A S Glamour

A S Glamour সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং লাইক দিয়ে একটিভ থাকবেন
Barta র একটি অঙ্গ প্রতিষ্ঠান
(2)

📸 শুটিংয়ের ফাঁকে ছোট্ট এক ফটোশুট! 🎬✨ক্যামেরার সামনে অভিনয় যেমন শিল্প, তেমনি ক্যামেরার পেছনে থাকা মুহূর্তগুলোও সমান সুন্দ...
18/02/2025

📸 শুটিংয়ের ফাঁকে ছোট্ট এক ফটোশুট! 🎬✨

ক্যামেরার সামনে অভিনয় যেমন শিল্প, তেমনি ক্যামেরার পেছনে থাকা মুহূর্তগুলোও সমান সুন্দর! 🎥 শুটিংয়ের ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে ফটোশুটের একটু সময় বের করে নেওয়া হয় স্মৃতিকে ধরে রাখার জন্য। এই ছবিটিও ঠিক তেমনই এক মুহূর্তের গল্প বলে।

শিল্পী যখন চরিত্র থেকে বেরিয়ে একটু নিজের মাঝে ফিরে আসেন, তখনই ধরা পড়ে এমন সুন্দর মুহূর্ত! 💫🎭

🎬 শুটিংয়ের ফাঁকে ক্যামেরাবন্দী এক বিশেষ মুহূর্ত!চলচ্চিত্র বা নাটকের শুটিং মানেই শুধু ক্যামেরার সামনে অভিনয় করা নয়, বরং প...
18/02/2025

🎬 শুটিংয়ের ফাঁকে ক্যামেরাবন্দী এক বিশেষ মুহূর্ত!

চলচ্চিত্র বা নাটকের শুটিং মানেই শুধু ক্যামেরার সামনে অভিনয় করা নয়, বরং প্রতিটি মুহূর্তেই চরিত্রের গভীরে ডুবে যাওয়া। যখন ক্যামেরা চলছে, আমরা চরিত্র হয়ে উঠি, কিন্তু ক্যামেরা বন্ধ হলেই আমরা আবার নিজেদের মাঝে ফিরে আসি।

এই ছবিটা ঠিক তেমনই এক মুহূর্তের গল্প বলে। দৃশ্যধারণের ফাঁকে হঠাৎ করেই ক্যামেরা বন্দী করলো আমাদের বাস্তব ও অভিনয়ের সংযোগস্থলকে। কখনো কখনো চরিত্রের আবেগ এতটাই বাস্তব হয়ে যায় যে, সেটের বাইরেও তার রেশ থেকে যায়!

এমন অনেক দৃশ্যপট তৈরি হয় শুটিংয়ের মাঝে, যা শুধু ক্যামেরার চোখেই ধরা পড়ে! 🎥✨

🎬 শুটিংয়ের ফাঁকে ক্যামেরাবন্দী এক মুহূর্ত!কখনো কখনো চরিত্রের গভীরে ডুবে থাকলেও, ক্যামেরা ঠিকই গল্প বলে দেয়! 🎥✨
18/02/2025

🎬 শুটিংয়ের ফাঁকে ক্যামেরাবন্দী এক মুহূর্ত!
কখনো কখনো চরিত্রের গভীরে ডুবে থাকলেও, ক্যামেরা ঠিকই গল্প বলে দেয়! 🎥✨

"কাজের ফাঁকে চুপিসারে ক্যামেরার বন্দি!" 🎬📸শুটিংয়ে ব্যস্ত, চরিত্রে ডুবে থাকা – তখন কে জানতো, ফটোগ্রাফার লুকিয়ে লুকিয়ে মুহ...
18/02/2025

"কাজের ফাঁকে চুপিসারে ক্যামেরার বন্দি!" 🎬📸

শুটিংয়ে ব্যস্ত, চরিত্রে ডুবে থাকা – তখন কে জানতো, ফটোগ্রাফার লুকিয়ে লুকিয়ে মুহূর্তগুলো ধরে রাখছে! কাজ শেষে যখন ছবিগুলো দেখি, মনে হয় – আহা! মন্দ হয়নি, বরং দারুণ লেগেছে! 😍✨

#শুটিংমুহূর্ত #চুপিসারেক্লিক #অভিনয়েরজাদু

যাত্রী আমি, গন্তব্য অজানা…🍂🎶হয়তো পথের শেষেও অপেক্ষা করছে নতুন কোনো গল্প!" 🚋💛পথের শেষ কোথায়, জানা নেই…হয়তো এই যাত্রার মাঝ...
17/02/2025

যাত্রী আমি, গন্তব্য অজানা…🍂🎶
হয়তো পথের শেষেও অপেক্ষা করছে নতুন কোনো গল্প!" 🚋💛
পথের শেষ কোথায়, জানা নেই…
হয়তো এই যাত্রার মাঝেই লুকিয়ে আছে এক নতুন গল্পের শুরু।

হাওয়ার কোমল স্পর্শে চোখ বুজে অনুভব করছি মুক্তির স্বাদ,
যেখানে নেই কোনো গন্তব্যের তাড়া, নেই কোনো বাঁধা!

আমি এক যাত্রী…
গন্তব্য আমার অজানা,
তবে এই পথচলাটাই যেন সবচেয়ে সুন্দর…! 🚋💛✨

চিন্তায় গভীরতা, চোখে গল্প, আর হাসিতে লুকিয়ে আছে অদম্য এক আত্মবিশ্বাস! 💫✨কখনো জীবন আমাদের থমকে দাঁড়াতে বলে, আবার কখনো পথ ...
17/02/2025

চিন্তায় গভীরতা, চোখে গল্প, আর হাসিতে লুকিয়ে আছে অদম্য এক আত্মবিশ্বাস! 💫✨

কখনো জীবন আমাদের থমকে দাঁড়াতে বলে, আবার কখনো পথ চলতে শেখায়। প্রতিটি মুহূর্তে আমরা নিজেদের নতুনভাবে খুঁজে পাই, নতুন করে স্বপ্ন দেখি! ❤️🌿

চোখে স্বপ্ন, মনে আশা - গন্তব্যের পথে এগিয়ে চলা এক অদম্য নারী! ✨🚜💛কখনো সময় থমকে যায়, কখনো পথচলা মনে করিয়ে দেয় পুরনো স্মৃত...
17/02/2025

চোখে স্বপ্ন, মনে আশা - গন্তব্যের পথে এগিয়ে চলা এক অদম্য নারী! ✨🚜💛

কখনো সময় থমকে যায়, কখনো পথচলা মনে করিয়ে দেয় পুরনো স্মৃতি। কিন্তু জীবন তো এগিয়ে যাওয়ারই নাম! এই দৃষ্টির গভীরে লুকিয়ে আছে হাজারো ভাবনা, নতুন কিছু পাওয়ার আশা, আর অনাগত দিনের গল্প। ❤️💫

চোখে স্বপ্ন, মনে সাহস—জীবনের পথে এগিয়ে চলার গল্প শুরু এখান থেকেই শুরু হয় !" ✨🚜💛কখনো কখনো জীবনের পথে একলা চলতে হয়, কখনো ব...
17/02/2025

চোখে স্বপ্ন, মনে সাহস—জীবনের পথে এগিয়ে চলার গল্প শুরু এখান থেকেই শুরু হয় !" ✨🚜💛

কখনো কখনো জীবনের পথে একলা চলতে হয়, কখনো বা সঙ্গে থাকে ভালোবাসার মানুষজন। কিন্তু যাত্রা যেনো থেমে না যায় কখনো ! এই ছবি সেই অদম্য আত্মবিশ্বাসের গল্প বলে, যেখানে এক নারীর দৃষ্টি জুড়ে আছে ভবিষ্যতের স্বপ্ন, পথের বাঁকে আছে নতুন কিছু পাওয়ার অপেক্ষা। জীবন এগিয়ে চলে নিজের নিয়মে, আর আমরাও এগিয়ে যাই নতুন সম্ভাবনার দিকে! 💫❤️

🎬 শুটিংয়ের ফাঁকে আমাদের নায়িকা Fariya Ahemad ক্যামেরার ফ্রেমে বন্দী! 🎥✨ক্যামেরার লেন্স যখন ঘুরছে, শটের মাঝে তৈরি হচ্ছে ক...
16/02/2025

🎬 শুটিংয়ের ফাঁকে আমাদের নায়িকা Fariya Ahemad ক্যামেরার ফ্রেমে বন্দী! 🎥✨

ক্যামেরার লেন্স যখন ঘুরছে, শটের মাঝে তৈরি হচ্ছে কিছু অনন্য মুহূর্ত। কখনো স্ক্রিপ্টের বাইরে হাসি, কখনো ক্যামেরার আড়ালে চোখাচোখি—সব মিলিয়ে শুটিং স্পটে এক অন্যরকম জাদু।

আজকের শুটিংয়ের ব্যস্ততার মাঝেও আমাদের নায়িকা ফারিয়া ধরা পড়লেন ক্যামেরার ফ্রেমে, এক অনবদ্য ভঙ্গিমায়! 🎭📸

#শুটিং_ডায়েরি #নায়িকা_ফারিয়া #ক্যামেরার_ফ্রেমে

💔 ভালোবাসার এক অদ্ভুত পরিণতি!কখনো কখনো ভালোবাসা মানুষকে বদলে দেয়, আবার কখনো ভালোবাসার হারিয়ে যাওয়া কষ্টটা তাকে পাগল করে ...
15/02/2025

💔 ভালোবাসার এক অদ্ভুত পরিণতি!

কখনো কখনো ভালোবাসা মানুষকে বদলে দেয়, আবার কখনো ভালোবাসার হারিয়ে যাওয়া কষ্টটা তাকে পাগল করে তোলে...! 💔🖤

#ভালোবাসা #অভিনয়েরএকঝলক

14/02/2025

💖 ভালোবাসা দিবসে প্রতিটি নারীর একটাই চাওয়া – যত্নশীল একজন জীবনসঙ্গী 💖

ভালোবাসা মানে শুধু রোমান্স নয়, বরং একে অপরের প্রতি দায়িত্ববোধ, যত্ন আর গভীর মমতা। প্রতিটি নারী এমন একজন স্বামী চান, যে শুধু হাসি-আনন্দের মুহূর্তে নয়, বরং অসুস্থতার সময়েও পাশে থেকে সেবা করবে, ভালোবাসবে, আগলে রাখবে।

ভালোবাসা দিবস শুধু একদিনের নয়, প্রতিটি দিনে একজন আদর্শ স্বামীর ভালোবাসা প্রকাশ পায় তার যত্নে, ছোট ছোট কাজে, এবং পাশে থাকার প্রতিশ্রুতিতে।

🌹 এই ভালোবাসা দিবসে আপনার প্রিয়জনের জন্য আপনি কী বিশেষ কিছু করতে চান? কমেন্টে জানান! 💬👇

#ভালোবাসা_দিবস #সত্যিকারের_ভালোবাসা #যত্ন_আর_ভালোবাসা #বৌ #স্বামী

যখন দু’জন একসঙ্গে বসে আড্ডা দেয়, তখন সংসারে কত সমস্যার সৃষ্টি হয়! বিভিন্ন বিষয়ে আলোচনা করতে করতে কখন যে কথা বাড়ে, তা বুঝ...
13/02/2025

যখন দু’জন একসঙ্গে বসে আড্ডা দেয়, তখন সংসারে কত সমস্যার সৃষ্টি হয়! বিভিন্ন বিষয়ে আলোচনা করতে করতে কখন যে কথা বাড়ে, তা বুঝাই যায় না। ফলে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য বা নতুন ঝামেলার সূত্রপাত হতে পারে।

এই ধরনের পরিস্থিতি থেকে কীভাবে বের হওয়া যায় এবং সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখা যায়, তা জানতে আমাদের সঙ্গে থাকুন!

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবুও কিছু দৃশ্যের জন্য শুটিংয়ের সময় এটি করতে হয়। ক্যামেরার প্রয়োজন মেটাতে মাঝেমধ্যে চরি...
13/02/2025

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবুও কিছু দৃশ্যের জন্য শুটিংয়ের সময় এটি করতে হয়। ক্যামেরার প্রয়োজন মেটাতে মাঝেমধ্যে চরিত্রের সঙ্গে মানানসই করে ধূমপানের দৃশ্য ধারণ করা হয়। তবে আমরা সর্বদা সচেতন থাকার চেষ্টা করি এবং শুটিংয়ের বাইরে এটি এড়িয়ে চলাই শ্রেয়।

13/02/2025

শুটিং এর ফাকে

📸 শুটিংয়ের বিশেষ মুহূর্তগুলো! 🎬✨প্রতিটি ফ্রেমের পেছনে থাকে কঠোর পরিশ্রম, নিখুঁত পরিকল্পনা, আর একগুচ্ছ দারুণ স্মৃতি। শুটি...
12/02/2025

📸 শুটিংয়ের বিশেষ মুহূর্তগুলো! 🎬✨

প্রতিটি ফ্রেমের পেছনে থাকে কঠোর পরিশ্রম, নিখুঁত পরিকল্পনা, আর একগুচ্ছ দারুণ স্মৃতি। শুটিংয়ের সময় তোলা কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম! 📷❤️

আশা করি, আপনাদের ভালো লাগবে! আপনারা কোন ছবিটা সবচেয়ে বেশি পছন্দ করলেন? কমেন্টে জানাতে ভুলবেন না! ⬇️💬

শুটিংয়ের সময় যখন আমাদের ভিডিওগ্রাফার এবং ডিরেক্টর ছবি তোলেন, তখন বিষয়টা খারাপ লাগে না, বরং বেশ ভালোই লাগে! 🎥📷 কারণ, তারা...
11/02/2025

শুটিংয়ের সময় যখন আমাদের ভিডিওগ্রাফার এবং ডিরেক্টর ছবি তোলেন, তখন বিষয়টা খারাপ লাগে না, বরং বেশ ভালোই লাগে! 🎥📷 কারণ, তারা প্রতিটি মুহূর্তকে যত্ন নিয়ে ক্যামেরাবন্দি করেন, যা আমাদের কাজের সুন্দর স্মৃতি হয়ে থাকে।

🎬 কেন খারাপ লাগে না?
✅ তারা জানেন কোন অ্যাঙ্গেল থেকে আমাদের ভালো লাগবে।
✅ শুটিংয়ের পরিবেশ আরেকটু প্রাণবন্ত হয়ে ওঠে।
✅ ছবিগুলো আমাদের পরিশ্রম আর মুহূর্তগুলোর দারুণ স্মৃতি হয়ে থাকে।

একজন ভিডিওগ্রাফার আর ডিরেক্টর শুধু শুটিং পরিচালনা করেন না, তারা প্রতিটি শটের পেছনে ভালোবাসা ও পরিশ্রম দেন। তাই যখন তারা ছবি তুলে, সেটা কোনো সমস্যার বিষয় নয়, বরং আনন্দের কারণ হয়!

🎬📸

Address

203, West Nakhalpara Tejgaon
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when A S Glamour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A S Glamour:

Videos

Share