The Dhaka press

The Dhaka press a news based page truly based on youth power keep connected .

31/03/2020

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক প্রবাসীর বাড়ির চৌচালা টিনের ঘরে চারদিক থেকে লাঠিসোটা দিয়ে হামলা চালিয়ে ভাঙ...

26/03/2020

সেলফি ক্যামেরা দুটি ৩২ ও ৪ মেগাপিক্সেলের এবং পেছনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। ক্যামেরায় যুক্...

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের পর্যটক ভিসা স্থগিত করেছে ভারত সরকার। দেশটির কেন্দ্রী...
11/03/2020

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের পর্যটক ভিসা স্থগিত করেছে ভারত সরকার। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কুটনৈতিক, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা, চাকুরি এবং প্রজেক্ট ভিসা বাদে বিদ্যমান সব ধরনের ভিসা স্থগিত থাকবে। স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধণের সভাপতিত্বে এক বৈঠকের পর বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এনডিটিভি

হ্যান্ড স্যানিটাইজারের দাম বেধে দিলো  ঔষধ প্রশাসন। এর অতিরিক্ত দাম কোথাও রাখা হলে ভিডিও ধারণ করে রয়েছে ভোক্তা অধিকারে মা...
09/03/2020

হ্যান্ড স্যানিটাইজারের দাম বেধে দিলো ঔষধ প্রশাসন। এর অতিরিক্ত দাম কোথাও রাখা হলে ভিডিও ধারণ করে রয়েছে ভোক্তা অধিকারে মামলার সুযোগ৷ সতর্ক থাকুন শেয়ার করে জানিয়ে দিন সবাইকে

বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময় একটি বিষয় নিয়ে অনেকেই চিন্তিত থাকেন, সেটি হলো আইনানুগভাবে কী কী জিনিসপত্র তারা আনতে পা...
26/01/2020

বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময় একটি বিষয় নিয়ে অনেকেই চিন্তিত থাকেন, সেটি হলো আইনানুগভাবে কী কী জিনিসপত্র তারা আনতে পারবেন।

অনেকসময়ই দেখা যায় পরিবার বা বন্ধুদের জন্য শখ করে কিনে আনা বা নিজের প্রয়োজনীয় কোনো একটি পণ্য আইনি অনুমোদন না থাকায় আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আবার যথাযথ নিয়ম মেনে শুল্ক দিয়ে পণ্যটি ছাড়ানোর উদ্দেশ্য থাকলেও পূর্বপ্রস্তুতি না থাকায় অনেকসময় তাও সম্ভব হয় না।
বিদেশ থেকে দেশে ফেরার সময় বাংলাদেশের আইন অনুযায়ী শুল্ক না দিয়ে কোন ধরণের জিনিস কী পরিমাণ আনা যায় এবং শুল্ক প্রদান করে কোন ধরণের জিনিসপত্র আনা যায় আন্তর্জাতিক কাস্টমস দিবসে তার একটি তালিকা দেওয়া হলো।
বিদেশ থেকে আসা যাত্রীদের একটি ফর্ম পূরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জাম দিতে হবে, যেই ফর্মে ঘোষণা দিতে হবে তারা কোন জিনিস কী পরিমাণে বহন করছেন।
তবে প্রতিবছরই বাজেটের সময় এই তালিকা পরিবর্তন হয়। ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট অনুযায়ী যেসব পণ্য দেশে আনা যায়, তা নিম্নে তালিকাভুক্ত করা হলো।
কোনো শুল্ক না দিয়ে আনা যাবে যেসব জিনিস:

গৃহস্থালীর ব্যবহারের পণ্য

১০০ গ্রাম ওজন পর্যন্ত স্বর্ণালঙ্কার ও ২০০ গ্রাম ওজন পর্যন্ত রৌপ্যালংকার (এক ধরণের অলঙ্কার সংখ্যায় ১২টির বেশি না হলে)

ব্যক্তিগত ব্যবহারের ক্রীড়া সরঞ্জাম

টাইপরাইটার, ঘরে ব্যবহারের সেলাই মেশিন, সিলিং ফ্যান ও টেবিল ফ্যান

রাইস কুকার, প্রেশার কুকার, গ্যাস ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, টোস্টার, স্যান্ডউইচ মেকার, ব্লেন্ডার, ফুড প্রসেসর, জুসার ও কফি মেকার

বিদেশ থেকে কোনো অসুস্থ যাত্রী আসলে সেই যাত্রীর চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্রপাতি

১৫ বর্গমিটার আয়তন পর্যন্ত কার্পেট

ইলেকট্রনিক্স পণ্য

সর্বোচ্চ দুইটি মোবাইল ফোন সেট

ক্যাসেট প্লেয়ার, সিডি প্লেয়ার, বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার

ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার, সাথে একটি ইউপিএস'ও আনা যাবে

কম্পিউটার স্ক্যানার, প্রিন্টার ও ফ্যাক্স মেশিন

পেশাদার কাজে ব্যবহৃত হয় এরকম ক্যামেরা বাদে ভিডিও ক্যামেরা (এইচডি ক্যমেরা, ডিভি ক্যামেরা, বেটা ক্যামেরা) ও ছবি তোলার ডিজিটাল ক্যামেরা

১৯ ইঞ্চি পর্যন্ত এলসিডি কম্পিউটার মনিটর

২৯ ইঞ্চি পর্যন্ত প্লাজমা, এলসিডি, এলইডি, সিআরটি টেলিভিশন

সর্বোচ্চ চারটি স্পিকারসহ সিডি, ভিসিডি, ডিভিডি, এলডি বা ব্লু ডিস্ক প্লেয়ার

যেসব জিনিস আনতে শুল্ক প্রদান করতে হবে
কিছু পণ্য ব্যক্তিগত ও হৃগস্থালি কাজে ব্যবহার হলেও সেগুলো আনার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ শুল্ক ও কর পরিশোধ করতে হবে। সেগুলো হলো:

রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজ ৫ হাজার টাকা

উইনডো টাইপ এয়ার কন্ডিশনার ৭ হাজার টাকা

স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার (১৮০০ বিটিইউ পর্যন্ত) ১৫ হাজার টাকা

স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার (১৮০০ বিটিইউ এর বেশি)২০ হাজার টাকা

ডিশ অ্যান্টেনা ৭ হাজার টাকা

২৩৪ গ্রাম পর্যন্ত স্বর্ণের বার বা পিণ্ড ১০০ গ্রামের পর থেকে প্রতি ১১.৬৬৪ গ্রামে ২ হাজার টাকা হারে

২৩৪ গ্রাম পর্যন্ত রৌপ্যের বার বা পিণ্ড ২০০ গ্রামের পর থেকে প্রতি ১১.৬৬৪ গ্রামের জন্য ৬ টাকা হারে

পেশাদার ভিডিওর কাজে ব্যবহার হয় এরকম এইচডি,

ডিভি, বেটা ক্যামেরা ১৫ হাজার টাকা

এয়ারগান বা রাইফেল (বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে) ৫ হাজার টাকা

ঝাড়বাতি ৩০০ টাকা (প্রতি পয়েন্ট)

ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন ও কাপড় শুকানোর ড্রায়ার ৩ হাজার টাকা

এছাড়া ৩০ ইঞ্চি থেকে ৬৬ ইঞ্চি বা তার চেয়ে বড় আকৃতির প্লাজমা, এলইডি, এলসিডি টেলিভিশনের ক্ষেত্রে ১০ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত শুল্ক দিতে হবে।
এছাড়া বিদেশী পাসপোর্ট রয়েছে, এমন ব্যক্তি সর্বোচ্চ এক লিটার পরিমাণ মদজাতীয় পানীয় আনতে পারবেন।
ঢাকা কাস্টমসের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, সাম্প্রতিক বছরগুলোতে বিদেশ থেকে অনেকেই একাধিক মোবাইল ফোন আনার চেষ্টা করেছেন। এর ফলে ব্যবসায়িক উদ্দেশ্য না রেখে ব্যক্তিগত ব্যবহারের জন্য দুইয়ের বেশি মোবাইল ফোন আনলেও কখনো কখনো শুল্ক ছাড়াই ছাড় দেয়া হয় ব্যক্তিকে।
নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণত কর্মকর্তারা দৈবচয়নের ভিত্তিতে সর্বোচ্চ ৫% যাত্রীর লাগেজ পরীক্ষা করে থাকেন।
তবে আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার কোনো বা গোয়েন্দা সংস্থার কোনো পূর্ব সতর্কতা থাকলে নিরাপত্তার খাতিরে সবাইকে পরীক্ষা করে থাকেন কর্মকর্তারা।
লেখক- মিজানুর রহমান ।

আগামী  ২২শে জানুয়ারী ২০২০ থেকে চালু হবার সম্ভাবনা রয়েছে ই পাসপোর্ট এর ।যার  উদ্বোধন করবেন মাননীয় প্রধান মন্ত্রী।এর ফলে দ...
21/01/2020

আগামী ২২শে জানুয়ারী ২০২০ থেকে চালু হবার সম্ভাবনা রয়েছে ই পাসপোর্ট এর ।যার উদ্বোধন করবেন মাননীয় প্রধান মন্ত্রী।এর ফলে দেশে ইমিগ্রেশন এর সময় যে অপেক্ষা করতে হতো তা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ।
the dhaka press.com

আমরা যারা মুসলিম তারা সব সময় এমন একটা টুপি ব্যবহার করি। ইদানিং রাইড শেয়ার করতে গিয়ে আমাদের প্রায়ই আরেকজনের হেলমেট ইউজ কর...
12/01/2020

আমরা যারা মুসলিম তারা সব সময় এমন একটা টুপি ব্যবহার করি। ইদানিং রাইড শেয়ার করতে গিয়ে আমাদের প্রায়ই আরেকজনের হেলমেট ইউজ করতে হয় ফলে আরেকজনের খুশকি সহ চামড়ার রোগ গুলো আমাদের মাথায় সংক্রমনের আশংকা থেকে যায়। তাই এ থেকে বাচতে ব্যবহার করতে পারেন এমন টুপি।
যদি আয়াইডিয়া টি আপনার কাজে লেগে থাকে তবে শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিন
The dhaka press Tips

03/01/2020

Japan's new year

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ডিএমপি’র ট্রাফিক নির্দেশনা১৪ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্র...
13/12/2019

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ডিএমপি’র ট্রাফিক নির্দেশনা

১৪ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গমনাগমণ করবেন।

তদুপলক্ষে অত্র এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণকল্পে সকাল ০৬.০০ টা হতে ০৯.৩০ টা পর্যন্ত সকল প্রকার যানবাহন (বাস/ট্রাক/হিউম্যান হলার/থ্রি হুইলার/রিক্সা-ভ্যান ইত্যাদি) মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং হতে মিরপুর ১ নং ক্রসিং পর্যন্ত) পরিহার করে নিম্নে বর্ণিত বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।

বিকল্প সড়কঃ

১। যে সকল যানবাহন আশুলিয়ার দিক থেকে বেঁড়ীবাধ দিয়ে মিরপুরের দিকে আসবে, সে সকল যানবাহন নবাবেরবাগ ক্রসিং হতে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করবে।

২। যে সকল যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সে সকল যানবাহন টেকনিক্যাল মোড় হতে বামে দারুসসালাম রোড ব্যবহার করবে।

৩। যে সকল যানবাহন মিরপুর-১০ নং হতে মাজার রোড হয়ে গাবতলী’র দিকে যাবে, সে সকল যানবাহন মিরপুর-১ নং হতে বামে দারুসসালাম রোড ব্যবহার করে টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে।

উল্লিখিত অনুষ্ঠানসমূহ চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নাগরিকবৃন্দের যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় আন্তরিকভাবে সমানুভূতি প্রকাশ করছে।

a worried guardian is clapping for his child who came here for joining the protest
01/08/2018

a worried guardian is clapping for his child who came here for joining the protest

Address

34 Nawab Mansion
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when The Dhaka press posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Dhaka press:

Share

Category

Nearby media companies


Other TV Channels in Dhaka

Show All

You may also like