Ma Betar khunsuti Vlog

Ma Betar khunsuti Vlog My main goal is to spend a quality time with my son. I want to keep it as a memory & share with you

বলেন তো বন্ধুরা এখানে কি কি ভর্তা আছে।
15/12/2024

বলেন তো বন্ধুরা এখানে কি কি ভর্তা আছে।

একটা হাতি আর একটা বিড়াল একই সাথে প্রেগনেন্ট হলো। ৩ মাসের ব্যবধানে বিড়ালটি ৪টি ছানা প্রসব করলো। ৬ মাস পরে বিড়ালটি আবার প্...
15/12/2024

একটা হাতি আর একটা বিড়াল একই সাথে প্রেগনেন্ট হলো। ৩ মাসের ব্যবধানে বিড়ালটি ৪টি ছানা প্রসব করলো। ৬ মাস পরে বিড়ালটি আবার প্রেগনেন্ট হলো আর নয় মাস পরে আবার এবং নয় মাস পরে মোট এক ডজন বাচ্চা প্রসব করলো। এই ভাবে পালাক্রমে চলতেই থাকলো।

১৮তম মাসে, বিড়ালটি হাতিটিকে বললো, "তুমি কি নিশ্চিত যে তুমি প্রেগনেন্ট? আমরা একই সাথে প্রেগনেন্ট হয়ে ছিলাম,এর মাঝে আমি ৩ বারে ডজন খানেক বাচ্চা প্রসব করেছি,আর সেগুলো এখন প্রাপ্ত বয়স্কও হয়ে গেছে কিন্তু তুমি এখনও প্রেগন্যান্ট?
'মা' হাতিটি উত্তর দিলো, "আমার পেটে বিড়াল ছানা না, হাতি ছানা বেড়ে উঠছে, আমি প্রায় দুই বছর পর বাচ্চা প্রসব করি, যখন বাচ্চাটা পৃথিবীর মাটি স্পর্শ করে, পৃথিবীর মাটি বুঝতে পারে, যখন বাচ্চাটা বড় হয়ে রাস্তা পার হয়, লোকজন দাঁড়িয়ে অবাক হয়ে দেখে, যে বাচ্চাটা আমি পেটে ধারন করি, সেটা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যায়!"

গল্পটা এইজন্য বলা, যখন আশে-পাশের মানুষের আশা পূরণ হতে দেখবেন, তাঁদের সফলতা দেখবেন, হতাশ হবেন না। নিশ্চয় সৃষ্টিকর্তা আপনার জন্য উপযুক্ত সময়ে, উপযুক্ত সফলতা নির্ধারণ করে রেখেছেন। যখন আপনার জন্য বরাদ্দ করা আছে সেই মুহূর্ত আসবে, পৃথিবী আপনার কাজের দিকে মুগ্ধ হয়ে থাকবে। অপেক্ষা করেন পরিশ্রম কর আর মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া/প্রার্থনা করেন.....

(সংগৃহীত)

আহ্ কি অপূর্ব সৌন্দর্য
15/12/2024

আহ্ কি অপূর্ব সৌন্দর্য

14/12/2024

সংসারের টুকিটাকি কিছু টিপস জেনে নিন-

১। সাদা মোজা ধোয়ার জন্য গুড়া সাবানের সঙ্গে ১ চা চামচ সাদা সিরকা মিশিয়ে নিন। এতে মোজা যেমন সাদা হবে তেমনি মোলায়েম থাকবে।

২। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় ওয়াশিং পাউডারের সঙ্গে ১ চামচ বরিক পাউডার মিশিয়ে দিন। এতে ধোয়ার পর কাপড় সব একসঙ্গে জট পাকাবে না।

৩। সাদা কাপড় থেকে হালকা কোন দাগ তোলার জন্য কাপড় ধোয়ার পর ২টি পাতি লেবুর রস আধা বালতি পানিতে মিশিয়ে ভিজা কাপড় ডুবিয়ে দিন। ১০ মিনিট পর তুলে না নিংড়ে মেলে দিন।

৪। বলপেনের দাগ কাপড় থেকে তুলতে চাইলে কাচা মরিচের রস ঘষে ঘষে দাগের ওপর লাগিয়ে শুকিয়ে নিন। তারপর গুঁড়া সাবান দিয়ে কাপড় ধুয়ে নিন। দাগ চলে যাবে।

৫। তেল চিটচিটে তাক বা কাঠের র‍্যাক পরিষ্কার করা জন্য ১ কাপ পানিতে ১ চা চামচ সরিষার তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ মসলিনের কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে নিন। তাকগুলো চমৎকার হয়ে উঠবে।

৬। ওয়াশ বেসিন বা সিল্ক বেসিন পরিষ্কার করার জন্য খানিকটা ফ্ল্যাট সোডা যেমন কোক-পেপসি ইত্যাদি ঢেলে দিন। ৫ মিনিট পর মুছুন। দেখুন কেমন নতুনের মত চকচকে হয়ে উঠেছে।

৭। হাঁড়ি-পাতিল থেকে পোড়া ও কালো দাগ তোলার জন্য সিরিষ কাগজে গুঁড়া সাবান লাগিয়ে ঘষুন। তারপর ধুয়ে নিন। পোড়া দাগ চলে যাবে।

৮। পুরোনো হাঁড়ি থেকে তেল কালির দাগ তোলার জন্য চা পাতা বা কফি দিয়ে ঘষুন। দেখবেন দাগ চলে যাবে।

৯। মশা, মাছি ও পিপড়ার উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য ঘর মোছার পানিতে সামান্য ডিজেল মিশিয়ে নিন। উপদ্রব বন্ধ হয়ে যাবে।

১০। ঘরের মেঝে বা যেকোন মোজাইক পরিষ্কার করার জন্য পানিতে কেরোসিন মিশিয়ে নিন ও এই পানি দিয়ে ঘর মুছে নিন। এতে মেঝে চকচক করবে।

১১। রান্নাঘরের কেবিনেট বা কাউন্টার যদি মার্বেল পাথরের হয় তাহলে পরিষ্কার করার জন্য খাবার সোডা পানিতে গুলে রাতে লাগিয়ে রাখুন। সকালে পানিতে সাদা সিরকা মিশিয়ে কাপড় দিয়ে মুছে নিন। সব দাগ চলে যাবে।

১২। রান্নাঘর থেকে পোড়া বা যেকোন গন্ধ দূর করতে চাইলে একটি পাত্রে কিছুটা সিরকা চুলায় চাপান। শুকান অবধি জ্বাল করুন।

১৩। বারান্দা বা জানালার গ্রিল পরিষ্কার করার জন্য প্রথমে শুকনা কাপড় দিয়ে মুছে নিন। তারপর আধা কাপ কেরোসিন তেলের সঙ্গে সরিষার তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোয় দিয়ে লাগিয়ে নিন। এতে গ্রিলে ময়লা বা জং লাগবে না।

১৪। বাসনকোসনে কোন কিছুর কষ লাগলে টক দই বা দুধের সর দিয়ে ঘষে ধুয়ে নিলে দাগ দূর হয়ে যাবে।

১৫। চিনেমাটির পাত্রে দাগ পড়লে লবণ পানি দিয়ে সহজেই পরিষ্কার করা যায়।

১৬। নারকেল ভাংগার পূর্বে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে নারকেলটি সমান দু'ভাগে ভেঙে যাবে।

১৭। সেদ্ধ ডিমের খোসা তাড়াতাড়ি এবং ভাল ভাবে ছাড়াতে চাইলে ফ্রিজের ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন।

১৮। পাটালী গুড় শক্ত রাখতে চাইলে গুড়টি মুড়ির মাঝে রাখুন।

১৯। আদা টাটকা রাখার জন্য বালির মাঝে রেখে দিন।

২০। ঘি-এ সামান্য লবণ মিশিয়ে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।

২১। বিস্কুট টাটকা এবং মচমচে রাখার জন্য কৌটার মাঝে এক চামুচ চিনি অথবা ব্লটিং পেপার রেখে দিন।

২২। অপরিপক্ক লেবু থেকে রস পাওয়ার জন্য ১৫মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন।

২৩। রান্না তাড়াতাড়ি করার জন্য মসলার সাথে ক'ফোটা লেবুর রস মিসিয়ে দিন, দেখবেন সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে।

২৪। সবজির রঙ ঠিক রাখতে ঢাকনা দিয়ে জ্বাল না দেয়াই ভালো। আর কিছু সবজি আছে যেগুলো সামান্য সেদ্ধ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেললেও রান্নার পরও রঙ ঠিক থাকে।

২৫। কড়াইতে গরম তেলে কিছু ভাজার সময়, যা দেবেন তার সঙ্গে সামান্য লবন দিল। তাহলে আর তেল ছিটবেনা।

২৬। খেজুরের গুড় দিয়ে পায়েস করতে গিয়ে অনেক সময় দুধটা ফেটে যায়। দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুড় মেশাবেন। ভালো করে নেড়ে আবার কিছুটা ফুটিয়ে নেবেন, দুধ ফাটবে না।

২৭। চিনেবাদাম ও কাজুবাদাম তেলে ভেজে পরে রান্নায় ব্যবহার করুন। খাবারের স্বাদ বাড়বে।

২৮। সেমাই বা মিষ্টিজাতীয় খাবারে অনেকে বাদাম ব্যবহার করেন। বাদামে যদি তেল মেখে পরে তাওয়ায় ভাজেন তাহলে তেল কম লাগবে। নয়তো শুকনো ভাজতে গেলে তেল বেশি লাগবে।

২৯। ওল, কচু অথবা কচুশাক রান্না করলে তাতে কিছুটা তেঁতুলের রস বা লেবুর রস দিয়ে দিন। তাহলে খাওয়ার সময় গলা চুলকানোর ভয় থাকবে না।

৩০। কেক বানাতে যদি ডিমের পরিমাণ কম হয়, তার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার।

৩১। অনেক সময়ই তাড়াতাড়ি স্যুপ রান্না করতে গিয়ে তা পাতলা হয়ে যায়। তখন দুটো আলু সেদ্ধ করে স্যুপে মিশিয়ে ফোটালে স্যুপ ঘন হবে।

৩২। আলু ও ডিম একসঙ্গে সেদ্ধ করুন। দুটো দুই কাজে ব্যবহার করলেও সেদ্ধ তাড়াতাড়ি হবে।

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস।বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, সকল শহীদ  বুদ্ধিজীবীগনের প্রতি রইলঅন্তরের অন্তস্তল থেকে বিনম্র  শ্রদ্...
14/12/2024

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস।
বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, সকল শহীদ বুদ্ধিজীবীগনের প্রতি রইল
অন্তরের অন্তস্তল থেকে বিনম্র শ্রদ্ধা।
১৪ই ডিসেম্বর ২০২৪

আমার ছেলের ক্লাশ ফ্রেন্ড। সেকশন চেঞ্জ হয়ে গেল তাদের। নতুন ক্লাসে আবার নতুন বন্ধুর অপেক্ষা........
14/12/2024

আমার ছেলের ক্লাশ ফ্রেন্ড। সেকশন চেঞ্জ হয়ে গেল তাদের। নতুন ক্লাসে আবার নতুন বন্ধুর অপেক্ষা........

13/12/2024

আল্লাহুমা সাল্লি'ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মোহাম্মদ ﷺ

নিশ্চয়ই শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন,
আল্লাহ এই শুক্রবারের উছিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দিন! আমিন! ❤️

13/12/2024

আসসালামুয়ালাইকুম সবাই কে জুম্মা মোবারক

শুভ সকাল ❤️❤️❤️ভালো সময়ে জন্য অপেক্ষা না করাই ভালো ভালো সময় জন্য অপেক্ষা করতে করতে বয়স চলে যায়।তখন দেখা যায়,  যে সময় গুল...
11/12/2024

শুভ সকাল ❤️❤️❤️

ভালো সময়ে জন্য অপেক্ষা না করাই ভালো
ভালো সময় জন্য অপেক্ষা করতে করতে বয়স চলে যায়।
তখন দেখা যায়, যে সময় গুলো চলে গেছে
সে সময় গুলোই ছিলো সেই কাঙ্খিত ভালো সময়🥲🥲🥲

যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষচেহারা তো শুধু আবরণ মাত্র। 😁
10/12/2024

যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ
চেহারা তো শুধু আবরণ মাত্র। 😁

09/12/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Hasibul Hossain

মানুষকে অভ্যাস বানাতে নেই, মানুষ চিরদিন একসাথে থাকে না! 😊💔
09/12/2024

মানুষকে অভ্যাস বানাতে নেই, মানুষ চিরদিন একসাথে থাকে না! 😊💔

09/12/2024

আজ সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-

জোহরের সময় শুরু - ১১:৫৪ মিনিট।
আসরের সময় শুরু - ৩:৩৬ মিনিট।
মাগরিব- ৫:১৫ মিনিট।
এশার সময় শুরু - ৬:৩৩ মিনিট।

আগামীকাল ফজর শুরু - ৫টা ১৪ মিনিট।

আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৩০ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা।

চল্লিশের পরই বোধহয় আসল জীবন শুরু হয়। ততদিনে আপনি মোটামুটি মানুষ চিনতে শিখে গেছেন। চুপ থেকে বিতর্ক থেকে সরে আসার কৌশল বুঝ...
08/12/2024

চল্লিশের পরই বোধহয় আসল জীবন শুরু হয়।
ততদিনে আপনি মোটামুটি মানুষ চিনতে শিখে গেছেন।

চুপ থেকে বিতর্ক থেকে সরে আসার কৌশল বুঝে গেছেন।

যে বা যারা আপনাকে পছন্দ করেনা, " ধুর তোর নিকুচি করি " গোছের মনোভাব নিয়ে তাদের থেকে মুখ ফেরাতে পেরে গেছেন।

সন্তান মোটামুটি একটু বোঝার মতো বয়সে পৌঁছে গেছে ফলে নিজের জন্য একটু আধটু সময় বার করে নিতে পারেন।

বর বা বউ সঙ্গ না দিলেও, " বাঁচা গেছে, যত কম কথা তত কম ঝগড়া " মনোভাব আসতে শুরু করেছে।

রূপচর্চার দিকে আপনার একটু বেশি ঝোঁক বাড়ছে কারণ চুল, ত্বক আপনাকে জানান দিচ্ছে "যত্ন না নিলে বুঝবি ঠেলা "।

প্রথম জীবনে আর্থিক টানাপোড়েন এতদিনে অনেকটাই সেটলড ম্যাটার।
ব্যাংক ব্যালান্স বলছে," বছরে একটা বড়ো আর একটা ছোটো ট্যুর করতেই পারিস। " ই এম আই এর বোঝা অনেকটাই কমে আসছে।

একটা চার চাকা আপনার মনের দরজায় হর্ন বাজিয়ে চলেছে।

রাজনৈতিক ব্যাপারে আপনি বাইরে লিস্ট ইন্টারেসটেড হাবভাব দেখালেও, বাড়ি এসে টিভির সামনে বসে যেকোনো রকম রাজনৈতিক ইস্যুতে গালাগালি করে মন হালকা করেন।

মোটের ওপর চল্লিশ আপনাকে একটা পরিণত মনস্ক মানুষে রূপান্তরিত করে তোলে। অনেক ঠকে, ধাক্কা খেয়ে, পড়ে, উঠে অবশেষে নিজের কাজ আর নিজের সুখে আপনি মনোনিবেশ করতে শিখে গেলেন এই চল্লিশে এসেই।
আঠারোর পর চল্লিশটাই মনে হয় জীবনের অন্যতম একটা মাইলস্টোন।

শুভ রাত্রি
07/12/2024

শুভ রাত্রি

Yammy Food
05/12/2024

Yammy Food

04/12/2024

১০০ টাকা দিয়ে শুরু হাজার টাকা দামের ও জুতা এখানে আছে। এই মার্কেটটা প্রতিটি মেয়ের ভীষণ প্রিয়।

04/12/2024

আজ বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬।
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
জোহরের সময় শুরু - ১১:৫২ মিনিট।
আসরের সময় শুরু - ৩:৩৫ মিনিট।
মাগরিব- ৫:১৪ মিনিট।
এশার সময় শুরু - ৬:৩৩ মিনিট।
আগামীকাল ফজর শুরু - ৫টা ১১ মিনিট।

আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ২৭ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা।

Address

House:43, Road: 33
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ma Betar khunsuti Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ma Betar khunsuti Vlog:

Videos

Share

Category