12/03/2023
দাগনভূঁঞা থানা পুলিশ ৪জন ডাকাত গ্রেফতার করে ঃ তাদের সাথে ০১টি পিকআপ গাড়ী, ৯টি লোহার রড, ২টি লোহার কাটার, ১টি চাপাতি এবং ৪টি মুখোশ উদ্ধার।
দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমামের বিশেষ দিক-নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া এসআই আরিফ উল্লাহ, এএসআই মোঃ সেলিম মিয়া, এএসআই নাজিম উদ্দীন, এএসআই আল মামুন সঙ্গীয় ফোর্স সহ ১১ মার্চ, ২০২৩, রাত ০১.৪৫ ঘটিকার সময় দাগনভূঁঞা থানাধীন ১নং সিন্দুরপুর ইউপির রগুনাথপুর সাকিনস্থ পাটোয়ারী বাড়ীর আব্দুল গফুরের বাড়ীর সামনে রাস্তার উপর হইতে ডাকাত দলের সক্রিয় আসামী ১.জুলফিকার খান প্রঃ বাবু(২৪), পিতা-মোঃ রফিক খান, মাতা-নিলুফা বেগম ,স্থায়ী: গ্রাম- হলদিবুনিয়া (মুন্সি বাড়ী, ১নং ওয়ার্ড, ৬নং চিলা ইউনিয়ন) , থানা- মংলা, জেলা -বাগেরহাট, ২. মোঃ শহিদুল ইসলাম রানা(২৮), পিতা-মোঃ বাহারুল ইসলাম, মাতা-রেহেনা বেগম, সাং- আফাজিয়া, থানা- হাতিয়া, জেলা -নোয়াখালী, বর্তমান: (আকবর শাহ কলোনী, শামীমের কলোনী), ৯নং ওয়ার্ড), থানা- আকবর শাহ্, জেলা -চট্টগ্রাম, ৩.কামরুল ইসলাম মামুন প্রঃ ডিজে(২৯), পিতা-রবিউল হক, মাতা-নুরুন নাহার , সাং- মধ্যম রামপুর, আলী আজগর পাটোয়ারী বাড়ী) , থানা- ফেনী সদর, জেলা -ফেনী, ৪. কাউছার শেখ(১৮), পিতা-মোঃ আনোয়ার শেখ, মাতা-ফারুল বেগম, সাং- বাজিকরখন্ড (শেখ বাড়ী, ৮নং ওয়ার্ড), থানা- মংলা, জেলা –বাগেরহাট গণ ডাকাতি করার জন্য পিকআপ গাড়ী যোগে যাওয়ার পথে সিগন্যাল দিয়া পিকআপ গাড়ীটি আটক সহ আসামীদের গ্রেফতার করা হয়। অপর পলাতক আসামী ৫. আব্দুল রহিম প্রঃ রহিম(৪৫), পিতা-আলী লোকমা প্রঃ রোখা মিয়া, মাতা-জাল্লু বিয়া , সাং- রঘুনাথপুর (নতুন পাড়া) , থানা- দাগনভূঁইঞা, জেলা -ফেনী, ৬. সাইফুল ইসলাম প্রঃ রব(৩৫), পিতা-মৃত আব্দুল মালেক , সাং- মাছিমপুর (ভূঞা বাড়ী), থানা- দাগনভূঁইঞা, জেলা –ফেনীগণদের বিরুদ্ধে মামলা রুজু করিয়া তাহাদেরকে অদ্য ১১/০৩/২০২৩ইং তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।