23/08/2024
অনেকেই নৌকা, ট্রলার, স্পিডবোট নিয়ে ফেনী এসেছেন কিন্তু পরিমাণ মত ডিজেল বা তেল ম্যানেজ করে আসেন নাই, রাতে খোঁজ চালানোর জন্য লাইট বা কোন প্রকার বাতি আনেন নাই, মোবাইল চার্জ দেয়ার জন্য পাওয়ার ব্যাংক আনেন নাই, নিজেরা খেয়ে বেঁচে থাকার মত পর্যাপ্ত পরিমাণ খাবার সাথে রাখেন নাই, কেমনে কি হবে বলেন? যেখানে কোথাও কোন দোকানপাট খোলা নাই, ফেনী ঢুকার পর মোবাইলে নেটওয়ার্কও থাকছে না, উদ্ধার করতে এসে এমন পরিস্থিতিতে পড়বেন যে আপনাদেরই উদ্ধার করতে টিম পাঠাতে হবে। প্লীজ সবাই প্রয়োজনীয় পানি, খাবার, লাইট, ডিজেল বা তেল, পাওয়ার ব্যাংক এগুলো সাথে রাখুন। আর নিজেদের এ্যবেলিটি বুঝে দূরের গ্রাম গুলোতে যান। যাওয়ার আগে বোটের ডিজেল চেক করুন। স্থানীয় লোক সাথে রাখুন। পরে কোন দিকে ঢুকবেন আর কোনদিক দিয়ে বের হবেন কিছুই বুঝতে পারবেন না। ফেরত আসার সময় কি শহরের দিকে আসতেছেন নাকি সমুদ্রের দিকে যাইতেছেন কিছুই বুঝবেন না। দয়া করে সবাই সর্বাত্মক সতর্কতা অবলম্বন করে উদ্ধার অভিযানে যান।
জনস্বার্থে পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন।