Bangladesh City News

Bangladesh City News প্রতিদিন খবর পেতে আমাদের পেইজ লাইক করে আমাদের সাথে থাকুন
কিছু দিনের মধ্যে আপনাদের ইউটিউব চ্যানেল আসবে
(1)

দেশজুড়ে একদিনেই১৫০টি সেতুর উদ্বোধন আঞ্চলিক যোগাযোগেবিরাট মাইলফলক            #ছাতিরচরখবর        #ছাতিরচরআওয়ামীলীগপরিবার  ...
20/10/2023

দেশজুড়ে একদিনেই
১৫০টি সেতুর উদ্বোধন

আঞ্চলিক যোগাযোগে
বিরাট মাইলফলক




#ছাতিরচরখবর #ছাতিরচরআওয়ামীলীগপরিবার #ছাতিরচরনিউজ #বাংলাদেশআওয়ামীলীগছাতিরচর #ঢাকা_ভাঙ্গা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন ও শেখ র...
18/10/2023

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামীলীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে

প্রধান অতিথিঃ-

জনাব ওবায়দুল কাদের এমপি
সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ও
মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

বিশেষ অতিথিঃ-

আমার শ্রদ্ধাভাজন নেতা
ঢাকা ২ আসনের বার বার নির্বাচিত সাংসদ
সাবেক খাদ্যমন্ত্রী সাবেক আইন প্রতিমন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা
এ্যাড. মোঃ কামরুল ইসলাম এমপি মহোদয়
প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ
সভাপতি কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
সাবেক কাযনিবাহী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ
সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অভিবক্ত ঢাকা মহানগর আওয়ামীলীগ।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর নেতৃবৃন্দ

বক্তব্য রাখেন:

শেখ বজলুর রহমান
সভাপতি,ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ

আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির
সাধারণ সম্পাদক,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ

সভাপতিত্বেঃ-

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী
সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ

সঞ্চালনায়ঃ-

এস এম মান্নান কচি
সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ।

আরও উপস্থিত ছিলেন বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামীলীগ ও আওয়ামী যুবলীগের ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
১৮/১০/২০২৩ইং।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান বলেছেন, 'বিএনপি-জামায়েত জোট এ দেশে অরাজকতা, নৈরাজ্য ও আগু...
17/10/2023

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান বলেছেন, 'বিএনপি-জামায়েত জোট এ দেশে অরাজকতা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাস ছাড়া আর কিছুই উপহার দিতে পারেনি। তারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চেষ্টা চালাচ্ছে। এভাবে ভোট পাওয়া যায় না। ভোট পেতে হলে জনগণের কাছে যেতে হয়। দেশের উন্নয়ন করতে হয় এবং জনগণের কথা ভাবতে হয়।’

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানী শাখা আয়োজিত নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ফারুক খান বলেন, বিএনপি নির্বাচন নিয়ে কুৎসা রটাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই চান গণতান্ত্রিকভাবে দেশে স্বচ্ছ, অবাধ ও নিরেপেক্ষ নির্বাচন আয়োজন করতে। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সরকার গঠন হবে।

#আওয়ামীলীগ #শেখহাসিনা #বাংলাদেশ #নৌকা #নির্বাচন২০২৪ #বিএনপি #জামাত #দুর্নীত #সন্ত্রাস #ছাতিরচরখবর #ছাতিরচরআওয়ামীলীগপরিবার #ছাতিরচরনিউজ #বাংলাদেশআওয়ামীলীগছাতিরচর #ঢাকা_ভাঙ্গা

রেল বিপ্লবের যুগে বাংলাদেশপদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রেলপথে ১ নভেম্বর থেকে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হবে। এই র...
16/10/2023

রেল বিপ্লবের যুগে বাংলাদেশ

পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রেলপথে ১ নভেম্বর থেকে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হবে। এই রুটের ভাড়া নির্ধারণ প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে। পদ্মা সেতুর রেলপথ উদ্বোধন করে মাননীয় প্রধানমন্ত্রী মাওয়া থেকে ভাঙ্গা ট্রেনযাত্রা করেন। আনুষ্ঠানিকতা শেষেই ঢাকার কমলাপুর থেকে ভাঙ্গা স্টেশন পর্যন্ত ৮২ দশমিক ৩০ কিলোমিটার পথ প্রস্তুত। চলছে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলের সিডিউল তৈরির কাজ। ভাড়া নির্ধারণ প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে এখন। রুটটিতে প্রথমেই সুন্দরবন, বেনাপোল ও মধুমতি তিন জোড়া ট্রেন চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন রুটের সিডিউল অনুযায়ী ১ নভেম্বর থেকে ঢাকা-ভাঙ্গা রেলপথে বাণিজ্যিক রেল চলাচল করবে।

সূত্র: দৈনিক জনকণ্ঠ, ১৪ অক্টোবর ২০২৩।

#পদ্মাসেতু #ঢাকা_ভাঙ্গা #রেলপথ #ট্রেন #ছাতিরচরআওয়ামীলীগপরিবার #ছাতিরচরনিউজ #বাংলাদেশআওয়ামীলীগছাতিরচর #ছাতিরচরখবর ゚

১০ অক্টোবর চালু হচ্ছেপদ্মা সেতুরেল সংযোগেরঢাকা-ভাঙ্গাঅংশউদ্বোধন করবেনমাননীয়প্রধানমন্ত্রী  . .   #বাংলাদেশআওয়ামীলীগছাতিরচ...
11/10/2023

১০ অক্টোবর

চালু হচ্ছে
পদ্মা সেতু
রেল সংযোগের
ঢাকা-ভাঙ্গা
অংশ

উদ্বোধন করবেন
মাননীয়
প্রধানমন্ত্রী


.
.
#বাংলাদেশআওয়ামীলীগছাতিরচর #ছাতিরচরখবর #ছাতিরচরআওয়ামীলীগপরিবার #ছাতিরচরনিউজ #রেল_নেটওয়ার্ক

বিশ্বমানের রেল নেটওয়ার্কের যুগে বাংলাদেশবাংলাদেশের সবচেয়ে নয়নাভিরাম ও অত্যাধুনিক রেলপথের নাম ঢাকা-ভাঙ্গা-যশোর রেলপথ। নত...
11/10/2023

বিশ্বমানের রেল নেটওয়ার্কের যুগে বাংলাদেশ

বাংলাদেশের সবচেয়ে নয়নাভিরাম ও অত্যাধুনিক রেলপথের নাম ঢাকা-ভাঙ্গা-যশোর রেলপথ। নতুন এই পথ শুধু পরিবহণ মাধ্যমই নয়, সৌন্দর্য বিলিয়ে আনন্দ দেওয়ার মাধ্যমও। এতে রয়েছে ২৭ কিলোমিটার উড়াল পথ, যা বাড়তি আনন্দ দেবে যাত্রীসাধারণকে। ইতোমধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত (৮২ কিলোমিটার) একাধিকবার পরীক্ষামূলক যাত্রী ও মালবাহী ট্রেন চালানো হয়েছে। ভাঙ্গা রেলস্টেশনের কাজও প্রায় শেষ। সব মিলে প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে ভাঙা পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই প্রকল্পটি বাস্তবায়িত হলে পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার সঙ্গে নতুন চারটি জেলা- মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল হয়ে যশোর পর্যন্ত রেল নেটওয়ার্কে যুক্ত হবে। পাশাপাশি বিদ্যমান ভাঙ্গা-পাচুরিয়া রাজবাড়ী রেলপথটি পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত হবে। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ এই রেলপথের সুবিধা পাবে। এ ছাড়া যশোর পর্যন্ত রেলপথ নির্মাণকাজ শেষে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস সহ একাধিক দেশীয় ও আন্তর্জাতিক ট্রেন এই রুটে চলাচল করতে পারবে। এতে করে তৈরী হবে নতুন বাণিজ্যিক জোন, বাড়বে কর্মসংস্থান। যা অবদান রাখবে জিডিপি প্রবৃদ্ধিতে।

#রেল_নেটওয়ার্ক #রেলপথ #পদ্মাসেতু #জিডিপি #বাণিজ্যিক_জোন #ছাতিরচরআওয়ামীলীগপরিবার #বাংলাদেশআওয়ামীলীগছাতিরচর #ছাতিরচরখবর #ছাতিরচরনিউজ

শান্তি প্রতিষ্ঠায়মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক স্বীকৃতিজাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্প...
04/10/2023

শান্তি প্রতিষ্ঠায়
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক স্বীকৃতি

জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ অর্জন নিঃসন্দেহে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতার একটি অংশ। তারই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামের সংঘাত অবসানে ১৯৯৮- শান্তিবাদী উন্নয়নমূলক কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো প্রদত্ত ফেলিক্স শান্তি পুরস্কার অর্জন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি যে একজন দূরদৃষ্টিসম্পন্ন নেত্রী তার প্রমাণ তিনি রেখেছেন সেই ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই। তাঁর পরিকল্পনা এবং দৃঢ় নেতৃত্বের স্বীকৃতি পেয়েছেন আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পুরস্কার প্রাপ্তি জাতিকে গর্বিত করে। প্রধানমন্ত্রীর প্রাপ্তিতে ধন্য আজ বাংলাদেশ।

সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

'জয় বাংলা জয় বঙ্গবন্ধু'🇧🇩❤️

#বঙ্গবন্ধুকন্যা #প্রধানমন্ত্রী #শেখহাসিনা #ছাতিরচরলাইভখবর #ছাতিরচরনিউজ #ছাতিরচরখবর #ছাতিরচরলাইভনিউজ #বাংলাদেশআওয়ামীলীগছাতিরচর

18/05/2023

Friends Of Power 😎

Chill 🤟🤟

゚viral

Address

Old Dhaka City
Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh City News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh City News:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Dhaka

Show All