MohammaD RakiB - محمد ركيب

MohammaD RakiB - محمد ركيب This is the most important Islamic content page in my life. The main purpose of my video is to make Assalamu Alaikum...

I am Rakib hasan.

The main purpose of my video is to make people aware of the misconceptions about Islam. Please help by sharing this page. If you like my Channel then please keep supporting me . Many Many Thanks to Visit my Chanel.....

05/06/2024

৮ জুন থেকে ১৭ জুন ইন শা আল্লাহ....

এই ১০ দিন একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন।

🔴 জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল

১.অধিক পরিমাণে তাকবির পড়া
২.৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)
৩.আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ
৪.প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ
৫.ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা
৬.সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা
৭.যথাসম্ভব নফল নামাজ পড়া
৮.কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত
৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল, ১০.দুরুদ পড়া
১১. অধিক পরিমাণে তওবা করা
১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবেহানাল্লাহিল আজিম)
১৩. সুরা বাকারার শেষ ২আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে
১৪, সুন্নাহ অনুযায়ী সব কাজ করা।
Collected

20/04/2024

ঈদের আনন্দ। গ্রামের বাড়িতে ঈদে কাটানো মুহুর্ত গুলো।। MohammaD RakiB - محمد ركيب

শেষ তারাবীর বিকেলে বন্ধুদের আড্ডা..
06/04/2024

শেষ তারাবীর বিকেলে বন্ধুদের আড্ডা..

17/02/2024

মজার একটি ভিডিও।। দেখা হলে বুজতে পারবেন।। MohammaD RakiB - محمد ركيب

মৃত বাবা-মায়ের জন্য যে দোয়া করবেনবাবা-মা একজন সন্তানের সবচেয়ে কাছের মানুষ। উভয়ে সম্পূর্ণ আলাদা সত্তা হলেও দুইজন একই সূত্...
03/02/2024

মৃত বাবা-মায়ের জন্য যে দোয়া করবেন

বাবা-মা একজন সন্তানের সবচেয়ে কাছের মানুষ। উভয়ে সম্পূর্ণ আলাদা সত্তা হলেও দুইজন একই সূত্রে গাঁথা। প্রতিটি সন্তানের জীবনে বাবা-মায়ের ভূমিকা অসামান্য। কারও অবদান কারও চেয়ে কম নয়।
আমাদের আশপাশের অনেকের বাবা-মা নেই। তারা পার্থিব জীবন কাটিয়ে অনন্ত জীবনে পাড়ি দিয়েছেন। তাদের বিচ্ছেদ-বেদনায় সন্তনেরা অশ্রুর পানিতে চোখের পাতা ভেজান। কিন্তু শুধু কাঁদলেই কি কি মৃত বাবা-মায়ের আত্মা শান্তি পাবে? নাকি সু-সন্তান হিসেবে তাদের জন্য কোনো দায়িত্ব আছে? তাদের জন্য কি দোয়া করা যায় না?

এক হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘মানুষ মৃত্যু বরণ করলে— তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়,তবে তিনটি আমল কখনো বন্ধ হয় না। সাদকায়ে জারিয়া, এমন জ্ঞান— যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান— যে তার মৃত বাবা মায়ের জন্য সবসময় দোয়া এবং আমল করে।’ (মুসলিম, হাদিস : ৪৩১০)

উত্তম সন্তান অবশ্যই বাবা-মায়ের জন্য কল্যাণকর হয়ে থাকেন। তাদের জন্য দোয়া করে আখেরাতে সওয়াব পৌঁছান। তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। বলা বাহুল্য যে, কোনো সন্তান যখন মৃত বাবা-মায়ের জন্য দোয়া করে, আল্লাহ তাদের নেয়ামত ও সুখ-শান্তি আরও বাড়িয়ে দেন।
পবিত্র কোরআন শরিফে স্পষ্টতই বর্ণনা করা হয়েছে, আপনার মৃত বাবা-মায়ের জন্য আপনি কি দোয়া করবেন।

এক. শান্তির দোয়া
মা-বাবার জন্য শান্তির দোয়া করা সন্তানের কর্তব্য। মা-বাবার অবদান ও ভূমিকার বদলা সন্তান জীবনেও আদায় করতে পারবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন-
رَبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرٗا ٢٤ ﴾ [الاسراء: ٢٤]

অর্থ : ‘হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করো; যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’ (সুরা বনি ইসরাইল : ২৪)
আরও পড়ুন : মা-বাবার জন্য যেসব আমল করবেন

দুই. ক্ষমা প্রার্থনার দোয়া
আল্লাহ তাআলা বাবা-মায়ের জন্য ক্ষমা প্রার্থনার দোয়াও শিখিয়ে দিয়েছেন। তিনি পবিত্র কোরআনে বলেন-
رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ ٤١﴾ [ابراهيم: ٤١]

অর্থ : ‘হে আমাদের প্রতিপালক! রোজ কিয়ামতে আমাকে, আমার পিতা-মাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন।’ (সুরা ইবরাহিম, আয়াত : ৪১)

তিন. মা-বাবাসহ অন্যদের জন্য দোয়া
উপরেল্লিখিত দোয়া দুইটি ছাড়াও আরও একটা বিশেষ দোয়া রয়েছে। আল্লাহ তাআলা বান্দাদের শিখিয়েছেন, যেন মৃত বাবা-মায়ের জন্য বিশেষভাবে তারা এই দোয়া করে-
رَّبِّ ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِمَن دَخَلَ بَيۡتِيَ مُؤۡمِنٗا وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارَۢا ٢٨ ﴾ [نوح: ٢٨

অর্থ : ‘হে আমার রব! আমাকে, আমার পিতা-মাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী-পুরুষদের ক্ষমা করুন এবং আপনি জালিমদের ধ্বংস ছাড়া আর কিছুই বাড়িয়ে বাড়িয়ে দেবেন না।’ (সুরা নুহ, আয়াত : ২৮)
অতএব, বাবা-মায়ের জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার কোনো বিকল্প নেই। এছাড়াও প্রত্যেক মোনাজাতে বাবা-মায়ের নাম ধরে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বিশেষভাবে জরুরি।
আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন।

এন্ট্রি লেভেলের সাইকেলিস্ট😂😂
10/01/2024

এন্ট্রি লেভেলের সাইকেলিস্ট😂😂

31/12/2023

🤣🤣😂😂 বন্ধুত্ব

30/10/2023

বাংলাদেশে যেন নিম্নের হাদীসের বাস্তবতা চলছে,,,
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ! মানুষের নিকট এমন এক সময় আসবে, যখন হ*ত্যাকারী জানবে না যে, সে কেন হ*ত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে, কেন তাকে হ*ত্যা করা হয়েছে। (মুসলিম ২৯০৮)

14/10/2023

ঘুম থেকে নামাজ উত্তম

14/10/2023

শ্রদ্ধেয় আরিফ আজাদ ভাইয়ের ১৮ টি মূল্যবান বাণী। যা আমাদের সবার জন্য অনুপ্রেরণা!

১. ব্যস্ততার দোহাই দিয়ে আপনি আসলে সালাত ত্যাগ করছেন না, নিজের আখিরাত ধ্বংসের আয়োজন করছেন।

২. ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরীভাবে ভাবতে বসুন।
জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যেই বিচ্যুত হয়ে পড়েছেন।

৩. আল্লাহ যার অভিভাবক তার কপালে দুশ্চিন্তার ভাঁজ থাকতেই পারেনা।

৪. রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন, তিনি দিনের আলো দিয়ে আপনার জীবনকে রাঙিয়ে দিবেন।

৫.আজ যদি সত্যি আমার মৃত্যু হয়, আমি কি তাহলে আল্লাহর সামনে দাড়ানোর জন্য প্রস্তুত??

৬. আল্লাহ সুবহানা ওয়া তায়ালা ইবলিসকেও ফিরিয়ে দেন নি, আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দিবেন, নিরাশ করবেন।

৭.. 'তুমি যখন হারামে ডুব দিবে, হারাম জিনিসকে পছন্দ করা শুরু করবে, তখন হালাল জিনিসকে তোমার কাছে ভালো লাগবে না। বিরক্তিকর লাগবে। এটাই স্বাভাবিক।

৮. রাগী মানুষ কোন কিছুতেই জিততে পারেনা। ধৈর্য্যশীলরা সর্বদা জিতে যায়, সেটা দুনিয়া আর আখিরাত দুই জায়গাতেই..

৯.দ্বীনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সেটা হলো হারাম রিলেশনশিপ।

১০.. আগামীকাল থেকে ভালো হয়ে যাবো, আপনাকে দ্বীন বিমুখ রাখতে শয়তানের সবচেয়ে বড় শক্তিশালী অস্রগুলোর একটা৷
আগামীকাল যে আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন না। এই নিশ্চয়তা আপনাকে কে দিলো। ভালো হওয়ার এখনই সুযোগ, এই মূহুর্ত থেকেই।

১১. চারপাশের সবাই দুনিয়া খুঁজে, আপনি না হয় আখিরাত খুঁজলেন।

১২. নিজেকে আপনি যেরকম পরিবর্তন করবেন, দিনশেষে আপনার জীবন সেরকম আকৃতি পাবেন।

১৩. রিকশাওয়ালাকে সালাম দিতে যদি আপনার সাহেবিপনায় আঘাত লাগে, মনে খচ খচ করে, তাহলে অতি অবশ্যই আপনার আত্মার চিকিৎসা করা দরকার।

১৪. কচুপাতার ওপর জমে থাকা শিশির বিন্দুর মতোই ঠুনকো মানুষের জীবন। হালকা বাতাসে পাতা দুলালেই গড়িয়ে পড়ে নিঃশেষ হয়ে যায়।

১৫.কারো কটু কথা, কটু বাক্য এবং অপমানের বিপরীতে সবরের চাইতে মোক্ষম জবাব আর কিছুই হতে পারেনা।

১৬. মাটির উপর যতটা ভালে কাজ করবেন, মাটির নিচে ততটা ভালো থাকবেন।

১৭. দু'আ— আপনার হাতে থাকা সবচেয়ে কার্যকরী হাতিয়ার।

১৮. আমাদের আত্মার যে খোরাক সেটা যদি আমরা লাভ করতে না পারি, তাহলে আমাদের সুখী হওয়াটা নিছক অভিনয় মাত্র। সুখ নয়।

ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিযূন।না ফেরার দেশে চলে গেলেন কুরআনের পাখি। 😥আল্লাহ তায়ালা জান্নাতুল ফিরদাউস নসিব করুক,...
14/08/2023

ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিযূন।
না ফেরার দেশে চলে গেলেন কুরআনের পাখি। 😥
আল্লাহ তায়ালা জান্নাতুল ফিরদাউস নসিব করুক,আমিন।

28/07/2023

ঘুম থেকে নামাজ উত্তম
উঠুন
ফজরের নামাজ আদায় করুন।

পরন্ত বিকেলের আড্ডা 🫥
23/07/2023

পরন্ত বিকেলের আড্ডা 🫥

03/06/2023

রাস্তা দিয়ে হাটছেন আর তাসবিহ পড়ছেন 📿
"হিসাব গ্রহণের দিন পায়ের নিচের জমিন আপনার পক্ষে সাক্ষ্য দিবে" ব্যাপারটা কি সুন্দর"
সুবহানাল্লাহ ❤️

01/06/2023

কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম, "আল্লাহ দিতে দেরিও করেন না, তাড়াতাড়িও করেন না, আল্লাহ সঠিক সময়ে দেন।"
অনেক সময় অনেক কিছু খুব করে চেয়েও যখন পাইনা; তখন এই লেখাটা আমাকে প্রচন্ড অনুপ্রেরণা দেয়। আল্লাহ হয়তো একদিন দিবেন। সঠিক সময়েই দিবেন। ইনশাআল্লাহ!❤

27/05/2023

গালি দেয়াটাকে বর্তমান তরুণ প্রজন্ম একটা আর্ট মনে করেন,এই গালির ভেতরে কুরুচিপূর্ণ শব্দের সাথে জুড়ে দেয়া হয় মা বোন নানী বা বাবা দাদাদের।আর এইসব ব্যাপারে কেউ কোনো প্রতিবাদ ও করে না।বন্ধু বন্ধুকে বান্ধবী - বান্ধবীকে বিশ্রী ভাষায় গালি না দিলে নাকি ক্লোজ বন্ধু হওয়া যায় না, বন্ধুত্বে নাকি ফিল আসেনা ।তাছাড়া ভিজ্যুয়াল থেকে ভার্চুয়াল সব জায়গায় গালি দেয়াকে একটা ট্রেন্ড বানিয়ে ফেলেছে বর্তমান প্রজন্ম,আসলে এই ট্রেন্ড তরুণদের মস্তিষ্ককে দিন দিন অসুস্থ করে তুলছে। 🥹

গালিগালাজ নিন্দনীয় কাজ। গালি মানুষকে ঝগড়ার দিকে নিয়ে যায়; ফিতনা-ফ্যাসাদ তৈরি করে। মুহাম্মদ (সা.) গোটা জীবনে কাউকে গালি দেননি। গালি দাতার আমলের খাতায় গুনাহ লেখা হয়।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘দুই ব্যক্তি যখন গালমন্দে লিপ্ত হয়, তখন তাদের উভয়ের গুনাহ তার ওপর বর্তাবে, যে প্রথমে শুরু করে; যতক্ষণ না অত্যাচারিত সীমালঙ্ঘন করে।’ 🖤 (সহিহ মুসলিম : হাদিস : ৬৪৮৫)

#সাহিত্যিক 🥰

اللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدّ...
23/05/2023

اللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আঝযি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল ঝুবনি ওয়া দালায়িদ-দাইনি ওয়া গালাবাতির-রিঝালি।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আশ্রয় চাই; অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই; কৃপণতা ও ভীরুতা থেকে আশ্রয় চাই; ঋণভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে মুক্তি চাই।’ (বুখারি)

05/05/2023

মোহরানা দিয়ে বিয়ে করেছেন আপনি আমরা না..!
আপনার বউয়ের সৌন্দর্য দেখার কথা ছিলো শুধুই আপনার কিন্তু দেখছি, আমরা..!

আপনার লজ্জা না হওয়ার কারণ কি?

Address

Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when MohammaD RakiB - محمد ركيب posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MohammaD RakiB - محمد ركيب:

Videos

Share

Category