021

আমাদের কুয়াকাটা ভ্রমণের দ্বিতীয় পর্ব

https://youtu.be/uCW0V7nEY_8

29/07/2021

আমাদের এই ভ্রমণটা ছিল 2004 সালে মানিকগঞ্জে | ওই সময় আমরা আমাদের পুরো ট্যুরটা রেকোর্ডিং করেছিলাম | যদিও তখন এখনকার মতো ডিজিটাল ক্যামেরা বা মোবাইল ফোন ছিল না , সুতরাং বুঝতেই পারছেন আমাদের ভিডিওর কোয়ালিটি একটু খারাপ | যার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি | তারপরও পোস্ট করছি কারণ জীবনের এই স্মৃতি টুকু বেঁচে থাকুক | ও আরেকটা কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন |

01/07/2021

সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন🤘🤘

https://youtu.be/a1HhCRuopSU

কমপক্ষে নিওলিথিক কাল থেকে ট্যাটু আঁকানোর চর্চা করা হয়েছে, যেমন মমিফাইড সংরক্ষিত ত্বক, প্রাচীন শিল্প এবং প্রত্নতাত্ত্বিক রেকর্ড দ্বারা প্রমাণিত। সম্ভাব্য উল্কি সরঞ্জামগুলির প্রাচীন শিল্প এবং প্রত্নতাত্ত্বিক উভয়ই সূচিত করে যে উল্কি আঁকানোর অনুশীলনটি ইউরোপের উচ্চ প্যালিওলিথিক সময়কালে হয়েছিল।






#ট্যাটুটা_করেই_ফেললাম

08/06/2021

সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে লিংকে ক্লিক করুন 👉👉
https://youtu.be/nH7Y-hh6sWQ

বেচারাম দেউরী জমিদার বাড়ি যা প্রায় 200 বছর পুরনো |
এ দোতলা বাড়িটি উনিশ শতকে নির্মাণ করা হয়েছিল। তিন প্রজন্ম ধরে ঢাকা এবং সোনারগাঁওয়ের জমিদার ছিলেন মৌলভী আবুল খায়েরাত মুহাম্মদ। বর্তমানে এ বাড়ির মালিক তার ষষ্ঠ প্রজন্মের বংশধর এএম ইমরান।
যিনি এখনো তোর পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে |

মেয়েদের মেকাপবিহীন ছবিতে আমি কখনো লাভ রিয়েক্ট দিতে মিস করিনা। আমি চাই, অন্তত তার নিজের ভেতর একটা বিশ্বাস জন্মাক- আমি আসল...
13/01/2021

মেয়েদের মেকাপবিহীন ছবিতে আমি কখনো লাভ রিয়েক্ট দিতে মিস করিনা। আমি চাই, অন্তত তার নিজের ভেতর একটা বিশ্বাস জন্মাক- আমি আসলেই ভীষন সুন্দর।
এই যে একটা আর্টিফিসিয়াল প্রলেপ থেকে নিজেকে মুক্ত করবার সাহস, এটাকে শ্রদ্ধা না জানানোটা অন্যায়।
যদিও তার গালের ব্রন, চোখের নিচের কালি, শ্যামলা গায়ের রং স্পষ্টভাবে বুঝা যায়, তবুও এই মানুষটা সবচেয়ে বেশি সুন্দর; কেবল মাত্র তার মানসিক শেকল থেকে বের হয়ে আসবার সাহসিকতার জন্য।
মানুষ মাত্রই সুন্দর। তুমি যে গুইসাপ না হয়ে, মানুষ হয়ে দুনিয়াতে আসছো, এরজন্যই তো পৃথিবীর কাছে কৃতজ্ঞতা জানানো দরকার।

"সংগ্রহীত "

  বছর আসে, বছর যায়শুধু মধ্যবিত্ত ইচ্ছেগুলো অপূর্ন থেকে যায়,আরও একটি নতুন বছরের অপেক্ষায় |খুঁজে ফেরে সে মনকে,সান্তনা দেওয়...
02/01/2021


বছর আসে, বছর যায়
শুধু মধ্যবিত্ত ইচ্ছেগুলো অপূর্ন থেকে যায়,
আরও একটি নতুন বছরের অপেক্ষায় |
খুঁজে ফেরে সে মনকে,
সান্তনা দেওয়ার উপায়।

https://youtube.com/channel/UCBHfSai7Ceq9q8-9R0VYqog

29/12/2020

কণ্ঠ : বাউল সামসু
ফোন : 01920489598
জন্ম : বাগেরহাট খুলনা

ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
https://youtube.com/channel/UCBHfSai7Ceq9q8-9R0VYqog

ভালোবাসি ভালোবাসি.............সুনীল গঙ্গোপাধ্যায়ধরো কাল তোমার পরীক্ষা,রাত জেগে পড়ারটেবিলে বসে আছ,ঘুম আসছে না তোমারহঠাৎ ...
24/12/2020

ভালোবাসি ভালোবাসি.............সুনীল গঙ্গোপাধ্যায়

ধরো কাল তোমার পরীক্ষা,রাত জেগে পড়ার
টেবিলে বসে আছ,
ঘুম আসছে না তোমার
হঠাৎ করে ভয়ার্ত কন্ঠে উঠে
আমি বললাম- ভালবাস?
তুমি কি রাগ করবে?
নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে,
ভালবাসি, ভালবাসি...।

ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ,
ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত..
খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই,
রান্নাঘর থেকে বেরিয়ে ঘর্মাক্ত আমি তোমার
হাত ধরে যদি বলি- ভালবাস?
তুমি কি বিরক্ত হবে?
নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি..।

ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি,
সবেমাত্র ঘুমিয়েছ তুমি
দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম
শশব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি-ভালবাস?
তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে?
নাকি হেসে উঠে বলবে
ভালবাসি,ভালবাসি..।

ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে,
মাথার উপর তপ্ত রোদ,
বাহন পাওয়া যাচ্ছেনা
এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি-ভালবাস?
তুমি কি হাত সরিয়ে দেবে?
নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে
কাঁধে হাত দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি..।

ধরো শেভ করছ তুমি,গাল কেটে রক্ত পড়ছে,
এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে
যদি বলি- ভালবাস?
তুমি কি বকা দেবে?
নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে
খুশিয়াল গলায় বলবে
ভালবাসি, ভালবাসি..।

ধরো খুব অসুস্থ তুমি
জ্বরে কপাল পুড়েযায়, মুখে নেই রুচি, নেই কথা বলার অনুভুতি,
এমন সময় মাথায় পানি দিতে দিতে
তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি-ভালবাস?
তুমি কি চুপ করে থাকবে?
নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি..।

ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে,
প্রচন্ড যুদ্ধে তুমিও অঃশীদার,
শত্রুবাহিনী ঘিরে ফেলেছে ঘর
এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায়
জিজ্ঞেস করলাম- ভালবাস?
ক্রুদ্ধস্বরে তুমি কি বলবে যাও?
নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে
বলবে ভালবাসি, ভালবাসি.. ।

ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি দেরি হয়ে যাচ্ছে,
বেরুতে যাবে,হঠাত বাধা দিয়ে বললাম-ভালবাস?
কটাক্ষ করবে? নাকি সুটকেস ফেলে
চুলে হাত বুলাতে বুলাতে বলবে
ভালবাসি, ভালবাসি.. ।

ধরো প্রচন্ড ঝড়,উড়ে গেছে ঘরবাড়ি,আশ্রয় নেই
বিধাতার দান এই পৃথিবীতে,
বাস করছি দুজনে চিন্তিত তুমি
এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালবাস?
তুমি কি সরিয়ে দেবে?
নাকি আমার মাথায় হাত রেখে বলবে
ভালবাসি, ভালবাসি.. ।

ধরো সব ছেড়ে চলে গেছ কত দুরে,
আড়াই হাত মাটির নিচে শুয়ে আছ
হতভম্ব আমি যদি চিতকার করে বলি-ভালবাস?
চুপ করে থাকবে?
নাকি সেখান থেকেই আমাকে বলবে
ভালবাসি, ভালবাসি.. ।

যেখানেই যাও,যেভাবেই থাক,না থাকলেও
দূর থেকে ধ্বনি তুলো
ভালবাসি, ভালবাসি, ভালবাসি..
দূর থেকে শুনব তোমার কন্ঠস্বর,
বুঝব তুমি আছ,তুমি আছ
ভালবাসি, ভালবাসি...।

Address

Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Jol Chobi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jol Chobi:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All