Nobojug

Nobojug সাহিত্য পত্রিকা

 #জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভুগছে বিশ্ব। সেই প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় অর্থনৈতিক শক্তির দেশ বাংলাদেশে। মূলত জলব...
22/09/2023

#জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভুগছে বিশ্ব। সেই প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় অর্থনৈতিক শক্তির দেশ বাংলাদেশে। মূলত জলবায়ু পরিবর্তেনর প্রভাবে যে সব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার মধ্যে অন্যতম বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভুগছে বিশ্ব। সেই প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় অর্থনৈতিক শক্তির দেশ বাংলাদেশে। ...

জ্বালানির মূল্যবৃদ্ধির বিরূপ প্রভাবের কারণে বিদায়ী ২০২২-২৩ অর্থবছরের মে মাসে বাংলাদেশে সাধারণ মূল্যস্ফীতি ছিল গড়ে ৯ দশমি...
21/07/2023

জ্বালানির মূল্যবৃদ্ধির বিরূপ প্রভাবের কারণে বিদায়ী ২০২২-২৩ অর্থবছরের মে মাসে বাংলাদেশে সাধারণ মূল্যস্ফীতি ছিল গড়ে ৯ দশমিক ৯৪ শতাংশ, যা গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ

জ্বালানির মূল্যবৃদ্ধির বিরূপ প্রভাবের কারণে বিদায়ী ২০২২-২৩ অর্থবছরের মে মাসে বাংলাদেশে সাধারণ মূল্যস্ফীতি ছিল ...

আর্জেন্টিনা না ফ্রান্স, কে হাসবে শেষ হাসি?
17/12/2022

আর্জেন্টিনা না ফ্রান্স, কে হাসবে শেষ হাসি?

কাতার বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়াবে রোববার। ফুটবল বিশ্বকাপের এই মহোৎসবে কে হাসবে শেষ হাসি? আর্জেন্টিনার মেসি না....

প্রকৃত মুমিন কখনও তার কথার মাধ্যমে অন্যকে কষ্ট দেয় না
05/12/2022

প্রকৃত মুমিন কখনও তার কথার মাধ্যমে অন্যকে কষ্ট দেয় না

প্রকৃত মুমিন কখনও তার কথার মাধ্যমে অন্যকে কষ্ট দেয় না। বাকশক্তি আল্লাহর দেয়া অন্যতম বড় নেয়ামত। এই নেয়ামতের কদর ক.....

 #মেসি কি পারবেন নিজের শেষ বিশ্বকাপে  #আর্জেন্টিনাকে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে?
30/11/2022

#মেসি কি পারবেন নিজের শেষ বিশ্বকাপে #আর্জেন্টিনাকে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে?

মেসি ও আর্জেন্টিনার আরেকটি ‘ফাইনাল’কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার জাদুকরি পারফরম্যান্সে ১৯৮৬ সালে দ্বিতীয়বারে....

21/11/2022

বিকাশ ব্যবহার করা কি পাপ?
মোবাইলের টকটাইম শেষ তাই সকাল-সকাল বিকাশ থেকে এক হাজার টাকা রিচার্জ করলাম, টাকা বিকাশ কেটে নিলো কিন্তু মোবাইলে টকটাইম ব্যালেন্স পৌঁছালো না, বাধ্য হয়ে বিকাশের কাস্টমার কেয়ারে যোগাযোগ করলাম (লাইভ সাপোর্ট চ্যাট), তারা জানালেন ৭ কার্য দিবসের মধ্যে টাকা মোবাইলে টাকা চলে আসবে এবং কথা শেষ না করেই অভদ্রের মত লাইন ডিসকানেক্ট করলেন। আমার প্রশ্ন হচ্ছে এই সাত দিন কি আমি মোবাইলে কারো সাথে কথা বলবো না? নাকি বিকাশ ব্যবহার করার অপরাধে আরও ১ হাজার টাকা নতুন করে রিচার্জ করতে হবে?
এত জনপ্রিয় একটা প্রতিষ্ঠানের সাপোর্ট এত দুর্বল তার মানে বিকাশ ব্যবহার করা কি পাপ? টাকা নেয়ার বেলায় তো গুনে গুনে সবচাইতে বেশি ফি ধার্য করে বিকাশ। সেবার ক্ষেত্রে এতটা কৃপণতা কেন?

#বিকাশ #ভোক্তাঅধিদপ্তর

14/11/2022

ভালোবাসা মানে কী?
-জোবায়ের আহমেদ নবীন

বৈশাখের প্রথম ঝড়ে
এক পশলা বৃষ্টিতে ভিজে
কাক হওয়ার নাম ভালোবাসা।

জ্যৈষ্ঠের কাঠফাটা রোদে
পথিককে ছায়া দেয়া বৃক্ষের
মমতার নাম ভালোবাসা।

আষাঢ়ে অসাঢ় হয়ে ঘরে বসে থাকা
চঞ্চল কিশোরীর পায়ে নকশা আঁকা
আলতার নাম ভালোবাসা।

শ্রাবণের অমিয় ধারায় সিক্ত
পাহাড়ের বুক চিড়ে নামা ঝর্ণার
উচ্ছ্বলতার নাম ভালোবাসা।

ভাদ্রের গুমট গরমে প্রেয়সীর
তাল পাখার বাতাসে খুঁজে পাওয়া
স্বস্তির নাম ভালোবাসা।

আশ্বিণে যখন শরতের বিদায় ঘণ্টা বাজে
সেই মাহেদ্রক্ষণে উৎসবে মাতে মন
তারও নাম ভালোবাসা।

কার্তিক অগ্রহায়ন পৌষ মাঘ
ফাল্গুন চৈত্র জুড়ে যে মানুষটা
হৃদয়জুড়ে তোমায় পুষে রাখে
তার নাম ভালোবাসা।

আকাশের বুকে ঝড় তুলে আসা
কালো মেঘের নামই ভালোবাসা।

ভালোবাসা নিরন্তর বহতা নদীর মতো
হয়তো মাঝে মাঝে শুকিয়ে যায়
বর্ষায় ঠিক যৌবন ফিরে পায়।

ভালোবাসার তুলনা
শুধু ভালোবাসাতেই হয়...!

#জোবায়ের_আহমেদ_নবীন
ছবি: Barnali Biswas Shanta

10/11/2022
চাঁদ 🌙 যখন রক্তিম বর্ণ ধারণ করে...
09/11/2022

চাঁদ 🌙 যখন রক্তিম বর্ণ ধারণ করে...

চন্দ্রগ্রহণের সময় চাঁদ কেন রক্তিম দেখায়? | Lunar Eclipseআমরা সবাই জানি চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে ঠিক তেমন ভাবেই...

08/11/2022
05/11/2022
03/11/2022

কবির মৃত‌্যু হয়েছে
-জোবায়ের আহমেদ নবীন

সকালের ঝিরি ঝিরি রোদে এখন আর
আগের মতো প্রজাপতি পাখা মেলে না,
ছোট্ট টুনী মৌ আনতে রঙিণ ফুলে বসে না।
দুপুরের সোনালী রোদকে এখন আর
প্রশান্তিময় মনে হয় না,
খা খা উত্তাপে জগতকে জ্বালিয়ে
পুড়িয়েই যেন সূর্যের শান্তি।
স্নিগ্ধ বিকেলকে এখন কেমন যেন
বিমর্ষ কালো মনে হয়,
সমস্ত দিনের ক্লান্তিতে আচ্ছন্ন হয়
প্রকৃতির গুমট সন্ধ্যা।
ভরা পূর্ণিমার চাঁদের দিকেও
তাকাতে ইচ্ছে করে না,
অথচ...
এমন একটা সময় ছিল
যখন; জোছনায় ডুব দিয়ে সারারাত
মুগ্ধতায় আচ্ছন্ন থাকতো কবি!
সেই অনুভুতির শিহরণ আর
রাতজাগার বিরামহীন মুগ্ধতা এখন;
সবুজ পাহাড়ের মাথার ওপর
ভেসে বেড়ানো ঘােলাটে মেঘের মতো
ফ্যাকাশে হয়ে গেছে।
ভালোবেসে এখন প্রেয়সীর খোঁপায় রক্তজবা গুঁজে
বিশ্বজয়ের আনন্দে ভাসে না কেউ,
আলতো করে কেউ বলে না; তুমি!
তুমিই আমার কবিতা।
কারণটা খুব সহজ...কবির মৃত‌্যু হয়েছে।

#ছবি : #সংগৃহীত
#বাংলাকবিতা
#জোবায়ের_আহমেদ_নবীন

31/10/2022

যে ক্যামেরার ওজন প্রায় ৩ টন...

#জোবায়ের_আহমেদ_নবীন,

24/10/2022

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উত্তাল সমুদ্র - Cyclone Sitrang Update
#সিত্রাং #ঘূর্ণিঝড়

23/10/2022

সত্যের পথে সাহসের সাথে- বাংলাবাজার পত্রিকা। দেশ-বিদেশের সবশেষ খবর জানতে চোখ রাখুন। আমাদের সঙ্গেই থাকুন...

বাংলাদেশ জার্নাল-এ বিভিন্ন পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারেন এই ঠিকানায়: bdjcareer@gmail.com
22/10/2022

বাংলাদেশ জার্নাল-এ বিভিন্ন পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারেন এই ঠিকানায়: [email protected]

বাংলাদেশ জার্নাল (www.bd-journal.com)-এ বিভিন্ন পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারেন। পদের নাম নিউজরুম-এডিটর: কোনো অন...

সংকট মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
17/10/2022

সংকট মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

সত্যের পথে সাহসের সাথে- বাংলাবাজার পত্রিকা। দেশ-বিদেশের সবশেষ খবর জানতে চোখ রাখুন। আমাদের সঙ্গেই থাকুন...

লায়ন্স ক্লাব অব চিটাগাং অগ্রণীর মেগা সেবা কার্যক্রম
16/10/2022

লায়ন্স ক্লাব অব চিটাগাং অগ্রণীর মেগা সেবা কার্যক্রম

সত্যের পথে সাহসের সাথে- বাংলাবাজার পত্রিকা। দেশ-বিদেশের সবশেষ খবর জানতে চোখ রাখুন। আমাদের সঙ্গেই থাকুন...

16/10/2022

কারো কারো স্বপ্নের সিন্দুকে থাকে
আজীবন তালা,
আর কেউ ফলবান বৃক্ষের মতোন
হয়ে ওঠে বিপুল সমৃদ্ধ।
তবু শেষমেশ
একটি নীলাভ প্রজাপতির জন্যও
যে যার স্মৃতির ফ্রেমে কষ্টকে
বাঁধিয়ে রাখে।

কবি: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
ছবি: জোবায়ের আহমেদ নবীন
ফুল: নীল অপরাজিতা ও ঘাসফুল (টাইমফুল)

#বাংলাকবিতা, #জোবায়ের_আহমেদ_নবীন,

14/10/2022

ভোরের আলোয় চমকে ওঠা
শিশির বিন্দুতে তোমাকে খুঁজি,
রোদের নরম আভায় তোমার শিহরণ
বুঝি! আমি ঠিকই বুঝি...

-জোবায়ের আহমেদ নবীন

#জোবায়ের_আহমেদ_নবীন, ,
#ছবি : #সংগৃহীত
#বাংলাকবিতা

09/10/2022

ভোরের আলোয় চমকে ওঠা
শিশির বিন্দুতে তোমাকে খুঁজি,
রোদের নরম আভায় তোমার শিহরণ
বুঝি! আমি ঠিকই বুঝি...

-জোবায়ের আহমেদ নবীন
#কবিতা

06/10/2022

কবিতা: একদিন যোগ্য হবো
কবি: রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ্
কণ্ঠ: জোবায়ের আহমেদ নবীন

27/09/2022

আজ মঙ্গলবার
২৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ
১২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ (বাংলাদেশে)
৩০ সফর ১৪৪৪ হিজরি
×
আজ আমাদের যে সব পাঠক-লেখক বন্ধুর জন্মদিন
তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন...
#শুভজন্মদিন, বাংলা কবিতার পক্ষ থেকে
আপনাদের আন্তরিক #শুভেচ্ছা।
×
#ছবি : #সংগৃহিত
#বাংলাকবিতা

26/09/2022

নোরা- বাবা, তুমি একটু আসবে?
আমি- কেন মা?
নোরা- আমার বুকে ব্যথা করছে।
আমি- কেন! কী হয়েছে?
নোরা- তুমি আসো।
আমি ফোন রেখে ল্যাপটপ বন্ধ করে ঘরের পোশাক পরেই ছুটে বের হই। রিকশা নেই। তারপর দ্রুত ছুটে যাই তার নানা বাড়ি। সে গেটে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মৃদু হাসে। আমরা আবার রিকশায় উঠি। রিকশা চলতে শুরু করে। সে বলে, 'আমি তোমাকে জড়িয়ে ধরি বাবা?'
আমি-হ্যাঁ মা।
নোরা আমাকে জড়িয়ে ধরে বুকের সঙ্গে মিশে যেতে যেতে বলে, 'এখন আর আমার বুকে ব্যথা নেই বাবা!'

আমি কথা বলি না। অথচ কত কী কথা খুঁজে বেড়াই। বলতে চাই। কিন্তু পাই না। কেবল গলার ভেতর বাষ্প জমে। চোখের কোলে জল।

-সাদাত হোসাইন
#ছবি : #সংগৃহীত
#বাংলাকবিতা

26/09/2022

কোরবানির খাওয়া দাওয়া
-অগ্নিকণ্ঠ

পুরান গোস্তের অস দিয়া
খাবার বসচু ভাত,
পন্তা ভাতের পানির দিয়ে
মাকি গেইচি হাত।

হলুদ হলুদ চর্বি দিয়া
আরো মাখছে থাল,
জামার উপরত ছিডা পরি
দাগ হইচি নাল।

এক টুকরা গোস্ত নিচু
ঢোকচে দাঁতের ফাকত,
ব্যাতার চোডে চিক্কুর দিয়া
অস ঢোকছে নাকত।

ম্যালায় আকালি দিচিল তকাইত
নল্লি এলাও পোড়ায়
বিয়ানা কালে এই খাওনে
পেট এলাও মোড়ায়।

আরো বেশী শিক্ষা পাওচে
যার ওইছে কষা,
তার পরও গরুর গোস্তের
স্বাদটা যে ভাই খাসা।

(রংপুরের আঞ্চলিক ভাষায় লেখা)
#ইনবক্স থেকে
#ছবি : #সংগৃহীত
#বাংলাকবিতা

26/09/2022

আজ সোমবার
২৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ
১১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ (বাংলাদেশে)
২৯ সফর ১৪৪৪ হিজরি
×
আজ আমাদের যে সব পাঠক-লেখক বন্ধুর জন্মদিন
তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন...
#শুভজন্মদিন, বাংলা কবিতার পক্ষ থেকে
আপনাদের আন্তরিক #শুভেচ্ছা।
×
#ছবি : নেলিয়া আক্তার
#বাংলাকবিতা

25/09/2022

প্রশান্তি
-ইলোরা আহমেদ মুন্না

ভরা ভাদরে তোমার দেখা?
ব্যস্ততার অবসান ঘটিয়ে আসতে পেরেছো!
মেঘের মুলুকে হইচই ফেলে, নেমে এলে প্রিয় শ্রাবণ!
রিক্ততার দুঃখ ঘুচাতে সিক্ত একাকার আজ পৃথিবী,
অবারিত নীলে, সবুজের জন্য মায়া কোথায় লুকিয়ে রেখে ছিলে!
মায়ায় মাখিয়ে শীতল হাওয়ায় বইছে ভালো লাগার মোহময় আবেশ,
আর আমি! বিরহ ভুলে গেছি।

#ইনবক্স থেকে
#ছবি : #সংগৃহীত
#বাংলাকবিতা

24/09/2022

আজ শনিবার
২৪ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ
৯ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ (বাংলাদেশে)
২৭ সফর ১৪৪৪ হিজরি
×
আজ আমাদের যে সব পাঠক-লেখক বন্ধুর জন্মদিন
তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন...
#শুভজন্মদিন, বাংলা কবিতার পক্ষ থেকে
আপনাদের আন্তরিক #শুভেচ্ছা।
×
#ছবি : #সংগৃহিত
#বাংলাকবিতা

22/09/2022

আজ বৃহস্পতিবার
২২ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ
৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ (বাংলাদেশে)
২৫ সফর ১৪৪৪ হিজরি
×
আজ আমাদের যে সব পাঠক-লেখক বন্ধুর জন্মদিন
তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন...
#শুভজন্মদিন, বাংলা কবিতার পক্ষ থেকে
আপনাদের আন্তরিক #শুভেচ্ছা।
×
#ছবি : #সংগৃহিত
#বাংলাকবিতা

21/09/2022

তুমি অনেক বদলে গেছো
-জোবায়ের আহমেদ নবীন

জান, অ্যাই জান, জানরে....
ভালো আছো তুমি?
কতোদিন তোমার ওই পিপাসার্ত চোখে আমায় দেখি না,
অথচ, একটা সময় ছিল;
যখন তোমার সকাল শুরু হতো আমায় দেখে।

কতোদিন তুমি মন খুলে আমার সঙ্গে কথা বলো না
সে হিসাব কি রাখো?
শেষ কবে আমার সঙ্গে তোমার কথা হয়েছে
তা কি তোমার মনে আছে জান?

কতোদিন জান?
কতোদিন তুমি হাসো না সেই আগের মতো,
অথচ,
তুমি হাসলে আকাশ হাসতো বৃষ্টি হয়ে
পাহাড়ও হাসতো, লোকে বলতো ওটা ঝর্ণা।

তোমার মনের বিশাল আকাশে এক সময়
শুধু আমারই রাজত্ব ছিল,
আমার ভালোবাসার সীমাহীন পাগলামীতে
তুমিও মেতেছিলে বাধভাঙা উচ্ছ্বাসে।

এখনো হয়তো আগের মতোই ভালোবাসো আমায়
এখনো বুকে আগলে রাখো সেইসব সময়,
স্মৃতির উসকানিতে হয়তো চোখের জলও ফেলো।

তুমি হয়তো জানো না, এই আমি
হ্যা, এই আমি এখনো তোমায় ভালোবাসি,
সেই আগের মতোই; পাগলের মতো ভালোবাসি জান।
কিন্তু তুমি?
তুমি অনেক বদলে গেছো জান
এখনকার তুমি, আমার সেই তুমি নও,
যে মানুষটার ভাবনার সবটুকু আবেশে
জড়িয়ে ছিলাম আমি, আমার সেই তোমাকে
আর খুঁজে পাই না কেন বলতে পারো?

তুমি কি জানো?
আমার আকাশে এখনো দিবা-রাত্রি তুমিই উড়ে বেড়াও,
তোমায় নিয়েই এখনো স্বপ্ন সাঁজাই রঙ্গিণ আবেশে;
এখনো হাওয়ায় চিৎকার করে বলি ভালোবাসি।

#জোবায়ের_আহমেদ_নবীন
#ছবি #সংগৃহীত #বাংলাকবিতা

21/09/2022

জান, অ্যাই জান, জানরে....
ভালো আছো তুমি?
কতোদিন তোমার ওই পিপাসার্ত চোখে আমায় দেখি না,
অথচ, একটা সময় ছিল;
যখন তোমার সকাল শুরু হতো আমায় দেখে।

কতোদিন তুমি মন খুলে আমার সঙ্গে কথা বলো না
সে হিসাব কি রাখো?
শেষ কবে আমার সঙ্গে তোমার কথা হয়েছে
তা কি তোমার মনে আছে জান?

কতোদিন জান?
কতোদিন তুমি হাসো না সেই আগের মতো,
অথচ,
তুমি হাসলে আকাশ হাসতো বৃষ্টি হয়ে
পাহাড়ও হাসতো, লোকে বলতো ওটা ঝর্ণা।

তোমার মনের বিশাল আকাশে এক সময়
শুধু আমারই রাজত্ব ছিল,
আমার ভালোবাসার সীমাহীন পাগলামীতে
তুমিও মেতেছিলে বাধভাঙা উচ্ছ্বাসে।

এখনো হয়তো আগের মতোই ভালোবাসো আমায়
এখনো বুকে আগলে রাখো সেইসব সময়,
স্মৃতির উসকানিতে হয়তো চোখের জলও ফেলো।

তুমি হয়তো জানো না, এই আমি
হ্যা, এই আমি এখনো তোমায় ভালোবাসি,
সেই আগের মতোই; পাগলের মতো ভালোবাসি জান।
কিন্তু তুমি?
তুমি অনেক বদলে গেছো জান
এখনকার তুমি, আমার সেই তুমি নও,
যে মানুষটার ভাবনার সবটুকু আবেশে
জড়িয়ে ছিলাম আমি, আমার সেই তোমাকে
আর খুঁজে পাই না কেন বলতে পারো?

তুমি কি জানো?
আমার আকাশে এখনো দিবা-রাত্রি তুমিই উড়ে বেড়াও,
তোমায় নিয়েই এখনো স্বপ্ন সাঁজাই রঙ্গিণ আবেশে;
এখনো হাওয়ায় চিৎকার করে বলি ভালোবাসি।

#কবিতা : তুমি অনেক বদলে গেছো
#কবি: #জোবায়ের_আহমেদ_নবীন
#ছবি #সংগৃহীত

21/09/2022

মক্তব
-শামসুল হক

ভোরবেলা ঘুম হতে উঠে মক্তবে যাই
কোরআন পড়ে দু-হাত তুলে প্রভুর কাছে চাই।

সঙ্গী-সাথী একত্র হই মিষ্টি সকালবেলা
মন লাগিয়ে সবাই পড়ি, করি নাকো অবহেলা।

সবাই যেন ফুলের কলি, সকাল রবি আলো
ফুটবে এ ফুল জ্বলবে রবি হটবে আঁধার কালো।

(লেখা ও ছবি ইনবক্স‌ থেকে)
#বাংলাকবিতা

19/09/2022

হৃদয় নদীতে আছড়ে পড়ে
অচেনা এক দূরন্ত ঢেউ,
কুঁকড়ে যাওয়া হৃদপিণ্ড
স্ব-শব্দে স্পন্দিত হয়।

হৃদয় যন্ত্রণা লুকিয়ে রাখতে গিয়ে
মুখটা এক সময় ফ্যাকাশে হয়ে ওঠে,
তীর্যক অভিজ্ঞতার করাঘাতে
চোখের গাম্ভীর্য বাড়ে...
×
#কবিতা : অচেনা‌ আমি
#কবি : #জোবায়ের_আহমেদ_নবীন
#ছবি : #সংগৃহীত
#বাংলাকবিতা

19/09/2022

তোমাকে ভুলতে চেয়ে আরো বেশী ভালবেসে ফেলি,
তোমাকে ছাড়াতে গিয়ে আরো বেশী গভীরে জড়াই
যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে,
ততই তোমার হাতে বন্দী হয়ে পড়ি
তোমাকে এড়াতে গেলে এভাবেই
আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে যাই!!
-মহাদেব সাহা

#ছবি : #সংগৃহীত
#বাংলাকবিতা

18/09/2022

সকাল বেলার পাখি
-কাজী নজরুল ইসলাম

আমি হব সকাল বেলার পাখি—
সবার আগে কুসুম-বাগে উঠব আমি ডাকি।
সূয্যিমামা জাগার আগে উঠব আমি জেগে,
‘হয়নি সকাল, ঘুমো এখন’— মা বলবেন রেগে।
বলব আমি, ‘আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো,
হয়নি সকাল- তাই বলে কি সকাল হবে না-কো?
আমরা যদি না জাগি মা— কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে!’

#ছবি #সংগৃহীত
#বাংলাকবিতা

17/09/2022

সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে
গহনা মজবুত হয় না,
সেইরকম ভালবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে
সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না!

-নিমাই ভট্টাচার্য

#ছবি : #সংগৃহীত
#বাংলাকবিতা

17/09/2022

তবুও ভালোবাসি
-অনন্যা অনন্যা

জীবন এক রহস্যের নাম
তার পরতে পরতে রহস্য থাকে লুকিয়ে।
জীবন এক আনন্দের নাম
তার প্রতিটি পদক্ষেপে সুখের আশ্বাস।

জীবন এক প্রতিদানের নাম
প্রতিটি দান ফিরিয়ে দিতে হয় কড়ায় গন্ডায়।
জীবন এক যন্ত্রণার নাম
বেদনাবিধুর যন্ত্রণা সয়ে যাওয়া অনন্তকাল।

জীবন এক আত্মোপলব্ধির নাম
বুঝতেই সময় পেরিয়ে যায় নীরবধিকাল।
জীবন এক পাওয়া-না পাওয়ার নাম
দেনা আর পাওনার চলে সহজ সমীকরণ।

জীবন এক ধোঁকার নাম
ঠকে ঠকে শিখতে হয় আমরণ।
জীবন এক বহতা নদীর নাম
অবলীলায় কূল ভেঙ্গে ভেঙ্গে যায় অবিরাম।

জীবন এক বয়ে চলা ঝর্ণার নাম
কলকলিয়ে ছলছলিয়ে বয়ে চলা অবিরত।
জীবন এক মোহের নাম
ছাড়া যায় না চাইলেও ইচ্ছে মতন।

জীবন এক কষ্টের নাম
তিল তিল করে ক্ষয়ে যাওয়া অবিরাম।
জীবন এক আশার নাম
আশাহত হতে হতে নিরাশায় ভাঙ্গে মন।

জীবন এক পুঞ্জিভূত হতাশার নাম
বেদনার বালুচরে বাঁধে ঘর অশান্ত মন।
তথাপি...
জীবন এক ভালোবাসার নাম
ভরা থাকুক স্মৃতি সুধায় জীবনের সব আয়োজন।

(ইনবক্স থেকে)
#ছবি #সংগৃহীত
#বাংলাকবিতা

17/09/2022

আজ শনিবার
১৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ
২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ (বাংলাদেশে)
২০ সফর ১৪৪৪ হিজরি
×
আজ আমাদের যে সব পাঠক-লেখক বন্ধুর জন্মদিন
তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন...
#শুভজন্মদিন, বাংলা কবিতার পক্ষ থেকে
আপনাদের আন্তরিক #শুভেচ্ছা।
×
#ছবি : #সংগৃহিত
#বাংলাকবিতা

Address

Chawk Bazar
Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when Nobojug posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nobojug:

Share

Category