Manikganj 24News

Manikganj 24News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Manikganj 24News, Media/News Company, singair monikgonj, Dhaka.

23/08/2024

অনেকেই নৌকা, ট্রলার, স্পিডবোট নিয়ে ফেনী এসেছেন কিন্তু পরিমাণ মত ডিজেল বা তেল ম্যানেজ করে আসেন নাই, রাতে খোঁজ চালানোর জন্য লাইট বা কোন প্রকার বাতি আনেন নাই, মোবাইল চার্জ দেয়ার জন্য পাওয়ার ব্যাংক আনেন নাই, নিজেরা খেয়ে বেঁচে থাকার মত পর্যাপ্ত পরিমাণ খাবার সাথে রাখেন নাই, কেমনে কি হবে বলেন? যেখানে কোথাও কোন দোকানপাট খোলা নাই, ফেনী ঢুকার পর মোবাইলে নেটওয়ার্কও থাকছে না, উদ্ধার করতে এসে এমন পরিস্থিতিতে পড়বেন যে আপনাদেরই উদ্ধার করতে টিম পাঠাতে হবে। প্লীজ সবাই প্রয়োজনীয় পানি, খাবার, লাইট, ডিজেল বা তেল, পাওয়ার ব্যাংক এগুলো সাথে রাখুন। আর নিজেদের এ্যবেলিটি বুঝে দূরের গ্রাম গুলোতে যান। যাওয়ার আগে বোটের ডিজেল চেক করুন। স্থানীয় লোক সাথে রাখুন। পরে কোন দিকে ঢুকবেন আর কোনদিক দিয়ে বের হবেন কিছুই বুঝতে পারবেন না। ফেরত আসার সময় কি শহরের দিকে আসতেছেন নাকি সমুদ্রের দিকে যাইতেছেন কিছুই বুঝবেন না। দয়া করে সবাই সর্বাত্মক সতর্কতা অবলম্বন করে উদ্ধার অভিযানে যান।

জনস্বার্থে পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন।

13/10/2022

এই ভাইটির বাড়ি সিংগাইর গেরাদিয়া জামির্ত্তা থেকে তার অটোরিকশা নেশা খাওয়াইয়া কে বা কারা নিয়ে গেছে

11/10/2022

১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান=৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা উদ্ধারসহ ০১জন মাদক কারবারী গ্রেফতার।

মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল ইং ১১/১০/২০২২ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন ধল্লা লক্ষিপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ কিয়াম উদ্দিন (৪৪)কে ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

02/10/2022

ডিবি, মানিকগঞ্জ কর্তৃক ১০(দশ) বোতল দেশীয় মদ,মূল্য অনুমান=৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা উদ্ধারসহ ০১জন মাদক কারবারী গ্রেফতার ।

মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল ইং ০১/১০/২০২২ তারিখ মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন উত্তর আয়নাপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হৃদয় মোল্লা (২০), কে আটক করেন এবং তার দেওয়া তথ্যের ভত্তিতে সাটুরিয়া থানাধীন তিল্লী সাকিনের তিল্লী বাজার সংলগ্ন পলাতক মোঃ সবুজ মিয়া এর দোচালা ঘরের ভেতরে অভিযান পরিচালনা করিয়া ১০ বোতল দেশীয় মদ উদ্ধার করে।

28/09/2022

সাভার বি আর টিসির অফিসের সামনে সাধারণ জনগণের ভোগান্তির আর শেষ নেই

২০০ (দুইশত)পিস ইয়াবা ট্যাবলেট, ১০(দশ) গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ=৩,০০০/-টাকাসহ সর্বমোট=১,৬৩,০০০/-(এক লক্ষ তেষট্টি ...
27/09/2022

২০০ (দুইশত)পিস ইয়াবা ট্যাবলেট, ১০(দশ) গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ=৩,০০০/-টাকাসহ সর্বমোট=১,৬৩,০০০/-(এক লক্ষ তেষট্টি হাজার) টাকা উদ্ধার ও ০৫ জন মাদক কারবারী গ্রেফতার ।

মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় ডিবি মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল ইং ২৫/০৯/২০২২ তারিখ মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানাধীন জয়রা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ইন্নাহ শেখ (৩৩), পরান খান (৩৬), দ্বয়কে ২০০(দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ=৩,০০০/-টাকাসহ আটক করেন।পরবর্তীতে আটককৃত ঐ দুই ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানাধীন পশ্চিম দাশড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রেতা মোঃ জয় (২৫)কে আটক করেন।

একই তারিখ অপর একটি অভিযানিক দল সিংগাইর থানাধীন বাইমাইল (কালিনগর) এলাকা হতে মোঃ মিজানুর রহমান উরফে মিজান মীর (৪৩) ও মোঃ দেলোয়ার হোসেন (২৮) দ্বয়কে ১০(দশ) গ্রাম হেরোইনসহ সহ আটক করেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জ কর্তৃক ৫৩৫ (পাঁচশত পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান=১,৬০,৫০০/-(এক লক্ষ ষাট...
25/09/2022

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জ কর্তৃক ৫৩৫ (পাঁচশত পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান=১,৬০,৫০০/-(এক লক্ষ ষাট হাজার পাঁচশত) টাকা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার।
[তারিখ-২৫/০৯/২০২২ খ্রিঃ]

মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল ইং ২৪/০৯/২০২২ তারিখ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন দক্ষিন ধল্লা এলাকায় অভিযান পরিচালনা করে মোসাঃ শাহনাজ ওরফে শাহনাজ(৩২), কে ৪৫০(চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ সহ আটক করেন।

একই তারিখে অপর একটি অভিযানিক দল ঐ একই এলাকায় অভিযান পরিচালনা করে সালেহা বেগম (৬০) কে ৮৫(পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ সহ আটক করেন।

**মানিজগঞ্জ জেলা পুলিশ কর্তৃক ১৫ (পনের) গ্রাম হেরোইন মূল্য অনুমান=১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধারসহ ০২ জন ম...
19/09/2022

**মানিজগঞ্জ জেলা পুলিশ কর্তৃক ১৫ (পনের) গ্রাম হেরোইন মূল্য অনুমান=১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার **

মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল ইং ১৮/০৯/২০২২ তারিখ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন আঙ্গারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ওবাইদুল৥উবায়দুল্লাহ (৩৬) ও মোঃ শরীফ (৩৫), পিতা-মৃত দুদু মিয়া দ্বয়কে ১৫ (পনের) গ্রাম হেরোইন সহ আটক করেন।

মানিকগঞ্জ পাসপোর্ট অফিসে দুই রোহিঙ্গা আটক পুলিশ ও পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা জানান, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প...
19/09/2022

মানিকগঞ্জ পাসপোর্ট অফিসে দুই রোহিঙ্গা আটক পুলিশ ও পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা জানান, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালের মাধ্যমে পাসপোর্ট করতে এসেছিলেন হুমাইরা নামে এক নারী। এসময় তার সঙ্গে ছিলেন আবু তাহের নামে আরেক রোহিঙ্গা যুবক।

**গণধর্ষণ মামলায় অভিযুক্ত ধর্ষক গ্রেফতার**মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার ...
15/09/2022

**গণধর্ষণ মামলায় অভিযুক্ত ধর্ষক গ্রেফতার**

মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় সিংগাইর থানার অফিসার ইনচার্জ জনাব সফিকুল ইসলাম মোল্যার সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব শেখ মোঃ আবু হানিফ এর নেতৃত্বে এসআই/ মোঃ রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিএমপি, ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দারুস সালাম থানাধীন গাবতলী এলাকা হতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) সংক্রান্তে ধর্ষক আনিছ(৪০),কে গ্রেফতার করেন। অদ্য ১৪/০৯/২০২২ ইং তারিখ ধর্ষক আনিছকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

15/09/2022

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,,,,

আজ সকালে তালেবপুর ইউনিয়নের ইসলাম নগর গ্রামে
কাজ করতে গিয়ে ভুল বশত বিদ্যুৎ স্পর্শে করে
প্রাণ হারালো এক যুবক।

মানিকগঞ্জের সিংগাইরে ৮ কেজি ১'শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।
14/09/2022

মানিকগঞ্জের সিংগাইরে ৮ কেজি ১'শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।

সত্যিকারের ভালোবাসা কখনোই বয়স মানে না ।
14/09/2022

সত্যিকারের ভালোবাসা কখনোই বয়স মানে না ।

মানিকগঞ্জের  সিংগাইর উপজেলার মাধবপুর এলাকায় অভিযান পরিচালনা করে  মোঃ তোতা মিয়া (৬০) ও মোঃ শরিফ হোসেন ওরফে সাপপু (৪৪), দ্...
13/09/2022

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মাধবপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ তোতা মিয়া (৬০) ও মোঃ শরিফ হোসেন ওরফে সাপপু (৪৪), দ্বয়কে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ হাজার টাকাসহ আটক করেন।

সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিন জামশা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চার তলা বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন করেন এম পি...
12/09/2022

সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিন জামশা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চার তলা বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন করেন এম পি মমতাজ বেগম ।

তারিখঃ ১২/০৯/২০২২

Address

Singair Monikgonj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manikganj 24News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Dhaka

Show All