আলটুসের ডায়রি

আলটুসের ডায়রি "Life's journey captured in moments. Join me as I share my adventures, thoughts, and passions. 🌟"

I have reached 11K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
04/12/2023

I have reached 11K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

রাগ হলে রাগ ভাঙানোর মতো মানুষ নাই্🥺কিন্তু ঘুমালে ঘুম ভাঙানোর মানুষের অভাব নাই😴
01/09/2023

রাগ হলে রাগ ভাঙানোর মতো মানুষ নাই্🥺

কিন্তু ঘুমালে ঘুম ভাঙানোর মানুষের অভাব নাই😴

প্রতিদিন একটু একটু করে আম্মু হয়ে যাচ্ছি। ফ্রিজ খুললেই আইসক্রিমের বক্সে  আদা রসুন পাওয়া যায়। মাস ঘুরতেই বেস্ট বাই থেকে অপ...
28/08/2023

প্রতিদিন একটু একটু করে আম্মু হয়ে যাচ্ছি।

ফ্রিজ খুললেই আইসক্রিমের বক্সে আদা রসুন পাওয়া যায়। মাস ঘুরতেই বেস্ট বাই থেকে অপ্রয়োজনীয় একগাদা থালা বাসন কেনা লাগবেই। বাসার নিচে ফেরিওয়ালার ডাক শুনলেই মনে হয় কি যেন নাই নাই। তারপর অযথা খুনতি, কাঠের চামচ, প্লাস্টিকের বক্স দিয়ে ঘর বোঝাই করি। ডিমের হালি বাড়লে মনে হয় দেশটা এবার রসাতলে গেল! আর মেয়ে কথা না শুনলে বলি,
এই দিন দেখার জন্য তোরে জন্ম দিছিলাম?
বুয়ার কোন কাজ‌ই মন মত হয় না। রান্নাঘরের সব কাজ করে বুয়া বিদায় করে আবার পুনরায় নিজের ন্যাকরা নিয়ে হাজির হই। এগুলো আবার আমি বাদে অন্য কারো ধরার অধিকার নাই। মেয়েকে বিকালের কি নাস্তা দিব, এটার চেয়ে তো বানরের তৈলাক্ত বাশ বেয়ে ওঠার অংক মেলানো সহজ ছিল। সারা বাড়ির কোণা কাঞ্চির ময়লা কেন যেন আমার চোখেই পরে। আর ঘরে কোন জিনিস অসাবধানবসত ভাঙলে তো সব অ্যাজালের দোষ!! ও ঠিকমত রাখে নাই দেখেই তো আমার হাতে ভাঙলো!! ইউটিউবে মেকআপ ভিডিও দেখার সময় নাই, খালি খুঁজি মুরগিটাকে আজকে কেমনে রাঁধলে মুরগি মুরগি লাগবে না!!
হরলিক্স, কফি কৌটাগুলো জমিয়ে রান্নাঘরে আলাদা আলাদা সেকশন বানাই। হরলিক্সর কোটায় সব শুকনো মসলা আর কফির কৌটায় এক্সট্রা মসলা। কেউ উল্টাপাল্টা করলে একদম আগুন লাগায়ে দিব, মনে হবে জীবনটাই আমার এরা শেষ করে দিচ্ছে। জামাইকে মনে করে দিনে চারবার লিস্ট দেই, তাও কাটাকুটি করে। এরমধ্যে এলোমেলো করলেই শুনিয়ে দেই, আমাকে বিয়ে না করলে যে তোমার কি হত!!!

বারান্দায় বসে ঠিক বলে দিতে পারবো কার ঘরে আজকে কি রান্না হল। কোন ঘরে কতজন মানুষ থাকে। মার্কেটে গেলে নিজের জন্য কিছু ভাল লাগে না, অথচ মেয়ের জন্য বারতি ক্লিপ ঝুটি কিনতে কিনতে দিব্যি ফকির হয়ে যাচ্ছি। এরমধ্যে মেয়ে রান্নাঘরে একটা মসলার ডিব্বা উল্টে ফেলে ভয়ে দৌড় দিল, দূর থেকে তাকে শাসাচ্ছি,
"কাছে আয় মারবো না"

আস্তে আস্তে পুরোপুরি আম্মু হয়ে যাচ্ছি। 😕😕

ছুঁয়ে দে আঙুল    ফুটে যাবে হুল          ফুলে যাবে গা...🤣🤣
25/08/2023

ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে হুল
ফুলে যাবে গা...🤣🤣

আমার ছোট্ট বারান্দা বাগানের নতুন সদস্য 😍। তাও আবার চুরি করা 😝😝।যারা গাছ ভালোবাসেন, তারাই শুধু যানেন গাছের প্রতি কি রকম দ...
21/08/2023

আমার ছোট্ট বারান্দা বাগানের নতুন সদস্য 😍। তাও আবার চুরি করা 😝😝।

যারা গাছ ভালোবাসেন, তারাই শুধু যানেন গাছের প্রতি কি রকম দুর্বলতা কাজ করে। আগের কখনো গাছের প্রতি এতো দুর্বলতা ছিলো না। কিন্তু কিছু দিন যাবত গাছের প্রতি যেই ভালোলাগা, ভালোবাসা জন্মাচ্ছে তাও বলার মত না। আর ভালো লাগে বিভিন্ন ধরনের গাছ সংগ্রহ করতে। আমার ছোট্ট বারান্দা বাগানে আমার কিনা গাছের পাশাপাশি কিছু মানুষের থেকে সংগ্রহ করা গাছও আছে।

আর এই নতুন গাছটি পাশের বাসার নিচে ছিলো যা দেখে এতো ভালো লাগে যে কয়েকটি পাতা তুলে নিয়ে আসি😅😅। কিন্তু এই গাছের সঠিক নাম আমার মনে নেই। যদি কারো জানা থাকে দয়া করে বলবেন। 😊😊

জীবনটাকে উপভোগ করতে শিখুন...সবাইকে সামলাতে গিয়ে নিজেকে অবহেলা করবেন না.. পরিবারের পাশাপাশি নিজেরও যত্ন নিন..আলমারিতে তুল...
14/08/2023

জীবনটাকে উপভোগ করতে শিখুন...
সবাইকে সামলাতে গিয়ে নিজেকে অবহেলা করবেন না.. পরিবারের পাশাপাশি নিজেরও যত্ন নিন..
আলমারিতে তুলে রাখা সুন্দর কাপটা নামিয়ে কখনো কখনো নিজেকেও আপ্যায়ন করুন...
নিজের শরীর এবং মনের যত্ন নিন...
আপনি মন খারাপ করে থাকলে, আপনার পরিবারের কোনো কিছুই সুন্দর থাকবে না...
সকালের সুন্দর বাতাসে হেঁটে আসুন খানিকটা৷
প্রান খুলে,মন খুলে হাসুন আর নিজেকে ভালোবাসুন..
বিশ্বাস করুন,জীবন সুন্দর....

ডিয়ার মা,বোন,খালা,মামী,চাচী সবাইকে বলছিএকটু নিজেকে সময় দিন। এক কাপ চা হাতে নিয়ে বাহিরের প্রকৃতি দেখুন। হারিয়ে যানআনমনা হ...
09/08/2023

ডিয়ার মা,বোন,খালা,মামী,চাচী সবাইকে বলছি
একটু নিজেকে সময় দিন।

এক কাপ চা হাতে নিয়ে বাহিরের প্রকৃতি দেখুন। হারিয়ে যান
আনমনা হয়ে।এতোটুকু সময় আপনার কর্ম স্পৃহা আরও বাড়িয়ে দিবে।
আমাদের সমাজে এমন ভাগ্যবতী হয়তো কমই আছে,যে তার নিজের সন্তান কিংবা শাশুড়ীর সন্তান বলবে আজক রেঁধোনা চলো সবাই মিলে
বৃষ্টি বিলাস করি। তোমার রেস্ট!
আজকে রান্নার দায়িত্ব আমাদের। শুধু খিচুড়ি রান্নার প্রসেস টা বলে দিও।
একটু বেশি রান্না করে ফ্রিজে সুন্দর ভাবে বক্স করে রেখে দিন।
যাতে সপ্তাহে অন্তত একটা দিন রান্নার ঝামেলা কম থাকে। এতে করে
প্রতিদিন রান্না করার একঘেয়ামি ভাব কমবে।নিজের ও একটু রিলাক্স লাগবে।

আর অন্তত পনের দিন না হয় মাসে নয়তো বা দেড় মাসে একবার সংসার থেকে ছুটি নিন। প্লিজ নিন।
পরিবারের জন্য রান্না করে,প্রয়োজনীয় সমস্ত কিছু গুছিয়ে রেখে
প্রয়োজনে বিকেলে বেরিয়ে পড়ুন একদিনের জন্য।

হোক মা,বোন, খালা,ফুপু কোন নিকটআত্মিয়র বাড়ি। যেখানে একটা দিন অন্তত তৈরি এক চা পাওয়া যাবে। ডাল, ভাত ডিম ভাজা হোক
তৈরি দু'বেলা খাবার পাওয়া যাবে। যেখানে শুধু ধর্ম কর্ম ছাড়া আর কিছুই করা লাগবে না।

শুধু খাওয়া ঘুম আর বিশ্রাম!!
বিশ্বাস করেন আর এই একদিনের ছুটি আপনাকে দেড়মাসের কর্ম চান্ঞল্য এনে দিবে ইনশাআল্লাহ্।

লেখা - নাজিয়া সাবরীন

07/08/2023

ভিন্ন ভাবে ডিম রান্না🥚🥚🥚

24/07/2023

যে কষ্ট আপনাকে আল্লাহর কথা স্মরণ করায়, সেটা কষ্ট না সেটা হচ্ছে 'আল্লাহর নিয়ামত'🥰

একটা সময় আসবে যখন আপনি বুঝতে পারবেন -এই জীবনে যারা আপনাকে ফেলে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার মঙ্গলই হয়েছে🙃
05/07/2023

একটা সময় আসবে যখন আপনি বুঝতে পারবেন -এই জীবনে যারা আপনাকে ফেলে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার মঙ্গলই হয়েছে🙃

ভালোবাসার ব্যাপারটা ততক্ষণই সুন্দর থাকেযতক্ষণ সেটা প্রকাশ না পায় 💔🥀
03/07/2023

ভালোবাসার ব্যাপারটা ততক্ষণই সুন্দর থাকে

যতক্ষণ সেটা প্রকাশ না পায় 💔🥀

মানুষ দূর থেকেই সুন্দর! খুব কাছে গেলে তার সব 'রহস্য' জানা হয়ে যায়, আর সব জানা হয়ে গেলে তার প্রতি 'আগ্রহও' কমে যায়। দূরে ...
27/06/2023

মানুষ দূর থেকেই সুন্দর! খুব কাছে গেলে তার সব 'রহস্য' জানা হয়ে যায়, আর সব জানা হয়ে গেলে তার প্রতি 'আগ্রহও' কমে যায়। দূরে থাকলে তাকে 'শ্রেষ্ঠ' বলেই মনে হয়, তাই দূরে থেকে মানুষকে উপলব্ধি করাই ভালো।🙃🙃🙃

যে সব আত্নীয় স্বজনদের চুলকানি একটু বেশি, তাদের জন্য একটা রিকুয়েস্ট যে আমায় নিয়ে চুলকানোর পাশাপাশি একটু দোয়া করবেন, যাতে ...
26/06/2023

যে সব আত্নীয় স্বজনদের চুলকানি একটু বেশি, তাদের জন্য একটা রিকুয়েস্ট যে আমায় নিয়ে চুলকানোর পাশাপাশি একটু দোয়া করবেন, যাতে একদিন আমার অনেক টাকা পয়সা হয়।🥱🥱

সারাটা জীবন নিসঃঙ্গতায় কাটুক, তাও ভুল মানুষ জীবনে না আসুক💔🥀
26/06/2023

সারাটা জীবন নিসঃঙ্গতায় কাটুক,
তাও ভুল মানুষ জীবনে না আসুক💔🥀

___নারীকে পুরুষের মাথার হাড় থেকে সৃষ্টি করা হয়নি! যাতে সে পুরুষের উপরে রাজত্ব করবে!!___পায়ের হাড় থেকেও সৃষ্টি করা হয়নি...
25/06/2023

___নারীকে পুরুষের মাথার হাড় থেকে সৃষ্টি করা হয়নি!
যাতে সে পুরুষের উপরে রাজত্ব করবে!!

___পায়ের হাড় থেকেও সৃষ্টি করা হয়নি!
যাতে পুরুষ তাকে অবজ্ঞা করবে!!

বরং,,,,
___তাকে পুরুষের বাম পাঁজরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে!
যাতে সে তাকে হৃদয়ের কাছাকাছি রাখে!.!
[সহীহ বুখারী ৩৩৩১,৫১৮৪,৫১৮৬]

জীবনে যেকোন শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিট...
24/06/2023

জীবনে যেকোন শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।

১৭ বছর বয়সে যেই বার্গারটা, বিরিয়ানিটা খেতে অমৃতের মত লাগে, ২৭ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে।

১৮ বছর বয়সে এসে সমবয়সী কারো সাথে শাড়ি পাঞ্জাবী পরে রিকশায় ঘুরতে ভালো লাগতে পারে, ২৮ এ যে একই কাজ করতে ভালো লাগবে, তার কোন গ্যারান্টি নাই।

১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধুবান্ধব নিয়ে বান্দরবান ট্যুর দিলে যেই আনন্দ পাওয়া যাবে, ২৯ বছর বয়সে সেই আনন্দ নাও পাওয়া যেতে পারে।

একদিন নিজের ছাদে বাগান করবো, এই আশায় বসে থেকে যেই মানুষটা নিজের বারান্দায় টবে কোন গোলাপ এর চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেলো সেই মানুষটার আর বাগান করার সময়ই নাই।

একদিন চাকরি করে বাবা মাকে দামী দামী শাড়ি পাঞ্জাবী কিনে দেয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে বাবা মা হয়ে যেতে পারে আল্লাহর মেহমান।

জীবনের ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এইসব জিনিসই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায়, কাঠখোট্টা হয়ে যায় শখ পূরণের অভাবের হাহাকারে। এজন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয়।

অনেক টাকা জমলে একদিন খাবো, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন চিলক্সের বার্গারটা, কিংবা নাজিরাবাজারের কাচ্চিটা। ট্রাস্ট মি, জীবনের সেরা তৃপ্তিটা পাবেন।

দেরী না করে পছন্দের মানুষটাকে আজকেই রিক্সা ডেটের অফারটা দিয়ে দেখুন। রাজী হলে শাড়ি পাঞ্জাবি পরে হুডখোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে ঢাকা শহর ঘুরে বেড়ান।

পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, "চল ব্যাটা, বান্দরবান যাবো। আজকেই যাবো, এক্ষণি যাবো। ব্যাগ গুছা, চিটাগাং এর ট্রেইন ধরতে হবে।"

নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা মায়ের জন্য শাড়ি পাঞ্জাবিটা, হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা!!

মনে রাখবেন, একদিন সব হবে, এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অতৃপ্তিতে, শেষ হয় আফসোস আর হাহাকারে।

আর যা- ই করেন, এই ভুলটা করবেন না।

“ঝড় কেটে যাওয়ার অপেক্ষায় বসে থাকার মধ্যে জীবনের আনান্দ নয়, বরং বেঁচে থাকার আনন্দ বৃষ্টিকে গ্রহণ করার মধ্যে।এবং বৃষ্ট...
22/06/2023

“ঝড় কেটে যাওয়ার অপেক্ষায়
বসে থাকার মধ্যে জীবনের আনান্দ নয়,
বরং বেঁচে থাকার আনন্দ বৃষ্টিকে গ্রহণ করার
মধ্যে।

এবং বৃষ্টিতে নাচতে শেখার মধ্যে।" ⛈️❤️

20/06/2023

আপনি কোন দলে? 🤔🥲
যারা কিনা নিজের ভুল শিকার না করেই নিজেকে বড় মনে করে! নাকি যারা নিজের দোষ না থাকা সত্ত্বেও নিজেই নত হয়ে চলে আসে? 🥲

"একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দুরত্ব বেড়ে যায়।তখন সে গহনা, শাড়ি, দামী জিনিস এসবের প্রতি ভালোলা...
20/06/2023

"একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দুরত্ব বেড়ে যায়।
তখন সে গহনা, শাড়ি, দামী জিনিস এসবের প্রতি ভালোলাগা খুঁজে পায়।

-"স্ত্রী হলো মাটির মত আর ভালোবাসা হলো জল,
আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মত আকৃতি দিতে পারবেন।

-"আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ্য টাকা দামের জিনিস চাইবেনা, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে ৩০ টাকা দামের ফুচকা খান।

-"আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবেনা, আমাকে দামী গাড়ী কিনে দাও, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুট খোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান।

-"পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবেনা আমার কষ্ট হচ্ছে,
যদি আপনি আপনার স্ত্রীর কে ভালোবেসে কপালে একটা চুমু খান, তাঁর কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছো।

-"ভালোবাসা তো শুধু দামী জিনিসের মধ্যেই লুকিয়ে থাকেনা,

-"মাঝে মধ্যে ভালবাসা ১৫ টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া ৩০ টাকা দামের কাচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে,

-" কেয়ার থাকলে সংসার যুদ্ধ ক্ষেত্র না হয়ে, হবে স্বর্গ.....

তাই নিজের স্ত্রীকে উত্তম ভালবাসাটা দিন. !🖤

14/06/2023

হোম ডেকোর করতে গিয়ে অনেক ঝামেলা হলো😰😰😰

সবাই লেপ, কম্বল,  সুয়েটার নিয়ে রেডি তো??🥶🥶
07/06/2023

সবাই লেপ, কম্বল, সুয়েটার নিয়ে রেডি তো??🥶🥶

03/06/2023

আপনারাও কি আমার মত চিন্তা করেন?🫣🤔

31/05/2023

জন্মদিন আসলেই কান্না করতে হয় 😭😭

আজ আমার জন্মদিন🥰।  একটি করে জন্মদিন আসে আর জীবন থেকে এক-একটি বছর কমতে থাকে। জীবনটা অনেক ছোট। কেননা জীবনের মানে বুঝতে বুঝ...
29/05/2023

আজ আমার জন্মদিন🥰।

একটি করে জন্মদিন আসে আর জীবন থেকে এক-একটি বছর কমতে থাকে। জীবনটা অনেক ছোট। কেননা জীবনের মানে বুঝতে বুঝতে জীবনের শেষ দিন যে কবে চলে আসবে কেও তা বলতে পারেন না। ভালো মন্দ সব মিলেই জীবন অনেক সুন্দর।

আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর অনেক অনেক শুকরিয়া তোমায়, এত্তো সুন্দর কেক নিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য🥰🥰।

29/05/2023

এতো বকা খেয়েছি বাবার কাছে😥,

কিন্তু তাও এই অভ্যাস পরিবতন হলো না🤦‍♀️🤦‍♀️

29/05/2023

নেশা করার জন্য শুধু মাদক লাগে না🥀, কিছু কিছু মানুষ চা'য়ের নেশায় আসক্ত 🌼🌼

চা খোর গুলা কই??🫣🫣

28/05/2023

আসো রঙ করি 🤗

জীবনে পরিবর্তন হওয়াটা জরুরী৷ তবে অতটাও নয়,যতটা হলে তুমি আর নিজের সাথে অতীতের সেই তুমিকে কখনো মেলাতে পারবে না।🙃🙃
28/05/2023

জীবনে পরিবর্তন হওয়াটা জরুরী৷
তবে অতটাও নয়,
যতটা হলে তুমি আর নিজের সাথে অতীতের সেই তুমিকে কখনো মেলাতে পারবে না।🙃🙃

27/05/2023

ভদ্র মহিলা মনে হয় ঠিকই বলতেন......

ভালো-মন্দ খাইতে আত্মা লাগে, অন্যের পাতে ভাত বাড়তে গুরদা লাগে...

পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল নিজে সংশোধন হওয়া আর সব চাইতে সহজ কাজ হল অন্যের সমলোচনা করা.. ... (হযরত আলী রাঃ)
26/05/2023

পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল নিজে সংশোধন হওয়া আর সব চাইতে সহজ কাজ হল অন্যের সমলোচনা করা.. ... (হযরত আলী রাঃ)

25/05/2023

একদিনে সব কিছু এলেমেলো হয়ে গেলো🥺😰

23/05/2023

আমার এখনকার ভালোবাসা শুধুই তারা😍😍😍

🍀🪴🌿গাছ গুলো এতো সুন্দর কেন????

কথা কিন্ত সত্য 🙃🙃
23/05/2023

কথা কিন্ত সত্য 🙃🙃

যেখানে তোমার প্রায়োরিটি নেই।সেখানে মন খা'রা'পে'র গল্প শুনাতে যেওনা।মনের প্র'শা'ন্তি খোঁজতে গিয়ে-উল্টো নতুন করে অ'শা'ন্তি...
21/05/2023

যেখানে তোমার প্রায়োরিটি নেই।
সেখানে মন খা'রা'পে'র গল্প শুনাতে যেওনা।
মনের প্র'শা'ন্তি খোঁজতে গিয়ে-
উল্টো নতুন করে অ'শা'ন্তি নিয়ে ফিরব!

20/05/2023

আজকের রেসিপি আনাড়িদের জন্য🙃

18/05/2023

মানুষের চিন্তা-ভাবনা এতো নিচু কেন???😤😤

15/05/2023

মাংস ছাড়াই বানিয়ে ফেললাম মাজদার কাবাব😋😋

মাঝেমধ্যে 'অদ্ভুত টাইপের ক্ষুদা' লাগে! কি জানি খাইতে ইচ্ছে করে! কিন্তু কি খাইতে ইচ্ছে করে ওইটা ই বুঝে উঠতে পারিনা!🥹 🤐
14/05/2023

মাঝেমধ্যে 'অদ্ভুত টাইপের ক্ষুদা' লাগে! কি জানি খাইতে ইচ্ছে করে! কিন্তু কি খাইতে ইচ্ছে করে ওইটা ই বুঝে উঠতে পারিনা!🥹 🤐

14/05/2023

প্রশ্নের উত্তর চাই 🥺

12/05/2023

যতক্ষণ বেঁচে আছেন, প্রতিবছর, প্রতিদিন এবং প্রতিক্ষণই উদ্‌যাপন করুন, উপভোগ করুন আশপাশের যা-কিছুই ঘটে, গ্রহণ করতে শিখুন যা-কিছুই আছে। আগামীকাল আপনি বেঁচে থাকবেন, তার গ্যারান্টি দিতে পারছেন না যখন, তখন আগামীকালের জন্য কোনও কাজ কিংবা আনন্দের কোনও কিছু জমিয়ে রাখাটা নিরর্থক। কারণ আগামীকালের কোনও গ্যারান্টি নেই।🙃

Address

Bosila, Mohammadpur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলটুসের ডায়রি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলটুসের ডায়রি:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All