Creature Entertainment

Creature Entertainment সুস্থ বিনোদন, সুস্থ জীবন
শ্লোগানকে সা?

24/12/2024

মুসা খানের মসজিদ বা মুসা খাঁর মসজিদ, বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত মোগল স্থাপত্যের অনুকরণে নির্মিত অন্যতম প্রাচীন মসজিদ।

18/12/2024

বেরাইদ ভূঁইয়াপাড়া জামে মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি মসজিদ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আনুমানিক ৫০০ বছরের পুরনো বেরাইদ ভূঁইয়াপাড়া জামে মসজিদটি ঢাকা জেলার বাড্ডা থানাধীন বেরাইদ ইউনিয়নে অবস্থিত।
জনশ্রæতি আছে বেরাইদ ভূঁইয়াপাড়া জামে মসজিদটি সুলতানী আমলে নির্মাণ করা হয়। বাংলায় সুলতানি আমল দ্বাদশ শতকে শুরু হয়ে শেষ হয়েছিলো ১৫৩৮ সালে। বিভিন্ন মাধ্যম থেকে এই মসজিদটির নির্মাণকাল হিসেবে ১৫০৫ সালের উল্লেখ পাওয়া যায়।

12/12/2024

বিনত বিবি মসজিদ বাংলাদেশের ঢাকা শহরের সবচেয়ে পুরনো স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। যা প্রায় ৬০০ বছর ধরে কালের সাক্ষী হয়ে আজো টিকে আছে। ইতিহাসবিদদের তথ্য অনুযায়ী বিনত বিবি মসজিদটি ঢাকার প্রথম মসজিদ। সেই সাথে এটিই ঢাকার একমাত্র মসজিদ, যার নাম রাখা হয়েছে একজন নারীর নামে।
বিনত বিবি মসজিদ ঢাকা শহরের পুরনো ঢাকা এলাকায় অবস্থিত একটি মধ্যযুগীয় মসজিদ। ১৪৫৬ খ্রিস্টাব্দে ইসলাম খাঁর আগমনের প্রায় দেড়শো বছর আগে বাংলার সুলতান নাসির উদ্দিন মাহমুদের আমলে ঐতিহ্যবাহী এই বিনত বিবি মসজিদটি নির্মিত হয়।

03/12/2024

পুরনো ঢাকার কসাইটুলির কে পি ঘোষ রোডের কাস্বাবটুলি জামে মসজিদ এমনই এক শতবর্ষী মসজিদ। অসাধারণ কারুকাজে পূর্ণ এই মসজিদটির ঢাকার অলংকার হিসেবে খ্যাতি ছিল।

26/11/2024

বাংলার সুবাদার শায়েস্তা খান প্রথম দফায় ১৬৬৩ থেকে ১৬৭৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত সুবাদারের দায়িত্ব পালন করে। তাঁর এই দায়িত্ব পালনকালেই বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে ‘শায়েস্তা খান মসজিদটি নির্মিত হয় বলে ধারনা করা হয়। ঢাকায় শায়েস্তা খাঁ যেসব ভবন, মসজিদ বা মন্দির তৈরি করেন সেসবের মধ্যে এ মসজিদটিই প্রথম। তিন গম্বুজবিশিষ্ট মসজিদটি তৈরি করা হয় তৎকালীন কাটরা পাকুড়তলী নামক স্থানে।

19/11/2024

পুরোনো ঢাকার ব্যস্ততম অঞ্চল বেগম বাজারের মোড়ে তিন’শ বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে এই ‘করতলব খান মসজিদ’। বাংলার প্রথম স্বাধীন সুলতান মুরশিদ কুলি খান ১৭০০ থেকে ১৭০৪ সালের মধ্যে অনন্য এই মসজিদটি নির্মাণ করেন।
বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে স্থাপত্য রীতির কারণেই আলাদা ঐতিহাসিক “করতলব খান মসজিদ”। আমাদের দেশে এমন মসজিদ আর একটিও নেই।

12/11/2024

‘তারা মসজিদ’ বাংলাদেশের পুরানো ঢাকার আরমানিটোলার আবুল খয়রাত সড়কে অবস্থিত। খ্রিষ্টীয় আঠারো শতকে ঢাকার জমিদার মির্জা গোলাম পীর এই ‘তারা মসজিদটি নির্মাণ করেছিলেন। লোকমুখে এর নাম ছিল ‘মীর্জা সাহেবের মসজিদ।
এই মসজিদটি নির্মাণে সতের শতকের দিল্লি, আগ্রা ও লাহোরে নির্মিত মোঘল স্থাপত্য শৈলীর প্রভাব রয়েছে ।

05/11/2024

খান মোহম্মদ মৃধা মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকা এলাকার আতশখানায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটি ১৭০৬ খ্রিস্টাব্দে নায়েবে নাযিম ফররুখশিয়ারের শাসনামলে নির্মিত হয়। ইতিহাসবিদ মুনতাসীর মামুনের মতে ঢাকার প্রধান কাজী ইবাদুল্লাহের আদেশে খান মহম্মদ মৃর্ধা এটি নির্মাণ করেন। ১৭০৪-০৫ সালে তিনি নির্মাণের আদেশ দিয়েছিলেন।

বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে থাকে।

Address

Basic Mansuba Tower (B-5), House-24, Main Road, Block-A, Aftab Nagar, Badda
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Creature Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creature Entertainment:

Videos

Share

Category