Talha Bin Mustafiz - তালহা বিন মোস্তাফিজ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Talha Bin Mustafiz - তালহা বিন মোস্তাফিজ

Talha Bin Mustafiz - তালহা বিন মোস্তাফিজ I Dream Of Becoming A Successful Sound Designer. All My Work Updates Will Be Given This Page.

এই পর্যন্ত আমার করা কাজগুলোর মধ্যে সবচেয়ে সেরা এই কাজটি। দিলখোলা ভাবে ভালো মন্দ জানাবেন মন্তব্যের ঘরে।সময় শ্রম ও মেধা দি...
27/12/2024

এই পর্যন্ত আমার করা কাজগুলোর মধ্যে সবচেয়ে সেরা এই কাজটি। দিলখোলা ভাবে ভালো মন্দ জানাবেন মন্তব্যের ঘরে।
সময় শ্রম ও মেধা দিয়ে অসাধারণ ভিডিও নির্মাণের জন্য স্পেশাল থেংক্স প্রিয় Abu Hanifa ভাইয়ের প্রতি!
আর Ubaydullah Misbah ভাইয়ের প্রশংসা যতোই করি কম মনে হয়। সেরা কাজ দিয়েছেন ভাই! সিম্পলের মধ্যে গর্জিয়াস৷ ভালোবাসা অফুরান সবার প্রতি।
এবার আপনারাই দেখে আসুন আর মন্তব্য করুন।

26/12/2024

Coming Soon Inshaallah 🥰
আসছে...“যাহা মুস্তফা হেয়......”

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছিলাম আজকের নাশিদ পরিবেশনা নিয়ে। প্রোগ্রাম শেষে ফিরছি নীড়ে... 🥰💚
25/12/2024

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছিলাম আজকের নাশিদ পরিবেশনা নিয়ে। প্রোগ্রাম শেষে ফিরছি নীড়ে... 🥰💚

প্রিয় Ubaydullah Misbah ভাই তার অসাধারণ ক্রিয়েটিভ পোস্টার পাঠিয়ে দিয়েছেন৷ আমি অডিও রেডি করে ফেলছি। এবার অপেক্ষা ভিডিওর! ...
25/12/2024

প্রিয় Ubaydullah Misbah ভাই তার অসাধারণ ক্রিয়েটিভ পোস্টার পাঠিয়ে দিয়েছেন৷ আমি অডিও রেডি করে ফেলছি। এবার অপেক্ষা ভিডিওর! সবাই Abu Hanifa ভাইকে ধরেন৷ এই লোককে বলেন এবার তাড়াতাড়ি ভিডিও কমপ্লিট কইরা দিতে৷

ফুলগুলো খুব সুন্দর। তাদের মতোই সুন্দর একটা জীবন আমার হোক!😊
24/12/2024

ফুলগুলো খুব সুন্দর।
তাদের মতোই সুন্দর একটা জীবন আমার হোক!😊

দারুণ একটি উর্দু নাশিদের শ্যুটিং শেষ করলাম আলহামদুলিল্লাহ! আগামী শুক্রবার ইউটিউবে পাবেন ইনশাআল্লাহ!
22/12/2024

দারুণ একটি উর্দু নাশিদের শ্যুটিং শেষ করলাম আলহামদুলিল্লাহ! আগামী শুক্রবার ইউটিউবে পাবেন ইনশাআল্লাহ!

🎶🎵বেলা শেষে চারিদিকে তাকিয়ে দেখিকেউ নেই কেউ নেই সবই মেকি....🎧🎧Costume By : SMART POINT
21/12/2024

🎶🎵বেলা শেষে চারিদিকে তাকিয়ে দেখি
কেউ নেই কেউ নেই সবই মেকি....🎧🎧

Costume By : SMART POINT

অসুস্থ শরীরেও গতকাল কিছু প্রিয় ভাইদের সাথে কাজ হলো। প্রোমোশন এর কাজ করলাম দুইটা। আপনারা আপনাদের ব্র‍্যাণ্ড প্রোমোশন অথবা...
21/12/2024

অসুস্থ শরীরেও গতকাল কিছু প্রিয় ভাইদের সাথে কাজ হলো। প্রোমোশন এর কাজ করলাম দুইটা।
আপনারা আপনাদের ব্র‍্যাণ্ড প্রোমোশন অথবা নাশিদ ম্যাকিং এর জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।
+8801815397690
+8801968415318

আমি আশাবাদী আমার এই আয়োজনটি আপনাদের হৃদয়স্পর্শ করবে ইনশাআল্লাহ! ভালো মন্দ জানাতে পারেন মন্তব্যের ঘরে 🥰
20/12/2024

আমি আশাবাদী আমার এই আয়োজনটি আপনাদের হৃদয়স্পর্শ করবে ইনশাআল্লাহ! ভালো মন্দ জানাতে পারেন মন্তব্যের ঘরে 🥰

গীতিকার মুহাম্মদ শেখ মূসার লিখনিতে নতুন নাশিদ ‘হাসবুনাল্লাহ’ রেডি করতেছি। কবে শুনতে চান!?ও হ্যাঁ, এই চমৎকার পোস্টারটির ড...
19/12/2024

গীতিকার মুহাম্মদ শেখ মূসার লিখনিতে নতুন নাশিদ ‘হাসবুনাল্লাহ’ রেডি করতেছি। কবে শুনতে চান!?
ও হ্যাঁ, এই চমৎকার পোস্টারটির ডিজাইন কে করেছে জানতে চান!? আমার দেশি প্রিয় Ubaydullah Misbah ভাই! উনি যোগ্য ডিজাইনার হয়ে উঠেছেন মাশাআল্লাহ!

শ্রদ্ধেয় বড়ো ভাই Sayed Ahmad ভাই এর সাথে আপনারা যা করেছেন,মোটেই ঠিক করেননি! আওয়ামী লীগের আমলেও এমন ঘটনার নজির নাই, বিকাল...
18/12/2024

শ্রদ্ধেয় বড়ো ভাই Sayed Ahmad ভাই এর সাথে আপনারা যা করেছেন,মোটেই ঠিক করেননি! আওয়ামী লীগের আমলেও এমন ঘটনার নজির নাই, বিকালে তাঁর বিরুদ্ধে পোষ্ট করেন, আর রাতে তাকে অ*পহরণ করেন! ক্ষমতায় গেলে আপনারা কি করবেন তা বুঝা হয়ে গেছে। এক সাঈদ ভাইকে এত তাড়াতাড়ি হজম করে ফেলবেন! এত সহজ.?
মনে রাখবেন জুলাই আগষ্টের আন্দোলন এ জন্য করিনি। পিছনে তাকান আর ভাবুন, আপনাদের নামের পাশে মোটা দাগে মানুষ একটা ওয়ার্ড ব্যবহার করে আপনারা কি সেটার পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছেন!? কখনই পারবেন না, কারণ সেই রগকাটার দিন শেষ!
সামনে কি হবে সেটা নিয়ে ভাবুন।
কি দোষ ছিলো সাঈদ ভাইয়ের, টেনে হিচড়ে গাড়ি থেকে নামিয়ে পাহাড়ের উপরে উঠাতে চেয়েছিলেন.?!
আজকের যে ঘটনা ঘটিয়েছেন সে জন্য ধিক্কার জানাই আপনাদেরকে।
সাবধান হয়ে যান পিঠের চামড়া থাকবে না।

সুন্দর সময় 🥰
17/12/2024

সুন্দর সময় 🥰

‘ত্যাগের বাংলাদেশ’ নিয়ে কিছু কথা,কিছু কৃতজ্ঞতা! গানটি খুবই অল্প সময়ে তাড়াহুড়ো করে বানানো। তবুও চেষ্টা করেছি আমার অন্যান্...
16/12/2024

‘ত্যাগের বাংলাদেশ’ নিয়ে কিছু কথা,কিছু কৃতজ্ঞতা!

গানটি খুবই অল্প সময়ে তাড়াহুড়ো করে বানানো। তবুও চেষ্টা করেছি আমার অন্যান্য গানগুলো থেকে সেরা কিছু করার। আমি ভালো কোন শিল্পী না,অতো ভালো গাইতে জানিনা। তবুও প্রতিনিয়তই শিখছি, আপনাদের অনুপ্রেরণায় নতুন কিছু তৈরী করে যাচ্ছি আলহামদুলিল্লাহ! আমি আশা করি আপনারা আমায় আপনাদের দোয়া ভালোবাসা ও প্রেরণা দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন৷ ভালোবাসা সবার প্রতি।
কিছু কৃতজ্ঞতা আদায় না করলে অকৃতজ্ঞ থেকে যাবো।
Hozaifa Hafiz আমার খালাতো ভাই, বন্ধু। ও সব সময় আমার জন্য দারুণ দারুণ গান লেখে৷ ওর লেখাতে আমি গাইতেও খুব কমফোর্ট ফিল করি৷ ওর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা,প্রতিনিয়ত এতো চমৎকার চমৎকার লিখনির জন্য। ‘ত্যাগের বাংলাদেশ’ ওর লেখা সেরা একটি গান।
মাওলানা Moazzam Hosain কাসেমী (হাফি,)। আমার শ্রদ্ধেয় ছোট খালু। ছোট থেকেই আমাদের খুব স্নেহ করেন। আমার স্টুডিও সেটাপ দেয়া থেকে শুরু করে এই পর্যন্ত কন্টিনিউ কাজ করার পেছনে উনার অবদান সবচেয়ে বেশি। যা বলে শেষ করতে পারবো না।
‘ত্যাগের বাংলাদেশ’ গানটিতে উনার নিজস্ব প্রতিষ্ঠান মারকাজুল উলুম মাদ্রাসা (বালক+বালিখা শাখা) স্পনসর করেছে৷ পুরো গানটির খরচ প্রতিষ্ঠানটি বহন করেছে আলহামদুলিল্লাহ! এ প্রতিষ্ঠানের বাচ্চারা খুব নম্র ভদ্র ও উত্তম আখলাকের। আপনারা আপনাদের ছোট ছেলে মেয়েদের নির্দ্বিধায় প্রতিষ্ঠানটিতে দিতে পারেন ইলম শিখার জন্য।
Abu Hanifa ভাই! ক্রিয়েটিভ মানুষ! আমার সবচেয়ে ভরসার ও ভালোবাসার মানুষ! আমার প্রতিটি গান উনার হাতে তৈরী। অত্যন্ত পরিশ্রম করেন আমার গানগুলোর পেছনে। প্রতিনিয়তই ইউনিক কিছু করার চেষ্টা করেন। এবারের ‘ত্যাগের বাংলাদেশ’ এও সেটা দেখিয়েছেন এতো অল্প সময়ে। উনার কৃতজ্ঞতা যতোই আদায় করি না ক্যান আমি অকৃতজ্ঞই রয়ে যাবো৷ আমি চাই হানিফ ভাই একদিন ইন্ডাস্ট্রিতে রাজ করুক। ভালোবাসা!
Omar Faruk এর সাথে আমার খুব মিষ্টি একটা সম্পর্ক অনেক আগে থেকেই। নতুন করে আরও একটা সম্পর্ক স্থাপিত হয়েছে বেশ কিছুদিন হলো৷ সেটা নাহয় অজানাই থাকুক। সময় হলে জানাবো৷ ও দারুণ গ্রাফিক্স ডিজাইন করে। এই গানের শ্যুটিং শেষ করে মনে হলো গানটির গ্রাফিক্স একমাত্র উমর ফারুককেই ডিমান্ড করে৷ ওর এখন অনেক ব্যাস্ততা! দেশ সেরা গ্রাফিক্স ডিজাইনারদের তালিকায় চলে এসেছে সে। তবুও কল দিলাম,শতো ব্যাস্ততায়ও আমার কাজটা করে দিলো! উমর তোমার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা অন্তহীন!

মন্তব্যের ঘরে গানটির ইউটিউবের ঠিকানা দিয়ে রাখবো। যারা শুনেননি,চট করে শুনে নিতে পারেন। ভালোবাসা সবার প্রতি।

গান প্রায় রেডি! অফিসিয়াল পোস্টার দিলাম! আজকে কি রিলিজ দিয়ে দিবো!? কখন রিলিজ দিলে শুনবেন!?
15/12/2024

গান প্রায় রেডি! অফিসিয়াল পোস্টার দিলাম!
আজকে কি রিলিজ দিয়ে দিবো!? কখন রিলিজ দিলে শুনবেন!?

চেষ্টা করতেছি ভালো কিছু তৈরী করতে। কতোটুকু পারবো আল্লাহ ভালো জানেন। আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন,আজই পেয়ে যেতে পারেন স...
15/12/2024

চেষ্টা করতেছি ভালো কিছু তৈরী করতে। কতোটুকু পারবো আল্লাহ ভালো জানেন। আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন,আজই পেয়ে যেতে পারেন সেরা একটি দেশের গান ইনশাআল্লাহ!

14/12/2024

Behind the DOT DOT DOT!

আসতেছে কিন্তু ধামাকাদার কিছু...🥰
14/12/2024

আসতেছে কিন্তু ধামাকাদার কিছু...🥰

Address

Jatrabari
Dhaka
KOTOBKHALI

Alerts

Be the first to know and let us send you an email when Talha Bin Mustafiz - তালহা বিন মোস্তাফিজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Talha Bin Mustafiz - তালহা বিন মোস্তাফিজ:

Videos

Share