IHSAAN

IHSAAN IN THE WAY OF SALAF
(3)

যে ব্যক্তি অন্য জাতির অবলম্বন করে, সে তাদের দলভুক্ত হবে। আবু দাউদ:৪০৩১
31/12/2024

যে ব্যক্তি অন্য জাতির অবলম্বন করে, সে তাদের দলভুক্ত হবে।

আবু দাউদ:৪০৩১

হে আমার রব,আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। [সূরা আত তাহরীম-১১]
27/12/2024

হে আমার রব,আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন।

[সূরা আত তাহরীম-১১]

আল্লাহর কসম! যে কোনো মুহুর্তে মানুষ দ্বীন থেকে বেরিয়ে যেতে পারে,ইসলামের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারে।কথা:আবু দারদা রাদ...
24/12/2024

আল্লাহর কসম! যে কোনো মুহুর্তে মানুষ দ্বীন থেকে বেরিয়ে যেতে পারে,ইসলামের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারে।

কথা:আবু দারদা রাদিআল্লাহু আনহু

আপনার জন্য যা লিখিত আছে তা পাহাড়ের চূড়ায় থাকলেও কেবল আপনারই হবে। আর যা আপনার জন্য লিখিত হয়নি, সেটা দুই ঠোঁটের মাঝে থাকলে...
22/12/2024

আপনার জন্য যা লিখিত আছে তা পাহাড়ের চূড়ায় থাকলেও কেবল আপনারই হবে।

আর যা আপনার জন্য লিখিত হয়নি, সেটা দুই ঠোঁটের মাঝে থাকলেও আপনার হবে না।

অসৎচরিত্র ও উগ্রমেজাজী মানুষ জান্নাতে প্রবেশ করবে না।[আবু দাউদ ৪৮০৮;সহীহ]
20/12/2024

অসৎচরিত্র ও উগ্রমেজাজী মানুষ জান্নাতে প্রবেশ করবে না।

[আবু দাউদ ৪৮০৮;সহীহ]

18/12/2024

আসসালামু 'আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা,

আলহামদুলিল্লাহ! আপনাদের আন্তরিক ভালোবাসা ও অংশগ্রহণে আমাদের আগের আয়োজনটি ছিল অত্যন্ত সফল। আপনাদের সেই উৎসাহ আর অনুপ্রেরণার ধারাবাহিকতায়, আমরা আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দ্বীনি পরিবারদের মিলনমেলায়!

📅 তারিখ: ২১ ডিসেম্বর ২০২৪ (রোজ শনিবার)
⏰ সময়: সকাল ৭:৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬:০০ টা
📍স্থান: নিউ ঢাকা সিটি রিসোর্ট, পলাশপুর, ঢাকা মাওয়া হাইওয়ে সংলগ্ন, বাংলাদেশ

*কেন এই গেট টুগেদার?*
এই আয়োজন আমাদের ব্যস্ত জীবনের মাঝে এক শান্তিপূর্ণ ও উপকারী বিরতি। এটি এমন একটি সুযোগ যেখানে:
• দ্বীনি পরিবারগুলো একত্রিত হয়ে সম্পর্ক মজবুত করতে পারবে।
• শায়খদের সান্নিধ্যে সময় কাটিয়ে জান্নাতের পথে চলার প্রেরণা পাব।
• সৃজনশীল উপস্থাপনা ও কর্মসূচির মাধ্যমে জীবনের সাথে দ্বীনকে আরও গভীরভাবে সম্পৃক্ত করা যাবে।
• শিশু, নারী এবং পুরুষ সবার জন্য থাকবে আনন্দময় ও শিক্ষামূলক কার্যক্রম।

*বিশেষ আয়োজনসমূহ:*
• আমাদেরকে জ্ঞান ও প্রেরণা দিতে থাকবেন বিশিষ্ট শায়খ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী ও অন্যান্য আলেমগণ।
• শিশুদের জন্য থাকছে মজাদার কার্যক্রম ও উপহার।
• পুরুষ ও নারীদের জন্য থাকছে খেলাধুলা, নৌকা ভ্রমণ এবং আরও অনেক কিছু!

*শুভেচ্ছা ফি:*
• ১৩ বছর বা এর কম বয়সী: ৮০০/- টাকা
• ১৩+ বছর: ১,২০০/- টাকা
• ড্রাইভার: ৮০০/- টাকা
• ছোট শিশু যাদের আলাদা খাবারের প্রয়োজন নেই, তাদের রেজিস্ট্রেশন ফি নেই।

📌 *শীঘ্রই রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে,
দ্রুত রেজিস্ট্রেশন করুন:*
https://forms.gle/x7gZe6tSRp5XK2F67

একটি হাদিসের আলোকে:
“আল্লাহ তা‘আলা বলেছেন, "আমার ভালবাসা তাদের জন্য অবধারিত, যারা আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে, আমার উদ্দেশ্যে সমাবেশে মিলিত হয়, আমার উদ্দেশ্যে সাক্ষাৎ করে এবং আমার উদ্দেশ্যেই নিজেদের মাল-সম্পদ ব্যয় করে।" [মুসনাদে আহমাদ, সহিহ]

আপনারা শুধু নিজেই নয়, বরং পরিবারসহ অংশগ্রহণ করুন এবং আয়োজনকে সাফল্যমণ্ডিত করুন। আমাদের সকলের জন্য এটি হবে স্মরণীয় একটি দিন ইনশাআল্লাহ।

09/12/2024

পর্ব - ৩ "درس صحيح البخاري - সহিহুল বুখারীর দারস"
🎙 শাইখ ড. মুসলেহ উদ্দিন হাফি:

ফলো করতে পারেন আমাদের আরেকটি পেইজ 🤍
28/11/2024

ফলো করতে পারেন আমাদের আরেকটি পেইজ 🤍

"জান্নাতে মানুষ একটা জিনিস নিয়েই আফসোস করবে। আর তা হলো, পৃথিবী কাটানো সেই মুহূর্তগুলোর কথা ভেবে, যখন তারা আল্লাহর যিকির করেনি।"
— সাহাবী মুয়ায ইবনু জাবাল (রাদি.)

সূত্র: আল-ওয়াবিল আস-সাইয়িব, ৫৯

26/11/2024
19/11/2024

আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন?
সূরা আয যুমার ৩৬-৪৪ ¦ আহমাদ আল নুফাইস

17/11/2024

আল্লাহ যাকে হিদায়াত না দেন তার জন্য কোন হিদায়াত নেই!
সূরা আয যুমার ২৩-৩৫ | আহমাদ আল নুফাইস

14/11/2024

সূরা আয যুমার ২০-২২🤍
শাইখ আহমাদ আল নুফাইস

11/11/2024

সহিহ আকিদাহ আল্লাহর মহান একটি নিয়ামাহ্
🎙️ শাইখ ড. মানজুরে ই-ইলাহি (হাফিঃ)

09/11/2024

হে আমার বান্দারা, 'তোমরা আমাকেই ভয় কর'!
সূরা আয যুমার ১১-১৯ ¦ শাইখ আহমাদ আল নুফাইস

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when IHSAAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category