সত্যায়ন প্রকাশন

সত্যায়ন প্রকাশন বইয়ের আলোয় রাঙাই সময়

আমাদের আম্বিয়ায়ে কেরামের পুণ্যভূমি!
16/01/2025

আমাদের আম্বিয়ায়ে কেরামের পুণ্যভূমি!

14/01/2025

একটা বিপ্লবের ফর্মূলা বলে যাই। কচিকাঁচাদের হাতে এই বইগুলো তুলে দিন। বাকী কাজ এই বইয়ের। বইয়ের কন্টেন্ট ওদের সাথে গল্প করবে, আড্ডা জমাবে। ওদের চিন্তার জগতকে আলোড়িত করবে। এমন গোছালো বই ছোটদের জন্য পাইওনিয়ার হিসেবে করতে পেরে আমরা আনন্দিত। ইদানিং অন্য যারা চেষ্টা করছে, তাদের জন্যও শুভ কামনা।

বরিশালে জমে উঠেছে তারুণ্যের উৎসব। বিএম কলেজে আজ এবং আগামীকাল সত্যায়ন প্রকাশনকে পাবেন।
14/01/2025

বরিশালে জমে উঠেছে তারুণ্যের উৎসব। বিএম কলেজে আজ এবং আগামীকাল সত্যায়ন প্রকাশনকে পাবেন।

বইমেলায় পাঠকের হাতে হাতে উপকারী-বই পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেন? কয়েকদিন পরেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান জমে উঠবে পড়ুয়াদের প...
13/01/2025

বইমেলায় পাঠকের হাতে হাতে উপকারী-বই পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেন?

কয়েকদিন পরেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান জমে উঠবে পড়ুয়াদের পদচারণায়। বইয়ের স্টল থাকবে প্রায় হাজার খানেক। তবে সত্যায়ন বরাবরই একটু স্পেশাল। আমাদের প্রথম প্রায়োরিটি বইয়ের সমৃদ্ধ কন্টেন্ট এবং পাঠক। আপনি যদি পাঠকের নানান জিজ্ঞাসায় বইয়ের কন্টেন্ট নিয়ে গুছিয়ে জানাতে পারেন, তবে আপনাকে স্বাগতম। নিজেকে যদি প্রেজেন্টেশন স্কিলে সেরাদের একজন মনে করেন। তবে আপনাকেই আমরা খুঁজছি।

আসন্ন একুশে বইমেলায় সত্যায়ন প্রকাশনের স্টলে এক ঝাঁক স্বপ্নবাজ বইকর্মীকে আমরা সুযোগ দিবো।

পাঠকের হাতে বই তুলে দেওয়া যদি হয় আপনার মনের প্রশান্তি, তাহলে আপনাকেই খুঁজছি আমরা। সেলস, প্রোডাক্ট ডিটেইলস জানানো, আন্তরিক ও দায়িত্বের ব্যাপারে সচেতন একজন হলে, চটজলদি https://docs.google.com/forms/d/1TOmo5ljwuc4FMWoQt7i9bY94pS8gj4_QCK2JohNqUy4/edit এই ড্রাইভ লিংকটি পূরণ করুন।

বি.দ্র- ড্রাইভ লিংক পুরণ করতে না পারলে অবশ্যই মোবাইল নম্বর সহ আপনার সিভিটি [email protected] মেইল করুন। আপনাকে উপযুক্ত মনে করা হলে আমরাই যোগাযোগ করবো, ইনশা আল্লাহ।

13/01/2025

সত্যায়ন যাচ্ছে, রাজপথ কাঁপছে✊✊😎
আজ মাগরিবের পর থেকে কুমিল্লার ঢুলিপাড়া ঐক্য পরিষদের আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে সত্যায়ন থাকবে।

Rajshahi University captured by Sottayon Publication.🙂 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে আজও সত্যায়ন থাকবে সন্ধ্যা ৭ ট...
13/01/2025

Rajshahi University captured by Sottayon Publication.🙂

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে আজও সত্যায়ন থাকবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত, ইনশা আল্লাহ।

13/01/2025

আজ একযোগে কুমিল্লা, রাজশাহী, বরিশাল, কক্সবাজার ও সিলেটে আছে সত্যায়ন। পাঠকের দোরগোড়ায় বই পৌঁছবো, ইনশা আল্লাহ।

ভয় ও আতঙ্ক চেপে বসেছে। ফ্যাসিবাদের বিষবৃক্ষ শেকড় গেরেছে পুরো রাবি ক্যাম্পাসে। এগুলো ২৪ সালের শুরুর দিকের কথা।ফেব্রুয়ারী ...
12/01/2025

ভয় ও আতঙ্ক চেপে বসেছে। ফ্যাসিবাদের বিষবৃক্ষ শেকড় গেরেছে পুরো রাবি ক্যাম্পাসে। এগুলো ২৪ সালের শুরুর দিকের কথা।
ফেব্রুয়ারী মাস,২০২৪। একুশে বইমেলায় স্টল বন্ধ করে দিতে পারে এমন ঝুঁকি মাথায় নিয়েই সত্যায়ন টিমের সিদ্ধান্ত আসলো ভিন্নধর্মী এক বই বাজারে আনার। নাম 'মনে মনে প্রধানমন্ত্রী'। অদ্ভুত সাইজ, ভিন্নরকম নাম। চাপ আসবে জেনেও বইটি একুশে বইমেলাতেই প্রথম প্রকাশ করা হবে, এই সিদ্ধান্ত পাকাপাকি করা হলো। যা হবে তা পরে দেখা যাবে। চ্যালেন্জ আসে আসুক।
বইটিতে সমাজ বিধ্বংসী শিক্ষা কারিকুলাম, এজেন্ডাভিত্তিক নোংরা সাংবাদিকতা, বুদ্ধিব্যবসা করা এদেশীয় নিকৃষ্ট প্রাণীদের ষড়যন্ত্র ও বিশ্বব্যাপী টেড়াnস জenডার স.ন্ত্রা*সের রোমহষর্ক আলাপ উঠে আসে।
নামকরণে টেনে নিয়ে আসা হয় লেডি ফেরাউনের নামের শুরুতে ব্যবহার করা টার্ম 'প্রধানমন্ত্রী'। এই নাম পড়ে হাসাহাসি ও তাচ্ছিল্যের এক সুযোগ তৈরী হয় এ বইয়ের পাঠকদের। নাম দেখেই জেনজি ছেলেপেলেরা সার্কাজম শুরু করে দেয়, ভয়ঙ্কর এক দানবের উপাধী নিয়ে। ভয়ের সংস্কৃতি কমাতে ও ফ্যাসিজমের সমালোচনার সংস্কৃতি বাড়াতে সহযোগী হয়ে ওঠে ছোট্ট এক বই। অল্প কয়েক মাসের ব্যাবধানেই ২০০+ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে ঢুকে পড়ে Abid Iqbal এর ব্রেন চাইল্ড ' মনে মনে প্রধানমন্ত্রী!'।
প্রথম গল্পের কেন্দ্রীয় চরিত্র সাহসী যুবক 'তুহিন'। জেনজির প্রতিনিধিত্ব করা এ ছেলেটির ভয়ডর নাই। বইয়ে মুখ গুঁজে থাকা আর বিশ্বের খোঁজখবর রাখা ওর খুব পছন্দের। জটিল জটিল বইপত্র গোগ্রাসে গিলে খায়। তুহিনের সাথে একদিন ক্যাচাল বাধায় ওর ক্লাসের বিকৃত-মানসিকতার এক লেকচারার। অধ্যাপক খেতাবে সবাই তাকে চিনলেও সচেতন জেনজির কাছে সে গাধ্যাপক। জ্ঞান-গবেষনার বালাই নাই। হিন্দি-ইংলিশ মুভি-টুভি দেখে ক্লাসে ভুলভাল আইডিওলজি ছড়ায়। ফিকশনাল জিনিসপাতি বুঝায়ে ছেলেপেলের ব্রেইন কিনে নিতে চায়। একদম সায়েন্স ফিকশন লেখা বাস্তব দুনিয়ার মোটা গোফের ষাড়ের মতো।
এমন জীবন্ত বই জেনজির ভালো লাগে। এ যেন তাদেরই কথা উঠে এসেছে। একেকজন পাঠক ২০ কপি,৩০ কপি,২০০ কপি, ১৫০০ কপি এমন বিগার স্কেলে বই নিয়ে নিয়ে ছড়িয়ে দিতে শুরু করে। ক্যাম্পাসে ক্যাম্পাসে ফান্ড রাইজ করা হয় এ বই বিতরণের জন্য।
বইটার বিক্রি যত বাড়ছিল, প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে আমাদের শঙ্কাও তত বাড়ছিল। কিন্তু সাহস হারাইনি।
আমরা দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অস্ত্র দিয়ে কত নোংরাভাবে লেখক, প্রকাশক, সৎ-বুদ্ধিজীবিদের বেহাল দশা করেছে জালিমরা। তবুও এসব কেয়ার করা হয়নি। সত্যায়ন সবকিছু কেয়ার করে না। পরিক্ষা দেবার জন্যই তো দুনিয়ার সফর।
সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে Pathokmela নামের এক প্ল্যাটফর্ম আয়োজন করে পাঠচক্রের। পৃষ্ঠপোষকতা করে সত্যায়ন। বইয়ের নাম 'মনে মনে প্রধানমন্ত্রী!"। বেশ আতঙ্ক নিয়েই এ পাঠচক্রে উপস্থিত হয়েছিল স্টুডেন্টরা। ক্যাম্পাসের নিরিবিলি জায়গাকে বেছে নেওয়া হয়েছিল বসার জন্য। দিনের বেলা বসা যায়নি। সন্ধ্যা নামার পরে ক্যাম্পাসের মসজিদের বাইরে উন্মুক্ত জায়গায় বসতে হয়েছে। মেলাতে হয়েছে নানান সমীকরণ।
এমনকি জুলাইয়ের শহীদ আবু সাঈদের জানাজা হয়েছে যে মাদ্রাসার মাঠে। সেই মাঠ, সেই মাদ্রাসা সবখানে সমাজ বাঁচানোর এ গুরুত্বপূর্ণ বই নিয়ে এক্টিভিজম করা হয়েছে। পীরগন্জের পথে পথে ছড়ানো হয়েছে এ বইয়ের কন্টেন্ট। ওখানকার ছাত্র-শিক্ষক-আলেমদের হাতে হাতে এ বই ঢাকা থেকে সত্যায়ন টিম গিয়ে পৌঁছে দিয়ে এসেছে। কিন্তু কে জানতো আর ৪ মাস পরেই আসবে এক অভ্যুত্থান। যে অভ্যুত্থানে এই এলাকার সাহসী যুবক আবু সাঈদ, ঢাকার ইয়ামিন ও ফরিদপুরের খালিদেরা বুক পেতে দেবে? এমন অসীম সাহস নিয়ে এগিয়ে আসবে গোটা দেশের বঞ্চিত-মাজলুমান! কেই বা জানতো এ অভ্যুত্থান এনে দেবে ফ্যাসিবাদমুক্ত একেকটি ক্যাম্পাস! জ্ঞান চর্চার উর্বর সময় তৈরী হবে।
মসজিদে মসজিদে খতিবদের হাতে এ বই ছড়ানো হয়। রাষ্ট্রের লিডিং ওলামায়ে কেরামের কাছে পৌঁছানো হয়।
আমাদের উদ্দেশ্য এ বই পড়ে ভাজ পড়ুক কপালে। চিন্তার পাটাতন নড়েচড়ে উঠুক বিপ্লবের ক্ষুধায়।.
সেসময়ে Dhaka University Dawah Circle - ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল -এর ইফতার প্রোগ্রামেও এ বই নিয়ে সীমিত পরিসরে কথা হয়। চিন্তক মুহতারাম Md Sharif Abu Hayat এর উপস্থিতি ও সহযোগিতায় ঢাকার বেশকিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে সমাজ বাঁচানোর এ উদ্যোগ, এ দলিল।
ঢাবি দাওয়াহ সার্কেলের সকলকে ১ কপি করে 'মনে মনে প্রধানমন্ত্রী!' বই দেওয়ার জন্য রেজিষ্ট্রেশন নেয় সত্যায়ন। কিন্তু কৌশলগত কারণে ও ঢাবির মাত্রাতিরিক্ত বৈরী পরিস্থিতিতে এ বইটি দাওয়াহ সার্কেলের মাধ্যমে পাঠানো হয় নি। হলগুলোতে যেসব টর্চার সেল ছিল, সেসব বিবেচনায় সেইফটি ইস্যুর কনসার্ণ থেকে এমন সিদ্ধান্ত হয়। কিন্তু ঢাবির পাঠকেরা বাংলা একাডেমির বইমেলার সময় থেকে ও অনলাইন থেকে নিয়ে নিয়ে এ বই পড়তে থাকে ও বিলি করতে থাকে নিজ গরজে।
মিনিমাম ১ মিলিয়ন পাঠকের কাছে এ বই ছড়িয়ে দেওয়ার টার্গেট নেয় সত্যায়ন। ব্যবসা চিন্তা বাদ দিয়ে, ম্যাজিক্যাল অফার ঘোষণা দেয় প্রকাশের দিন থেকেই। আরো দ্রুত গতিতে ১ মিলিয়নের মাইলফলকে পৌঁছুতে, এক পর্যায়ে বইয়ের পিডিএফটাই উন্মুক্ত করে দেয়। রেজিষ্ট্রেশন করে করে হাজারো পাঠক বইটি মোবাইলে পড়তে থাকে।
পাবলিশিং হাউজের জায়গা থেকে যতভাবে সম্ভব, ততভাবে আমরা দানবের চেয়ারে কম্পন ধরাতে প্রচেষ্টা চালিয়ে গেছি। সমাজ ও মূল্যবোধের নিরাপত্তা নিশ্চিত করতে বুদ্ধিবৃত্তিক এসব ক্রিয়েটিভ উদ্যোগ চলমান থাকবেই, ইনশা আল্লাহ।
গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সেই 'মনে মনে প্রধানমন্ত্রী' বই নির্ভয়ে- নিঃসঙ্কোচে প্রদর্শন করা গেছে। বিক্রি করা গেছে। এটা আমাদের জন্য আনন্দের। ইন্সট্যান্ট ঘোষণায় কুইকলি আশানুরূপ রেসপন্স পাওয়া গেছে। জাযাকুমুল্লাহ।
জেলায় জেলায় সে বইটি স্বাধীনভাবে ছড়ানো যাচ্ছে, ভয়ডর ছাড়া। এ খবর আনন্দের।
অভ্যুত্থানের সকল ত্যাগীদেরকে আল্লাহ কবুল করুন। কবুল করুন সত্যায়ন টিমের ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা।

বনের রাজা সিংহ। কেউ কেউ আবার বলেন, বিভাগের রাজা ময়মনসিংহ।🙂ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম প্রাঙ্গণে গতকাল ছিল...
12/01/2025

বনের রাজা সিংহ। কেউ কেউ আবার বলেন, বিভাগের রাজা ময়মনসিংহ।🙂
ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম প্রাঙ্গণে গতকাল ছিল সত্যায়ন প্রকাশনের বইয়ের স্টল। সিংহ-হৃদয় পাঠকেরা ঝাঁকে ঝাঁকে এসে স্টলের সামনে যেভাবে ভীড় জমিয়েছিল, তা দেখার মতো দৃশ্যের অবতারণা করেছিল।
কৃতজ্ঞতা জানবেন বাকৃবির পাঠকেরা, আয়োজকেরা।

11/01/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে আজ এশা পর্যন্ত সত্যায়নের স্টল থাকবে ইনশাআল্লাহ

সিলেটের মাহফিলে পাঠকদের চাপ সামলে সত্যায়নের সেলস টিম ফলফলাদি খাচ্ছে। মাহফিলের ক্রাউডে হেলদি লাঞ্চ ম্যানেজ করতে ব্যর্থ হও...
11/01/2025

সিলেটের মাহফিলে পাঠকদের চাপ সামলে সত্যায়নের সেলস টিম ফলফলাদি খাচ্ছে। মাহফিলের ক্রাউডে হেলদি লাঞ্চ ম্যানেজ করতে ব্যর্থ হওয়ায় পুষ্টিকর আপেল, মাল্টা, খেজুর খেয়ে এনার্জি রিজার্ভ করার চেষ্টা চলছে। 🙂

ঢাকা বিশ্ববিদ্যালয় 'শীতকালীন বইমেলা ২০২৫' এর শেষদিন আজ। Dhaka University Dawah Circle - ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কে...
11/01/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় 'শীতকালীন বইমেলা ২০২৫' এর শেষদিন আজ। Dhaka University Dawah Circle - ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল এর আয়োজনে ঢাবির বুকে এক বৈপ্লবিক আয়োজন ছিল এটি। ক্যাম্পাসে সত্য ও মিথ্যার মেরুকরণ স্পষ্ট করবে এ আয়োজন। আয়োজকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা।

ছবির কার্টেসি Eye's Window

11/01/2025

সত্যের আলো ছড়ানো শাহ জালাল রহিমাহুল্লাহর সিলেটে আছে সত্যায়ন প্রকাশন।

11/01/2025

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ক্যাম্পাসে আজ থাকছে সত্যায়ন।

রাতের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলো ছড়াচ্ছে সত্যায়ন।
10/01/2025

রাতের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলো ছড়াচ্ছে সত্যায়ন।

10/01/2025

রাবির টিএসসিতে সত্যায়নের বই আলো ছড়াচ্ছে। আলহামদুলিল্লাহ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সত্যায়ন আছে বইয়ের সমারোহ নিয়ে। যাদের বই লাগবে টিএসসিতে চলে আসুন।
10/01/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সত্যায়ন আছে বইয়ের সমারোহ নিয়ে। যাদের বই লাগবে টিএসসিতে চলে আসুন।

চা পাতার দেশে স্বপ্ন ছড়াই বইয়ের পাতায়। সিলেটের এম সি কলেজ মাঠের তাফসিরুল কুরআন মাহফিলে সত্যায়ন শতশত পাঠকের ভালোবাসায় মুখ...
10/01/2025

চা পাতার দেশে স্বপ্ন ছড়াই বইয়ের পাতায়। সিলেটের এম সি কলেজ মাঠের তাফসিরুল কুরআন মাহফিলে সত্যায়ন শতশত পাঠকের ভালোবাসায় মুখরিত।
১১ জানুয়ারী পর্যন্ত আমরা আছি। বাছাই করে বই কিনতে ছুটে আসুন পাঠকবান্ধব সত্যায়নে।

Address

ইসলামি টাওয়ার, ২য় তলা, বাংলাবাজার
Dhaka
0000

Alerts

Be the first to know and let us send you an email when সত্যায়ন প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সত্যায়ন প্রকাশন:

Videos

Share

Category